বৈধ ব্যবসা করতে গিয়ে সীমালংঘন করলে সাংগঠনিক ব্যবস্থা: অধ্যাপক মামুন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিষয়ে বলেছেন, আমরা লক্ষ্য করেছি, এখানে অনেকগুলো সংগঠন রয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি নেই। যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বেশ কয়েকটি সংগঠন দীর্ঘদিন আহ্বায়ক কমিটির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হলেও এখনো নতুন কমিটি গঠন করা হয়নি, কেন হয়নি তা জানা নেই।

৯ ফেব্রুয়ারী রবিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে জেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রসঙ্গে তিনি বলেন, যারা ছাত্রদল করতে চায়, তারা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদেরও জানাবেন কেন দেরি হচ্ছে। প্রয়োজনে আমরা কথা বলবো।

তিনি আরও বলেন, বহু সংগঠন মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এসব সংগঠন কীভাবে পুনর্গঠন করা যায়, তা নিয়ে ভাবতে হবে। তবে আমি বলছি না যে, পুরনোরা সরে যাবেন। আপনাদের আন্দোলন-সংগ্রামের ভূমিকা রয়েছে। আপনারাই থাকবেন, নেতৃত্ব দেবেন, কিন্তু নতুনদের জন্যও সুযোগ তৈরি করতে হবে। সভায় দাবি করা হয়েছে জেলা কমিটিতে সবাইকে মূল্যায়ন করতে হবে। প্রত্যেককে তাদের নিজ নিজ সংগঠনে মূল্যায়ন করা হবে। যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সংশ্লিষ্ট কমিটিগুলোতে যথাযথভাবে জায়গা দিতে হবে।

তিনি আরও বলেন, মূল্যায়ন আরেকটা হচ্ছে আর্থিক মূল্যায়ন, অর্থনৈতিক মূল্যায়ন। বৈধভাবে ব্যবসা করার সবার অধিকার রয়েছে। করতে গিয়ে যদি সীমালঙ্ঘন করে ফেলে সে বিষয়ে যার যার সাংগঠনিক সিদ্ধান্ত শীঘ্রই দেখতে পাবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে মাসুকুল ইসলাম রাজিব, শরীফ আহম্মেদ টুটুল, জেলা যুবদলের সভাপতি সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান, সদস্য সচিব সালাউদ্দীন, জেলা মহিলা দলের আহ্বায়ক রহিমা শরীফ মায়া, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মিয়া মেম্বার প্রমুখ।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে নবনির্বাচিতদের প্রতি কচির অভিনন্দন

সান নারায়ণগঞ্জ

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে একেএম মহসীন ও সাধারণ সম্পাদক পদে বাবুল তালুকদার নির্বাচিত হয়েছেন। ৮ ফেব্রুয়ারী শনিবার রাজধানীর পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া ১৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে মশিউর রহমান সুমন ও মোহাম্মদ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে দেলোয়ার হোসেন বাদল ও জাহিদুল ইসলাম সজল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. সালেকুজ্জামান চৌধুরী রাজীব নির্বাচিত হন।
অর্থ সম্পাদক পদে নাসিম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. সৌরভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে এম খোকন সিকদার, দপ্তর সম্পাদক পদে ফরিদ উদ্দিন সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্যের চার পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- শফিকুল আলম, মাহবুব হোসেন খান, মো. আমিনুল ইসলাম এবং কাজল হাজরা।

অ্যাসোসিয়েশনে মোট ভোটার ১৭২। এরমধ্যে ভোট পড়েছে ১৬৩টি। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম।

এদিক এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি ও সিনিয়র ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রূপগঞ্জে সাংবাদিক ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

রূপগঞ্জ প্রতিনিধি, সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক ক্রিকেট টুনার্মেন্টে জয় পেয়েছে রূপগঞ্জ কিংস ক্রিকেট একাদশ।

৮ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় পূর্বাচল ২ নম্বর সেক্টর পর্শী বৌরারটেক মাঠে খেলার উদ্বোধন করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী। খেলায় রূপগঞ্জ কিংস ছয় উইকেটে রূপগঞ্জ টাইগার্সকে হারায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে রূপগঞ্জ কিংসের রাকিবুল ইসলাম।

খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পূ্র্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভি ফেরদৌস, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলীসহ অনেকে।

ফতুল্লায় মামুন হত্যা মামলায় আক্তার ও সুমন সহ ১৩ জন আসামী

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যার ঘটনায় যুবলীগ নেতা আক্তার ও সুমনসহ ১৩জনের নাম উল্লেখ করে মামলার দায়ের করা হয়েছে।

৯ ফেব্রুয়ারী রবিবার দুপুরে নিহত মামুনের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারী ভোরে সন্ত্রাসী আকতারের নির্দেশে সুমন সহ প্রায় ২০/২০ জন লোক মামুনকে তার দোকান থেকে ডেকে নিয়ে যায়। তারা বলেন আকতার ভাই আপনাকে যেতে বলছে। তখন মামুনকে রেললাইন বটতলা এলাকার সামনে যাওয়া মাত্র গুলি করতে থাকে। তার পর মামুন বলে ভাই তোরে আমাকে মারিস না। আমার জীবন ভিক্ষা দেয়। আমি তো কারো ক্ষতি করি নাই, তাহলে কেন তোরা আমাকে মারসিস। তার পরও সন্ত্রাসীরা মামুনকে এলোপাতাড়ি গুলি করে। পরে মামুন মাটিতে লুটে পড়ে যায়। মামুনের চিৎকারে ছুটে আসে স্ত্রী সহ আরো লোকজন। মামুনেির স্ত্রী এসে দেখতে পায় মামুন মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং সন্ত্রাসীরা দৌড়ে আকতার সুমনের বাড়িতে ঢুকে যায়। পরে মামুনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তারের দাবী আক্তার ও সুমনের পরিকল্পনায় এবং নির্দেশে তাদের বাহিনীর কিলাররা মামুনকে ঘর থেকে ডেকে নিয়ে ডান চোঁখে গুলি করে হত্যা করেছে। হত্যাকান্ডের ঘটনাটি ইয়াসমিন নিজেই কিছুটা দুর থেকে দেখেছেন। গুলির পর স্বামীর চিৎকার শুনে কাছে এসে সুমনকে দলবল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে দেখেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মামলা দায়েরের বিষয় নিশ্চিত করে বলেন, আকতারকে প্রধান আসামী করে নিহত মামুনের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। খুনিরা যত বড় প্রভাবশালী হউক না করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারী রাত ২টায় মামুন তার ইট বালু সিমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান থেকে হিসেব শেষ করে বাসায় চলে যাওয়ার সময় ভোরে মামুনের প্রতিষ্ঠানের কাছেই সন্ত্রাসীরা ডেকে নিয়ে একটি মাঠে নিয়ে গুলি করে হত্যা করে। তার পর সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। নিহত মামুন ফতুল্লার পূর্ব লালপুর এলাকার সুমন আলী বেপারীর ছেলে। মামুনের স্ত্রী ও ১৪ বছর বয়সী এক মেয়ে ১০ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

সোনারগাঁয়ে মান্নানের উদ্যোগে পিরোজপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে সহস্রাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১০ ফেব্রুয়ারী সোমবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ও ভাটিবন্দর এলাকায় সহস্রাধিক শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো: শহিদ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম (বিডিআর)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সামাদ মেম্বার, মো. জয়নাল আবেদীন মেম্বার, আবুল হোসেনসহ বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার জনসাধারণ।

আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্ট: বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ১৩

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনাকালে মাদক সেবন অবস্থায় বি. বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে এবং অপর ৯ অপরাধীকে বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ৯ ফেব্রুয়ারী রবিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আবু মুছা, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন, জুয়েল রানা, রাসেল।

এ ছাড়া আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পৌর সদরের আওয়ামীলীগ নেতা মো. হারুণ অর রশিদ, বাগাদী কান্দাপাড়া এলাকার মো. খাইরুদ্দিন ইমন, কল্যান্দী এলাকার রিফাত হাসান, কামরানীরচর এলাকার হোসাইন গাজী, বগাদী কান্দাপাড়া এলাকার সোহাগ, মোসাদ্দেক হোসেন, সি আর ওয়ারেন্ট ভুক্ত আসামী সোনাকান্দা এলাকার আল আমিনকে পৃথক পৃথক অভিযোগে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী।

এদের মধ্যে বাঞ্ছারামপুর এলাকার বিএনপি নেতাদেরকে বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে মাদক সেবন অবস্থায় গ্রেপ্তার কার হয়েছে বলে যৌথবাহিনীর সূত্র জানায়। ওই নেতাদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুব আলী তার এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজী, মারামারি, জবরদখল এসব কর্মকান্ড করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে বাঞ্ছারামপুরের বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত ১৩ জনকেই সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন নিশ্চিৎ করেছেন।

 

আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বিএনপির নেতাকর্মীরা : আজাদ

সান নারায়ণগঞ্জ

বিএনপির নির্বাহী কমিটির (ঢাকা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন এরা কারা, এখানে কি ছাত্রদল ছিল না? সেই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকায় ছিলো ছাত্রদল। কারণ ছাত্রদল হল বিএনপির ভ্যানগার্ড। ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছে বিএনপি নেতাকর্মীরা।

১০ ফেব্রুয়ারী সোমবার দুপুরে আড়াইহাজার উপজেলার ৩৯নং সাতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনের রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বিগত এই ১৭টি বছর এদেশে আন্দোলন সংগ্রাম হয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হল তারই একটি পার্ট। আন্দোলনের মাধ্যমে আমরা রেজাল্টটি আমাদের ঘরে আনতে পেরেছি। কিন্তু আন্দোলনটি কিন্তু ১৭ বছর ধরেই চলছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজাদ বলেন, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্রদেরকে অতীত ও বর্তমান সম্পর্কে জানতে হবে। দেশের সঠিক ইতিহাস জানতে হবে। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঠিক ইতিহাসটিকে মুছে দিতে চেয়েছিল। তারা কি পেরেছে, পারেনি। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জিয়াউর পরিবার মানুষের মনে প্রানে রয়েছে। যতই চেষ্টা করেছিলে কিন্তু তা মুছে ফেলতে পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে স্বাধীনতার ঘোষণা দিয়ে নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছে। আর খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নতুন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তারেক রহমান।

সাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যানের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দুল, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুইয়া সহ প্রমুখ।

বক্তব্য শেষে নজরুল ইসলাম আজাদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কারাবন্দিদের নিয়ে ‘প্রিমিয়ার লীগ’ শুরু করলেন ডিসি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কারাবন্দিদের অংশগ্রহণে ‘নারায়ণগঞ্জ জেল প্রিমিয়ার লীগ’ শুরু হয়েছে। কারাবন্দিদের সুস্থ বিনোদনের অংশ হিসেবে সোমবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে এ খেলা শুরু হয়। জেলা কারাগারে ব্যাতিক্রমী এই আয়োজন দেখে ১২৪৪ জন বন্দির মাঝে আনন্দ বিরাজ করছে।

চার দেয়ালের বন্দি জীবন থেকে ক্ষণিকের জন্য হলেও যেন মুক্ত নারায়ণগঞ্জ জেলা কারাগারের ১১৯৭ পুরুষ এবং ৪৭ নারী বন্দি। বন্দিদের মধ্যে সাজাপ্রাপ্ত ২৫২ জন এবং বিচারাধীন বন্দি ৯৯২ জন বলে জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন।

নারায়ণগঞ্জের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানিয়েছেন, আজ জেলা প্রশাসক স্যারের নির্ধারিত জেলখানা পরিদর্শন ছিল। কিন্তু উনার বিশেষ আগ্রহেই আমরা এই ব্যাতিক্রমী আয়োজন করেছিলাম। কারাবন্দিদের অংশগ্রহণে নারায়ণগঞ্জ জেল প্রিমিয়ার লীগ এর শুভ উদ্বোধন হয় করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নিজেই। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, কারাগার এখন আর শুধুমাত্র বন্দিশালা নয়, কারাগার হচ্ছে সংশোধনাগার। আনন্দ-বিনোদনের পাশাপাশি কারাগার কর্তৃক প্রদত্ত কর্মমূখী বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হয়ে বন্দিদের সমাজের মূল স্রোতে ফিরে যেতে হবে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ, জেলার মো. মামুনুর রশিদ সহ অন্যান্য কারা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টি-১০ পদ্ধতির এই টুর্নামেন্টে ভাইকিংস, সাইক্লোন, অলস্টার, থান্ডার বোল্টস ও ভিক্টোরিয়ান্স নামে মোট ৫টি দল অংশগ্রহণ করবে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ২টি দল ফাইনালে একে অপরের মোকাবেলা করবে।

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

সান নারায়ণগঞ্জ

জাতীয়তাবাদী কৃষকদলের নারায়ণগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডা. মো. শাহীন মিয়াকে আহ্বায়ক ও মো. আলম মিয়াকে সদস্য সচিব করা হয়েছেন।

৯ ফেব্রুয়ারী রবিবার জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে ডা. মো. শাহীন মিয়া বলেন, আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি। তারা আমাকে যোগ্য মনে করে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন। বিশেষ করে দ্বিতীয়বারের মতো আহ্বায়ক মনোনীত করায় আমি আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে চাই।

এর আগে, গত ১ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। জানা গেছে, ২০২৩ সালের ১২ জানুয়ারী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ডা. শাহীন মিয়াকে আহবায়ক এবং মো. কায়সার রিফাতকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা শাখার দুই সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়।

বেগম খালেদা জিয়াকে জেলে আটকে বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল: মান্নান

সান নারায়ণগঞ্জ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার গত সাড়ে ৬ বছর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে আটকে শরীরে বিষ দিয়ে ধীরে ধীরে হত্যাচেষ্টা করেছে। আজ তিনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছে আপনারা দোয়া করবেন।

৯ ফেব্রুয়ারী রবিবার বিকেলে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মান্নান আরো বলেন, আমাদের ইউনিয়নে আমরা যে শীতবস্ত্র বিতরণ করছি এ উপহার আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমার মাধ্যমে দিয়েছেন। আপনারা জিয়া পরিবারের সবার জন্য দোয়া করবেন।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে পিরোজপুর ইউনিয়নের বিএনপি নেতা মাসুম রানার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানসহ প্রমুখ।

সর্বশেষ সংবাদ