প্রচণ্ড তাপদাহে নগরবাসীর মাঝে পানি, টুপি ও শশা বিতরণে টিম খোরশেদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

চলমান তাপদাহে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ ও নগরবাসীর মধ্যে বিশুদ্ধ শীতল পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন মানবিক সংগঠন টিম খোরশেদ

২৭ এপ্রিল শনিবার ৬ষ্ঠ দিনে সংগঠনটি নগরীর প্রাণকেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গনে সকাল ১১টায় বিশুদ্ধ শীতল পানির পাশাপাশি নগরবাসীর জন্য তৃষ্ণা নিবারনে উপকারী শষা ও পা চালিত রিক্সা চালক ভাইদের জন্য মাথার ক্যাপ বিতরণ শুরু করে। এসময় তারা সহস্রাধিক মানুষের মধ্যে পানি ও শষা বিতরণ করেন ও শতাধিক রিক্সাচালকদের ক্যাপ উপহার দেন।

মানবিক সংগঠন টিম খোরশেদ এর টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, গত ৬ দিনে তারা নগরীর বিভিন্ন স্থানে ২টি গাড়ীতে প্রায় ১৫ হাজার মানুষকে আমরা বিশুদ্ধ শীতল পানি পান করাতে পেরেছি।

এ ছাড়াও আমাদের টেলিমেডিসিন সেবাও চালু রয়েছে। যে কেনো মানুষ ০১৭০৬৮৩৩০৯৪ নাম্বারে ফোন করে তাপদাহে অসুস্থ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। যতদিন তাপদাহ থাকবে আমরা ততদিন সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জে ৫ম দিনের মত মহানগর ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ম দিনের মত এই কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ। ২৮ এপ্রিল রবিবার মহানগরীর ১৬নং ও ১৭নং ওয়ার্ডে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

এসময় মহানগরের প্রতিটি ওয়ার্ডে একশ করে গাছ লাগানো সহ মোট তিন হাজার গাছ লাগানো হবে বলে জানান মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা পাওয়ার পর বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসবে রূপ দিচ্ছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে আমরা পর্যায়ক্রমে একশ করে চারাগাছ রোপণ করবো। এছাড়াও তোলারাম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

সাধারণ সম্পাদক রাসেল প্রধান বলেন সর্বমোট প্রায় তিন হাজার গাছ লাগানো হবে। আমাদের এই কর্মসূচি ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

এর আগে গত (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে দেশজুড়ে চলা তাপপ্রবাহের মধ্যে ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ।

এই সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল প্রধান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মল্লিক সিমান্ত, সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ান সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

তাপদাহে শরব্ত বিতরণ ও বৃষ্টি কামনায় মোনাজাত জেলা শ্রমিকলীগের

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি প্রার্থণায় দোয়া ও বিনামূল্যে শরবত বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল রবিবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর ২নং রেলগেটস্থ এলাকায় জেলা শ্রমিকলীগের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো: সোহেল সরদার ও প্রচার সম্পাদক নিজাম উদ্দিন বিপ্লব এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি প্রার্থণায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়াটি পরিচালনা করেন শেরে বাংলা মার্কেট কমিটির সভাপতি মো: শফিক। দোয়া শেষে রিকশা চালক, অটো রিকশা চালক ও মিশুক চালকসহ শ্রমজীবী মানুষ এবং পথচারীদের মাঝে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করা হয়। এসময় শরবত পেয়ে ক্লান্ত শ্রমজীবী মানুষ ও পথচারীরা প্রশংসা করেছেন এ উদ্যোগের।

এ বিষয়ে আয়োজক জেলা শ্রমিক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো: সোহেল সরদার বলেন, কয়েকদিন ধরে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও বাড়ছে গরম। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বের হলে প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে। তাই তাদের কথা ভেবেই জেলা শ্রমিকলীগের পক্ষে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি, এ ঠান্ডা শরবতের মাধ্যমে তাদেরকে সামান্য পরিমান হলেও স্বস্তি দিতে। পাশাপাশি আমরা দোয়া করেছি, মহান আল্লাহ্ পাক যেন এ কঠিন সংকটময় পরিস্থিতি থেকে আমাদের মুক্তির জন্য তার রহমতের বৃষ্টি দান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, মো: আশরাফুল, মো: নিহারুল, মো: লিংকন ও মো: বাঁধনসহ আরও অনেকে।

দেশে ফিরেছেন তৈমূর আলম খন্দকার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

তৃণমুল বিএনপির মহাসচিব মজলুম জননেতা ড. তৈমূর আলম খন্দকার দেশে ফিরেছেন। ২৮ এপ্রিল রবিবার ভোরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বেসরকারি ফ্লাইটে পৌছান।

এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তৃণমুল বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মজলুম জননেতা ড. তৈমূর আলম খন্দকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তৃণমুল বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ভুঁইয়া মেম্বার, মহানগর তৃণমুল বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী হোসাইন, সদস্য সচিব সাজিদ খান সিদ্দিকী, রূপগঞ্জ উপজেলা তৃণমুল বিএনপির সভাপতি আমির হোসেন আমির, সাধারণ সম্পাদক বুলু আহমেদ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফারুকউদ্দীন আহমেদ সহ বিভিন্ন স্থরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

এখানে উল্লেখ্যযে, গত ২ মার্চ কিছু একাডেমীক কাজ ও রাজনৈতিক কর্মকান্ড নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে যান তৈমূর আলম খন্দকার।

তিনি লন্ডনে যাওয়ার পর সেই সময় কুচক্রিমহল তৈমূর আলম খন্দকার দেশে ফিরবেন না বলে গুজব ছড়ায়। কিন্তু তৈমূর আলম খন্দকার লন্ডনে বসেই তৃণমুল বিএনপির রাজনৈতিক কর্মকান্ডকে সচল রাখেন। পবিত্র রমজান মাসে তার উদ্যোগে ব্যাপক ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এ ছাড়াও তার সহযোগীতায় বিভিন্ন সংগঠন ঈদ সামগ্রী বিতরণ করেছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তৃণমুল বিএনপি নেতাকর্মী ইফতার ও দোয়া মাহফিল করেছেন। এসব কর্মকান্ড সার্বক্ষনিক তৈমূর আলম খন্দকার মনিটর করেছেন। নেতাকর্মীদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রক্ষা করেছেন।

সোনারগাঁয়ে করোনাযোদ্ধা সানাউল্লাহকে হত্যাচেষ্টা: গাজী আওলাদ গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনা যোদ্ধা সানাউল্লাহ বেপারীকে অপহরণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী গাজী আওলাদ হোসেনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত ২২ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মোবারকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গাজী আওলাদ হোসেনে বৈদ্যোরবাজার ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়াত গাজী আবু তালেবের ছেলে।

গ্রেপ্তারকৃত গাজী আওলাদকে গত মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত গাজী আওলাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও নারী নির্যাতন, দাঙ্গা হাঙ্গামাসহ সোনারগাঁপ থানায় ১৫টি মামলা রয়েছে।

সোনারগাঁ থানায় দায়ের করা মামলার এজহার থেকে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে করোনা যোদ্ধা মো. ছানাউল্লাহ বেপারীর সঙ্গে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী আবু তালেবের ছেলে গাজী আওলাদের সঙ্গে বালু ভরাট নিয়ে দ্বন্ধ চলে আসছিল।

গত ৪ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়। মোবারকপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর তীরবর্তী স্থানে নিয়ে তাকে পিটিয়ে হত্যাচেষ্টা চালায়। এক পর্যায়ে তাকে আগ্নোয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি করতে সেখানে গিয়েছে বলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এ ঘটনায় সানাউল্লাহ বেপারী ওই রাতেই সোনারগাঁ থানায় তিন ভাইকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর মোবাইল ফোনে ধারণ করা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় গ্রেপ্তারকৃত গাজী আওলাদ হোসেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় গত ১৫ এপ্রিল মামলা গ্রহন করে পুলিশ।

সোমবার বিকেলে সোনারগাঁ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী গাজী আওলাদকে গ্রেপ্তার করে পুলিশ।

এলাকাবাসী জানায়, সানাউল্লাহ বেপারী করোনা কালীন সময়ে করোনায় আক্রান্ত মানুষের চিকিৎসা, খাদ্য ও ঔষধপত্র মানুষের বাড়ি বাড়ি পৌছে দিয়েছেন। সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬৩জনের লাশ দাফন করেছেন। ব্যবসায়ীক দ্বন্ধে তাকে ডেকে নিয়ে অপহরণ করে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে ডাকাতি করতে গিয়েছে এমন মিথ্যা বানোয়াট প্রচারণার ভিডিও ধারণ ন্যাক্কারজনক ঘটনা।

তিন দিনব্যাপী নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলিক মনস্তাত্ত্বিক প্রাথমিক সেবা প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট, সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী স্বেচ্ছাসেবকদের মৌলিক মনস্তাত্ত্বিক প্রাথমিক চিকিৎসা সেবা প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে ২০ জন স্বেচ্ছাসেবকদের নিয়ে ২৮ এপ্রিল রবিবার থেকে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও ডেনিশ রেড ক্রসের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের চাষাড়া ডাক বাংলোতে এ প্রশিক্ষণ শুরু হয়। এ দিন সকাল ১০টায় প্রশিক্ষণের উদ্বোধন করে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। যাদের নিয়ে এই প্রশিক্ষণ তারা নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, ভাইস চেয়ারম্যান ফারুক বিন ইউসুফ পাপ্পু, কার্যনির্বাহী কমিটির সদস্য খবির আহমেদ. ইউনিট লেভেল অফিসার কাওছার আহমেদ, সীমা আক্তার প্রমূখ।

টিম খোরশেদের বিশুদ্ধ ঠান্ডা পানি সরবরাহ ও ফ্রী টেলি মেডিসিন সেবা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

তৃতীয় দিনের মতো নারায়ণগঞ্জে শহরবাসীর মাঝে বিশুদ্ধ শীতল পানি নিয়ে হাজির স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন টিম খোরশেদ। শহরের বিভিন্ন পয়েন্টে তাপদাহে বিপর্যস্ত দিনমজুর, খেটে খাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি খাওয়াচ্ছেন তারা।

২৩ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে ১টি গাড়ি নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনার, জিয়া হল, পুরাতন কোর্ট মোড়, কালীর বাজার এলাকায়্ন স্পটে দেখা গেছে তাদের পানি বিতরণ করতে। আরেকটি গাড়ি নারায়ণগঞ্জ জেলা আদালতে বিচারপ্রার্থী, কর্তব্যরত আইনজীবি ও পুলিশ সদস্যদের মাঝে পানি বিতরণ করে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা। গত তিন দিনে প্রায় ১০ হাজার লোক পানি পান করেছেন।

টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা গত তিন যাবৎ এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজ আমরা শহরের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা আদালতে বিচারপ্রার্থী, কর্তব্যরত আইনজীবি ও পুলিশ সদস্যদের মাঝে শীতল পানি বিতরণ করেছি। আজ থেকে পানি বিতরণের পাশাপশি টেলি মেডিসিন সেবা চালু করেছি। টিম খোরশেদের সক্রিয় সদস্য ডাঃ ফারজানা ইয়াসমিন স্নিগ্ধা নিয়মিত সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত তাপদাহ ও হিটস্ট্রোক সংক্রান্ত প্রাথমিক পরামর্শের জন্য ফ্রী টেলি মেডিসিন সেবা দিবেন। তিনি জানান যতদিন তাপদাহ থাকবে ততদিন টিম খোরশেদ এর এই সকল কার্যক্রম চলমান থাকবে।

সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩’শ বোতল ফেন্সিডিল উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় র‌্যাব-১১ অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। ওই সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনকারী গাড়ী জব্দ করা হয়। ২৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক, মেজর অনাবিল ইমাম।

তিনি জানান, মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে র‌্যাব-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে র‌্যাব-১১ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে র‌্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে র‌্যাব-১১ বিপুল পরিমান মাদক উদ্ধার সহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় নিয়ে আসছে।

ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গত ২২ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার হতে অবৈধ মাদকদ্রব্য (৩০০ বোতল ফেনসিডিল) ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ সহ পেশাদার বড় মাদক ব্যবসায়ী ত্রিদ্বীপ কুমার দাস ওরফে মনি লাল ও মোঃ সাইফুর রহমান লিটুকে গ্রেপ্তার করে।

তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত সদস্যরাপারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করে।

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য এবং মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গরমে নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের পানি বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২৪ এপ্রিল বুধবার নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জ এলাকায় জনসাধারণ পথচারি, দিন মজুরদের মধ্যে বিনামুল্যে বিশুদ্ধ পানি বিতরণ করেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদ।

নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের সভাপতি মিশুক সাহা ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সহ-সভাপতি শাহরিয়ার সাঈদ অন্তর, কার্যকরি সদস্য সুদিপ্ত চক্রবর্তী। নিতাইগঞ্জ মোর বলদেব আখরা মন্দিরের সামনে ৫ শতাধিক মানুষকে বিশুদ্ধ পানি বিতরণ করার কার্যক্রম পরিচালনা করা হয়।

নির্যাতনে মেরুদণ্ডের হাড় ভেঙ্গেছে যুবদল নেতার: বন্দরে সুজনের নেতৃত্ব চায় কর্মীরা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

হামলা মামলা নির্যাতন জেল জুলুম সবকিছুই পেয়েছেন তিনি। গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নারায়ণগঞ্জে সরকার পতনের একদফা আন্দোলনে বেশ আলোচিত ছিলেন সম্রাট হাসান সুজন। নির্বাচনের পূর্বে গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশের পূর্ব থেকেই রাজপথে আন্দোলন সংগ্রামে জোরালো ভুমিকায় এবং ব্যতিক্রমী আন্দোলনে গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়ে ওঠেন তিনি। কিন্তু আন্দোলন সংগ্রামে তিনি যেভাবে ভুমিকা রেখেছিলেন, তার সংগঠন যুবদল থেকে ঠিক তার উল্টো আচরণ পেয়েছেন, যখন তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হোন।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা সম্রাট হাসান সুজন বর্তমানে বন্দর উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। এর আগে তিনি বন্দর উপজেলা যুবদলের সহ-সভাপতি ও মহানগর যুবদলের সদস্য ছিলেন এবং মহানগর ছাত্রদলের সদস্যও ছিলেন। রাজপথের অদম্য সাহসী এই যুবদল নেতা বন্দর উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী। উপজেলার নেতাকর্মীদের একক সমর্থন ছাড়াও তার ত্যাগ ও যোগ্যতার প্রমাণ দিলেও তাকে সেই পদে অধিষ্ট করতে যেনো দায়িত্বশীল নেতারা কুণ্ঠাবোধ করছেন। বন্দর উপজেলার যুবদলের নেতাকর্মীরা এককভাবে সম্রাট হাসান সুজনের নেতৃত্ব দাবি করেছেন।

যে কারনে তার অনুগামী নেতাকর্মীরা মনে করেন, বর্তমানে দলের জন্য নিবেদিত ত্যাগী এই সম্রাট হাসান সুজন যেনো দলের কাছে বোঝা হয়ে ওঠেছেন, তখনো গ্রেপ্তার হলেও কারাগারে মহানগর যুবদলের দায়িত্বশীল শীর্ষ নেতারা সুজনের খোঁজ খবর নেননি, তাকে দেখতে যাওয়াতো দূরের কথা। দীর্ঘ তিন মাস কারাভোগ করে জামিনে মুক্তি পাওয়ার পর পুরষ্কারের বদলে তার কপালে জুটছে যেনো অবজ্ঞা আর অবহেলা।

ওইসময় গ্রেপ্তারকালে পুলিশি নির্যাতনে সুজনের মেরুদণ্ডের হাড় ভেঙ্গে গেছে, যেখানে সরকারি দলের লোকজনও তাকে নির্যাতন করে পুলিশে দেয়। এর উন্নত চিকিৎসার জন্য তাকে লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে। তবুও তার নেতৃত্বে কমিটি তুলে দিতে রহস্যজনক কারনে মহানগর যুবদলের শীর্ষ নেতাদের গড়িমসি। যেখানে সম্রাট হাসান সুজনের কঠোর আন্দোলনে ত্যাগ স্বীকারের কারনে মুলদলের নেতাদেরও সুদৃষ্টিতে আছেন তিনি। যদিও কোনো কোনো ক্ষেত্রে ত্যাগীদের দূরে সরিয়ে দায়িত্বশীলরা চান মাইম্যানখ্যাত কর্মীদের নেতৃত্ব। যদিও সুজনের অনুগামী নেতাকর্মীরা জানিয়েছেন সম্রাট হাসান সুজন মুলদলের শীর্ষ নেতাদের সুদৃষ্টিতে রয়েছেন। সুজনের ত্যাগ ও আন্দোলনে কঠোর ভুমিকায় মহানগর যুবদলের শীর্ষ নেতারা প্রসংশা করেছেন। কিন্তু নেতৃত্ব তুলে দিতে যেনো অনীহা দেখাচ্ছেন।

এদিকে বর্তমানে যুবদলের নেতাকর্মীরা জানিয়েছেন, গত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপির সরকার পতনের একদফা আন্দোলনে সম্রাট হাসান সুজনের কঠোর ভুমিকা ছিলো চোখে পড়ার মতই। নেতাকর্মীরা যখন আত্মগোপনে তখন রাজপথে হরতাল অবরোধ করে বেশ আলোচনায় ছিলেন সুজন। সবচেয়ে বেশি আলোচনা ছিলো রাজপথে তার হাতে গুলাইল নিয়ে পুলিশের সঙ্গে পাল্টা এ্যাকশনের ছবিটি। সে সময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যেখানে সক্রিয় আন্দোলনে অস্তিত্ব খুজে পাওয়াটা ছিলো কঠিন, সেখানে যুবদল নেতা হিসেবে সম্রাট হাসান সুজনের আন্দোলনেই ওঠে এসেছিলো যুবদলের সক্রিয়তা। প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যা কিংবা রাতে সুজনের আন্দোলনের ছবি গণমাধ্যমে প্রকাশ ছিলো আলোচনার বিষয়। যেখানে মুলদলের ক্ষেত্রেও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বেও সুজন ছিলো সক্রিয়।

এমন পরিস্থিতিতে পুলিশের বেশকটি টিম তাকে গ্রেপ্তারের বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। অতপর সরকারি দলের সহযোগীতায় পুলিশের কঠোর ভুমিকায় গত বছরের ৪ নভেম্বর গ্রেপ্তার হয়ে যান তিনি। গ্রেপ্তার হয়ে দীর্ঘ তিন মাস কারাভোগ করে ২৮ জানুয়ারী জামিনে মুক্তি পান। সেইসব ঘটনার বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস খানিক পূর্বে সেই বিভৎস ও কঠোর আন্দোলনে তার ত্যাগের বহিঃপ্রকাশ করেন এক পোস্টের মাধ্যমে।

তিনি তার ফেসবুকে পোস্টে সকলের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘আন্দোলনে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত বাড়িতে আসতে পারিনি, পরিবারের কারো সাথে দেখা সাক্ষাত করতে পারিনি, প্রোগ্রাম শেষ করে পরিবারকে একবার দেখার জন্য নিজের জন্মস্থানে পা দিতেই ক্ষমতাসীন আওয়ামীলীগ গুন্ডাবাহিনী আমার উপর কি বর্বর হামলা করে শারীরিক নির্যাতন করে র‌্যাবের হাতে তুলে দেয়, সেটা নিজ চোখে না দেখলে ধারণা করা যাবে না আমি কতটা নির্যাতনের শিকার হয়েছি। অঝোরে রক্ত ঝরেছিলো, এ অবস্থায় র‌্যাব আমাকে খানপুর ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলা অবস্থায় র‌্যাবের কাছ থেকে সদর থানা পুলিশ হাসপাতাল থেকে নিয়ে গিয়ে থানার গারদের জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে বেদম নির্যাতন করে।

সর্বশেষ সংবাদ