ডেস্ক রিপোর্ট, সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “আজ থেকে সিদ্ধিরগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করলাম। এখন থেকে কেউ চাঁদাবাজি করতে পারবে না, কাউকে চাঁদা দেওয়া যাবে না।”
১৪ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “আমার এলাকায় কেউ চাঁদা দাবি করলে তার হাত-পা ভেঙে দেবেন। ব্যবসায়ীদের বলছি, কাউকে চাঁদা দেবেন না। যদি কেউ দাবি করে, শক্ত হাতে প্রতিরোধ করুন—আর না পারলে আমাকে জানান, আমরা ব্যবস্থা নেবো।”
সাত খুন মামলার প্রধান আসামি নুর হোসেনের পরিবারকে ইঙ্গিত করে গিয়াসউদ্দিন বলেন, “নুর হোসেন জেলে বসেও ফোনে অরাজকতা সৃষ্টি করছে। তার পরিবার এ এলাকায় চাঁদাবাজি, মাদক, জুয়া, নগ্ন নৃত্য ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এখনো তার ভাই-ভাতিজারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।”
তিনি বলেন, “নুর হোসেনের ভাই ও ভাতিজা নির্বাচনে জয়ী হয়ে এলাকায় লুটপাট চালিয়েছে, মানুষের জায়গা দখল করেছে, চাঁদাবাজি করেছে—সবই জনগণের জানা।”
শামীম ওসমানের নাম উল্লেখ করে তিনি বলেন, “নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিলেন শামীম ওসমান। তার পোষা সন্ত্রাসী ছিল এই নুর হোসেন। তার আমলে নগ্ন নৃত্য, জুয়া, মাদক দিয়ে স্বর্গরাজ্য গড়ে উঠেছিল। যারা তখন নামাজ-রোজা করত, তারাও ভাগ-বাটোয়ারার জন্য সেই অপরাধে জড়িত ছিল।”
তিনি আরও বলেন, “আজ তারা পলাতক। কোথায় আছেন, তাও আমরা জানি। ঢাকা ও আশেপাশে থেকে তারা এখনো ষড়যন্ত্র করছে, চাঁদাবাজি করছে। অথচ দোষারোপ করা হচ্ছে বিএনপিকে।”
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হলিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস. এম. আসলাম, রওশন আলী, সেলিম মাহমুদ, নেতা জি. এম. সাদরিল, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রমবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাঈনুল হোসেন রতন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলাম, যুবদল নেতা মাহবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি এ. কে. হিরা, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি।