শেখ হাসিনাকে দেখে বিএনপি নেতারা শিক্ষা নিন: আবুল কাউসার আশা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা বলেছেন, একবার একটি মিছিল নিয়ে বন্দর শহীদ মিনারে এসেছিলাম। এরপর আওয়ামীলীগের লোকজন টানা তিনদিন বিক্ষোভ সমাবেশ করেছিলো এখানে। আজকে আমরা ঠিকই আছি কিন্তু তারা কই? যারা বিএনপির রাজনীতি করছেন তারা শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেন। মাত্র ৪৫ মিনিট সময় দেয়া হয়েছিলো ওনাকে, তার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অতএব তার থেকে বিএনপি নেতারা শিক্ষা নেন যাতে করে এমন করে পালিয়ে যেতে না হয়।

১ মে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে আবুল কাউসার আশার নেতৃত্বে মহানগর বিএনপির ব্যানারে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বন্দরের নবীগঞ্জ কবিলের মোড় থেকে মিছিলটি শুরু করে বন্দর বাজার হয়ে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।

আবুল কাউসার আশা আরো বলেন, যারা শ্রমিক তাদেরকে সম্মান দিতে হবে। কারণ আমাদের প্রত্যেকের বাবাই একজন শ্রমিক। একজন বাবা শ্রম বিক্রি করেই পরিবার সন্তানকে লালন পালন করেন। শ্রমিকরা আছে বলেই শিল্প আছে, শ্রমিকরা আছে বলেই দেশের অর্থনীতির চাকা সচল আছে। তাই শ্রমিকেরা বাচলেই মালিকদের শিল্প বাচবে, শ্রমিক বাচলেই দেশের অর্থনীতি বাচবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব পাপ্পু আহম্মেদ প্রমুখ।

অনলাইন ভোটিং: আড়াইহাজারে জনপ্রিয়তার শীর্ষে আজাদ, দ্বিতীয় সুমন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’ সামাজিক যোগাযোগ মাধ্যম এর ফেসবুক গ্রুপ ও পেজে নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য ৪জন প্রার্থীর মধ্যে অনলাইন ভোটিং জরিপ চালিয়েছে। সেই জরিপে সর্বোচ্চ ভোট পেয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

অন্যদিকে সমানতালে অনলাইন জরিপেও জনপ্রিয়তার তলানিতে বিএনপির সাবেক সংসদ সদস্য এম আতাউর রহমান খান আঙ্গুর ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। তবে ভোটে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান সুমন।

ফেসবুক ব্যবহারকারীদের মাঝে প্রশ্ন রাখা হয়- নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনিত প্রার্থী হিসেবে দেখতে চান। নিম্নে ৪জন সম্ভাব্য প্রার্থী নজরুল ইসলাম আজাদ, মাহামুদুর রহমান সুমন, এম আতাউর রহমান খান আঙ্গুর ও পারভীন আক্তারের নাম ও ছবি সংযুক্ত করে ২৯ হাজার ফেসবুক ব্যবহারকারীদের কাছে পৌছে দেয়া হয়।

গত ২১ এপ্রিল থেকে ৪৮ ঘন্টায় এই ভোটিংয়ে ২৯ হাজার ফেসবুক ব্যবহারকারীদের মাঝে জরিপটি পৌছে দেয়া হলে সেখানে অংশগ্রহণ করে ভোট প্রদান করেছেন ২ হাজার ৮’শ ৮৬ জন ভোটার। যার মধ্যে আজাদ পেয়েছেন ২০৮২ ভোট, যেখানে ৭২ পারসেন্ট ভোট পান এবং মাহামুদুর রহমান সুমন পেয়েছেন ৫২৭ ভোট, যেখানে ১৮ পারসেন্ট ভোট।

তবে তৃতীয় স্থানে আছেন আতাউর রহমান খান আঙ্গুর, যেখানে তার ভোট ১৪০, যেখানে ৪ পারসেন্ট ভোট এবং পারভীন আক্তার পান ১৩৭ ভোট, যেখানে মাত্র ৪ পারসেন্ট ভোট প্রদান করেন ফেসবুক ব্যবহারকারীরা। তবে আরো ৬৫ জন ফেসবুক ব্যবহারকারী কমেন্টস করে আজাদের পক্ষে বেশির ভাগ সমর্থন জানান। সেখানে দ্বিতীয় স্থানে সুমন।

এখানে উল্লেখ্যযে, এই জরিপ প্রকৃত পক্ষে আড়াইাহাজার উপজেলার সকল নেতাকর্মী কিংবা সকলের মতামত প্রকাশ করে না। এটা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহাকারীদের নিয়ে অনলাইন ফেসবুক জরিপ।

আরো উল্লেখ্যযে, গত ২০১৮ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে এই আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনিত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন নজরুল ইসলাম আজাদ। যদিও প্রাথমিকভাবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন আতাউর রহমান খান আঙ্গুর ও মাহামুদুর রহমান সুমনও।

সাংবাদিকের উপর হামলাকারীর পক্ষে মামলা পরিচালনা থেকে সরে দাঁড়ালেন খোরশেদ মোল্লা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের দুই সাংবাদিকের উপর হামলাকারী সালাউদ্দীনের পক্ষে আইনি লড়াই থেকে আনুষ্ঠানিকভাবে সড়ে দাঁড়িয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপিপন্থী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা। সাংবাদিকদের প্রতি সম্মান জানিয়ে উক্ত আসামীর পক্ষে মামলা পরিচালনা থেকে সড়ে দাঁড়ান তিনি।

৬ মে মঙ্গলবার দুপুরে অনাপত্তিপত্র প্রদানের মাধ্যমে তিনি আইনজীবী হিসেবে সাংবাদিকদের বিরুদ্ধে গিয়ে আসামির পক্ষে আর মামলা পরিচালনা করবেন না বলে আসামি পক্ষকে জানিয়ে দিয়েছেন।

একই সঙ্গে উক্ত আসামি বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের মামলার আসামী, সে বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না খোরশেদ আলম মোল্লা। যদিও ওই মামলায় আসামি সালাউদ্দীনের পক্ষে আইনজীবীও নন খোরশেদ আলম মোল্লা। সেই সাথে পরের মামলাটি সাংবাদিকের উপর হামলার ঘটনায় সৃষ্ট মামলার বিষয়টিও অবগত ছিলেন না তিনি।

এ বিষয়ে অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, সালাউদ্দীন সাংবাদিকের উপর হামলার মামলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যা মামলার আসামী, এ বিষয়টি আমার জানা ছিলো না। আসামীপক্ষ বিষয়টি আমার কাছে গোপন করেছেন। এখন আমি এই বিষয়টি জানতে পেরেছি। তাই আমি অনাপত্তিপত্র দিয়ে তার পক্ষে মামলা পরিচালনা থেকে সরে দাঁড়িয়েছি। এখন থেকে আমি তার পক্ষে মামলায় আইনিগতভাবে লড়বো না।

তিনি আরও বলেন, সাংবাদিকরা আমার ভাই। তাদের সাথে আমার আত্মার সম্পর্ক। তাদের বিপক্ষে গিয়ে মামলা পরিচালনা করবো এটা হতেই পারে না বরং আমি সবসময় সাংবাদিকদের সাথে ছিলাম। সাংবাদিকদের পক্ষে আইনজীবী হিসেবে লড়াইয়ের জন্য সবসময় প্রস্তুত রয়েছি।

অন্যদিকে জানাগেছে, নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকার সালাউদ্দিন একজন চিহ্নিত সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে আজমেরী ওসমানের বাহিনীর সাথে ছাত্র জনতার উপর হামলা চালায়। যে কারণে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার মামলা হয়। সে মামলায় সালাউদ্দিন এজাহার ভুক্ত আসামি হিসেবে পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং কিছুদিন আগে জামিনে বের হয়।

আর জামিনে বের হয়েই সালাউদ্দিন আবারো সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখে এবং পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে। সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা এবং হত্যা চেষ্টার অভিযোগে ফতুল্লা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় সালাউদ্দিনকে।

অনলাইন ভোটিং জরিপ: সোনারগাঁয়ে জনপ্রিয়তার শীর্ষে মান্নান, তলানিতে রেজাউল করিম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’ সামাজিক যোগাযোগ মাধ্যম এর ফেসবুক গ্রুপ ও পেজে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য ৪জন প্রার্থীর মধ্যে অনলাইন ভোটিং জরিপ চালিয়েছে। সেই জরিপে সর্বোচ্চ ভোট পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

তবে সমানতালে অনলাইন জরিপেও জনপ্রিয়তার তলানিতে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর। তবে জরিপে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন যুবদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এসএম ওয়ালিউর রহমান আপেল।

ফেসবুক ব্যবহারকারীদের মাঝে প্রশ্ন রাখা হয়- নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনিত প্রার্থী হিসেবে দেখতে চান। নিম্নে ৪জন সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, এসএম ওয়ালিউর রহমান আপেল, রেজাউল করিম ও খন্দকার আবু জাফরের নাম ও ছবি সংযুক্ত করে ৩৭ হাজার ফেসবুক ব্যবহারকারীদের কাছে পৌছে দেয়া হয়।

গত ১ মে বৃহস্পতিবার থেকে ৪৮ ঘন্টায় এই ভোটিংয়ে ৩৭ হাজার ফেসবুক ব্যবহারকারীদের মাঝে জরিপটি পৌছে দেয়া হলে সেখানে অংশগ্রহণ করে ভোট প্রদান করেছেন ২ হাজার ৮’শ ২১ জন ভোটার। যার মধ্যে মান্নান পেয়েছেন ১৫৫৭ ভোট, যেখানে ৫৫ পারসেন্ট ভোট পান এবং ওয়ালিউর রহমান আপেল পেয়েছেন ৯৮৫ ভোট, যেখানে ৩৪ পারসেন্ট ভোট।

তবে তৃতীয় স্থানে আছেন রেজাউল করিম, যেখানে তার ভোট ২৩৪, যেখানে ৮ পারসেন্ট ভোট এবং খন্দকার আবু জাফর পান ৪৫ ভোট, যেখানে মাত্র ১ পারসেন্ট ভোট প্রদান করেন ফেসবুক ব্যবহারকারীরা। তবে আরো ১৩৮ জন ফেসবুক ব্যবহারকারী কমেন্টস করে মান্নানের পক্ষে সমর্থন জানান। সেখানে দ্বিতীয় স্থানে আপেল।

এখানে উল্লেখ্যযে, এই জরিপ প্রকৃত পক্ষে সোনারগাঁও উপজেলার সকল নেতাকর্মী কিংবা সকলের মতামত প্রকাশ করে না। এটা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহাকারীদের নিয়ে অনলাইন ফেসবুক জরিপ।

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ২

সান নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের লাকি বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ওই কিশোরের মৃত্যু হয়।

গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জের মৃত লতিফ শেখের ছেলে ওসমান (১৬) ও জামালপুরের বুল্লুর ছেলে আব্দুল (১৬)।

নিহত ইয়াসিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামে মো. শহিদুলের ছেলে। বর্তমানে নাসিক ৮ নং ওয়ার্ডের এনায়েত নগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে লাকিবাজার এলাকার একটি দোকানে বসে ছিল ইয়াসিন। এ সময় কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য এসে ইয়াসিনকে দোকান থেকে চলে যেতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে কিশোর গ্যাংয়ের এক সদস্য ইয়াসিনের বুকে ছুরিকাঘাত করে। এতে সে চিৎকার করে ও মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহরের ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে লাশ প্রেরণ করে। অন্যদিকে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম স্থানীয় গণমাধ্যম বলেন, এলাকাবাসীর সহযোগিতা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছেন।

ফতুল্লায় সন্ত্রাসী হামলার শিকার দুই সাংবাদিক, গ্রেপ্তার ১

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক উজ্জীবিত বাংলাদেশ-এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ৪ মে রবিবার বিকেলে ফতুল্লার মাসদাইর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, মাসদাইর শ্মশানের সামনে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে নির্মিত ‘প্রতিরোধ স্তম্ভ’ দখল করে দীর্ঘদিন ধরে একটি চক্র ইট-বালু-পাথরের ব্যবসা চালিয়ে আসছে। এই অবৈধ দখল ও ব্যবসার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা। পরে খবর পেয়ে সহকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আর হামলার নেতৃত্বদানকারী সালাউদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে সাংবাদিকরা।

আহত সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয় জানান, “প্রতিরোধ স্তম্ভ ঘিরে কারা ব্যবসা করছে তা জানার জন্য আমরা সেখানে যাই। ছবি তোলার পর স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় হঠাৎ সালাউদ্দিন, জাকির হোসেন ও আরও ৫-৬ জন এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। পরিচয় দেওয়ার পরও তারা হামলা থামায়নি। আমাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে এবং আমাদের একটি দোকানে আটকে রাখে। পরে সহকর্মীরা এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ‘

দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম বলেন, “এই হামলার নেপথ্যে থাকা সালাউদ্দিন এক সময় নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মামলা রয়েছে, যা থেকে কয়েক দিন আগে জামিনে মুক্তি পেয়েছে।”

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হামলাকারী সালাউদ্দিনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

৯ মাস পর চালু হলো নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস

সান নারায়ণগঞ্জ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আগুনে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম ফের চালু হয়েছে। ৪ মে রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে অফিসটির কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, পাসপোর্ট হচ্ছে একজন নাগরিকের জাতীয়তার অন্যতম একটি ডকুমেন্ট। দীর্ঘ প্রায় ৯ মাস এই অফিসটির কার্যক্রম বন্ধ ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অফিসের আছে কৃতজ্ঞতা জানাচ্ছি পুনরায় আবার এই অফিসের কার্যক্রমটি শুরু করার জন্য। নারায়ণগঞ্জ একটি শিল্প ঘন জেলা। যারা শিল্পের সাথে জড়িত প্রতিনিয়ত তাদের বিদেশ ভ্রমণ করতে হয়। তাদের জন্য পাসপোর্ট খুবই প্রয়োজন। এছাড়াও নারায়ণগঞ্জে অনেক মানুষের বসবাস। সেই লক্ষ্যে আবার এটি নতুনভাবে চালু হচ্ছে।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপ-পরিচালক জামাল হোসেন বলেন, দীর্ঘ নয় মাস পর পুনরায় চালু হচ্ছে আঞ্চলিক কার্যালয়ের পাসপোর্ট সেবা কার্যক্রম। আমরা নিশ্চিত করতে চাই সম্পূর্ণ দালালমুক্ত এবং নিরিবিলি পরিবেশে জনগণের কথা বিবেচনা করে ৫ আগষ্ট পরবর্তী সময়ে সঠিক সেবা দেয়ার জন্য আমরা কর্মকর্তা কর্মচারিরা কাজ করে যাবো। জুলাই মাসে প্রায় ৮ হাজার পাসপোর্ট পুড়ে গেছিলো। সেখান থেকে প্রায় সাত হাজার পাসপোর্ট আগারগাঁও থেকে সরবরাহ করা হয়েছে। বাকিগুলোও সরবরাহের অপেক্ষায় আছে।

পাসপোর্ট সেবা গ্রহণ করতে আসা আমির হোসেন বলেন, কিছুদিন আগে পাসপোর্ট নবায়ন করতে মুন্সিগঞ্জ যাওয়া লাগতো। এতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল। কিন্তু এখন সিদ্ধিগঞ্জ পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয় আমাদের খুব উপকার হয়েছে। আজ লাইনে দাঁড়িয়ে পাসপোর্টের কাগজপত্র জমা দিয়েছি।

উল্লেখ্য, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জ সাইনবোর্ড সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে অফিস ভবন, আসবাসপত্রসহ গ্রহকদের বিতরণের জন্য প্রস্তুত ৮ হাজার পাসপোর্ট পুড়ে যায়। এতে ৩ কোটি ২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অফিস কর্মকর্তরা জানায়।

আড়াইহাজারে এক বাড়িতে ডাকাতি, পৌর বাজারে চুরি, গ্রেপ্তার ১

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি এবং আড়াইহাজার পৌর বাজারে চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের টেগরিয়াপাড়া গ্ৰামের আলামিনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

বাড়ির মালিক আলামিন জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল আমার বাড়ীর ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্ম করে নগদ ১ লাখ টাকা, সাড়ে ৪ ভরি স্বণাংলংকার, ৪টি মোবাইল ফোন লুটে নেয়। প্রায় ৪০ মিনিট ডাকাতি শেষে ডাকাতদল চলে যায়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ ডাকাতির ঘটনায় ওই ইউনিয়নের আগুয়ান্দী গ্ৰামের লেয়াকত আলীর ছেলে আরমানকে জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

এ ছাড়াও একই রাতে আড়াইহাজার পৌর বাজারে হারুন ভুঁইয়ার মালিকানাধীন রিলোড ভ্যারাইটিজ ষ্টোর এর দোকানের চুরির ঘটনা ঘটেছে। চোরেরা টিনের চালা কেটে দোকানের ভিতর প্রবেশ করে থ্রি পিস, বোরকা, শার্ট, লুঙ্গি বিছানার চাদর ইত্যাদি চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক হারুন ভুঁইয়া জানান, আমার দোকান থেকে প্রায় ৪/৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরি ও ডাকাতির ঘটনায় আতঙ্কে রাত কাটাচ্ছে আড়াইহাজারবাসী।

নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালের দুই দালালের কারাদণ্ড

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে অভিযান পরিচালনা করে দালালচক্রের দুই জনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৩ মে শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার খানপুর এলাকার মোকসেদ আলীর ছেলে মো. মঞ্জু (৫৫), ও ফতুল্লা মডেল থানার গলাচিপা কলেজ রোড এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মো. মাসুদ হাওলাদার (৪২)। তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল এলাকায় দালাল ও অবৈধ মধ্যস্থতাকারীদের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকলেও দুই ব্যক্তি সরকারি আদেশ অমান্য করে সেখানে দালালির সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাদের হাতেনাতে আটক করা হয়। বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিচারকার্য পরিচালনা করে মোবাইল কোর্ট ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জনসাধারণকে প্রতারণা থেকে রক্ষা করতে এবং হাসপাতাল ব্যবস্থাপনাকে স্বচ্ছ রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।

 

টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, স্মার্টকার্ড চালু হবে: খাদ্য উপদেষ্টা

সান নারায়ণগঞ্জ

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্য উপদেষ্টা বলেন, “টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, যেগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড চালু করা হবে। এতে প্রকৃত উপকারভোগীরাই সরকারি সুবিধা পাবেন। এতে টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে।”

৩ মে শনিবার সকালে নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

চালের দাম কমে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ বছর আশাতীত বোরো ফসল উৎপাদন হয়েছে। আমার মনে হয়, চালের দাম কমে যাচ্ছে, সহনশীল হয়ে আসছে। তবে চালের দাম একেবারে পড়ে যাওয়া ঠিক না। কারণ কৃষকদের ন্যায্য মূল্য পেতে হবে। কৃষকদের দিকটা বিবেচনায় রাখতে হবে। সুতরাং চালের দাম কমে আসলে আটার দামও কমে আসবে।

দেশে গমের চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, “মধ্যবিত্ত শ্রেণির অনেকেই এখন এক বেলা রুটি খান। আমাদের দেশে প্রতিবছর গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে মাত্র ১০ লাখ মেট্রিক টন উৎপাদিত হয়। বাকি ৬০ লাখ মেট্রিক টন গম আমদানি করতে হয়, যার বেশিরভাগই বেসরকারিভাবে আমদানি করা হয়।”

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলামসহ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ