হাসিনার জুলুম-নির্যাতনের শিকার সকলকে মূল্যায়ন করতে হবে: কাজী মনির

সান নারায়ণগঞ্জ

জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও তাদের পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান।

তিনি বলেছেন, “জুলাই বিপ্লবের শহীদদের অধিকাংশই কোনো দলের অন্তর্ভুক্ত ছিলেন না। তারা জাতির যোদ্ধা। তাদের আত্মত্যাগ যেন অবমূল্যায়িত না হয়, তা নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার জুলুম-নির্যাতনের শিকার সকলকে মূল্যায়ন করতে হবে। রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন আনতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার হতে না পারে। তবেই জুলাই বিপ্লব সার্থক হবে।”

১২ জুলাই শনিবার বিকেলে রূপগঞ্জের সন্তান শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইফুল হাসান দুলাল ও শহীদ মাহমুদুর রহমান সোহেল সহ সকল বীর শহীদ ও আহতদের স্মরণে তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটির আয়োজন করে রূপগঞ্জ উপজেলা, তারাবো ও কাঞ্চন পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নাসির।

এছাড়াও বক্তব্য রাখেন, শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, বিএনপি নেতা কাজী আব্দুল আহাদ, জাকির হোসেন রিপন, বায়েজিদ প্রধান, আব্দুল মান্নান পারভেজ, উপজেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া।

পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা চেয়ে মোনাজাত অনুষ্ঠিত হয়।

বন্দর কলাগাছিয়া ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার বিকেলে বিএনপি ঘোষিত ৩১ দফার ভিত্তিতে ‘স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ এ আয়োজন করা হয় বলে জানান নেতারা।

এতে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য ফারুক হোসেন। মহানগর বিএনপির সদস্য শহিদুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, আলমগীর হোসেন।

আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম সোহেল, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম মিয়া, বিএনপি নেতা মো. মোজাম্মেল, বন্দর বিএনপি নেতা মো. ভিক্টর মৃধা, মো. বাদল, বাবুল, আলী হোসেন, মো. আক্তার, মো. পোকন, মো. রতন, দেলোয়ার, মো. আলী লিটন, আব্দুল্লাহ, বিএনপি নেতা আলতাফ কাজী, সোহাগ, নাঈম, নুরে আলম, মাহবুব মন্ডল, ইরফান, সৈয়দ আহম্মদ, সাইফুল ইসলাম, মো. সাঈদ, বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, বন্দর উপজেলা শ্রমিকদল নেতা মো. আনোয়ার, উপজেলা যুবদল নেতা মো. বাবুল, আলতাফ, জাহাঙ্গীর, ছাত্রদল নেতা আরমান, তপন, বাবুল, সুজন, বাবুল, আলমগীর প্রমুখ।

হাসিনার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে: কাজী মনির

সান নারায়ণগঞ্জ

‘শেখ হাসিনার বিদায়ের মধ্যে দিয়ে স্বৈরাচারের বিদায় হয়েছে। কিন্তু স্বৈরাচার কি বিদায় হয়েছে? স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হয়েছে তার প্রেতাত্মারা বাংলাদেশে এখনও আছে। ১৯৭১ সালে দেশকে স্বাধীন করেছিলাম পাকিস্তানি হায়েনাদের হাত থেকে দেশকে রক্ষা করতে। এখন আওয়ামী প্রেতাত্মারা আরেকটি ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে যুবকদের সামনের সাড়িতে থাকতে হবে। দেশকে রক্ষা করতে হলে দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।’

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আমাদের রাজনৈতিক দায়িত্ব ও কর্তব্য শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির এই মন্তব্য করেন।

৫ জুলাই শনিবার বিকেলে তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা করা হয়।

অনুষ্ঠানে তারাব পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদের সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিননের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমান, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম ইমন, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, তারাব পৌরসভার ওলামা দলের সভাপতি পনির ভূঁইয়া, জাহাঙ্গীর মোল্লা, খোরশেদ আলমসহ অনেকে।

প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে: বদিউল আলম মজুমদার

সান নারায়ণঞ্জ

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, মৌলিক সংস্কার দরকার, তা না হলে আমাদের পণ্ডশ্রম হবে। এর মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে। যাতে করে প্রধানমন্ত্রী মোগল সম্রাটের মত ক্ষমতাধর না হয়। এই ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচার আমাদের ঘাড়ে বসতে না পারে। একজন প্রধানমন্ত্রী সংসদের নেতা ও আবার তিনি দলেরও নেতা।

৫ জুলাই শনিবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগরীর চাষাঢ়ায় একটি কনভেনশন সেন্টারে নাগরিক সংলাপের একটি সভায় তিনি এ কথা বলেন।

স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার বিতাড়িত হয়েছে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল রয়েছে। যেই সাংবিধানিক কাঠামো, আইন-কানুন ও প্রতিষ্ঠান শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে, সেগুলো এখনো বিরাজমান। এগুলো পরিবর্তন না আনা হলে আবারও স্বৈরাচারের পুনরাবৃত্তি হবে।

নির্বাচন দ্রুত সময়ের মধ্যে হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বলছিনা নির্বাচনের প্রয়োজন নেই। নির্বাচন অবশ্যই হতে হবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন আছে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু নির্বাচনের পাশাপাশি কতগুলো সংস্কার দরকার আছে। নিশ্চই বিগত দিনের পাতানো নির্বাচনের কথা মনে আছে।

তিনি আরও বলেন, আমাদের দুইজন প্রধান নির্বাচন কমিশন সম্প্রতি গ্রেফতার হয়েছে। কারণ তারা পাতানো নির্বাচন করেছে জালিয়াতি করেছে। এরকম নির্বাচন কমিশন আমরা চাইনা। ফলে নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। বিগত আওয়ামী লীগ সরকার তত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করেছেন। ফলে পাতানো নির্বাচন করতে সুবিধে হয়েছে। তাই কথায় কথায় দলের ও ব্যক্তি স্বার্থে কেউ যাতে সংবিধান সংস্কার বা পরিবর্তন করা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকানোর কথা উল্লেখ করে তিনি বলেন, কতগুলো মৌলিক বিষয়ে একতা থাকা দরকার রাজনৈতিক দলগুলোর। সেই মৌলিক বিষয়গুলো সম্পর্কে একমত হয়ে যদি জাতীয় সনদ প্রণয়ন করা যায় এবং নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করলে ভবিষ্যতে স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকাতে পারবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় যুগ্ম-সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, জমির উদ্দিন সরকার, রফিউর রাব্বি ও সুজন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল প্রমুখ।

সোনারগাঁও সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা

সান নারায়ণগঞ্জ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সোনারগাঁও সরকারি কলেজ শাখার ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে নিশাত হোসাইন সাকিবকে সভাপতি ও পলাশ প্রধানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

৫ জুলাই শনিবার রাত সাড়ে ১১টায় ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি বীন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন করেন তারা।

কমিটিতে অন্যরা হলেন– সহ-সভাপতি রিয়াদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বিথী সরকার, সাংগঠনিক সম্পাদক মো. সামাদ, দপ্তর সম্পাদক মো.ইমন , অর্থ সম্পাদক জহিরুল ইসলাম ইমব, প্রচার সম্পাদক আলাআমিন, ছাত্রী বিষয়ক সম্পাদক সূচনা আক্তার,সহ ছাত্রী বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার।
কার্যনির্বাহী সদস্য– সাকিব ও অমিত হাসান।

চাঁদা না দেয়ায় আড়াইহাজারে বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে তরুণ লীগ সভাপতি!

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদা না দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কালাপাহাড়িয়া ইউনিয়ন তরুণ লীগ সভাপতি রাসেলের বিরুদ্ধে। এ ব্যাপারে তার বিরুদ্ধে ৬ জুলাই রবিবার ভুক্তভোগী মোসলেম উদ্দিনের ছেলে ইয়াকুব বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কালাপাহাড়িয়া ইউনিয়নের তরুণ লীগ সভাপতি রাসেল গত ৪ জুলাই বিকেলে তার নেতৃত্বে ৮/১০ জন লোক দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ইজারকান্দী গ্ৰামের ইয়াকুবের পিতা মোঃ মোসলেম উদ্দিনের বাড়িতে গিয়ে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তখন তিনি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে রাসেল ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ মোসলেম উদ্দিনকে মারধর করেন।

পুলিশ তদন্ত কেন্দ্র ওই বৃদ্ধ এর বাড়ির কাছে হওয়ায় তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে তদন্ত কেন্দ্রের সামনে গেলে সেখানে ও রাসেল তাকে মারধর করে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে এমপি নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ হিসেবে রাসেল কালাপাহাড়িয়া ইউনিয়নে চাঁদাবাজি, সন্ত্রাসী বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। ৫ আগষ্ট সরকার পতনের পরে খোলস পাল্টিয়ে বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়ে আবার ও বেপরোয়া হয়ে উঠেছে।

এ ব্যাপারে অভিযুক্ত রাসেল তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশারি টানিয়ে অভিনব কর্মসূচি

সান নারায়ণগঞ্জ

চলতি বছরে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গুর প্রার্দুভাব। দীর্ঘ হচ্ছে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল। একইসঙ্গে মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। তাই ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় মশারি টানিয়ে অভিনব কর্মসূচি পালন করেছেন ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে পরিবেশ রক্ষা উন্নয়ন ও উন্নয়ন সোসাইটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

৭ জুলাই সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সামনে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি নামে একটি সংগঠনের ব্যানারে তারা এমন অভিনব জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেন। এদিন অভিনব এই কর্মসূচিতে চোখ আটছে সাধারণ মানুষের। রীতিমত সেখানে উৎসুক মানুষের জটলা সৃষ্টি হয়।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে এবং মহাসচিব মীযানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।

এ প্রসঙ্গে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন সাংবাদিকদের বলেন, বর্তমানে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তাই জনসচেতনতা সৃষ্টি করতে এ কর্মসূচি পালন করছি। মূলত আমি মশার মধ্যে ঢুকে আছি, এটা একটা প্রতীকী বিষয়। এর মাধ্যমে আমি ও আমরা মিলে সাধারণ মানুষকে সচেতন করতে চাই। সবাই যদি মশারি টানিয়ে ঘুমাই তাহলে ডেঙ্গু থেকে অনেকইটাই মুক্তি পেতে পারি। তবে মশারিই ডেঙ্গু প্রতিরোধের একমাত্র উপয় নয় বরং আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, সেই অনুযায়ী কাজ করি তাহলে আমরা ডেঙ্গু থেকে অনেকটাই নিরাপদে থাকতে পারবো।’

এই সময় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, ডক্টর হেলথকেয়ার হাসপাতালের চেয়ারম্যান হাজী আবুল কাসেম মোল্লা, প্রতিবন্ধী শিশু ও যুবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এমএ মহিন সরদার,বৈদ্যারবাজার ইউনিয়ন বিএনপির সহসভাপতি সোহেল মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সাংগঠনিক সম্পাদক আনিস সহ জনসচেতনতামূলক এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে জেলা প্রশাসকের বৃক্ষরোপন কর্মসূচি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে বৃক্ষরোপন কার্যক্রম করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

৭ জুলাই সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক গৃহীত ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি বাস্তবায়নে নারায়ণগঞ্জ সদর উপজেলার জালকুড়ি বাসস্ট্যান্ড হতে দশপাইপ সড়ক, জালকুড়ি ডিএনডি খাল সংলগ্ন রাস্তা ও ফকির রোডে ১ হাজার ৫’শ বৃক্ষ রোপণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। আগামী ১০ জুলাই পর্যন্ত প্রতিদিন এ কার্যক্রম চলমান থাকবে।

সকাল সাড়ে ১১টায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি একটি পলাশ গাছের চারা রোপন করেন তিনি।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বলেন, ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ১ লক্ষ বৃক্ষ রোপন কার্যক্রম শীঘ্রই সফলভাবে সমাপ্ত হবে। একইসাথে ক্লিন কার্যক্রমের অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও জেলার বড় খালগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের জন্য পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জবাসী এর সুফল ভোগ করবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া এ কার্যক্রমের সাথে আরও যুক্ত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন সমাজকল্যাণ সংস্থা, স্বপ্নের বাংলা সমাজকল্যাণ সংস্থা, ভূইঘর সোনালী সংসদ, মাদার ওয়েলফেয়ার ও প্রভারটি এন্ড গ্রীণ মুভমেন্ট ও ডেভেলপমেন্ট ইনেশিয়েটিভ মুভম্যান্ট।

আলমগীর হোসেনকে সাদিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ঘোষণা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো: আলমগীর হোসেনের নাম ঘোষণা করেছে সোনারগাঁও উপজেলা বিএনপি। একই কমিটিতে তিনি ১নং সহ-সভাপতি পদে ছিলেন।

৭ জুলাই সোমবার বিকেলে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের স্বাক্ষরিত দলীয় প্যাডে মো: আলমগীর হোসেনকে সাদিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ঘোষণা করেন।

এখানে উল্লেখ্যযে, এর আগে সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন হাজী সেলিম সরকার। গত ৫ আগস্ট পরবর্তীতে সাদিপুর ইউনিয়নে একটি রেলওয়ের জমি দখল নিয়ে মারামারির ঘটনায় জড়ান সেলিম সরকার। ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এবং ভুক্তভোগী আতিকুর রহমান সাংবাদিক সম্মেলন করে সেলিম সরকারের শাস্তি দাবি করেন ও উপজেলা বিএনপির কাছে অভিযোগ দেন। এতে বিএনপি বিতর্কিত হয়।

পরবর্তীতে ২২ আগস্ট সেলিম সরকারের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে ২৫ আগস্ট দলীয় সভার মাধ্যমে সিদ্ধান্ত মোতাবেক গত ৬ সেপ্টেম্বর সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেয় উপজেলা বিএনপি। একইভাবে বিএনপির সকল পদ থেকে গত ১০ সেপ্টেম্বর তৎকালীন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সেলিম সরকারকে অব্যাহতি প্রদান করেন। সেই থেকে সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতির পদটি খালি ছিল। স্বচ্ছ পরিচ্ছন্ন ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মো: আলমগীর হোসেনকে এ পদে দায়িত্ব দিল উপজেলা বিএনপি।

 

সোনারগাঁয়ে শ্রমিকদলের উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ

সান নারায়ণগঞ্জ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

৫ জুলাই শনিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে সোনারগাঁ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, সোনারগাঁও পৌর বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আবু বকর, সেলিম ভূইয়া, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, সোনারগাঁও উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ফজলু মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জামির হোসেন, সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, সোনারগাঁও পৌর শ্রমিক দলের আহবায়ক আবুল হোসেন, সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি হাজী কিছমত, সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক ফারুক, মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক জুয়েল রানা, পিরোজপুর ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক আনসর, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক আবু সাঈদ, নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক আল আমিন, সনমান্দী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক শাহজালাল, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক মনা, বারদী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক বিল্লাল মুন্সি, মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব ইলিয়াস, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব নুরুজ্জামান, নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব আতাউর, সনমান্দী ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব শাহ আলম, পিরিজপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব নবী, সোনারগাঁও উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ