সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদা না দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কালাপাহাড়িয়া ইউনিয়ন তরুণ লীগ সভাপতি রাসেলের বিরুদ্ধে। এ ব্যাপারে তার বিরুদ্ধে ৬ জুলাই রবিবার ভুক্তভোগী মোসলেম উদ্দিনের ছেলে ইয়াকুব বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কালাপাহাড়িয়া ইউনিয়নের তরুণ লীগ সভাপতি রাসেল গত ৪ জুলাই বিকেলে তার নেতৃত্বে ৮/১০ জন লোক দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ইজারকান্দী গ্ৰামের ইয়াকুবের পিতা মোঃ মোসলেম উদ্দিনের বাড়িতে গিয়ে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তখন তিনি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে রাসেল ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ মোসলেম উদ্দিনকে মারধর করেন।
পুলিশ তদন্ত কেন্দ্র ওই বৃদ্ধ এর বাড়ির কাছে হওয়ায় তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে তদন্ত কেন্দ্রের সামনে গেলে সেখানে ও রাসেল তাকে মারধর করে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে এমপি নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ হিসেবে রাসেল কালাপাহাড়িয়া ইউনিয়নে চাঁদাবাজি, সন্ত্রাসী বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। ৫ আগষ্ট সরকার পতনের পরে খোলস পাল্টিয়ে বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়ে আবার ও বেপরোয়া হয়ে উঠেছে।
এ ব্যাপারে অভিযুক্ত রাসেল তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।