সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ৩০টি স্কুলে ‘মিড ডে মিল’ চালু

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যে উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের উদ্যোগে প্রথম পর্যায়ে ৩০টি বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে শিক্ষার্থী ঝরে পড়ার হার হ্রাস পাবে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করার আগ্রহ প্রকাশ করবে।

ইউএনও ফারজানা রহমান বলেন, উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ১ম পর্যায়ে ৩০টি বিদ্যালয়ে এ আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহায়তায় এ কার্যক্রমকে স্থায়ী রূপ দেওয়া হবে, যেন কোনো শিক্ষার্থী দুপুরে না খেয়ে থাকে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা।

তিনি আরও বলেন, মিড ডে মিল চালুর পাশাপাশি প্রতিটি বিদ্যালয়কে দৃষ্টিনন্দন ও শিক্ষার্থীদের পড়ার জন্য উপযুক্ত পরিবেশ করার জন্য স্কুলের আঙিনায় ফুলের বাগান করার কার্যক্রম হাতে নিয়েছি। ইতোমধ্যেই ৩০টি বিদ্যালয়ে এ কার্যক্রম দৃশ্যমান। এসব কার্যক্রম আমি নিজে থেকে উদ্বোধন করেছি।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ৭ দিনের মধ্যে আইসিইউ চালুর ঘোষণা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আগামী ৭ দিনের মধ্যে নবজাতকদের জন্য আইসিইউ চালু করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

২৯ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতা বিষয়ক এক সভায় তিনি এই ঘোষণা দেন।

সভায় জেলা প্রশাসক বলেন, “এই দুটি হাসপাতালকে আধুনিক ও পরিচ্ছন্নভাবে সাজাতে সেবাদানকারী ও সেবাগ্রহীতা উভয়কে আরও মানবিকভাবে এগিয়ে আসতে হবে। প্রশাসন সকলে মিলে এ লক্ষ্যে কাজ করবে।”

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নুর কুতুবুল আলম, ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক, স্বাস্থ্য) ডা. মো. আবুল বাসার, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন প্রমুখ।

বন্দরে এলজিইডির কার্যালয়ে দুদকের অভিযান

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলজিইডির কার্যালয়ের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এ সময় ওই কার্যালয় থেকে বর্তমানে বিভিন্ন চলমান প্রকল্প ও গত পাঁচ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথি নিয়ে গেছে দুদক। মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

দুদকের উপসহকারী পরিচালক মশিউর রহমান বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান চালানো হয়। গত পাঁচ বছরের উন্নয়নকাজ ও বর্তমানে যেসব কাজ চলমান রয়েছে, সেসব কাজের আমরা তথ্য চেয়েছি। এখানে কোনও অনিয়ম ও দুর্নীতি হয়েছে কিনা, তা দেখতে এসেছি।’

অভিযান প্রসঙ্গে বন্দর উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী শামসুর নাহার বলেন, দুদকের একটি দল আমার কার্যালয়ে এসেছিল। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কী অবস্থা ও গত পাঁচ বছরের যেসব উন্নয়নকাজ হয়েছে, সেসবের বিষয়ে তথ্য জানতে চেয়েছে তারা। তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন কাজের তথ্য দেওয়া হয়েছে।

ফেসবুকের বান্ধবী যখন প্রতারক: ফতুল্লায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ফেসবুকের মাধ্যমে সম্পর্কের সুবাদে এক নারীর ডাকে সারা দিতে এসে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছে কলেজ ছাত্র আল আমিন (২২)। তাকে আটক করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে উল্টো পুলিশের হাতে আটক হয়েছে ব্লাকমেইলিং চক্রের ২ সদস্য। এসময় উদ্ধার করা হয়েছে কলেজ ছাত্র আল আমিনকে। তবে এখনো অধরা ব্লাকমেইলিং চক্রের মূলহোতা মিঠু (৩৮), নিঝুম (২০) ও দিপা মন্ডলকে।

১ মে বৃহস্পতিবার রাতে ফতুল্লার লালখাঁ এলাকাস্থ পিটিআই ভবনের সামনে একটি টিন বাসা থেকে তাদের আটক করে এবং কলেজ ছাত্রকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত হলো ফতুল্লার লালখাঁ এলাকার সোহরাব মিয়ার ছেলে মোস্তফা (৩৫) ও একই এলাকার দুলাল মিয়ার ছেলে আল আমিন। আর পলাতক রয়েছে জয়নাল ওরফে জনু মিয়ার ছেলে মিঠু, একই এলাকার নিঝুম ও দিপা মন্ডল।

এ ঘটনায় পোস্তগোলা রাজাবাড়ী এলাকার সোহরাব মোল্লার ছেলে কলেজ ছাত্র আল আমিনের বড় ভাই ইসমাঈল মোল্লা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলা ও পুলিশের সূত্রে জানা গেছে, পোস্তগোলা রাজাবাড়ী এলাকার কলেজ ছাত্র আল আমিনের সঙ্গে নিঝুমের ফেসবুকে পরিচয় হয় এবং সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের সুবাদে নিঝুমের ডাকে সারা দিতে ঢাকা হতে ফতুল্লায় আসে। পরে আল আমিনকে ডেকে এনে নিঝুম সহ অন্য আসামীরা মিলে তাকে ফতুল্লার লালখাঁ পিটিআই ভবনের সামনে একটি টিন বাসায় এনে আটক করে ৫ লাখ টাকা দাবি করে। পরে আল আমিন বাথরুমে যাওয়ার কথা বলে ৯৯৯ ফোন দেয়। পরে মুক্তিপণের টাকা দেয়ার কথা বলে পুলিশ ফোন করলে মিঠুর কথামত ২ জনকে পাঠালে পুলিশের জালে আটক হয় ২ সদস্য। কিন্তু মুলহোতা মিঠু, নিঝুম এবং দিপা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যম জানান, ব্লাকমেইলিং চক্রের ২ সদস্য আটক করা হয়েছে। মুলহোতা মিঠু সহ বাকীদের আটকের চেষ্টা চলছে।

তারেক রহমানের পক্ষে জনস্বার্থে খোরশেদের বিশুদ্ধ পানি ও হাতপাখা বিতরণ

সান নারায়ণগঞ্জ

চলমান তাপদাহে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ ও নারায়ণগঞ্জ মহানগরবাসীর মধ্যে গত বছরের মত এবারো বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি কর্মী সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

১ মে বৃহস্পতিবার থেকে নগরীর প্রাণকেন্দ্র চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গনে সকাল ১১টায় বিশুদ্ধ শীতল পানির বিতরণ শুরু করে।

এসময় শ্রমিক র‌্যালীতে অংশ নেয়া সহস্রাধিক মানুষের মধ্যে পানি ও হাতপাখা বিতরণ করে।

সদ্য সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, গত বছরের মত এবারো দিনে তারা নগরীর বিভিন্ন স্থানে ২টি গাড়ীতে আমরা বিশুদ্ধ শীতল পানি ও পর্যায়ক্রমে পানির সাথে শষা, ক্যাপ ও হাতপাখা বিতরণ করবো। খোরশেদ আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে, বিশেষ করে দূর্গত মানুষের পাশে থাকার যে নির্দেশনা দিয়েছেন তারই ধারাবাহিকতায় আমাদের এই উদ্যোগ। এছাড়াও আমাদের টেলিমেডিসিন সেবাও চালু রয়েছে। যতদিন তাপদাহ থাকবে আমরা ততদিন সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

ফতুল্লায় ১২ লাখ টাকা লুটের ঘটনায় সহযোগীসহ রতন গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৫ লাখ টাকা চাঁদার দাবিতে এক স্বর্ণ ব্যবসায়ীর গাড়ি গতিরোধ করে গাড়ি ভাঙচুর করে সাড়ে ১২ লাখ টাকা লুটে নেয়ার ঘটনায় সহযোগী সহ রতন ডাকাতকে গ্রেপ্তার করেছে।

২৯ এপ্রিল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকার তেতৈয়া সীমান্ত এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করে।

এরআগে চাঁদপুর জেলার পুরান বাজার এলাকা হইতে হাসানকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যমতে রতনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত রতন ফতুল্লার বক্তাবলীর চর প্রসন্ন নগর এলাকার তাজুল ইসলামের ছেলে ও একই এলাকার হাসান।

ফতুল্লা মডেল থানার এসআই শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, রতন ডাকাত সহ তার সাঙ্গপাঙ্গরা সর্ণ ব্যবসায়ী ইদ্রিস আলীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় গত ২৩ এপ্রিল রাতে ইদ্রিস আলীর এক লোক প্রাইভেটকার যোগে ঢাকা ব্যবসা প্রতিষ্ঠান হতে গ্রামের বাড়ি ছমিরনগর যাওয়ার পথে রতন ডাকাতের নেতৃত্বে ডাকাতদল গাড়ি গতিরোধ করে। পরে গাড়ি ভাঙচুর করে গাড়িতে থাকা ১২ লাখ ৬৫ হাজার টাকা লুটে নিয়ে যায়। এসময় প্রাইভেটকারটিও নিয়ে যায়।

এ ঘটনায় মোখলেসুর রহমান বাদী হয়ে ডাকাত রতন, হাসান সহ কয়েকজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে। মামলা তদন্তের দায়িত্ব গ্রহণের পর তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রথমে হাসানকে আটক করা হয় এবং তার দেয়া তথ্য মতে ডাকাত রতনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা জব্দ করা হয়।

তিনি আরো বলেন, ডাকাত রতনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয় এবং হাসান ঘটনার দায় স্বীকার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন।

বুড়িগঙ্গা নদী থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে ৬৫ থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ এপ্রিল সোমবার বিকেলে ফতুল্লার পাগলা এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, খবর পেয়ে নদী থেকে ৬৫ থেকে ৭০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর লাশটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে ওই নারী মানুষিক ভারসাম্যহীন। গত রোববার রাতে তাকে পাগলা বাজার এলাকায় ঘুরতে দেখেছে। মরদেহে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে নদীতে গোসল করতে গিয়ে হয়তো ডুবে গিয়েছে।

তিনি আরও বলেন, তার নাম পরিচয় পাওয়া যায়নি। এজন্য প্রযুক্তির মাধ্যমে নাম পরিচয় জানতে পিবিআই এর কাছে লাশটি হস্থান্তর করা হয়েছে। পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে লাশটি বুঝিয়ে দেয়া হবে।

বন্দরে রনিকে কুপিয়ে হত্যার ঘটনায় সুমন গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে মো. রনি মোল্লাকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। ২৮ এপ্রিল সোমবার বিকালে মুন্সিগঞ্জ সদর থানাধীন নয়াগাঁও মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ জানায়, গত ৬ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন সেনপাড়া এলাকায় তিন রাস্তার মোড় ও একটি নির্মাণাধীন ভবনের ছাদের উপর রনি মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে নিহত রনির স্ত্রী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩০ মাস আগে মসজিদের বাথরুমের তালা ভাঙাকে কেন্দ্র করে নিহত রনি মোল্ল্যার সঙ্গে আসামিদের বিরোধ শুরু হয়। ঘটনার দিন বিকেলে রনি শ্বশুরবাড়ি যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে এবং মারধরের একপর্যায়ে নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল পলাতক আসামি সুমনকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

জমি লিখে না দেয়ায় সোনারগাঁয়ে পিতাকে মারধর, ছেলে গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ

সম্পত্তির জন্য সোনারগাঁয়ে বৃদ্ধ বাবাকে মারধর করে জখম করার ঘটনায় ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।২৮ এপ্রিল সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ২৭ এপ্রিল দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় আব্দুর রহিমকে (৭০) তার নিজ বাড়ির সামনে দুই ছেলে ও মেয়ে বেধড়ক মারধর করেন। পরবর্তীতে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সোনারগাঁ থানায় তিন সন্তান আর এক নাতির বিরুদ্ধে মামলা করেন।

বাবাকে মারধর করা সন্তানরা হলেন, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, জমি সংক্রান্ত বিষয়ে পিটিয়ে আহত করার ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেন ওই বৃদ্ধ। সেই মামলার একজন আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করেছি। বাকিরা আত্মগোপনে। তাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বেশ কয়েকদিন যাবত বাবাকে তার সন্তানরা সম্পত্তি লিখে দিতে চাপ প্রয়োগ করে আসছিলেন। তবে তিনি তাতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে গতকাল ক্ষুব্ধ হয়ে তার ওপর আক্রমণ করেন সন্তানরা। তারা বৃদ্ধ বাবাকে বেধড়ক মারধর করেন। এসময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় ৪ দিনের রিমাণ্ডে সাবেক আইনমন্ত্রী

সান নারায়ণগঞ্জ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে মাদরাসা ছাত্র সোলাইমান (১৯) হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চারদিনের রিমাণ্ড দিয়েছেন আদালত।

২৮ এপ্রিল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দিন কাদিরের আদালত এই রিমাণ্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, ছাত্র আন্দোলনের সময়ে সিদ্ধিরগঞ্জ থানায় করা হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদলন করলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ অগাস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়।

এ ঘটনায় গত ২২ অগাস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন নিহত সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির। মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রী দিপু মনি, আনিসুল হক, ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ