সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো: আলমগীর হোসেনের নাম ঘোষণা করেছে সোনারগাঁও উপজেলা বিএনপি। একই কমিটিতে তিনি ১নং সহ-সভাপতি পদে ছিলেন।
৭ জুলাই সোমবার বিকেলে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের স্বাক্ষরিত দলীয় প্যাডে মো: আলমগীর হোসেনকে সাদিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ঘোষণা করেন।
এখানে উল্লেখ্যযে, এর আগে সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন হাজী সেলিম সরকার। গত ৫ আগস্ট পরবর্তীতে সাদিপুর ইউনিয়নে একটি রেলওয়ের জমি দখল নিয়ে মারামারির ঘটনায় জড়ান সেলিম সরকার। ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এবং ভুক্তভোগী আতিকুর রহমান সাংবাদিক সম্মেলন করে সেলিম সরকারের শাস্তি দাবি করেন ও উপজেলা বিএনপির কাছে অভিযোগ দেন। এতে বিএনপি বিতর্কিত হয়।
পরবর্তীতে ২২ আগস্ট সেলিম সরকারের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে ২৫ আগস্ট দলীয় সভার মাধ্যমে সিদ্ধান্ত মোতাবেক গত ৬ সেপ্টেম্বর সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেয় উপজেলা বিএনপি। একইভাবে বিএনপির সকল পদ থেকে গত ১০ সেপ্টেম্বর তৎকালীন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সেলিম সরকারকে অব্যাহতি প্রদান করেন। সেই থেকে সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতির পদটি খালি ছিল। স্বচ্ছ পরিচ্ছন্ন ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মো: আলমগীর হোসেনকে এ পদে দায়িত্ব দিল উপজেলা বিএনপি।