বিএনপি ১৭ কোটি মানুষের আস্থা: যুবদল নেতা জোসেফ

সান নারায়ণগঞ্জ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও বিগত ১৬ বছরে ফ্যাসিষ্টের আমলে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগরীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ মে শনিবার মহানগরীর ১নং রেলগেট সংলগ্ন আল জয়নাল ফেব্রিক্স মার্কেটে সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে এ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আমাদের দলনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। বিগত ১৫ বছর যেখানে সমস্যা হয়ে সবস্থানে নেতাকর্মীদের গুম করেছে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ। সারা দেশে হাজারের বেশী নেতাকর্মী গুম হয়েছেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান হঠাৎ করে যে বিস্ফোরণ হয়েছে এটা কোন কাকতালীয় বিষয় না। বিগত ১৫/১৬ বছরে আমাদের বিএনপি ও অঙ্গসংগঠনের তিলে তিলে, ঘাম ঝড়ানো আত্মত্যাগের বিনিময়ে গণমানুষের মধ্যে যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিলো সেটা একটা দিয়াশলাইয়ের কাঠির মত কাজ করেছে। সেদিন ছাত্রদের নেতৃত্বে আমরা সবাই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি।

তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আমরা এখন সেই পর্যায়ে আছি। এটা আমাদের আনন্দের সময় না, সামনে আরো অনেক কিছু বাকী রয়েছে। আমরা যদি এখন থেকেই সর্তক না হই, সচেতন না হই তাহলে আমাদের কষ্টার্জিত পরিস্থিতি আমাদের প্রতিকূলে যেতে পারে। সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই বিএনপি হচ্ছে ১৭ কোটি মানুষের আস্থার স্থল, সকল কিছুর বিনিময়ে হলেও আমাদেরকে এ স্থান ধরে রাখতে হবে।

বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও নিহত সকল নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শাকিল আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমীর হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, মাহমুদুর রহমান মাসুম,মহানগর যুবদল নেতা সবুজ, সাইদ, মনা, ফয়সাল হোসেন, রবিন খান, সাদ্দাম হোসেন, শাকিল হোসেন, মামুন, আলমগীর মিয়া, আকরাম আহম্মেদ সরকার, পায়েল, পাবেল সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আড়াইহাজারে এক রাতে ৪টি বাড়ীতে ডাকাতি, ৩ দিনে ১০টি ডাকাতির ঘটনা

সান নারায়ণগঞ্জ

নতুন করে ডাকাতি আতঙ্কে ভুগছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলাবাসী। ৫ মে রবিবার দিবাগত রাতে ৪টি বাড়ীতে ডাকাতিসহ গত ৩দিনে গত এক সপ্তাহের মধ্যে উপজেলাজুড়ে অন্তত ১০টি ডাকাতির ঘটনার তথ্য পাওয়া গেছে। সংঘবদ্ধ ডাকাতরা দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা, স্বর্ণালংকার লুটে নিচ্ছে। কেউ বাধা দিলেই দুর্বৃত্তরা মারধর ও অস্ত্র দিয়ে আঘাত করছে। রবিবার রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় বৃষ্টি আক্তার (২৬) নামে এক গৃহবধূর কান ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে ডাকাতদল।

সর্বশেষ রবিবার রাত আড়াইটার দিকে ২০-২৫ জন মুখোশধারী ডাকাত হানা দেয় মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী এলাকায়। ওই এলাকার মন্টুর ছেলে জুমন, রুস্তম আলীর ছেলে মামুন, অপর ব্যক্তি বাবু এবং আ. মজিদের ছেলে ডাঃ মান্নানের ঘরে এক যোগে ডাকাতির ঘটনা ঘটেছে। ২০/২৫ জনের মুখোশ পরিহিত অস্ত্রধারী ডাকাত দল ওই বাড়ীর প্রতিটি ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে এবং মান্নানের ছেলে মফিজুলের স্ত্রী বৃষ্টি আক্তার (২৬) এর কান ধারালো অস্ত্র দিয়ে কেটে গুরুতর আহত করে নগদ ২ লাখ টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণারংকার এবং আরো কিছু রৌপ্যালংকার, ৬টি মোবাইল ফোন লুটে নিয়ে চলে যায়।

এর আগে শনিবার রাতে উচিৎপুরা ইউনিয়নের টেগুরিয়াপাড়া এলাকায় আল আমিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। পরে তাদের হাত-পা বেঁধে ঘর তছনছ শুরু করে। এক পর্যায়ে নগদ এক লাখ টাকা, সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোনসহ অন্যান্য মালপত্র লুটে নেয়। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় এলাকাবাসী আরমান মিয়া (২৬) নামের এক ডাকাতকে অটোরিকশাসহ আটক করে। তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে ডাকাতি হয় উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের কান্দাপাড়ার বাসিন্দা আব্দুল হেকিম মিয়ার বাড়িতে। একই কায়দায় ১৫-২০ জনের মুখোশধারী ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে। হেকিম মিয়া বলেন, অস্ত্রের মুখে তার পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতরা লুটপাট চালায়। সব মিলিয়ে তার বাড়ি থেকে নগদ ২৪ হাজার টাকা, এক ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট হয়েছে।

২৭ এপ্রিল রাত আড়াইটার দিকে ডাকাতি হয়েছে ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকার বীর মুক্তিযোদ্ধা বি এম কামরুজ্জামানের বাড়িতে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৮-২০ জন মুখোশধারী ডাকাত তার বাড়ির পাচটি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকছে। পরে তারা দুই ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, আইফোনসহ পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুটে নেয়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে একই বাড়ির কিশোর নুরুল ইসলাম (১৭) গুরুতর আহত হয়।

ওই ডাকাত দলের সদস্যরা বি এম কামরুজ্জামানের পরিত্যক্ত কারখানায়ও হামলা চালায়। বি এম কামরুজ্জামানের ভাই রফিকুল ইসলামের ধারণা, ডাকাতদের বেশির ভাগের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। সবাই হাফপ্যান্ট পরে গামছা দিয়ে মুখ ঢেকে এসেছিল।হঠাৎ করে এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধি পাওয়ায় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, প্রতিটি ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে। ইতিমধ্যে আরমান নামে এক ডাকাতকে পাকড়াও করে জনতা গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এবং একটি মামলাও রয়েছে । বাকী ঘটনা গুলোর বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বহিষ্কার দাবিতে মানববন্ধন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক শাহীন মিয়া ও সদস্য সচিব আলম মিয়াকে ফ্যাসিবাদের দোসর ও কমিটি বাণিজ্যের হোতা আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩ মে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা কৃষকদলের ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে কৃষকদলের নেতাকর্মীরা সমাবেশে বলেন, আওয়ামীলীগের দোসরদের দিয়ে বাণিজ্য করে যে কমিটি দেয়া হয়েছে অবিলম্বে তা ভেঙ্গে দিতে হবে। একই সাথে সাথে পরীক্ষিত নির্যাতিত নেতাদের পদায়ন করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সময় আমরা তিলে তিলে কৃষক দলকে শক্তিশালী করে তুলেছি। কিন্তু ডা. শাহিন মিয়া এবং আলমের নেতৃত্বে জেলা কৃষকদলের কমিটি হওয়ার পর থেকেই প্রচুর কমিটি বাণিজ্য শুরু হয়। এই ডা. শাহিন একজন ভুয়া ডাক্তার। তার কোনো ডাক্তারের সার্টিফিকেট নেই। আপনাদের নেতা হিসেবে নয়, কামলা হিসেবে থাকতে চাই: কায়কোবাদ

তিনি আরও বলেন, এই ডা. শাহিন মিয়া টাকার বিনিময়ে তড়িঘড়ি করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করেছে। যার প্রমাণ এরই মধ্যে সবাই পেয়েছে। তাই আমরা এক সংবাদ সম্মেলন করে এই কমিটি বিলুপ্ত করার দাবি জানিয়েছিলাম। আমি কোনো পদলোভী ব্যক্তি নই। আমি নিজের জন্য না, আমি চাই দলের নেতৃত্বে সৎ ও যোগ্য লোক আসুক।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ, সোনারগাঁ থানা কৃষক দলের সাবেক সদস্য সচিব আমির বেপারী ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহবায়ক তৈয়ম হোসেন সহ অনেকে।

তবে এ ব্যাপারে জেলা কৃষকদলের আহবায়ক ডা. শাহীন মিয়া বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা’ কৃষক দলের কমিটিতে বিশৃঙ্খলা করছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের প্রতিহত করা হবে।

আগামী জাতীয় নির্বাচনে ৩’শ আসনে প্রার্থী দিবে গণঅধিকার পরিষদ: ভিপি নূর

সান নারায়ণগঞ্জ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা দিবেন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে প্রতিটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী, মেয়র ও কাউন্সিল প্রার্থী দেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর। এ ছাড়াও তিনি নারায়ণগঞ্জকে চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে বলেছেন।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব গণঅধিকার পরিষদের উদ্যােগে যুব গণঅধিকার পরিষদে এর সমাবেশ এসে তিনি এসব কথা বলেন। ২ মে শুক্রবার বিকেলে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরী এলাকায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ভিপি নুরুল হক নুর আরো বলেন, গণমানুষের অধিকার ফিরিয়ে দিয়ে জবাবদিহিতার কল্যাণমুলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে জুলাই তৈরি হয়েছে, তার বাস্তবায়ন করতে হবে এবং অল্প সময়ের ভিতরে গণঅধিকার পরিষদ শহরে গ্রাম-গঞ্জে পৌঁছে গেছে। গণঅধিকার পরিষদ সব সময় স্বচ্ছ রাজনীতি করে আসছে, মানুষ যেন আমাদের উপর আস্থা ও ভরসা রাখতে পারে সে লক্ষ নিয়েই এগিয়ে যাবো।

‘তাই আমরা সব সময় সাধারণ জনগণের পাশে আছি এবং থাকব। তাদের পাশে থেকে কাজ করে যাব, মানুষের ভোটাধিকার যেন ফিরে পায় সেদিকে লক্ষ রাখতে হবে। হুমকি ধমকি দিয়ে আমাদের কন্ঠস্বরকে ধমিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু আমরা কোনো ভাবেই থেমে যাইনি দুর্বার গতিতে এগিয়ে গিয়েছি, তাই সামনে গণঅধিকার পরিষদকে আরো শক্তিশালী করতে দেশের জনগণদেরকে সাথে এগিয়ে যেতে হবে ও সকলে মিলে ঐকবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির রাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর, প্রধান বক্তা ছিলেন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ, বিশেষ বক্তা ছিলেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণঅধিকার পরিষদের সহ সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী, গৃহায়ণ ও পুণবসান সম্পাদক আবুল খায়ের শান্ত, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি আরিফ ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ সভাপতি নাজিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ ধম বিষয়ক সম্পাদক গৌতম চন্দ্র ধর, সহ মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক অদুদ আহম্মেদ, সোনারগাঁ পৌরসভা গণঅধিকার পরিষদের আহবায়ক আবুবকর সিদ্দিক, সদস্য সচিব রেজাউল আকন প্রমূখ এবং সঞ্চালনায় ছিলেন- নারায়ণগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিয়ান।

দেশের জনগণের দক্ষতা ও যোগ্যতা দিয়ে আমরা বিশ্ব নেতৃত্ব দেব : ডিসি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমাদের দেশের জনগণের অনেক দক্ষতা ও যোগ্যতা দিয়েই আমরা বিশ্বকে নেতৃত্ব দেব। তখন আমাদের দাবি থাকবে, সম্মান থাকবে। তবে আমরা কখনো রাস্তায় নেমে অন্যের অধিকার হরণ করব না।’

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আজকে দেশের যে উন্নয়ন হয়েছে, তাতে আমাদের শ্রমিক ভাইদের অনেক বড় অবদান রয়েছে। গার্মেন্টস খাতে বাংলাদেশ আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। এই নেতৃত্ব ধরে রাখতে হলে আমাদের আরও দক্ষ, সচেতন ও শৃঙ্খলিত হতে হবে—নইলে প্রতিযোগিতায় অন্যরা এগিয়ে যাবে।’

জেলা প্রশাসক বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের জনগণ। ইউরোপের দেশগুলোতে জনসংখ্যা কমে যাচ্ছে, আর আমরা যদি আমাদের আচরণ, ব্যবহার ও দক্ষতা দিয়ে বিশ্ববাজারে নিজেদের প্রমাণ করতে পারি, তাহলে আমাদের অবস্থান আরও দৃঢ় হবে।’

তিনি আরও বলেন, ‘শিল্পাঞ্চলের বিকাশ না ঘটলে আজকে আমাদের এই অবস্থান হতো না। তাই কারো প্ররোচনায় না পড়ে, না জেনে কিছু না করে, আমাদের স্বপ্নগুলোকে টিকিয়ে রাখতে হবে। আমাদের চাহিদার সাথে সামর্থ্যের সমন্বয় করতে হবে। আমরা উন্নয়নের স্বপ্ন দেখি, ধ্বংসের নয়।’

বিভাগীয় শ্রম অফিস নারায়ণগঞ্জের পরিচালক আফিফা বেগম সভার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, মহানগর জামায়াতের সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর আমির আবদুল জব্বার, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ প্রমুখ।

গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের আড়াই কোটি টাকা অনুদান

সান নারায়ণগঞ্জ

বৈষম্যবিরোধ্য ছাত্র আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের ২ কোটি ৫২ লাখ টাকার সঞ্চয়পত্র ও চেক প্রদান করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

৩০ এপ্রিল বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক ও সঞ্চয়পত্র প্রদান করা হয়।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে ৪ জন শহীদ পরিবারের সদস্যের প্রত্যেককে ১০ লক্ষ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র প্রদান করা হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির ২১২ জন যোদ্ধাকে এককালীন ১ লক্ষ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বীর সন্তানরা আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। তাঁদের সাহসিকতা, আত্মত্যাগ ও অদম্য চেতনা আমাদের জাতি পুনর্গঠনের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, এই যোদ্ধাদের সাহসিকতা দিয়েই গড়ে উঠবে একটি নতুন, উদ্ভাসিত বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের উন্নয়ন-অগ্রগতির যাত্রায় আমরা তরুণ সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করি। সম্মিলিত প্রচেষ্টাই গড়ে তুলবে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও প্রগতিশীল নারায়ণগঞ্জ।”

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জামায়াতে ইসলামীর মহানগরের সাবেক আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মাঈন উদ্দিন আহমেদ সহ জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

নানা বিতর্কিত কর্মকাণ্ডে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের কমিটি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটিতে চরম দ্বন্দ্ব কোন্দল দেখা দিয়েছে। অর্থের বিনিময়ে বিতর্কিতদের কমিটিতে পদায়ন সহ আওয়ামী লীগের দোসরদের সাথে জড়িত থাকার অভিযোগে দলের নেতাকর্মীরা দুভাবে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন। এমনকি চাঁদাবাজি ও দখলবাজির সহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ তুলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দরা।

২৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহিন মিয়া ও সদস্য সচিব আলম মিয়া।

এর আগে, গত ২৮ এপ্রিল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলামের নেতৃত্বে একদল নেতাকর্মী পাল্টা অভিযোগ করে কমিটি বাতিল করার দাবি জানান।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে অভিযোগ করে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন মিয়া বলেন, চাঁদাবাজ, দখলবাজ ও স্বৈরাচারের দোসরদের সাথে আমাদের দলের কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি মিলে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন সময়ে তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- অ্যাডভোকেট নজরুল ইসলাম, সার্জেন্ট মোমেন, আমির বেপারী ও আহমেদ বাবুল। তাদের মধ্যে অ্যাডভোকেট নজরুল ইসলাম বর্তমান জেলা কমিটি যুগ্ম আহবায়ক পদে থাকলেও বিগত সময়ে তাকে রূপগঞ্জ থানার সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। সার্জেন্ট মোমেন বর্তমানে জেলা কৃষক দলের সদস্য পদে থাকলেও বিগত সময়ে রূপগঞ্জ ইউনিয়নের সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। ফতুল্লা থানার আহবায়ক পদ থেকে আমির বেপারী ও সোনারগাঁও থানার সদস্য সচিব পদ থেকে বাবুল আহমেদকে অনেক আগে বহিষ্কার করা হয়েছে। তাদের দুজনের সাথে কৃষকদলের বর্তমানে কোন সম্পর্ক নেই।

জেলা কমিটি যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, ‘জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও রূপগঞ্জ থানার সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামকে স্বৈরাচার আওয়ামী লীগের দোসরের সাথে সখ্যতা, দলীয় নেতাকর্মীদের নির্যাতন ও সাংগঠনিক দুর্বলতার কারণে ২০২৩ সালের ৩০ নভেম্বর রূপগঞ্জ থানার সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। বিএনপির আন্দোলন সংগ্রামে তার কোন সম্পৃক্ততা ছিলনা। বিগত আওয়ামী লীগ সরকার আমলে তিনি রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিনের যোগসাজশে রূপগঞ্জ ইউনিয়নের একাধিক মৌজার আবাদী জমিতে বালু ভরাট করে কৃষকদের জমি বিনষ্ট করেছিল। গ্রামের অসহায় ব্যক্তিদের বাড়ি ঘর জোরপূর্বক দখল করেছিল। এমনকি আওয়ামী লীগের দোসরদের আস্থাভাজন হওয়ার জন্য তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর নানাভাবে নির্যাতন চালিয়েছিলেন। এভাবে বিগত সময়ে তিনি স্বৈরাচার সরকারের লোকজনদের আস্থাভাজন হয়ে কোটি কোটি টাকা আয় করেছেন। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা সহ স্বৈরাচারদের পুনঃপ্রতিষ্ঠিত করতে আমাদের সুসংগঠিত সংগঠনকে নিঃস্ব করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে নজরুল সহ তার সহযোগিরা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দলীয় হাইকমান্ডকে জানিয়েছি।

কৃষকদলের সদস্য সার্জেন্ট মোমেন সম্পর্কে তিনি বলেন, ‘জেলা কৃষক দলের সদস্য ও রূপগঞ্জ ইউনিয়নের সাবেক সভাপতি সার্জেন্ট মোমেনকে চাঁদাবাজি, দখলবাজি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে গত ১০ এপ্রিল রূপগঞ্জ ইউনিয়নের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। বিগত আওয়ামী লীগ সরকার আমলে তিনি নেতাকর্মীদের নির্যাতন করে নিজের স্বার্থ হাসিল করেছে। গত ৫ আগস্টের পর রূপগঞ্জে তার এলাকায় ৪০ বিঘা জমির উপর মাছের প্রজেক্ট দখল করে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখনো এলাকার সাধারণ মানুষকে মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে। এ বিষয়ে আমাদের কাছে যঠেষ্ট প্রমাণ রয়েছে। এসব অভিযোগের কারণে তাকে রূপগঞ্জের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ফতুল্লা থানার আহবায়ক পদ থেকে আমির বেপারী ও সোনারগাঁও থানার সদস্য সচিব পদ থেকে বাবুল আহমেদ কে অনেক আগেই বহিস্কার করা হয়েছে। তারা আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে। সেগুলো মিথ্যা ও বানোয়াট অভিযোগ। তারা মূলত দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এবং আওয়ামী লীগের দোসরদের পারপাস সার্ভ করার জন্য নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়েছে। বিগত সময়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের সাথে তাদের ছবি রয়েছে। অথচ তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে সংবাদ সম্মেলন করেছে, যার তীব্র নিন্দা জানাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মো. আলম মিয়া, যুগ্ম আহবায়ক জুয়েল আরমান, শাহ আলম, সেলিম দিপু, শাহাদাত চৌধুরী, মুজাম্মেল মেম্বার, সদস্য নাজিম, সবুজ সহ প্রমুখ।

এসব অভিযোগ অস্বীকার করে জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও রূপগঞ্জ থানার সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, ‘এগুলো সব মিথ্যা ও বানোয়াট অভিযোগ। তারা মূলত টাকার বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে এনেছেন। এছাড়া তাদের সাথে আওয়ামী লীগের দোসরদের সম্পর্ক রয়েছে, যার ছবি আমরা ইতোমধ্যে গণমাধ্যমকে দেখিয়েছি। এসব অপরাধ ঢাকতে তারা আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ করছে।

এর আগে, গত সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা কৃষকদলের একাংশের নেতৃবৃন্দরা পাল্টা অভিযোগ তুলে জেলা কৃষকদলের কমিটি বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট নজরুল ইসলাম বলেন, “কৃষক দলের জেলা কমিটি শাহিন ও আলমের কাছে নিরাপদ নয়। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। অর্থের বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে তোপের মুখে পড়ে দুজনকে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগের দোসরদের নিয়ে জেলা কৃষকদলের কমিটি গঠন করা হয়েছে। একারণে জেলা কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।

সেই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য ও রূপগঞ্জ ইউনিয়নের সাবেক সভাপতি সার্জন মোমেন, ফতুল্লা থানার সাবেক আহবায়ক আমির বেপারী ও সোনারগাঁও থানার সাবেক সদস্য সচিব বাবুল সহ প্রমুখ।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জেলা কৃষকদলের আহ্বায়ক হিসেবে ডা. শাহিন মিয়া ও সদস্য সচিব হিসেবে মো. আলম মিয়াকে রাখা হয়। পরে গত ২৩ এপ্রিল দলীয় শৃঙ্খলা পরিপন্থী অপরাধে জড়িত থাকার অভিযোগে জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেওয়ান মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলীকে কেন্দ্র থেকে অব্যাহতি দেওয়া হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ৩০টি স্কুলে ‘মিড ডে মিল’ চালু

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যে উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের উদ্যোগে প্রথম পর্যায়ে ৩০টি বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে শিক্ষার্থী ঝরে পড়ার হার হ্রাস পাবে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করার আগ্রহ প্রকাশ করবে।

ইউএনও ফারজানা রহমান বলেন, উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ১ম পর্যায়ে ৩০টি বিদ্যালয়ে এ আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহায়তায় এ কার্যক্রমকে স্থায়ী রূপ দেওয়া হবে, যেন কোনো শিক্ষার্থী দুপুরে না খেয়ে থাকে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা।

তিনি আরও বলেন, মিড ডে মিল চালুর পাশাপাশি প্রতিটি বিদ্যালয়কে দৃষ্টিনন্দন ও শিক্ষার্থীদের পড়ার জন্য উপযুক্ত পরিবেশ করার জন্য স্কুলের আঙিনায় ফুলের বাগান করার কার্যক্রম হাতে নিয়েছি। ইতোমধ্যেই ৩০টি বিদ্যালয়ে এ কার্যক্রম দৃশ্যমান। এসব কার্যক্রম আমি নিজে থেকে উদ্বোধন করেছি।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ৭ দিনের মধ্যে আইসিইউ চালুর ঘোষণা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আগামী ৭ দিনের মধ্যে নবজাতকদের জন্য আইসিইউ চালু করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

২৯ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতা বিষয়ক এক সভায় তিনি এই ঘোষণা দেন।

সভায় জেলা প্রশাসক বলেন, “এই দুটি হাসপাতালকে আধুনিক ও পরিচ্ছন্নভাবে সাজাতে সেবাদানকারী ও সেবাগ্রহীতা উভয়কে আরও মানবিকভাবে এগিয়ে আসতে হবে। প্রশাসন সকলে মিলে এ লক্ষ্যে কাজ করবে।”

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নুর কুতুবুল আলম, ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক, স্বাস্থ্য) ডা. মো. আবুল বাসার, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন প্রমুখ।

বন্দরে এলজিইডির কার্যালয়ে দুদকের অভিযান

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলজিইডির কার্যালয়ের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এ সময় ওই কার্যালয় থেকে বর্তমানে বিভিন্ন চলমান প্রকল্প ও গত পাঁচ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথি নিয়ে গেছে দুদক। মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

দুদকের উপসহকারী পরিচালক মশিউর রহমান বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান চালানো হয়। গত পাঁচ বছরের উন্নয়নকাজ ও বর্তমানে যেসব কাজ চলমান রয়েছে, সেসব কাজের আমরা তথ্য চেয়েছি। এখানে কোনও অনিয়ম ও দুর্নীতি হয়েছে কিনা, তা দেখতে এসেছি।’

অভিযান প্রসঙ্গে বন্দর উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী শামসুর নাহার বলেন, দুদকের একটি দল আমার কার্যালয়ে এসেছিল। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কী অবস্থা ও গত পাঁচ বছরের যেসব উন্নয়নকাজ হয়েছে, সেসবের বিষয়ে তথ্য জানতে চেয়েছে তারা। তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন কাজের তথ্য দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ