টিম খোরশেদের বিশুদ্ধ ঠান্ডা পানি সরবরাহ ও ফ্রী টেলি মেডিসিন সেবা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

তৃতীয় দিনের মতো নারায়ণগঞ্জে শহরবাসীর মাঝে বিশুদ্ধ শীতল পানি নিয়ে হাজির স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন টিম খোরশেদ। শহরের বিভিন্ন পয়েন্টে তাপদাহে বিপর্যস্ত দিনমজুর, খেটে খাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি খাওয়াচ্ছেন তারা।

২৩ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে ১টি গাড়ি নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনার, জিয়া হল, পুরাতন কোর্ট মোড়, কালীর বাজার এলাকায়্ন স্পটে দেখা গেছে তাদের পানি বিতরণ করতে। আরেকটি গাড়ি নারায়ণগঞ্জ জেলা আদালতে বিচারপ্রার্থী, কর্তব্যরত আইনজীবি ও পুলিশ সদস্যদের মাঝে পানি বিতরণ করে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা। গত তিন দিনে প্রায় ১০ হাজার লোক পানি পান করেছেন।

টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা গত তিন যাবৎ এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজ আমরা শহরের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা আদালতে বিচারপ্রার্থী, কর্তব্যরত আইনজীবি ও পুলিশ সদস্যদের মাঝে শীতল পানি বিতরণ করেছি। আজ থেকে পানি বিতরণের পাশাপশি টেলি মেডিসিন সেবা চালু করেছি। টিম খোরশেদের সক্রিয় সদস্য ডাঃ ফারজানা ইয়াসমিন স্নিগ্ধা নিয়মিত সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত তাপদাহ ও হিটস্ট্রোক সংক্রান্ত প্রাথমিক পরামর্শের জন্য ফ্রী টেলি মেডিসিন সেবা দিবেন। তিনি জানান যতদিন তাপদাহ থাকবে ততদিন টিম খোরশেদ এর এই সকল কার্যক্রম চলমান থাকবে।

সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩’শ বোতল ফেন্সিডিল উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় র‌্যাব-১১ অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। ওই সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনকারী গাড়ী জব্দ করা হয়। ২৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক, মেজর অনাবিল ইমাম।

তিনি জানান, মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে র‌্যাব-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে র‌্যাব-১১ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে র‌্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে র‌্যাব-১১ বিপুল পরিমান মাদক উদ্ধার সহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় নিয়ে আসছে।

ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গত ২২ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার হতে অবৈধ মাদকদ্রব্য (৩০০ বোতল ফেনসিডিল) ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ সহ পেশাদার বড় মাদক ব্যবসায়ী ত্রিদ্বীপ কুমার দাস ওরফে মনি লাল ও মোঃ সাইফুর রহমান লিটুকে গ্রেপ্তার করে।

তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত সদস্যরাপারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করে।

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য এবং মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গরমে নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের পানি বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২৪ এপ্রিল বুধবার নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জ এলাকায় জনসাধারণ পথচারি, দিন মজুরদের মধ্যে বিনামুল্যে বিশুদ্ধ পানি বিতরণ করেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদ।

নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের সভাপতি মিশুক সাহা ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সহ-সভাপতি শাহরিয়ার সাঈদ অন্তর, কার্যকরি সদস্য সুদিপ্ত চক্রবর্তী। নিতাইগঞ্জ মোর বলদেব আখরা মন্দিরের সামনে ৫ শতাধিক মানুষকে বিশুদ্ধ পানি বিতরণ করার কার্যক্রম পরিচালনা করা হয়।

নির্যাতনে মেরুদণ্ডের হাড় ভেঙ্গেছে যুবদল নেতার: তবুও দলের কাছে উপেক্ষিত!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

হামলা মামলা নির্যাতন জেল জুলুম সবকিছুই পেয়েছেন তিনি। গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নারায়ণগঞ্জে সরকার পতনের একদফা আন্দোলনে বেশ আলোচিত ছিলেন মহানগর যুবদল নেতা, বন্দর উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী সম্রাট হাসান সুজন। নির্বাচনের পূর্বে ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশের পূর্ব থেকেই রাজপথে আন্দোলন সংগ্রামে জোরালো ভুমিকায় এবং ব্যতিক্রমী আন্দোলনে গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়ে ওঠেন তিনি। কিন্তু আন্দোলন সংগ্রামে তিনি যেভাবে ভুমিকা রেখেছিলেন, তার দল থেকে ঠিক তার উল্টো আচরণ পেয়েছেন, যখন তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হোন।

তার অনুগামী নেতাকর্মীরা মনে করেন, বর্তমানে দলের জন্য নিবেদিত ত্যাগী এই সম্রাট হাসান সুজন যেনো দলের কাছে বোঝা হয়ে ওঠেছেন, তখনো গ্রেপ্তার হলেও কারাগারে মহানগর যুবদলের একজন বাদে কেউ তার খোঁজ নেননি, তাকে দেখতে যাওয়াতো দূরের কথা। দীর্ঘ তিন মাস কারাভোগ করে জামিনে মুক্তি পাওয়ার পর পুরষ্কারের বদলে তার কপালে জুটছে যেনো অবজ্ঞা আর অবহেলা। ওই গ্রেপ্তারকালে পুলিশি নির্যাতনে সুজনের মেরুদণ্ডের হাড় ভেঙ্গে গেছে, যেখানে সরকারি দলের লোকজনও তাকে নির্যাতন করে পুলিশে দেয়। এর উন্নত চিকিৎসার জন্য তাকে লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে। তবুও তার নেতৃত্বে কমিটি তুলে দিতে রহস্যজনক কারনে মহানগর যুবদলের শীর্ষ নেতাদের গড়িমসি। মুলদলের নেতারাও যেনো তাকে সুদৃষ্টিতে দেখছেন না। ত্যাগদের দূরে সরিয়ে দায়িত্বশীলরা চান মাইম্যানখ্যাত কর্মীদের নেতৃত্ব।

বর্তমানে যুবদলের নেতাকর্মীরা জানিয়েছেন, গত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপির সরকার পতনের একদফা আন্দোলনে সম্রাট হাসান সুজনের কঠোর ভুমিকা ছিলো চোখে পড়ার মতই। নেতাকর্মীরা যখন আত্মগোপনে তখন রাজপথে হরতাল অবরোধ করে বেশ আলোচনায় ছিলেন সুজন। সবচেয়ে বেশি আলোচনা ছিলো রাজপথে তার হাতে গুলাইল নিয়ে পুলিশের সঙ্গে পাল্টা এ্যাকশনের ছবিটি। সে সময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যেখানে সক্রিয় আন্দোলনে অস্তিত্ব খুজে পাওয়াটা ছিলো কঠিন, সেখানে যুবদল নেতা হিসেবে সম্রাট হাসান সুজনের আন্দোলনেই ওঠে এসেছিলো যুবদলের সক্রিয়তা। প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যা কিংবা রাতে সুজনের আন্দোলনের ছবি গণমাধ্যমে প্রকাশ ছিলো আলোচনার বিষয়। যেখানে মুলদলের ক্ষেত্রেও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বেও সুজন ছিলো সক্রিয়।

এমন পরিস্থিতিতে পুলিশের বেশকটি টিম তাকে গ্রেপ্তারের বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। সরকারি দলের সহযোগীতায় পুলিশের কঠোর ভুমিকায় গ্রেপ্তার হয়ে যান তিনি। গ্রেপ্তার হয়ে দীর্ঘ তিন মাস কারাভোগ করে জামিনে মুক্তি পান। সেইসব ঘটনার বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস খানিক পূর্বে সেই বিভৎস ও কঠোর আন্দোলনে তার ত্যাগের বহিঃপ্রকাশ করেন এক পোস্টের মাধ্যমে।

তিনি তার ফেসবুকে পোস্টে সকলের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘আন্দোলনে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত বাড়িতে আসতে পারিনি, পরিবারের কারো সাথে দেখা সাক্ষাত করতে পারিনি, প্রোগ্রাম শেষ করে পরিবারকে একবার দেখার জন্য নিজের জন্মস্থানে পা দিতেই ক্ষমতাসীন আওয়ামীলীগ গুন্ডাবাহিনী আমার উপর কি বর্বর হামলা করে শারীরিক নির্যাতন করে র‌্যাবের হাতে তুলে দেয়, সেটা নিজ চোখে না দেখলে ধারণা করা যাবে না আমি কতটা নির্যাতনের শিকার হয়েছি। অঝোরে রক্ত ঝরেছিলো, এ অবস্থায় র‌্যাব আমাকে খানপুর ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলা অবস্থায় র‌্যাবের কাছ থেকে সদর থানা পুলিশ হাসপাতাল থেকে নিয়ে গিয়ে থানার গারদের জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে বেদম নির্যাতন করে।

ঈদের পরে সারা সোনারগাঁ চষে বেড়াচ্ছেন সাবেক এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সাবেক দুই বারের সফল সংসদ সদস্য জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়ে মাঠ ছাড়েননি তিনি প্রতি দিন কোন না কোন এলাকায় গিয়ে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন এবার রোজায় তিনি রোজাদারদের মধ্যে তরমুজ বিতরণ এবং ঈদের আগে এলাকার অসহায় মানুষদের মধ্যে মুরগী বিতরণ করেছেন, ঈদের দিন উপজেলা মডেল মসজিদে নামাজ আদায় করেন এবং উপজেলা সনমান্দি, বৈদ্যের বাজার বারদি,নোয়াগাঁও, কাচঁপুর,সাদিপুর ইউনিয়নের বিভিন্ন পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশলাদি জানান।

সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা জানান, তিনি বিগত ১০ বছরে সোনারগাঁওয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা, এলাকায় বিভিন্ন উন্নয়ন যেমন মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করেছি, ৭১টি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ করেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ ২৫ শয্যা থেকে ৫০ শয্যা উন্নতি হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তি যোদ্ধা ভবন, সনমান্দিতে মুক্তি যুদ্ধ জাদুঘর করেছি, চিলারবাগে বিজয় স্তম্ভ নির্মাণ করেছি, টিপুরদিতে ফায়ার সার্ভিসের ষ্টেশন নির্মাণ করেছি, নোয়াগাঁও ইউনিয়নে আশ্রায়ন ভবন নির্মাণ করেছি, উপজেলার মোগড়াপাড়া গঙ্গাপুর বাজারে, সোনারগাঁও পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যন্ট নির্মাণ করেছি।

তিনি আরো জানান, সোনারগাঁ ডিগ্রি কলেজকে সরকারি করণ করেছি। প্রায় ৫৭ টি ছোট বড় ব্রিজ করা হয়েছে ইতিমধ্যে শম্ভু পুরা সাবদি ব্রীজ ভিত্তি প্রস্তর স্হাপন প্রক্রিয়াধীন, মোগড়াপাড়ায় ষ্টীল ব্রীজ ভেঙে একটা বড় ব্রিজ অনুমোদন হয়েছে, নুনেরটেক ছটাকিয়া দিয়ে একটি ব্রীজের জন্য আবেদন করা হয়েছে, এটা প্রক্রিয়াধীন আছে, এই উন্নয়ন কাজগুলো সম্পন্ন হবে এবং তার সুফল পাবেন সোনারগাঁওয়ের জনগণ, মোগড়াপাড়া থেকে তালতলা পর্যন্ত প্রশস্ত করে রাস্তা, প্রায় ১২টি ব্রীজ ভেঙে প্রশস্ত আরো বড় করে নির্মাণ হবে, আনন্দ বাজারের মতো সব বাজারে আর সিসি রাস্তা হবে, সময় স্বল্পতার জন্য কাজ শুরু করতে পারিনি , বর্তমান সংসদ সদস্য হয়েছে, অচিরেই এগুলো উদ্বোধন করবেন, আমার চাওয়া হচ্ছে শুধু সোনারগাঁওয়ে উন্নয়ন হউক এ জন্য আমি আমার ভাতিজা বর্তমান সংসদ সদস্যকে সর্বাত্মক সহযোগিতা করবো , ঈদের পরে এ পর্যন্ত যত এলাকায় গিয়েছি, আমি তাদের মধ্যে ব্যাপক সারা পেয়েছি, নির্বাচনে জয় পরাজয় থাকবে এটা চিরাচরিত নিয়ম, আমি মনে করি পরাজয়ের পরে সব কটি ইউনিয়ন, পৌরসভায় ঘুরে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা আমার প্রথম কাজ, নির্বাচনে পরাজিত হয়ে অনেকে এলাকায় বিমুখ হয়ে যায় এটা কোন জনপ্রতিনিধির নীতি হতে পারে না রাজনীতি করলে জয় পরাজয় থাকবে আমি আগামী ৫ বছর সোনারগাঁওয়ের সাধারণ মানুষের সাথে থাকবো তাদের সুখ দুঃখ ভাগ করে নিবো, মহান আল্লাহ পাক আমাকে সুস্থ রাখবেন।

হাসিনা অটিজমে কাজিম উদ্দিন প্রধানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের উদ্যোগে সদ্য প্রয়াত বিশিষ্ট রাজনীতিবীদ, হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি কাজিম উদ্দিন প্রধানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্মাধ্যক্ষ হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আনন্দধামের কর্মকর্তাবৃন্দ, হাসিনা অটিজমে সম্পৃক্ত প্রতিবন্ধী শিশু-কিশোর ও তাদের অভিভাবক বৃন্দ সহ প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ ও পরিচালনা পর্ষদের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

বন্দরের সাবিলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বক্তাগণ মরহুম কাজিম উদ্দিন প্রধানের জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। এই সময় আলোচনায় অংশগ্রহণ করেন মরহুমের দীর্ঘ কর্মময় জীবনের সংগীত জাতীয় শ্রমিক লীগের জনাব শহিদুল্লাহ, আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম, হাসিনা অটিজম পরিচালনা বোর্ডের সভাপতি ইকবাল আহমেদ, পরিচালক এনামুল হক প্রিন্স, গাজী খোকন, মো: সেলিম, রাইহান আহমেদ ভুইয়া,বিশিষ্ট সাংবাদিক শেখ মনির প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া অন্তে নেওয়াজ বিতরণ করা হয়।

বক্তাবলীর রামনগর ঈদগাহের আংশিক কমিটি গঠন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রামনগর আব্দুস সামাদ ঈদগাহের কমিটি গঠন করা হয়েছে। মোঃ রুহুল আমিনকে সভাপতি, মাশফিকুর রহমান শিশিরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি কমিটির নাম ঘোষণা করা হয়।

শনিবার (২০ এপ্রিল) সকালে রামনগর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় আহবায়ক কমিটির জরুরী সভায় কমিটি গঠন করা হয়।

উক্ত জরুরী সভায় জেলা আওয়ামী লীগ নেতা এবং আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো: শহীদুল্লাহর সভাপতিত্বে এলাকার সকলের সম্মতিক্রমে মৌখিক ভোটের মাধ্যমে ঈদগাহের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করা পর এলাকার সকলে ঐক্যবদ্ধ হয়ে ঈদগাহের উন্নতিকরণ সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। দলমত নির্বিশেষে ঈদগাহ মাঠ উন্নয়ন করতে হবে। এখানে যাতে কোন ধরনের রাজনীতির প্রভাব না পড়ে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

কমিটিতে আব্দুল আজিজকে কোষাধ্যক্ষ করা হয়। আর আংশিক কমিটির অন্যদের মধ্যে রয়েছে মোঃশহীদুল্লাহ, মোহাম্মদ নাসির উদ্দিন, মোঃ আব্দুল আউয়াল, মুক্তার হোসাইন, হাসান আলী সরকার, আনোয়ার হোসাইন, আবু সাঈদ রিঙ্কু, সলিমুল্লাহ বেপারী, আনোয়ার আলী, আব্দুল মোতালেব, সাইদুর রহমান, আখতার হোসেন, সুমন পারভেজ, সুলতান মাহমুদ।

এদিকে কমিটি ঘোষণার পর নেতৃবৃন্দরা আলোচনার মাধ্যমে আরো ঘোষণা করেন আগামী (২৭ এপ্রিল) শনিবার সকাল ১০টায় রামনগর ঈদগাহ ময়দানে আলোচনা সভার মাধ্যমে আংশিক কমিটি থেকে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।

গরমে অতিষ্ঠ মানুষকে পানি পান করাচ্ছে টিম খোরশেদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে গরমে ওষ্ঠাগত জনজীবন। ৩৯ ডিগ্রি তাপমাত্রা হলেও অনুভবযোগ্য তাপমাত্রা ৪৪ ডিগ্রি বলে জানাচ্ছে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট ও এ্যাপগুলো।

তীব্র এ গরমে যখন জনজীবন অতিষ্ঠ তখন শহরবাসীর মাঝে খাবারের বিশুদ্ধ সুপেয় পানি নিয়ে হাজির স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ। শহরের বিভিন্ন পয়েন্টে দিনমজুর, খেটে পাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি খাওয়াচ্ছেন তারা। টিম খোরশেদ কর্তৃপক্ষ জানিয়েছেন, যতদিন তাপদাহ থাকবে তারাও ততদিন এই উদ্যেগ অব্যাহত রাখবেন।

রোববার (২১ এপ্রিল) সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারসহ বিভিন্ন স্পটে দেখা গেছে তাদের পানি বিতরণ করতে। গরমে পথে চলাচলকারী মানুষ তৃষ্ণা মেটাতে আগ্রহ নিয়ে পান করছেন এ পানি।

পথচারী রোকেয়া বেগম তার মেয়েকে নিয়ে পানি পান করে জানান, আমরা অনেকদূর হেঁটেছি। আরো অনেকদূর হেঁটে বাড়ি ফিরব। কাজে বের হয়েছিলাম। এই গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তবে কোথায় সেভাবে বিশুদ্ধ পানি না পাওয়ায় পান করিনি। যখন টিম খোরশেদের পানি বিতরণ দেখলাম তখন পান করলাম কারণ করোনাকালীন সময় থেকে তাদের সংগঠনের প্রতি আস্থা আছে তারা মানুষের উপকার করে।

একই কথা বলেন রিকশাচালক শোভন। তিনি জানান, রোদে রিকশা চালিয়ে গলা শুকিয়ে গিয়েছিল। এখানে পানি দিচ্ছে দেখে পান করলাম। এখন ভালো লাগছে। গরমটা বেশী পড়ে গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান জানান, প্রচন্ট গরম, হিট স্ট্রোকের একটা প্রকোপ আছে তাই শহরবাসী অবশ্যই ঢিলেঢালা সাদা কাপড় পরিধান করবে, পর্যাপ্ত পানি খাবে এবং বিনা প্রয়োজনে বাইরে যাবেনা।

টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা গত কয়েকদিনের গরমে দেখলাম শহরের পথচারী, দিনমজুর, রিকশাচালকসহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের এই গরমে বেশী বেশী পানি পান করতে উপদেশ দিচ্ছেন চিকিৎসকরা। তবে পথে চলাচলরত অবস্থায় পানি পাওয়াটা অনেক সময় কষ্টকর হয়ে উঠে। আর পেলেও সেটি বিশুদ্ধ কিনা তাও নিশ্চিত হওয়া যায়না। আবার গরমে পানিবাহিত রোগও বৃদ্ধি পাচ্ছে। এতে করে আমরা মানুষের মাঝে বিশুদ্ধ পানি নিয়ে হাজির হয়েছি। এখানে মানুষ ওয়ান টাইম গ্লাসে পানি পানও করতে পারবে আবার বোতলে ভরে নিয়েও যেতে পারবে।

তিনি বলেন, মানুষের এখন সাথে বোতল ভর্তি পানি রাখা উচিৎ। আর সমাজের সামর্থ্যবানদের আহবান জানাচ্ছি যার যার বাড়ির সামনে সম্ভব হলে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করে দেয়ার জন্য।
বার্তা প্রেরক

আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা করার জন্য সাবেক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও একজন সাবেক ছাত্রলীগ নেতাসহ সহ মোট ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন নির্বাচন অফিস সূত্র এ তথ্য নিশ্চিৎ করেছে।

যারা মনোনয়নপত্র দাখিল করেছেন এরা হচ্ছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান মোজাহেদুর রহমান হেলা সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহাজালাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক খোরশীদ আলম সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান রোমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খান সোহাগ, সরকারী সফল আলী কলেজের সাবেক ভিপি কাজী সুজন ইকবাল, দুপ্তারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লাও খাগকান্দা এলাকার বাসিন্দা জাহেদুল হক মোল্লা।

রোবাবর ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। এ দিন দুপুর পর্যন্ত মোট ৯ জন প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে।

 

টিম খোরশেদের দ্বিতীয় দিনের কর্মসূচি: গরমে অতিষ্ঠ মানুষকে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে গরমে ওষ্ঠাগত জনজীবন। ৩৯ ডিগ্রি তাপমাত্রা হলেও অনুভবযোগ্য তাপমাত্রা ৪৪ ডিগ্রি বলে জানাচ্ছে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট ও এ্যাপগুলো।

তীব্র এ গরমে যখন জনজীবন অতিষ্ঠ তখন নগরবাসীর মাঝে দ্বিতীয় দিনের মত খাবারের বিশুদ্ধ সুপেয় পানি নিয়ে হাজির স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন টিম খোরশেদ। শহরের বিভিন্ন পয়েন্টে দিনমজুর, খেটে পাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি খাওয়াচ্ছেন তারা।

২২ এপ্রিল সোমবার সকাল থেকে নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারসহ বিভিন্ন স্পটে দেখা গেছে তাদের পানি বিতরণ করতে। গরমে পথে চলাচলকারী মানুষ তৃষ্ণা মেটাতে আগ্রহ নিয়ে পান করছেন এ পানি। আজ নগরীতে কর্মরত ৩০ জন ট্রাফিক পুলিশের মধ্যেও মিনারেল ওয়াটার ও ওরস্যালাইন বিতরণ করে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা।

টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা গত কয়েকদিনের গরমে দেখলাম শহরের পথচারী, দিনমজুর, রিকশাচালকসহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের এই গরমে বেশী বেশী পানি পান করতে উপদেশ দিচ্ছেন চিকিৎসকরা। তবে পথে চলাচলরত অবস্থায় পানি পাওয়াটা অনেক সময় কষ্টকর হয়ে উঠে। আর পেলেও সেটি বিশুদ্ধ কিনা তাও নিশ্চিত হওয়া যায়না। আবার গরমে পানিবাহিত রোগও বৃদ্ধি পাচ্ছে। এতে করে আমরা মানুষের মাঝে বিশুদ্ধ পানি নিয়ে হাজির হয়েছি। এখানে মানুষ পানি পানও করতে পারবে আবার বোতলে ভরে নিয়েও যেতে পারবে। তিনি জানান যতদিন তাপদাহ থাকবে ততদিন টিম খোরশেদ এর পানি বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

সর্বশেষ সংবাদ