নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সান নারায়ণগঞ্জ

আইনশৃংখলা পরিস্থিতির অবনতি, ষড়যন্ত্রমুলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল।

১৫ জুলাই মঙ্গলবার বিকেলে মহানগরীর মিশনপাড়া থেকে মিছিলটি বের হয়ে চাষাড়া গোলচত্বর হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপরে মিশনপড়ায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন রানার সভাপতিত্বে সামাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ঢাকা বিভাগীয় সম্পাদক ফয়সাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিুনর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির বিএনপিকে টার্গেট করে বিএনপির বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নামে অশ্লালীন স্নোগান দিয়ে প্রমান করেছে দেশে অস্থিতিশীল করার জন্যই সুপরিকল্পিত ভাবে মাঠে নেমেছে। দেশে একটি সুষ্ঠ নির্বাচন হোক তারা তা চায়না।