সোনারগাঁয়ে সাফিন স্মৃতি দিবারাত্রি ডিগবল টুর্নামেন্ট সম্পন্ন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২ নভেম্বর শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার সোনারগাঁ শেখ রাসেল স্টেডিয়ামে ফ্লাট লাইটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। খেলায় শুরুর আগে আতস বাজির আলোতে আলোকিত হয়ে উঠে শেখ রাসেল স্টেডিয়ামে।

খেলা শুরু হওয়ার আগে খেলোয়ার ও দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সোনারগাঁয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।

তারা বলেন, সোনারগাঁবাসীকে খেলাধুলার মাধ্যমে শিশু কিশোর ও যুবকদের মানসিক বিকাশ ও বিনোদন যোগাতে সারা বছরই এ স্টেডিয়ামে খেলার ধুলার আয়োজন করবে উপজেলা ক্রীয়া স্ংস্থা। সেই লক্ষ্য নিয়েই তারা এগুচ্ছে। পরে তারা খেলোয়ারদের সাথে পরিচিত হন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এটি ফজলে রাব্বি, পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল মিয়া।

খেলা শুরু হয় রাত ৮টার দিকে। ৫০ মিনিটে খেলায় ভবনাথপুর টাইগার ক্লাব ও হাড়িয়া যুগ সংঘ কোন দলই গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ১০ মিনিট সময়ে কেউ গোল করতে না পরায় অবশেষে টাইব্রেকারে মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ হয়। প্রথমে ভবনাথপুর টাইগার ক্লাব টাইব্রেকার গোল করতে আসেন। তারা প্রথম গোলটি দিতে সফল হয়। পরে হাড়িয়া যুব সংঘ পর পর ২টি টাইব্রেকার মিস করলে খেলা ভবনাথপুরের অনুকুলে চলে যায়। পরে ভবনাথপুর ৩নং গোল মিস করলে হাড়িয়ার আশা কিছুটটা সঞ্চার হলেও হাড়িয়া পরে আরেকটি গোল মিস করলে ভবনাথপুর টাইগার ক্লাব ৩-১ গোলে জয় লাভ করে। খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন লিয়াকত হোসেন খোকা।

জেলহত্যা দিবসে জেলা আওয়ামীলীগের দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জেলহত্যা দিবস পালন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ। ৩ নভেম্বর রবিবার বিকেলে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা মিলাদ মাহফিলের মাধ্যমে এই দিবসটি পালন করেছে আওয়ামীলীগ।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, খবিরউদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, ইকবাল পারভেজ, দপ্তর সম্পাদক এমএ রাসেল, উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, আওয়ামীলীগ নেতা আখতার হোসেন প্রমূখ।

সাখাওয়াত ও রুহুল আমিন সহ আদালতে ৪৪ নেতাকর্মী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের দায়েরকৃত একটি নাশকতার মামলায় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার সহ বিএনপির বিভিন্ন স্তরের ৪৪ জন নেতাকর্মী হাজিরা দিয়েছেন।

৩নভেম্বর রবিবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত এর আদালতে হাজিরা দেন বিএনপির এসব নেতাকর্মী।

হাজিরা শেষে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। এই মামলা আমি কিংবা নেতাকর্মীদের কোন সম্পৃক্ততা নেই। শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই এই মামলা দায়ের করা হয়।

তিনি আরও বলেন, মামলা, হামলা জুলুম নির্যাতন করে বিএনপির নেতাকর্মীদের দমন করা যাবে। এ অবৈধ সরকারের পতন অনিবার্য। ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্যদিয়ে এদেশের হারানো গণতন্ত্র পুণরুদ্ধার করা হবে।

এই মামলায় আরও আসামি রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ^াস, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আকবর, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, ক্রীড়া সম্পাদক নাদিম হাসান মিঠু, জেলা কৃষক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন শিকদার, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক একরামুল কবির মামুন, জেলা তাতী দলের যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ খোকন, মহানগর তাতী দলের যুগ্ম আহ্বায়ক অপু রহমান, ফতুল্লা থানা যুবদলের সদস্য খায়রুল আলম জসিম সহ ৪৪ জন নেতাকর্মী।

জামিন পেলেন সাখাওয়াত ইসলাম রানা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফো ডটকম:

নাশকতার একটি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা। ৩ নভেম্বর রবিবার দুপুরে নারায়ণগঞ্জের একটি আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত থেকে জামিন পান স্বেচ্ছাসেবক দলের এই নেতা।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সহ বেশকজন আইনজীবী।

আড়াইহাজারে সাহেলা ও পারভেজ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাহেলা ও পারভেজ ওরফে মজিবুর হত্যা মামলার দুই আসামি মোবারক হোসেন ও সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দু’জনকে ৩ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। মোবারক নরসিংদী জেলার মাধবদী থানাধীন খাদিমারচর এলাকার আব্দুল খালেকের ছেলে।

আগের দিন শনিবার রাতে তাকে গাজীপুর জেলার টঙ্গী থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে নিহতের পরিবারের লোকজন আটক করে টঙ্গী থানায় সোর্পদ করেন। পরে স্থানীয় গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

এদিকে একই রাতে মটর মেক্যানিক পারভেজ হত্যা মামলার আসামি সুমনকে ফরিদপুর জেলার বোয়ালমারি থানাধীন এলাকায় একটি মসজিদ থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি তাবলিগ জামায়াতে ছিলেন। তিনি নরসিংদী জেলার সদরথানাধীন বাদুয়ারচর এলাকার সেন্টু মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে চলতি বছরের ৯ অক্টোবর রাতে শোবার ঘরে মোবারক তার স্ত্রীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাবাদে স্বীকার করেছেন। ঘটনার পরই তিনি পালিয়ে যান। বিয়ের পর থেকেই পরিবার নিয়ে স্থানীয় কলাগাছিয়া উত্তরপাড়া তার শ্বশুর বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। ঘটনার পর নিহতের বাবা হাসেন আলী বাদী হয়ে একটি হত্যা করেন।

ওসি আরও জানান, ৭ অক্টোবর রাতে মটর মেক্যানিক পারভেজ ওরফে মজিবুরকে গলা কেটে হত্যা করা হয়। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন বাগবইরাটি এলাকার মৃত তারা মিয়ার ছেলে। পরে নিহতের চাচা ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাবাদে সুমন হত্যার দায় স্বীকার করেছেন। নানা বিষয় নিয়ে পারভেজের সঙ্গে তার বিরোধ ছিল।

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব: এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, সমবায়ের মাধ্যমে আয়-বৈষম্য হ্রাস করে ন্যায়ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি আরো বলেন, সমবায় পদ্ধতি পারস্পরিক সহযোগিতা, সমবেত প্রচেষ্টা, মূল্যবোধের চর্চা এবং সম্মিলিতভাবে টিকে থাকার নীতিতে বিশ্বাস করে। সারা দেশের ন্যায় সোনারগাঁয়েও ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করার লক্ষ্যে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, সক্রিয় এবং যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে আরও তৎপর হওয়ারও আহ্বান জানিয়েছেন।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে একটি র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা সমবায় কর্মকর্তা আনিসা খাতুন, উপজেলা উন্নয়ণ অফিসার শাহানারা আচল ও মহিলা কাউন্সিলর জায়েদা আক্তার মনি।

সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবেয়া খাতুন।

ফতুল্লার বক্তাবলী রামনগর একতা ক্লাবের কমিটি গঠন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বক্তাবলী এলাকার সামাজিক সংগঠন রামনগর একতা ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি কমিটি গঠন করা হয়েছে। সকল সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। ১ নভেম্বর শুক্রবার রাতে রামনগরে ঘরোয়া ভাবে আলোচনা করে ক্লাবের এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সুমন পারভেজকে সভাপতি ও খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে কমিটির ঘোষণা করা হয়। কমিটিতে ৯ সদস্যের উপদেষ্টা কমিটিও রাখা হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন মাশফিকুর রহমান শিশির।

কমিটির অন্য উপদেষ্টারা হচ্ছেন- রুস্তম আলী, আব্দুল আজিজ, শাহীন, মামুন মেহেদী, হমিদ উল্লাহ, আহম্মদ আলী, রাব্বি মিয়া ও শাহ আলম।

এদিকে কমিটির সহসভাপতি সাইফুল ইসলাম, ইয়ার হোসেন, মো. ইয়াছিন, আলমগীর হোসেন, মো. নবী উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. রতন, সহসাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিন, কোষাধ্যক্ষ আবু হানিফ, সহ-কোষাধ্যক্ষ শাহীন আলম, ক্রীড়া সম্পাদক মোক্তার হোসেন সুজন, সহ-ক্রীড়া সম্পাদক সোহেল, প্রচার সম্পাদক মো. জুয়েল, সহ প্রচার সম্পাদক তানভীর হোসেন, দপ্তর সম্পাদক মো. শওকত আলী, সহ-দপ্তর সম্পাদক মো. জোবায়ের, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. ইমান হোসেন, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. নুর নবী, ধর্ম বিষয়ক সম্পাদক মো: জাবেদ আলম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো: ইমরান হোসেন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো: নাজমুল হোসেন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: আওলাদ হোসেন, আপ্যায়ণ সম্পাদক আলী আক্কাস, সহ আপ্যায়ণ সম্পাদক নুরে আলম, গণযোগাযোগ ও আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মো. অমিত, সহ গণযোগাযোগ ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মো: নাঈম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম, সহ স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: শাহরিয়ার বাতেন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : জাকারিয়া।

কমিটিতে কার্যকরী সদস্য হয়েছেন-দিদার হোসেন, আল আমিন, মাসুম, সাদ্দাম হোসেন, সহিদুল ইসলাম, কাউসার, ইমরান সানি, রুহুল আমিন, মো: রাজন, তন্ময় ইসলাম লিখন, মিয়া চান, মো: আফরান, মো: শামীম, মো: মিলন, রুকন, রিফাত, আনোয়ার হোসেন, সাজেদুল ইসলাম হৃদয় ও মো: রায়হান।

মিজানের মত ছাত্রদের আন্দোলনেই আওয়ামীলীগ ক্ষমতায়: মোশারফ হোসেন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেছেন, মিজানের মত মেধারী ছাত্রদের আন্দোলনের ফলেই আওয়ামীলীগ সরকার আজ ক্ষমতায়। মিজানরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য তৎকালিন বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করে বিএনপি ও জামাত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল। তখন ছাত্রলীগের আন্দোলন থামাতে বিএনপি জামায়াতের পালিত সস্ত্রাসীরা নির্বিচারে গুলি করে মিজানকে হত্যা করেছিল। আজ মিজান নেই। মিজান না থাকলেও দেশের হাজার হাজার আওয়ামীলীগ নেতাদের মনে মিজান স্থান দখল করে আছে। আমরা এখান থেকে তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করি আল্লাহ যেন তার বেহেসত নসিব করেন।

২ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার পিরোজপুর চরলাল এলাকায় বিএনপি জামাত জোট সরকার আমলে ছাত্রদলের গুলিতে নিহত মিজানুর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় প্রয়াত ছাত্র নেতার স্মরণে এসব কথা বলেন মোশারফ হোসেন।

১৯৯১ সালের ৭ অক্টোবর বিএনপি ও জামায়াত জোট. সরকারের বিরুদ্ধে আন্দোলনে ছাত্রদলের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভু-তত্ত্ব বিভাগের ছাত্র ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের ১৮তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

শহীদ মিজানের বড় ভাই জাপান আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সভাপতি বাহাদুর বেপারী।

এছাড়াও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সদস্য আখলাকুর রহমান মাইনু, আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল, আওয়ামীলীগের বিজ্ঞাপন ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মাসুম ইকবাল, জাপান আওয়ামীলীগের আহ্বায়ক সামসুল আলম ভুট্টো, জাপান সেচ্ছাসেবক লীগের সভপতি মোহাম্মদ আমিন রনি, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, ইউপি সদস্য শিপন সরকার, সোনারগাঁ ডিগ্রি কলেজের সাবেক ভিপি রফিকুল হায়দার বাবু ও আওয়ামীলীগ নেতা নুরে আলম, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আহাম্মেদ আলী তানভীর, পিরোজপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির নেতা ও বিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান বাহাদুর ব্যাপারী। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।

দাবি ওঠেছে আবারো জুয়েল মোহসীনকে প্রয়োজন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১২’শ আইনজীবীদের জন্য ৮তলা বিশিষ্ট বার ভবন নির্মাণের প্রথম তলার ছাদ ঢালাই সম্পন্ন হওয়ার পর আইনজীবীদের ব্যাপক প্রসংশায় ভাসছেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া। এবার দুই আইনজীবী নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাজ দিয়েছেন অ্যাডভোকেট মোস্তফা করিম। তিনি রীতিমত বোমা ফাটিয়েছেন নানা তথ্যে মন্তব্য করে। এর আগেও দুই আইনজীবীকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাজ দিয়েছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খোকন।

২ নভেম্বর অ্যাডভোকেট মোস্তফা করিম তার ফেসবুকে লিখেন, নারায়ণগঞ্জ বারে শুদ্ধি অভিযান। গত ৩০/৩৫ বছরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির গোটা কার্যক্রম নিয়ে যদি তদন্ত করানোর সুযোগ পাওয়া যায়, তবে দেখা যাবে চরম অনিয়ম আর হিসাবের গড়মিল, অপচয়, আর অর্থ তসরুপের ঘটনা।

তিনি এও লিখেছেন, এতদিন নির্বাচন হয়েছে, নতুন কমিটি এসেছে, গেছে…কিন্তু সাধারণ আইনজীবী সদস্যদের নিকট স্বচ্ছভাবে কেউই শক্ত জবাবদিহিমূলক কোন নীতিমালা দাড় করাতে পারেনি। সমিতির বছরে আয় হয় কোটি টাকার উপরে। কিন্তু কমিটির নেতারা তা তাদের খেয়ালখুশি মত খরচ করেছেন এতদিন। কোন জবাবদিহি নেই। খরচের স্বচ্ছতাও নেই।

তিনি জুয়েল মোহসীনের প্রশংসা করে লিখেন, চরম প্রতিকূল অবস্থায় থেকেও বরতমান জুয়েল-মোহসীন পরিষদ সমিতির হিসাবের স্বচ্ছতা, জবাবদিহিতা, বারের নিয়মে শক্ত হস্তে বার পরিচালনা করা, টাউট উচ্ছেদ, শিক্ষানবিশ আইনজীবীদের ইউনিফর্ম ও আইনজীবী সহকারীদের ইউনিফর্ম চালু করা, ডিজিটালাইজেশন পদ্ধতিতে বেনাভোলেন্ট ফান্ড ও এলডিপিএস সফলভাবে চালু করা এবং সর্বোপরি ২৯ অক্টোবরে ৮ হাজার স্কোয়ার ফিটের বারের ৮ তলা ভবনের প্রথম ছাদ ঢালাই সু-সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এখন সাধারণ আইনজীবীদের মাঝে জুয়েল-মোহসীনের প্রতি আস্থা, গ্রহণযোগ্যতা এবং বিশ্বাস বহুগুণ বেড়ে গেছে।

তিনি আরও লিখেন, জানা গেছে ইতিমধ্যে তারা সদস্যদের ব্যক্তিগত স্মার্ট কার্ড, মাস্টারকার্ড এবং বারের ওয়েবসাইট হালনাগাদ করার কাজেও হাত দিয়েছেন যা কিনা অচিরেই পাওয়া যাবে। সকলের দাবি যেমনিভাবে জুয়েল-মোহসীন পরিষদ, যে হৃদমে ধারাবাহিকভাবে ডিজিটাল বার ভবনের ছাদ ঢালাই করতে সক্ষম হয়েছেন পুরো ভবনের কাজ সেই হৃদমে শেষ করতে তাদের অন্তত ৬ মাস সময় দেয়া প্রয়োজন। সকলেই মনে করেন, দেশে বর্তমানে শেখ হাসিনার যে শুদ্ধি অভিযান চলছে, তা নারায়ণগঞ্জ বারে গত দুই বছর আগে থেকেই চালু করেছেন হাসান ফেরদৌস জুয়েল ও মোহসীন মিয়া পরিষদ।

এসপি হারুন বদলি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। ৩ নভেম্বর রবিবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

রাষ্টপতির আদেশক্রমে উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত ঢাকা পুলিশ অধিদপ্তর পুলিশ সুপার (টিআর) বিভাগে তাকে বদলির আদেশ জারি করা হয়।

সর্বশেষ সংবাদ