জাকির চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিএনপির মানববন্ধন

ডেস্ক রিপোর্ট, সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদ সরকারের প্রহসনমূলক ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেনের অপসারণের দাবীতে আলীরটেক ইউনিয়ন বিএনপি আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকসুর সাবেক সামাজিক আপ্যায়ন সম্পাদক ও মৎসজীবীদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিলন মেহেদী।

প্রধান অতিথির বক্তব্যে মিলন মেহেদী বলেন, ড. ইউনুস নেতৃত্বে দেশ সংস্কার হচ্ছে। বর্তমানে ড. ইউনুসের সরকারকে টিকিয়ে রেখে সামনের দিনে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। শত শত মানুষের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটা টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা স্বার্থপর নেত্রী। স্বার্থপরের মতো পালিয়ে গেছে উনাকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও এখন আর পছন্দ করে না। আলীরটেক ইউনিয়নবাসীর দাবী চেয়ারম্যান পদ থেকে স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদ সরকারের প্রহসনমূলক ভোটারবিহীন নির্বাচিত চেয়ারম্যান ঘি জাকির এর অপসারণ।

এসময় আক্তারুজ্জামান বলেন, সাপের বাচ্চা ছোট হলেও সাপ। বড় সাপ পালাইছে, ছোটটা রয়ে গেছে। আমার রক্ত বিএনপি, আমি আওয়ামী লীগের অপ-রাজনীতিতে লিপ্ত হইনি। বিএনপির সঙ্গে বেইমানী করতে পারিনা। ঘরে ঘরে বিএনপির হাত পা ধরতাছেন আমাদের সঙ্গে আসো মামলা বাদ করে দিবো। কার মদদে মামলা করছেন? বিএনপির নেতারা আরো ৫০টা মামলা খেলেও আওয়ামী লীগের ছায়াতলে যাবোনা, ভন্ড পীরের মুরিদ হবোনা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসময় আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা নজরুল ইসলাম বাবু, বিএনপি নেতা আক্তারুজ্জামান, বিএনপি নেতা আওলাদ হোসেন মেম্বার, আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল ইসলাম শুক্কুর, বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, বিএনপির সিঙ্গাপুর শাখার সহ-সভাপতি আল-আমীন ইকবাল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সরকারী তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, বিএনপি নেতা শাহজাহান মিলন, জিসাস এর কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেল মাহমুদ ও আলীরটেক ইউনিয়ন বিএনপি নেতা দয়াল রিপন সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

আওয়ামীলীগের কর্মসূচি পালন করতেন ইউনিয়ন বিএনপির সভাপতি!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর থানাধীন আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান নিজেই সরাসরি আওয়ামীলীগের রাজনীতি করেছেন বলে এমন অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বিগত সময়ে তিনি আওয়ামীলীগের ব্যানারে আওয়ামীলীগের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। একই সঙ্গে গত ৫ আগস্টের পর নৌকা প্রার্থী চেয়ারম্যান জাকির হোসেনকে নিয়ে ইইুনয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাঠে নামায় আলীরটেক ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিও ওঠেছে।

এদিকে ১৯ সেপ্টেম্বর আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জাকির হোসেনের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জ নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন আলীরটেক ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এরপর থেকে আরো জোরালোভাবে জাকির হোসেনকে বিএনপিকে নিয়ে আসার চেষ্টায় নেমেছেন আব্দুর রহমান ও আনোয়ার হোসেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে াওয়ামীলীগের নৌকা প্রতীকে পান সাবেক চেয়ারম্যান মতিউর রহমান মতি। নির্বাচনে তিনি নিজেকে অসুস্থ্য দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং পরবর্তীতে জাকির হোসেন নৌকা প্রতীক নিয়ে আসেন। নৌকা প্রতীক নিয়ে জাকির হোসেন সরকারি দলের দাপট দেখিয়ে ৯০ ভাগেরও বেশি ভোট কাস্টিং দেখিয়ে নির্বাচনে জয়ী হোন। ওই সময়ও আব্দুর রহমান ও আনোয়ার হোসেন জাকির হোসেনের নৌকার পক্ষে কাজ করেন।

এ ছাড়াও আলরটেক ইউনিয়নে আওয়ামীলীগের অধিকাংশ কর্মসূচিতে অংশগ্রহণ করতেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান। এমন সব অংশগ্রহণের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। জাকির হোসেন নৌকার চেয়ারম্যান বিএনপির নেতাকর্মীদের জিম্মি করে ফেলেন।

গত ২০২২ সালের ২১ নভেম্বর আলীরটেক ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জাকির হোসেন তার লোকজনদের বাহিরে কাউকে অংশগ্রহণের সুযোগ দেয়নি। ফলে জাকির হোসেনের লোক আব্দুর রহমান ও আনোয়ার হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হোন। ২০২৩ সালের ১১ মার্চ আলীরটেক ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

চেঞ্জ ফাউন্ডেশনের ৫ম বর্ষে পদার্পণ

সান নারায়ণগঞ্জ টুযেন্টিফোর ডটকম:

যুব-নেতৃত্বাধীন অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন চেঞ্জ ফাউন্ডেশন কেক কাটার মাধ্যমে ৫ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান করেছে। ১৮ সেপ্টেম্বর বুধবার রাতে নারায়ণগঞ্জে ফাউন্ডেশনের কার্যালয়ে এই আয়োজন করা হয়।

চেঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ বলেন, সকলের দোয়ায় আমরা ৫ম বর্ষে পদার্পণ করেছি। নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে সাধারণ মানুষের মাঝে বেঁচে থাকার জন্য সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক মোঃ এ এইচ আশু বলেন, ২০২০ সালের এইদিনে চেঞ্জ ফাউন্ডেশন যাত্রা শুরু করে। সেদিন আমরা বলেছিলাম, গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমরা একটা ভালো মানের সামাজিক সংগঠন তৈরি করতে চাই। যেখানে সুবিধাবঞ্চিত মানুষের সেবা করতে যেয়ে একটা ভিন্ন মাত্রা আনবো। আশা করি আমরা বিগত সময়ে তা প্রমান করতে পেরেছি।

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ আল-আমীন আলী বলেন, গত চার বছর যাবত আমাদের প্রতিটি কার্যক্রম নিজস্ব অর্থায়নে করেছি। তাই আমরা সারাদেশে আমাদের কার্যক্রমকে প্রসারিত করতে পারিনি। ভবিষ্যতে সে লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন জুম্মন, দপ্তর সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ তুহিন, নির্বাহী সদস্য মোঃ রমজান আলী, নির্বাহী সদস্য রনি শিকদার, সদস্য মোঃ সাঈদ হাসান দোলন, ফতুল্লা মানবকল্যান সংস্থার আহবায়ক মীর মোঃ নয়ন, ব্যবসায়ী মোঃ আল-আমিন ইমন, জালাল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য ২০২০ সালে একঝাক তরুণ পেশাজীবী ব্যক্তিদের নিয়ে সৃজনশীল, মানবকল্যানমুখী, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজ উন্নয়নমূলক সংগঠন চেঞ্জ ফাউন্ডেশনের যাত্রা শুরু করে। স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার সাথে সাথে সমাজের সুবিধা বঞ্চিতদের ব্যাতিক্রমভাবে সহযোগিতার পাশাপাশি মেডিক্যাল ক্যাম্প করা, দেশের দুর্যোগকালীন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্নভাবে মাদ্রাসায় সহায়তা প্রদান, সেহেরি-ইফতার সামগ্রী বিতরণ, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদুল ফিতর ও ঈদুল আযহার সময় ঈদ উপহার প্রদান, ক্ষেত্র বিশেষ নগদ অর্থ প্রদান করে যাচ্ছে।

সোনারগাঁয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আষারিয়ারচর এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাব-১১ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় তাদের কাছঠ থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়। ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

তিনি জানান, র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ২৯৫ (দুইশত পঁচানব্বই) বোতল ফেনসিডিলসহ ২ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত আসামী মোঃ সাগর হোসেন ও মোঃ আমির হোসেন।

তিনি আরো জানান যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হতে কম মূল্যে ক্রয় করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

কোরআন শিক্ষা বোর্ড নারায়ণগঞ্জ জেলার নতুন কমিটি ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ মহিলা মাাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ঢাকা বিভাগের প্রধান হাফেজ মাওলানা হেমায়েত উদ্দিন।

তিনি বক্তৃতায় বলেন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের একশর উপরে নিবন্ধন করা মাদ্রাসা আছে। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেন মাত্র ৪০টা মাদ্রাসা। এটা অতীব দুঃখের বিষয়। পরীক্ষায় মাদ্রাসাগুলোর শতভাগ অশংগ্রহণ করতে পারে সেক্ষত্রে কোরআন শিক্ষা বোর্ডের দায়িত্বশীলদেরকে বিশেষ ভূমিকা রাখতে হবে।

পরে প্রধান অতিথি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটির চারজনের নাম ঘোষণা করা হয় তারা হলেন সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, সেক্রেটারি কাজল মাস্টার, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজালাল ও প্রচার সম্পাদক হাফেজ কারী ওবায়দুর রহমান কাশিয়ানী।

সম্মেলনে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সকল দায়িত্বশীল ও অন্যান্য থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গিয়াসউদ্দীনের নেতৃত্বে আমরা রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছি: রনি

সান নারায়ণগঞ্জ টুয়ন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি গিয়াসউদ্দিন সাংগঠনিক অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। তিনি বলেছেন, আমি নিজেও গুমের শিকার হয়েছিলাম। প্রশাসন দিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছি। আমাদের সবঅপতি গিয়াসউদ্দিন সাহেবও নিজেও নির্যাতনের শিকার। তার সন্তানেরাও নির্যাতিত। তারপরও আমরা আন্দোলনের মাঠ ছেড়ে যাইনি।

রনি আরো বলেন, গিয়াসউদ্দিন সাহেব একজন মুক্তিযোদ্ধা। তিনি হার না মানা মানুষ। তারেক জিয়ার পরিক্ষীত সৈনিক। সে হিসেবে তাকে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব দিয়েছেন। তিনি যখন যে অবস্থাতে আমাদের ডাক দিয়েছেন তার নেতৃত্বে আন্দোলনে ঝাপিয়ে পড়েছি। জীবন বাজী রেখে গিয়াসউদ্দিনের নেতৃত্বে আমরা রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছি।

২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ফতুল্লা থানাধীন এনায়েত নগর ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ওই কথা বলেন তিনি। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

আয়োজিত অনুষ্ঠানের বিষয়ে রনি বলেন, এখানে হাজার হাজর মানুষ এসেছে। কাউকে ধমক দিয়ে, টাকা দিয়ে আনা হয়নি। বিগত সময়ে ধমক দিয়ে, টাকা দিয়ে মানুষকে জোর করে সমাবেশগুলোতে নিয়ে যাওয়া হতো। সেদিন আর নেই। কোন জোর জুলুম আর চলবে না। এই মাসদাইরের মাটিতে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না।

পলাতক সাবেক এ,মপি শামীম ওসমান সম্পর্কে রনি বলেন,গডফাদার শামীম ওসমান নিজেই নিজেকে ভোট দিয়ে এমপি হয়েছিলেন। তিনি বিগত সময়গুলোতে নারায়ণগঞ্জের মানুষকে শান্তি দেন নাই।

ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহৃুদুল হক আলমগীরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনেির সাবেক সভাপতি খোন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল বারী বারী ভূইয়া, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ। জনসভা সঞ্চালনায় ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

‘শামীম ওসমান অনেকের হাতে অস্ত্র তুলে দিয়েছে, আমি কারো হাতে লাঠিও তুলে দিবো না’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

হত্যা নির্যাতন মিথ্যা মামলা দিয়ে স্বৈরশাসক তাদের ক্ষমতা পাকাপোক্ত করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে মন্তব্য করেছেন জেলা বিএনপর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

তিনি বলেন, গত ষোল বছর পুলিশ দিয়ে গুলি চালি আন্দোলন দমন করতে চেয়েও পারেনি। ছাত্র জনতার বুকে নির্মম গুলি চালিয়েও শেষ রক্ষা হয়নি তাদের। ৫আগস্ট বোনকে নিয়ে স্বৈরশাসক হাসিনা। নির্মম নির্যাতনের শিকার হয়েও আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি। আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি।

২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ফতুল্লা থানাধীন এনায়েত নগর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন তিনি।

সাবেক এমপি শামীম ওসমানকে ইঙ্গিত করে গিয়াসউদ্দিন বলেন, এখানে একজন গডফাদার ছিলো। ৫ আগস্ট সেও পালিয়েছে। তিনি কিন্তু তার কোনো কর্মী সমর্থকদের সঙ্গে করে নেননি। এবার আপনারা ভেবে দেখুন আপনারা এতদিন কার সঙ্গে ছিলেন। আমরা কখনও দেশ ছেড়ে যাইনি। কখনও যাবো না।

তিনি বলেন, যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্ম করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মানুষ যাকে ভালেবাসবে সেই বিএনপি নেতা হবে। এখানে শামীম ওসমান রাজনীতি করেছেন, অনেকের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। আমি কারো হাতে একটি লাঠিও তুলে দিবো না। কোনো সন্ত্রাসীর ঠাঁই বিএনপিতে হবে না।

তিনি আরও বলেন, প্রশাসন অস্ত্র খুঁজে পায় না। তাদের বলবো দৈনিক পত্রিকাগুলে দেখুন। সেখানে দেখেন কারা অস্ত্র ব্যবহার করেছিল। শান্তিপূর্ণ আন্দোলনে কারা গুলি করেছিলো। সেসব অস্ত্র উদ্ধার করুন। নয়তো মানুষের কাছে আপনাদের ইমেজ পুনরুদ্ধার হবে না। আবারও প্রশ্নবিদ্ধ হবেন।

তিনি বলেন, বিএনপিতে নতুন করে কাউকে আমদানি করতে হবে না। কারো অত্মীয় স্বজন যদি আওয়ামী লীগ করে তাকে যদি সাপোর্ট করতে চান তাহলে আপনাকেও ছাড় দেয়া হবে না। আমি যতদিন এই দায়িত্বে থাকবো ততদিন পর্যন্ত এমন কোনো অনৈতিক কাজে কেউ জড়িত থাকলে তাকে ছাড় দিবো না।

থানা পুলিশ যেন দালালের আখড়া না হয় সেদিকে নজর দেয়ার আহ্বান জানিয়ে গিয়াসউদ্দিন বলেন, বিগত সময় স্বৈরশাসকের কারণে পুলিশের মনোবল ভেঙ্গে গিয়েছে। আমরদ পুলিশকে সাহায্য করতে চাই। সেকারণে আপনাদের সচেষ্ট থাকতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। আবারও যদি আপনারা ঘুষ বাণিজ্যে লিপ্ত থাকেন, মানুষের সেবা না করেন তাহলে মানুষ আপনাদের আবারও দূরে সরিয়ে দিবে।

তিনি বলেন, সর্বোচ্চ টেক্স দেয়া হয় এই ফতুল্লা থেকে। ফতুল্লা একটি শিল্প অধ্যুষিত এলাকা। কিন্তু সেভাবে এই এলাকার উন্নয়ন হয়নি। আমারা চাই এই এলাকাকে সিটির অন্তর্ভুক্ত করে এই এলাকার উন্নয়ন করতে হবে।

কোনো ভাইয়ের রাজনীতি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্লোগান হবে একমাত্র জিয়াউর রহমান, খালেদা জিয়া আর তারেক রহমানের। রাজনীতি করতে হবে তাদের। আমার ছবি দিয়ে কেনে ব্যানার ফেস্টুন করবেন না। এসব দেখলে মানুষ ভয় পায়। আপনাকে যদি মানুষ ভয় পায় তাহলে আপনি যত বড় নেতা হোন তাকে সঙ্গে নেয়া হবে না। মানুষের জন্য কাজ করতে হবে।

এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহৃুদুল হক আলমগীরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনেির সাবেক সভাপতি খোন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল বারী বারী ভূইয়া, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ। জনসভা সঞ্চালনায় ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

আড়াইহাজার থানার লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার

ডেস্ক রিপোর্ট

র‌্যাব-১১’র অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুন্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার আড়াইহাজার থানার বিল্ডিংয়ের পুর্বপাশের সীমান প্রাচীরের বাহিরে ঝোপের ভেতর থেকে পরিত্যক্তাবস্থায় ১টি সর্টগান,১৯ রাউন্ড সর্টগানের গুলি ও ১টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

র‌্যাবের এএসপি সনদ বড়–য়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয় যে, কোটা সংস্কারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক সময়ে গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং সরকারের পতন হয়। গত ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃিতকারীরা দেশের বিভিন্ন থানা হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে।

এদিন আড়াইহাজার থানায় দুর্বৃত্তরা আক্রমণ, ভাংচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুটপাট করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানীর রাজপথে মাসুমের নেতৃত্বে সনমান্দি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট

আর্ন্তজাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পল্টনে কেন্দ্রীয় বিএনপির সমাবেশে যোগদান করেছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি নেতা মাসুম বিল্লাহর নেতৃত্বে ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা ব্যানার ফ্যাস্টুন হাতে নিয়ে শোডাউন করেন রাজধানীর রাজপথে। পরবর্তীতে নেতাকর্মীরা উপজেলা বিএনপির সঙ্গে অংশগ্রহণ করেন।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর মাসুম বিল্লাহর নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সমাবেশস্থলে যোগদান করে। এসময়ে উপস্থিত নেতৃবৃন্দরা ফ্যাসিবাদী হাসিনার ফাঁসির দাবি সহ দলীয় শ্লোগান দিতে থাকেন।

রাজধানীর রাজপথে পতাকা হাতে বিজয় উল্লাসে দিদার খন্দকার

ডেস্ক রিপোর্ট

আর্ন্তজাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পল্টনে কেন্দ্রীয় বিএনপির সমাবেশে যোগদান করেন মহানগর বিএনপির অপর অংশের নেতাকর্মীরা। ওই সময় রাজপথে পতাকা হাতে বিজয়াল্লোসে বিজয়ের শ্লোগান দিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক এই দপ্তর নসম্পাদক দিদার খন্দকার।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২ টায় মহানগর বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি হাজী ফারুক, সদস্য ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সদস্য আমিনুর ইসলাম মিঠু ও সদস্য শহীদুল ইসলাম রিপনের নেতৃত্বে সংগঠনের নেতা কর্মীরা সমাবেশ স্থলে যোগদান করে।

এর আগে বেলা দুপুর দেড়টায় মহানগর বিএনপির নেতৃবৃন্দরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকাস্থ ফকিরাপুল এলাকায় জড়ো হতে শুরু করে। পরে উপস্থিত নেতৃবৃন্দরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগদান করে। এসময়ে উপস্থিত নেতৃবৃন্দরা ফ্যাসিবাদী হাসিনার ফাঁসির দাবি সহ দলীয় শ্লোগান দিতে থাকেন।

এসময়ে আরও উপস্থিথ ছিলেন, সদর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক ও ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার, সাধারণ সম্পাদক শফি উদ্দিন সোহেল, বন্দর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক সাফী, মহানগর বিএনপি নেতা হাজী গোলাম মোস্তফা খোকা, আনোয়ার হোসেন দেওয়ান, শামছুল আলম, মোহাম্মদ হোসেন কাজল, আবুল হোসেন সরদার, আহসান খোকন, পাভেজ আলম, মামুন প্রধান, বুলবুল আহম্মেদ, মিনহাজ মিঠু, শহীদ হাসান খান, ইফাত, জুম্মান, নুরু, রফিক সহ মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ