বোনের পক্ষে সোনারগাঁবাসীর সমর্থন চাইলেন সোহাগ রনি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আগামী ২১ মে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন ‍উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শাহাজাদী আক্তার সুমী।

সম্ভাব্য এই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমী হলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালক হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনির আপন বড় বোন।

১৩ এপ্রিল শনিবার এক ভিডিও বার্তায় সোনারগাঁবাসীর দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন হাজী সোহাগ রনি। তিনি জানিয়েছেন তার আপন বড় বোন শাহাজাদী আক্তার সুমী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটে লড়াই করবেন। এ বিষয়ে তিনি অতীতে সোনারগাঁবাসীর পাশে যেভাবে ছিলেন তার চিত্র তুলে ধরেন এবং ভবিষতে সোনারগাঁওবাসীর জন্য কাজ করার প্রত্যয় নিয়েই মুলত তার বোনকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে। এ বিষয়ে তিনি সকলের দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।

অসুস্থ্য সাইফুল্লাহ বাদলের বাসায় সজলের নেতৃত্বে হোসিয়ারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

দীর্ঘদিন যাবত শারীরিকভাবে অসুস্থ্য ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল। সেই অসুস্থ্য সাইফুল্লাহ বাদলকে দেখতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালনা পর্ষদের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শেখ নাজমুল আলম সজল। এ সময় তার সঙ্গে ছিলেন হোসিয়ারী এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।

ওই সময় তিনি অসুস্থ্য সাইফউল্লাহ বাদলের বাসায় গিয়ে শরীরের অবস্থার এবং চিকিৎসার খোঁজ খবর নেন।

১৩ এপ্রিল শনিবার কাশিপুর গোয়ালবন্দস্থ এম সাইফউল্লাহ বাদলের বাসভবনে ছুটে যান মোঃ নাজমুল আলম সজল। এ সময় তার সঙ্গে ছিলেন হোসিয়ারী এসোসিয়েশনের সহ-সভাপতি (জেনারেল) মোঃ কবির হোসেন, সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহ‌মেদ স্বপন, পরিচালক জেনারেল মোঃ মোজাম্মেল হক, আমিরউল্লাহ রতন প্রমূখ।

ঈদে সোনারগাঁবাসীর সঙ্গে সাবেক এমপি খোকার শুভেচ্ছা বিনিময়

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁবাসীর সঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করে ঈদ উদযাপন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সাবেক দুইবারের নির্বাচিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

১১ এপ্রিল বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে সোনারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন লিয়াকত হোসেন খোকা। নামাজ শেষে তিনি সোনারগাঁবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং কোলাকুলি করে একে অপরের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর তিনি সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন এলাকার বিভিন্ন স্পটে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

লন্ডনে ঈদ উদযাপনে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত তৈমূর: দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

যুক্তরাজ্যের লন্ডনের একটি মসজিদে জামাতের সহিত পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন তৃনমুল বিএনপির মহাসচিব মজলুম জননেতা ড. তৈমূর আলম খন্দকার।

১০ এপ্রিল বুধবার তিনি এই ঈদের নামাজ শেষে প্রবাসী বাঙালীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ওেই সময় তিনি প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছায় সিক্ত হোন।

এদিকে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তৈমূর আলম খন্দকার। একই সঙ্গে তিনি তৃণমুল বিএনপির সারাদেশের প্রতিটা নেতাকর্মীকেও এই শুভেচ্ছা জানান।

ফতুল্লার কাশিপুর হাজীপাড়ায় ৩’শ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের জেলার ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের নির্দেশে কাশিপুর হাজীপাড়ায় যুবলীগ নেতা পলাশ দেওয়ানের উদ্যোগে প্রায় ৩’শ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ এপ্রিল বুধবার সকালে কাশিপুর হাজীপাড়ায় গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এম সাইফউল্লাহ বাদলের প্রতিনিধি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল আলম, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সাত্তার, ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফাতু, বদিউজ্জামাল বধু সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের নির্দেশে কাশিপুরের বিত্তবানরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। ৯ টি ওয়ার্ডের লোকজন পৃথকভাবে ঈদ সামগ্রী বিতরণ করছে। আর কাশিপুর হাজীপাড়ায় স্থানীয় যুবলীগ নেতা পলাশ দেওয়ানের নিজস্ব অর্থায়নে প্রায় ৩’শ লোকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

মুড়াপাড়া ইউনিয়নে তৃণমুল বিএনপির আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা তৃণমুল বিএনপির আওতাধীন রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে তৃণমুল বিএনপির উদ্যোগে আলোচনা সভা, ইফতার, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ এপ্রিল শুক্রবার বিকেলে মুড়াপাড়া বাজার এলাকায় এই কর্মসূচি পালন করেছে তৃণমুল বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তৃণমুল বিএনপির সিনিয়র সদস্য আব্দুল হাই তালুকদার ও বিশেষ অতিথি ছিলেন জেলা তৃণমুল বিএনপির অন্যতম সদস্য কামাল খান।

দোয়া মাহফিলপূর্ব আলোচনায় নেতৃবৃন্দ তৃণমুল বিএনপির মহাসচিব মজলুম জননেতা ড. তৈমূর আলম খন্দকারের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শুধু মুড়াপাড়া নয় রূপগঞ্জ উপজেলা সহ জেলা পর্যায়ে তৃণমুল বিএনপির রাজনীতিকে সক্রিয় সংগঠনে রূপ দিতে সকলে একযোগে সহযোগীতা করার আশাবাদ ব্যক্ত করেন।

মুড়াপাড়া ইউনিয়ন তৃণমুল বিএনপির সভাপতি মোকারম সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদ হাসান কাশেম ও তৃণমুল বিএনপি নেতা শাহিন আলমের সৌজন্যে এই কর্মসূচি পালিত হয়। এ সময় তৃণমুল বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দোয়া মাহফিলে মজলুম জননেতা ড. তৈমুর আলম খন্দকারের দীর্ঘায়ু কামনা করা হয়।

ট্রাফিক পুলিশ ও হাসপাতালের নার্স, রোগীদের নিয়ে টিম খোরশেদের ঈদ উদযাপন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

পবিত্র ঈদ উল ফিতরের দিনে জনসেবায় নিয়াজিত ট্রাফিক পুলিশ সদস্য এবং হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত নার্স ও রোগীদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদ পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ। এসব ট্রাফিক পুলিশ সদস্য, হাসপাতালের নার্স ঈদের দিনেও জনসেবায় দায়িত্ব পালন করে যাচ্ছেন।

১১ এপ্রিল বৃহস্পতিবার টিম খোরশেদের টিম লিডার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সদস্যদের নিয়ে সড়কে ঘুরে ঘিরে ট্রাফিক পুলিশের সদস্য ও হাসপাতালে গিয়ে রোগী ও নার্সদের ঈদ উপলক্ষে কিছু খাদ্য সামগ্রী নিয়ে তাদের সাথে ঈদ উদযাপন করেন।

সকালে টিম খোরশেদের সদস্যরা ঈদের নামাজ আদায় করেই ঈদ উপহার হিসেবে খাবার সামগ্রী ছুটেছেন তাদের কাছে। হাসপাতালের রোগী-নার্স ও সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের কাছে পেয়ে আনন্দিত হন। ঈদের এ আনন্দের দিনে সবাই পরিবার প্রিয়জনদের সাথে ঈদ করলেও তারা পরিবার পরিজনদের দূরে রেখে রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন। তাদের এ ত্যাগকে সহমর্মিতা জানিয়ে তাদের পাশে এসেছে টিম খোরশেদের সদস্যরা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও টিম খোরশেদের টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা সবাই ঈদে কেউ নাড়ির টানে বাড়ি যাই, কেউ পরিবারকে সময় দেই। সবাই আপনজনদের নিয়ে ঈদ করলেও আমাদেত সড়কে দায়িত্ব পালন করা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা, হাসপাতালে দায়িত্ব পালন করা নার্সরা আমাদের সেবায় নিজেদের ঈদকে মাটি করে আমাদের জন্য দায়িত্ব পালন করছেন। তাদের এ ত্যাগকে যেন তারা মনে না করেন আমরা কেউ তাদের কথা ভাবিনা তাই তাদের নিয়ে আমাদের এ ঈদ পরিকল্পনা। আমাদের উপহার ছিল সামান্য তবে আমরা এ নিয়েই তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে চেষ্টা করেছি।

তিনি আরো বলেন,, আমরা সব সময় দূর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর ঈদের দিনে নারায়ণগঞ্জের সরকারী ২ টি হাসপাতালে ঈদের দিন সকালে রোগীদের সাথে সাক্ষাৎ করে কিছু না কিছু উপহার দেই। তাছাড়া নার্স, ট্রাফিক পুলিশ যারা নারায়ণগঞ্জবাসীর উপকারের জন্য নিজেদের পরিবার পরিজন ছেড়ে আমাদের সেবায় নিয়োজিত থাকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তাদেরও আমরা উপহার দেই।

র‌্যাবের অভিযানে ঘণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার গণধর্ষণ মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আরমানকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার, এএসপি সনদ বড়ুয়া।

তিনি জানান, র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বন্দর থানার গণধর্ষণ মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি আরমানকে গ্রেপ্তার করেন।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামী আরমান নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মামলা নং-৩৫(১০)১৯, নারী ও শিশু-৩১১/২০, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(৩) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী। ঘটনার পর হতে উক্ত আসামী আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপনে ছিল।

ধর্ষণ মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাকত আসামী আরমানকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১১, নারায়ণগঞ্জ, সিপিএসসি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেপ্তারের চেষ্টা করে।

পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বর্ণিত গণধর্ষণ মামলার গ্রেপ্তাররী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আরমানকে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ৮এপ্রিল মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

অয়ন ওসমানের পক্ষে ছাত্রলীগ সভাপতি সম্রাটের ঈদ সামগ্রী বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

একেএম অয়ন ওসমানের পক্ষ থেকে পবিত্র ঈদ ‍উল ফিতর উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট। প্রায় তিন শতাধিক গরীব অসহায় দুস্থ পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগরীর চাঁনমারী রেললাইন এলাকায় এসব ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।

এ বিষয়ে মেহেদী হাসান সম্রাট বলেন সেই লক্ষ্যে আজ সংসদ সদস্য শামীম ওসমানের পুত্র আমাদের তরুণ প্রজন্মের অহংকার অয়ন ওসমানের পক্ষ থেকে আমরা এই ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছি। সবাই আমাদের নেতা তরুণ প্রজন্মের অহংকার অয়ন ওসমান ও তার পরিবারের জন্য দোয়া করবেন।

মহানগরীর ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ঈদ সামগ্রী বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আওতাধীন ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে কয়েক’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে ওই ওয়ার্ডে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে গরীব অসহায় দুস্থ কয়েক’শ পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করে ওয়ার্ড আওয়ামীলীগ।

২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসলাম পলুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ।

সর্বশেষ সংবাদ