সাদেক হোসেন খোকার মৃত্যুতে মাহমুদুর রহমান সুমনের শোক প্রকাশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও আড়াইহাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন। ৪ নভেম্বর সোমবার এক বিবৃতিতে সুমন এই শোক প্রকাশ করেন।

তিনি বিবৃতিতে বলেন, সাদেক হোসেন খোকার মৃত্যু আমাদের কাছে অত্যন্ত কষ্টের ও পরিতাপের। তিনি শুধু একজন রাজনীতিবিদই ছিলেননা, বীর মুক্তিযোদ্ধাও বটে। তাছাড়া তিনি ছিলেন একজন প্রখ্যাত ক্রীড়া সংগঠক। সর্বোপরি তিনি ছিলেন একজন জনদরদি মানুষ। তার এই অকালে চলে যাওয়া শুধু আমাদের দলের জন্যই নয়, দেশের জন্যও বড় ক্ষতি হয়ে গেল। তার এই চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হবে তা পূরণ হওয়ার নয়!

তিনি আরও বলেন, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ক্যান্সারের চিকিৎসা নিতেই তিনি আমেরিকায় গিয়েছিলেন। সেখানে প্রতি সপ্তাহে তাকে নানান রকম চিকিৎসা নিতে হতো। যে কারণে আর দেশে ফিরতে পারেননি তিনি। তিনি বলেন, আমি মনে শুধুমাত্র অবিভক্ত ঢাকার মেয়র হিসেবে নন, ঢাকার মানুষ, তথা সারা বাংলাদেশের প্রতিটি মানুষ দলমত নির্বিশষে তাকে শ্রদ্ধাভরে আজীবন একজন আদর্শবান রাজনীতিবিদ হিসেবে রাখবেন।

জানাগেছে, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ নভেম্বর সোমবার বাংলাদেশ সময় দুপুর ১:৫০ মিনিটে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)।

সাদেক হোসেন খোকার ইন্তেকাল, জেলা বিএনপির শোক প্রকাশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। ৪ নভেম্বর সোমবার এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুুন মাহামুদ এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, ৪ নভেম্বর সোমবার বাংলাদেশ সময় দুপুর ১:৫০ মিনিটে বাংলাদেশের অন্যতম কৃতি সন্তান, স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকা নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। এই মহান জাতীয় নেতার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।

এক শোকবার্তায় তারা আরও বলেন, সাদেক হোসেন খোকা বাংলাদেশের একজন কীর্তিমান মহানায়ক ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ সহ বহু আন্দোলন সংগ্রামের অগ্রপথিক ছিলেন তিনি। ঢাকা সিটির আধুনিকায়নে মেয়র খোকার বিভিন্ন যুগান্তকারী উন্নয়নের পদক্ষেপ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশ ও দলের প্রতি উনার কল্যাণময় ত্যাগের কথা বিএনপি ও দেশের জনগণ আজীবন স্মরণ রাখবে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহতালা সাদেক হোসেন খোকাকে জান্নাত নসিব করুন।

সহযোগীতা চাইলেন কালাম, ঐক্যের ডাক দিলেন কামাল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপি চেয়ারপারসন কারাগারে থাকা বেগম খালেদা জিয়ার মুক্তি, সুসাস্থ্য কামনা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী এবং সদ্য প্রয়াত সাবেক মন্ত্রী ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা’র রূহের মাগফিরাত কামনায় সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া পূর্বক আলোচনায় উপস্থিত নেতৃবৃন্দদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান আমাদের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে যে দায়িত্ব প্রদান করেছেন। সেটা পালন করতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। আমরা অচিরেই একটি পরিচিত সভার আয়োজন করবো। আজকে দোয়ার মাধ্যমে আমাদের নব-গঠিত কমিটির সাংগঠনিক যাত্রা শুরু করলাম।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, ঢাকার পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ আন্দোলনের সুতিকাগার হিসেবে পরিচিত। কিন্তু সরকারের মিথ্যা মামলায় দলের নেতাকর্মীরা আজ জর্জরিত। শুধু তাই নয় আমাদের দেশনেত্রী মিথ্যা মামলায় কারাগারে বন্দি। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মাকে মুক্ত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। তাহলেই সেটা বাস্তবায়ন সম্ভব।

৪ নভেম্বর সোমবার বাদ আছর বন্দরের নবীগঞ্জ দরগাহ মসজিদে মহানগর বিএনপির এই মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, নুরু উদ্দিন, আতাউর রহমান মুকুল, ফখরুল ইসলাম মজনু, আয়সা সাত্তার, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম আজাদ, অ্যাডভোকেট রফিক আহম্মেদ, মনিরুজ্জামান মনির, ফারুক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, ইসমাইল হোসেন, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, শওকত হাসেম শকু, আবুল কাউছার আশা, কোষাধ্যক্ষ সোলায়মান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আনু, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী রুবায়েত হাসান সায়েম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মোল্লা, যুব বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন শোখন, ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এরশাদ আহম্মদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাঃ মজিবুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মিঠু, ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সম্পাদক মনির হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ, ক্ষুদ্র সমবায় বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান আসলাম, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক-২ মাহমুদুর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুমন মিয়া, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সহ-যুব বিষয়ক সম্পাদক নাজমুল হক রানা, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মহানগর স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ফারুক চৌধুরী, মোস্তাফিজুর রহমান পাবেল, সাইদুর রহমান, মহানগর ছাত্র দলের সহ-সভাপতি শফিক আহম্মেদ, আরাফাত হোসেন, সিরাজউদ্দীন দর্পন প্রধান, মহানগর তাঁতী দলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম-আহবায়ক অপু রহমান, সুমন হাওলাদার, বন্দর থানা তাঁতী দল নেতা হারুন উর রশিদ, মিলন, মহিউদ্দিন মাহি, মহানগর বিএনপি নেতা পিয়ার জাহান, জাহাঙ্গীর মিয়াজী, ফেরদৌসুর রহমান, সুলতান আহম্মেদ, হান্নান সরকার, মনির মল্লিক, ফজলুল হক, সাবেক মহিলা দলের নেত্রী কানিজ ফাতেমা, সুমি সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।

সোনারগাঁবাসীর সেবক হিসেবে কাজ করছি: এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পর সোনারগাঁয়ের সকল মানুষকে আমার পরিবারের সদস্য মনে করেছি এবং তাদের অভাব অভিযোগ ও এলাকার উন্নয়নে কাজ করেছি। আমি ভেবেছি তাদের উন্নয়ণ করা মানে আমার পরিবারের উন্নয়ন করা। আমি এ উন্নয়ন নিয়ে কোন রাজনীতি করি নাই। আর এলাকার উন্নয়ন করাটা মনে হয়েছে আমার দায়িত্ব।

এমপি আরও বলেন, সোনারগাঁবাসীর সেবক হিসেবে সেই দায়িত্ব পালন করার জন্য সকল চেষ্টা করেছি, ভবিষ্যতেও করবো। উন্নয়নের স্বার্থে কে কোন দল করে আমি সেদিকে চিন্তা না করে যেখানে যখন যে উন্নয়ন করা দরকার আমি সেই উন্নয়নই করে যাচ্ছি। এতে কে কি মনে করলো সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো এলাকার উন্নয়ন। একটি এলাকায় একজন বা দু’জন রাজনীতি করে বাকি সকল লোকই নিরীহ। সেই নিরীহ লোকের কথা চিন্তা করেই আমার উন্নয়ণ করা।

৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর থেকে বড় চেঙ্গাইন এলাকায় ৩৯ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার রাস্তার উদ্ধোধন কালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হাই ও বারেক মিয়া প্রমূখ।

সাদেক হোসেন খোকার মৃত্যুতে সাগর প্রধানের গভীর শোক প্রকাশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান। ৪ নভেম্বর সোমবার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন সাগর প্রধান।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের অন্যতম কৃতি সন্তান, স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকা নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ নভেম্বর সোমবার বাংলাদেশ সময় দুপুর ১:৫০ মিনিটে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। তার এই মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

আড়াইহাজারে কৌশলে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইসলাম (৩৫) এক নামে এক স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়েছেন স্ত্রী। ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সোমবার ভোর ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

তিনি স্থানীয় নৈকাহন এলাকার আব্দুল রউফ মিয়ার ছেলে। আহত ইসলাম আড়াইহাজার পৌরসভা বাজারে একটি টেইলাসের শ্রমিকের কাজ করছেন। পাশাপাশি তিনি স্থানীয় পিকিং সুপার মার্কেট মসজিদের ইমামতিও করছেন বলে জানা গেছে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী ছনিয়া (২৮) বাড়ি থেকে পালিয়ে গেছেন। তিনি স্থানীয় ব্রাহ্মন্দী ইউপির লস্করদী এলাকার মান্নানের মেয়ে।

আহতের মা আছিয়া বেগম জানান, তার পুত্রবধূর সঙ্গে ছেলে ইসলামের নানা বিষয় নিয়ে বিরোধ ছিল। এরই জেরে প্রায় সময় স্ত্রী তাকে মারধরও করতো। ফজরের নামজ শেষে ঘুমাতে যায়।

তিনি আরও জানান, হাত-পা টিপে দেওয়ার কথা বলে স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন। ডাক-চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে ছনিয়া ঘর থেকে পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক খালেদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পল্লী বিদ্যুতে পূর্বের মত গ্রাহক ভোগান্তি নেই: বন্দরে ডিজিএম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ-১ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধে বিদ্যুৎ গ্রাহক ও সংযোগ প্রত্যাশীদের সাথে উঠান বৈঠক ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর সোমবার সকাল ১০টায় সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কার্যালয়ে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।

এ সময় নারায়ণগঞ্জ-১ পল্লী বিদ্যুৎ সমিতির বন্দর জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার।

সভাপতির বক্তব্যে ডিজিএম আশরাফুল আলম খান বলেন, জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। আমাদের এ উদ্যোগকে স্বাগত জানানো উচিৎ। প্রিপেইড মিটার সংযোগে গ্রাহকরা প্রথমে একটু বিড়ম্বনা মনে করলেও এখন অনেকেই এই সংযোগের জন্য অফিসে ভীড় জমাচ্ছে। পূর্বের মত এখন আর গ্রাহক ভোগান্তি নেই। কেননা মানুষ সচেতন হয়েছে।

তিনি বলেন, সেবামূলক এ খাতের সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণে কর্মীরা আজ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। গ্রাহক সেবা ঘরে ঘরে পৌছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন- বন্দর জোনের পল্লী বিদ্যুৎ সমিতির ওয়ারিং ইন্সপেক্টর শেখ মুজিবুর রহমান, শিক্ষক নেতা শেখ কামাল, নাট্যকর্মী খালিদ সাইফুল্লাহ, আওয়ামীলীগ নেতা নাজমুল, ইলেকট্রিশিয়ান মেজবাহ উদ্দিন মেজু ও সোহেল রিয়াদ সহ গ্রাহকেরা।

খোকার মৃত্যুতে কালাম সহ আড়াইহাহজার বিএনপির নেতাকর্মীদের শোক প্রকাশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা মালেশিয়া প্রবাসী বিএম কালাম।

৪ নভেম্বর সোমবার এক শোক বার্তায় প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন বিএম কালাম।

শোক বার্তায় যুবদলের এ নেতা আরও বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে সাদেক হোসেন খোকার অবদান অক্ষয় হয়ে থাকবে। একজন জনপ্রতিনিধি হিসেবেও তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন।

বিএনপি নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে অনুরুপ আরোও শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা জহিরুল ইসলাম, সালাউদ্দিন চৌধুরী সালামত, আড়াইহাজার থানা যুবদল নেতা শফিকুল ইসলাম, আড়াইহাজার থানা ছাত্রদল নেতা মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সমির, ইয়ামিন ও মেহেদী হাসান।

জানাগেছে, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ নভেম্বর সোমবার বাংলাদেশ সময় দুপুর ১:৫০ মিনিটে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)।

বিএনপির উত্তেজনা নিবৃত্ত: আইনজীবীদের প্রশংসা পেলেন জুয়েল মোহসীন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নেতৃত্বের যোগ্যতার প্রমাণ দিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া। ৪ নভেম্বর সোমবার আদালতপাড়ায় আইনজীবীদের মাঝে একটি ঘটনায় উত্তেজনা দেখা দিলে তা দক্ষতার সাথে নিবৃত্ত করেন জুয়েল মোহসীন। যে কারনে বিএনপি পন্থী আইনজীবী সহ আইনজীবীদের বাহবা পেয়েছেন দুই আইনজীবী নেতা।

জানাগেছে, সোমবার সকালে আদালতপাড়ায় বিএনপি পন্থী দুই গ্রুপের আইনজীবীদের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটে। ওই ঘটনার পর বিএনপির দুই গ্রুপের আইনজীবীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকটা রণপ্রস্তুতি নেন দুই গ্রুপের আইনজীবীরা। আদালতপাড়ার পশ্চিম পাশের উত্তর দক্ষিণে মুখোমুখী অবস্থান নেন বিএনপির দুই গ্রুপের আইনজীবীরা।

এমন সময় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারি। দুই গ্রুপের দুদিকে ছুটে যান সভাপতি জুয়েল ও সেক্রেটারি মোহসীন মিয়া। উত্তেজিত বিএনপির দুই গ্রুপের আইনজীবীদের দুদিকে সরিয়ে দেন এবং উত্তেজিত আইনজীবীদের যার যার কর্মস্থলে নিরাপদে পৌছে দেন। প্রায় দীর্ঘ সময় আইনজীবী সমিতির দুই নেতা দ্বিতীয়বার অপ্রীতিকর ঘটনা রোধে আইনজীবীদের নিবৃত্ত করেন। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়ে ওঠে।

আইনজীবী সমিতির সভাপতি জুয়েল ও সেক্রেটারি মোহসীনের এমন ভুমিকায় সন্তোষ প্রকাশ করেন আইনজীবীরা। দিনব্যাপী বিএনপির দুই গ্রুপের আইনজীবীরাও জুয়েল মোহসীনের ভুমিকার প্রশংসা করেন। সরকারি দলের রাজনীতিতে জড়িত থাকলেও আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারি হিসেবেই তাদের ভুমিকা দলমত নির্বিশেষে আইনজীবীদের কাছে প্রশংসিত হয়েছে। কেউ কেউ বলেছেন জুয়েল মোহসীন নেতৃত্বের প্রমান দিয়েছেন। কারন তারা বিএনপির দুই গ্রুপের আইনজীবীদের উস্কে না দিয়ে উত্তেজনা নিবৃত্ত করেছেন। সেই সঙ্গে আদালতের পরিবেশ নষ্ট করতেও বিএনপির দুই গ্রুপের আইনজীবীদের অনুরোধ জানান। পরবর্তীতে বিএনপির আইনজীবীরা শান্ত হয়ে যে যার মত কর্মস্তলে যোগদান করেন।

মামলা জুলুম নির্যাতন করে বিএনপি দমন করা যাবে না: সাখাওয়াত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশের দায়েরকৃত একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা শেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। এই মামলা আমি কিংবা নেতাকর্মীদের কারো কোন সম্পৃক্ততা নেই। শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই এই মামলা দায়ের করা হয়।

তিনি আরও বলেন, মামলা, হামলা জুলুম নির্যাতন করে বিএনপির নেতাকর্মীদের দমন করা যাবেনা। এ অবৈধ সরকারের পতন অনিবার্য। ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্যদিয়ে এদেশের হারানো গণতন্ত্র পুণরুদ্ধার করা হবে।

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের দায়েরকৃত একটি নাশকতার মামলায় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার সহ বিএনপির বিভিন্ন স্তরের ৪৪ জন নেতাকর্মী হাজিরা দিয়েছেন।

৩নভেম্বর রবিবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত এর আদালতে হাজিরা দেন বিএনপির এসব নেতাকর্মী।

এই মামলায় আরও আসামি রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আকবর, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, ক্রীড়া সম্পাদক নাদিম হাসান মিঠু, জেলা কৃষক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন শিকদার, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক একরামুল কবির মামুন, জেলা তাতী দলের যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ খোকন, মহানগর তাতী দলের যুগ্ম আহ্বায়ক অপু রহমান, ফতুল্লা থানা যুবদলের সদস্য খায়রুল আলম জসিম সহ ৪৪ জন নেতাকর্মী।

সর্বশেষ সংবাদ