সোনারগাঁয়ের চরাঞ্চলবাসীর মাঝে তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ

সান নারায়ণগঞ্জ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ের গ্রামগঞ্জে আমজনতার মাঝে লিফলেট বিতরণ করেছে কৃষক দল।

২৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে বারদী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে সোনারগাঁ বারদী ইউনিয়ন নদীবেষ্টিত এলাকা নূনেরটেকে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের এবং সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশে বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বারদী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম হোসেন দিপু।

এ ছাড়াও এতে নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ জামাল হোসেন, বারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা ওহাব, সাধারণ সম্পাদক শারজাহান, বারদী ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ বিল্লাল মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বারদী ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি সফর আলী, কাশেম, মোতালেব, বারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম, সিনিয়র সহ সভাপতি আক্তার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।