নারায়ণগঞ্জকে সবুজায়ন করতে ১৪টি স্পটে ১০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলাকে সবুজায়ন করতে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় জেলার ১৪টি নির্ধারিত স্থানে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়।

১০ মে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে বকুল গাছ রোপণের মধ্য দিয়ে ও বেলুন উড়িয়ে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলার ১৪টি নির্ধারিত স্থানে একযোগে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়। এতে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলম, আনসার ও ভিডিপি, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শূরা সদস্য মাওলানা মো.মঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোস্তফিজুর রহমান দিপু ভূইয়া সহ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।