সান নারায়ণগঞ্জ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণ ও আহতদের দ্রুত রোগমুক্তি কামনায় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২২ জুলাই মঙ্গলবার বাদ মাগরিব সোনারগাঁ পশ্চিম সনমান্দী মোহাম্মদীয়া (স:) মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমানের সার্বিক তত্বাবধানে দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
দোয়া মাহফিলে মাদ্রাসায় মুহতামিম হাফেজ মাওলানা জাকির হোসেন মাগরিব নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে দোয়া পরিচালনা করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান মুঠোফোনে বলেন, ‘বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সারা দেশের মানুষ হতবাক। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে—সে প্রার্থনাই করছি।’