দলমত নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মানুষ দোয়া করছেন: খোরশেদ

সান নারায়ণগঞ্জ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরের ২৭নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় বন্দর থানাধীন ২১নং কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “আপনারা দেখেছেন গত বছরের ৫ আগস্ট এদেশের ছাত্র-জনতার ধাওয়া খেয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা কিভাবে এ দেশ থেকে বিতারিত হয়েছে। আর এদিকে আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দলমত নির্বিশেষে সারা দেশের মানুষ দোয়া করছে। এই দুইজনের মধ্যে রয়েছে বিস্তার পার্থক্য।”

তিনি আরও বলেন, “বহু বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আপনারা খেয়াল রাখবেন কোন ষড়যন্ত্র ও কোন কালো ছাঁয়া যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে। আমরা কোন ভাইয়ের লোক এইটা বড় বিষয় নয়, দিন শেষে আমরা সবাই ধানের শীষের কর্মী এটাই বড় পরিচয়।”

বন্দর থানার ২৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর তাঁতী দলের যুগ্ম আহবায়ক এস এম মোমেনের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন।

আরও বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আলম খন্দকার, ২৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সফর আলী, বন্দর উপজেলা যুবদল নেতা জনী খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক শওকত খন্দকার, সাবেক যুবদলের প্রচার সম্পাদক রাসেল আহাম্মেদ মনির, সদর থানা কৃষক দলের সদস্য সচিব রানা মুন্সী, পরিবহন শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জামাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মিঠু আহাম্মেদ, মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুছা, ১৯নং ওয়ার্ড যুবদল নেতা আক্তার হোসেন, ২৭নং ওয়ার্ড বিএনপি নেতা আসলাম, গোলাম নবী, শহিদুল্লাহ, মজিবর রহমান, আমির হোসেন, কয়াদি মনির, নাছির, কচি, ফজলুল হক, জাকির হোসেন, আব্দুর রব, ছাত্রদল নেতা সাইফুল, আনিছ, আনন্দ, নিরব, রিয়াদ, বিজয়সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুড়িপাড়া খোদাইবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ক্বারীমুল হক নাছিরি।

নারায়ণগঞ্জের ৪টি আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকায় থাকছে যাদের নাম

সান নারায়ণগঞ্জ

গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি তাদের মনোনিত প্রার্থী দিয়েছে। ওইদিন সারাদেশের ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করা হলেও নারায়ণগঞ্জ-৪ আসনটি সহ বাকি আসনগুলো বাদ রাখা হয়। পরবর্তীতে গত ৪ ডিসেম্বর আরো ৩৬টি আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করে দেয়। বাদ রাখা আসনগুলোতে জোটের প্রার্থীদের ছেড়ে দেয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এদিকে নারায়ণগঞ্জের ৪টি আসনে প্রার্থী ঘোষণা করার পর মনোনয়নবঞ্চিতরা বিদ্রোহ করতে থাকেন এবং বলতে থাকেন এটাই চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা নয়, চূড়ান্ত প্রার্থী ঘোষণা আসবে। এমন দাবিতে প্রার্থী পরিবর্তনের দাবি নিয়ে নানা কর্মসূচি পালন করে আসছেন মনোনয়নবঞ্চিত নেতারা। তবে সেই কর্মসূচিতে ভাটা পড়েছে এবং ধীরে ধীরে সকল নেতাকর্মীরা মনোনিত প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছেন।

নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে মনোনিত করে বিএনপি। এখানে উপজেলা বিএনপির মুল দল সহ প্রায় প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিপু ভুঁইয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সঙ্গে হাতে গোনা কয়েকজন পদপদবী বিহীন নেতাকর্মীরা বিরোধীতা করলেও আমলে নিচ্ছেনা কেন্দ্রীয় বিএনপি।

একইভাবে নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে মনোনিত করা হয়। কিন্তু সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার একজোট হয়ে প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন। তারা বিভিন্ন কর্মসূচি পালন করে হুংকার দিলেও এখানেও প্রার্থী পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে মনোনিত করা হয়েছে। এখানে সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের একচ্ছত্র সমর্থন মান্নানের দিকে। একইভাবে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির মুলদলের দুজন ব্যক্তি ছাড়া থানা বিএনপির অধিকাংশ নেতাকর্মী এবং যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলের একচ্ছত্র সমর্থন মান্নানের দিকে। এখানে মনোনয়নবঞ্চিত ৭ জন নেতা একজোট হয়ে মনোনয়ন পরিবর্তনের দাবি তুললেও মান্নানের চেয়ে বিএনপিতে ভুমিকা কারোরই বেশি দেখছেনা কেন্দ্রীয় বিএনপি। ফলে এই প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা একেবারেই কম। এ আসনের অন্যতম প্রতিদ্বন্ধি জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীন নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশা নিয়ে কাজ করছেন।

নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে বিএনপির মনোনিত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের একচ্ছত্র সমর্থন পেয়েছেন। শুধুমাত্র সাবেক এমপি আবুল কালাম, শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান প্রার্থী পরিবর্তনের দাবি তুললেও সেই দাবি তেমন একটা জোরালোভাবে তুলতে পারেননি। ধীরে ধীরে নেতাকর্মীরা মাসুদের পক্ষে কাজ করছেন। এ আসনে ২০১৮ সালের নির্বাচনে প্রাথমিকভাবে মনোনিত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর সহ আরো বেশকজন মনোনয়ন প্রত্যাশি মাসুদকে সমর্থন ঘোষণা করেছেন। ফলে এই প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা আরো ক্ষীণ।

অন্যদিকে সেই বিষয়টি আরো পরিষ্কার করে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ৪ ডিসেম্বর ৩৬ জন প্রার্থী ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নে প্রার্থী পরিবর্তনের বিষয়ে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা একেবারেই কম।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে মোহাম্মদ আলী

সান নারায়ণগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহবায়ক ও বিএনপি’র সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

৬ ডিসেম্বর শনিবার বিকেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এ সময় তিনি আনিসুল ইসলাম সানির শারিরিক অবস্থার খোজ খবর নেন এবং আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা কামনা করেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সাথে ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া ও মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ সদর কমান্ডের আহ্বায়ক নূর হোসেন মোল্লা সহ নেতৃবৃন্দ।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে মামুন মাহামুদ

সান নারায়ণগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

৫ ডিসেম্বর শুক্রবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে যান অধ্যাপক মামুন মাহমুদ।

এ সময় তিনি আনিসুল ইসলাম সানির শারিরীক অবস্থার খোজ খবর নেন এবং আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা কামনা করেন।

অধ্যাপক মামুন মাহমুদের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য নাদিম হাসান মিঠু, একরামুল কবির মামুন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি স্বপন চৌধুরী, ফতুল্লা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হানিফ সহ অন্যান্যরা।

 

দোয়া প্রার্থনা করে খোরশেদ: দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাদেশের নেত্রী

সান নারায়ণগঞ্জ

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরের ২৫নং ওয়ার্ড যুবদলের উদ্যাগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকায় দোয়া পূর্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আজ এখানে এসেছি। আপনারা জানেন গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য হয়ে আছে। তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় জন্য দোয়া করতে এখানে সমবেত হয়েছি। বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নেত্রী না তিনি এদেশের নেত্রী।

তিনি বলেন, আওয়ামীলীগ সারা দেশে যে লুটপাট চালিয়েছে বিনপি ক্ষমতায় আসলে তা করবে না। এইটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার ওয়াদা। আপনাদেরকে মনে রাখতে হবে তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার পক্ষে কাজ করে বিএনপিকে দেশ গঠনের সুযোগ করে দিব। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

বন্দর থানার ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নূর আলম খন্দকারের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে.এম মাজহারুল ইসলাম জোসেফ।

বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন।

দোয়া ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, সদর থানা কৃষক দলের সভাপতি রানা মুজিব প্রমুখ।

দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন-২২নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী সোহাগ, বন্দর উপজেলা যুবদলের সাবেক নেতা জনী খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর তাঁতী দলের যুগ্ম আহবায়ক এস এম মোমেন, মুছাপুর ইউনিয়ন বিএনপি নেতা নূর হোসেন, ২১নং ওয়ার্ড যুবদল নেতা এমারত, ২৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন, ১৯নং ওয়ার্ড যুবদল নেতা আক্তার হোসেন, বন্দর থানার ২৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, ২৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সফর আলী, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস ইকবাল অনিক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক শওকত খন্দকার, সাবেক যুবদলের প্রচার সম্পাদক রাসেল আহাম্মেদ মনির, সদর থানা কৃষক দলের সদস্য সচিব রানা মুন্সী, পরিবহন শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জামাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মিঠু আহাম্মেদ, মহিলা দলের নেত্রী নাজমা বেগম, আয়শা আক্তার, নারগিছ পারভিন, মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুছা প্রমুখ।

দোয়া ও আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- ২৫নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ মনির, তাহের খন্দকার, মোঃ জামির, মোঃ ইলিয়াছ, মোঃ কামরুল, নূর আলম, মহিউদ্দিন, সুলতান, শহিদ, রিয়াজ উদ্দিন, মামুন, আপন, আনন্দ ও তানভীরসহ ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন উত্তর লক্ষনখোলা আল বায়তুল আমিন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সিদ্দিকুর রহমান।

বেসরকারে শিক্ষক ও কর্মচারীদের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মান্নান

সান নারায়ণগঞ্জ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি। আপনারা সুশিক্ষা ও নৈতিকতার আলো দিয়ে আগামী প্রজন্মকে গড়ে তোলেন। আপনাদের হাতেই দেশের ভবিষ্যৎ রচিত হয়।

তিনি আরও বলেন, আমাদের দেশমাতা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার শিক্ষাবান্ধব বহু পরিকল্পনা রয়েছে। দেশের প্রতিটি সন্তানকে মানসম্মত শিক্ষা দিতে তিনি আজীবন চেষ্টা করেছেন। এসব পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নের জন্য সবচেয়ে জরুরি হলো তার দ্রুত সুস্থতা। তাই সারাদেশের শিক্ষক সমাজসহ সকলের কাছে নেত্রীর জন্য দোয়া কামনা করছি।

৬ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার শিল্প নগরী হাই স্কুল মাঠে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সাথে উন্মুক্ত মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা খাতে সাম্য ও সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সুস্থতা দেশ ও জাতির কল্যাণে অত্যন্ত প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের আহবায়ক অধ্যক্ষ মো. মাইন উদ্দিন, মহাসচিব মো. রফিকুল ইসলাম, সোনারগাঁ শাখার সভাপতি এইচ এম মনিরুজ্জামান, মো. শাহজালাল মিয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সদস্য বিএম ডালিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, বিএনপি নেতা রাকিব হাসান, হান্নান বেপারীসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-কর্মচারী।

দোয়া মাহফিল শেষে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের নবনির্বাচিত নেতৃত্বের অভিষেক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মরহুম বিএনপি নেতা জান্নাতুল ফেরদৌসের বাসায় খোরশেদ ও মাঈন উদ্দীন আহমেদ

সান নারায়ণগঞ্জ

২০১৯ সালের ৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব জান্নাতুল ফেরদৌস মৃত্যুবরণ করেন। তার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মরহুম জান্নাতুল ফেরদৌসের দেওভোগ নাগবাড় এলাকার বাসভবনে যান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দীন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জানাগেছে, মরহুম জান্নাতুল ফেরদৌস মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রতিবছর তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করে বিএনপি ও পরিচিতজনেরা স্মরণ করেন।

কান্নাজড়িত কণ্ঠে অশ্রুসিক্ত চোখে মান্নানের দোয়া প্রার্থনা: ‘খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ’

সান নারায়ণগঞ্জ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ। তিনি শুধু একজন ব্যক্তি নয় তিনি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তিনিই আমাদের বাংলাদেশ। তাই সেরে উঠুন বাংলাদেশ এই প্রার্থনা করি। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।

এ সময় তিনি বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেলেন। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করে তিনি হু হু করে কাঁদতে থাকেন এবং তাকে অশ্রুসিক্ত দেখা যায়। ক্ষনিকের জন্য নেতাকর্মীরাও স্তব্ধ হয়ে যান।

৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুম’আ সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাই স্কুল মাঠে কয়েক হাজার নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, নিজাম উদ্দীন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, সোনারগাঁ বিএনপির যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর, উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলুল হক ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, বিএনপি নেতা আলিনুর বেপারী প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ন্যায়সঙ্গত অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তিনি কখনো পিছপা হননি, কখনো আপস করেননি। জনগণের কল্যাণই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তাঁর সুস্থতার জন্য আজ শুধু বিএনপি নয়, দেশপ্রেমে বিশ্বাসী প্রতিটি মানুষই আন্তরিকভাবে দোয়া করছেন।আমরা সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। তিনি যেন দ্রুত সুস্থতা লাভ করেন, সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায় আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকেন।

দোয়া মাহফিলে উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।

শম্ভুপুরা ইউনিয়নে কয়েক হাজার জনতা নিয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মান্নানের দোয়া

সান নারায়ণগঞ্জ

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন।

শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সহ সভাপতি তাইজুল ইসলাম সরকার, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাফিরউদ্দিন মজনু, আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলু মেম্বার, সোনারগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোরশেদ মোল্লা, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন মাতবর, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সিকদার, কাউসার আহম্মেদ, সদস্য নোবেল মীর, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, সোহেল রানা, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খালেক তালুকদার, গাজী মালেক, আবু সিদ্দিক মেম্বার, আবুল সরকার, শফিকুল, শম্ভুপুরা ইউনিয়ন যুবদল নেতা তরিকুল, জুয়েল, বিন-ইয়ামিন, গফুর, সোহেল ভান্ডারী, কামাল, আলামিন সহ অন্যান্য নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জে ইব্রাহীম বাবুর উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদল নেতা ইব্রাহীম আহম্মেদ বাবুর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫ ডিসেম্বর শুক্রবার বাদ আসর নারায়ণগঞ্জ মহানগরীর নিতাইগঞ্জ এলাকায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর যুবদল নেতা কে.এম মাজহারুল ইসলাম জোসেফ।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান সায়েম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা আতিকুর রহমান মুক্ত, যুবদল নেতা সবুজ, ১৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নাজির হোসেন।

আরো ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা রাতুল সাহা, রিয়েন মোল্লা, আবিদ, আল আমিন, ফাহাদ, মাসুম, যুব, ইশতিয়াক, পূর্ণ, ঝলক, সুজেল, নয়ন, তাহসিফ, আসিফ, অনিক সহ অন্যান্য নেতাকর্মীরা।

এতে সভাপতিত্বে করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা ইব্রাহিম আহম্মেদ বাবু।

সর্বশেষ সংবাদ