নারায়ণগঞ্জে ছাত্রলীগ অনেক দূর এগিয়ে যাবে: হুমায়ূন কবির মৃধা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা বলেছেন, বর্তমান ছাত্রলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠন অনেক দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ছাত্ররা রাজনীতির নেতৃত্বে থেকে দেশের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করুক মনে প্রাণে প্রত্যাশা করি। অতীতে আমরা ছাত্র রাজনীতির মাধ্যমে দেশের জন্য যা করতে পারিনি বর্তমান তোমরা ছাত্র রাজনীতির নেতৃত্বের মাধ্যমে তার চেয়ে ভাল কিছু করে দেখিয়ে দাও।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত আব্দুর রহমান শ্যামল মৃধার নেতৃত্বে ফুলেল অভ্যর্থণাকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ূন কবির মৃধা আরো বলেন, তোমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে এদেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে হবে। সমাজের সকল অসঙ্গতি দূরীকরণের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে।

হুমায়ূন কবির মৃধা ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বন্দর থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহিদুল হাসান মৃধা, নবীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, ২৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ ফারুক প্রধাণসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সরকার জনগণের সরকার নয়: সাখাওয়াত হোসেন খান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনকে পাতানো নির্বাচন দাবি করেছেন নারায়ণগঞ্জের আলোচিত আইনজীবী নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, এই পাতানো নির্বাচনে আমরা তো দুরের কথা আওয়ামীলীগের নেতাকর্মীরাও ভোট দিতে পারেনি। ৩০ তারিখের ভোট ২৯ তারিখে রাতেই বাক্স ভরে দেয়া হয়েছে। এভাবে তারা ক্ষমতায় আসছে। এই সরকার জনগণের সরকার নয়। এদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মত বসে আছে সরকার। এই দেশের জনগণ চায় একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন। ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, ভাতের অধিকার, নিরাপত্তার অধিকার ফিরে পেতে চায়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করে আরও বলেন, বেগম খালেদা জিয়ার ৫ বছরের সাজা হয়েছিল। আমরা আইনজীবী আমরা জানি নি¤œ আদালতে ৫ বছরের সাজা হলে আমরা জজ কোর্টে জামিন পাই। হাইকোর্টে গেলে সাথে সাথে জামিন হয়ে যায়। কিন্তু সারাদেশের মানুষের জন্য আইন এক অথচ বেগম খালেদা জিয়ার জন্য আইন ভিন্নপথে। আইনকে সঠিক পথে পরিচালিত হতে দিচ্ছেনা এই সরকার।

৩০ জুলাই মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও তার সু-চিকিৎসার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, এই সরকার দেশে গণতন্ত্রহীনতার সৃষ্টি করেছে, বিচারহীনতার সৃষ্টি করেছে। এখন ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। দেশে হত্যা খুন গুম ধর্ষণে আজকে দেশ ছেয়ে গেছে। সরকারের পেটুয়া বাহিনীর ধর্ষণের কারনে মা বোনেরা রাস্তায় বের হতে পারেনা। নিরাপত্তা নেই। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে।

আদালতের উপর বন্দুক রেখে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমায়েশী রায় দেয়া হয়েছে বলে দাবি করে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এই সরকার আদালতের উপর বন্দুক রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। বিরোধী দলের দলমতকে ধংস করার জন্য ফরমায়েশী রায় দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলখানায় রাখা হয়েছে।

এর আগে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সু-চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজিত এই মানববন্ধন। আজকে তিন বারের প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষকের স্ত্রী এশিয়া মহাদেশে সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী সেই ৭৪ বছর বয়সী নারী চরম অসুস্থ্যাবস্থায় বিনা চিকিৎসায় আজকে জেলখানায় বেগম খালেদা জিয়া।

জানাগেছে, গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও তার সু-চিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছেন বিএনপির আইনজীবীরা। ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই মানববন্ধন করেন বিএনপির আইনজীবীরা।

মানববন্ধন ও আইনজীবীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের আলোচিত আইনজীবী নেতা ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সমাবেশে কয়েকশত আইনজীবী অংশগ্রহণ করেন।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা ও শহীদ জিয়া আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নের সঞ্চালনা মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সীমা সিদ্দিকী, অ্যাডভোকেট আজিজুর রহমান হান্টু, অ্যাডভোকেট মশিউর রহমান শাহিন, অ্যাডভোকেট রাকিবুল হাসান শিমুল, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান সহ সিনিয়র আইনজীবীরা।

এ ছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট ইব্রাহীম মিয়া, অ্যাডভোকেট ফাতেমা বেগম, অ্যাডভোকেট কাজী আব্দুল গাফ্ফার, অ্যাডভোকেট বেনজীর আহাম্মদ, অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট মোঃ শাহআলম খান, অ্যাডভোকেট মোজাম্মেল হক কাজল, অ্যাডভোকেট আয়াতুল বোরহান, অ্যাডভোকেট মোঃ মঞ্জরুল হক খান, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন মিয়া, অ্যাডভোকেট আলম খান, অ্যাডভোকেট মোঃ সালাউদ্দিন সবুজ, অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল, অ্যাডভোকেট মাহমুদুল হক, অ্যাডভোকেট মাসুদা বেগম সম্পা, অ্যাডভোকেট আলমগীর, অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার, অ্যাডভোকেট কায়সার আলম চৌধুরী, অ্যাডভোকেট রোকন উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট জাহিদুর রহমান, অ্যাডভোকেট শেখ আনজুম আহাম্মদ রিফাত, অ্যাডভোকেট ফজলুর রহমান ফাহিম, অ্যাডভোকেট মোঃরাসেল মিয়া, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মোজাম্মেল হক শিপলু মল্লিক, অ্যাডভোকেট আহসান হাবিব, অ্যাডভোকেট মামুন মাহামুদ মিয়া ও আইন ছাত্র ফোরাম নেতা অ্যাডভোকেট কে এম সুমন প্রমূখ।

আদালতের উপর বন্দুক রেখে খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশী রায়: সাখাওয়াত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আদালতের উপর বন্দুক রেখে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমায়েশী রায় দেয়া হয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, এই সরকার আদালতের উপর বন্দুক রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। বিরোধী দলের দলমতকে ধংস করার জন্য ফরমায়েশী রায় দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলখানায় রাখা হয়েছে।

নারায়ণগঞ্জের আলোচিত এই আইনজীবী নেতা তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করে বলেন, বেগম খালেদা জিয়ার ৫ বছরের সাজা হয়েছিল। আমরা আইনজীবী আমরা জানি নিম্ন আদালতে ৫ বছরের সাজা হলে আমরা জজ কোর্টে জামিন পাই। হাইকোর্টে গেলে সাথে সাথে জামিন হয়ে যায়। কিন্তু সারাদেশের মানুষের জন্য আইন এক অথচ বেগম খালেদা জিয়ার জন্য আইন ভিন্নপথে। আইনকে সঠিক পথে পরিচালিত হতে দিচ্ছেনা এই সরকার।

৩০ জুলাই মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও তার সু-চিকিৎসার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, এই সরকার দেশে গণতন্ত্রহীনতার সৃষ্টি করেছে, বিচারহীনতার সৃষ্টি করেছে। এখন ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। দেশে হত্যা খুন গুম ধর্ষণে আজকে দেশ ছেয়ে গেছে। সরকারের পেটুয়া বাহিনীর ধর্ষণের কারনে মা বোনেরা রাস্তায় বের হতে পারেনা। নিরাপত্তা নেই। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনকে তিনি পাতানো নির্বাচন দাবি করে বলেন, এই পাতানো নির্বাচনে আমরা তো দুরের কথা আওয়ামীলীগের নেতাকর্মীরাও ভোট দিতে পারেনি। ৩০ তারিখের ভোট ২৯ তারিখে রাতেই বাক্স ভরে দেয়া হয়েছে। এভাবে তারা ক্ষমতায় আসছে। এই সরকার জনগণের সরকার নয়। এদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মত বসে আছে সরকার। এই দেশের জনগণ চায় একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন। ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, ভাতের অধিকার, নিরাপত্তার অধিকার ফিরে পেতে চায়।

এর আগে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সু-চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজিত এই মানববন্ধন। আজকে তিন বারের প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষকের স্ত্রী এশিয়া মহাদেশে সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী সেই ৭৪ বছর বয়সী নারী চরম অসুস্থ্যাবস্থায় বিনা চিকিৎসায় আজকে জেলখানায় বেগম খালেদা জিয়া।

জানাগেছে, গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও তার সু-চিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছেন বিএনপির আইনজীবীরা। ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই মানববন্ধন করেন বিএনপির আইনজীবীরা।

মানববন্ধন ও আইনজীবীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের আলোচিত আইনজীবী নেতা ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সমাবেশে কয়েকশত আইনজীবী অংশগ্রহণ করেন।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা ও শহীদ জিয়া আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নের সঞ্চালনা মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সীমা সিদ্দিকী, অ্যাডভোকেট আজিজুর রহমান হান্টু, অ্যাডভোকেট মশিউর রহমান শাহিন, অ্যাডভোকেট রাকিবুল হাসান শিমুল, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান সহ সিনিয়র আইনজীবীরা।

এ ছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট ইব্রাহীম মিয়া, অ্যাডভোকেট ফাতেমা বেগম, অ্যাডভোকেট কাজী আব্দুল গাফ্ফার, অ্যাডভোকেট বেনজীর আহাম্মদ, অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট মোঃ শাহআলম খান, অ্যাডভোকেট মোজাম্মেল হক কাজল, অ্যাডভোকেট আয়াতুল বোরহান, অ্যাডভোকেট মোঃ মঞ্জরুল হক খান, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন মিয়া, অ্যাডভোকেট আলম খান, অ্যাডভোকেট মোঃ সালাউদ্দিন সবুজ, অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল, অ্যাডভোকেট মাহমুদুল হক, অ্যাডভোকেট মাসুদা বেগম সম্পা, অ্যাডভোকেট আলমগীর, অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার, অ্যাডভোকেট কায়সার আলম চৌধুরী, অ্যাডভোকেট রোকন উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট জাহিদুর রহমান, অ্যাডভোকেট শেখ আনজুম আহাম্মদ রিফাত, অ্যাডভোকেট ফজলুর রহমান ফাহিম, অ্যাডভোকেট মোঃরাসেল মিয়া, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মোজাম্মেল হক শিপলু মল্লিক, অ্যাডভোকেট আহসান হাবিব, অ্যাডভোকেট মামুন মাহামুদ মিয়া ও আইন ছাত্র ফোরাম নেতা অ্যাডভোকেট কে এম সুমন প্রমূখ।

সোনারগাঁয়ে সাড়ে ৪ লাখ টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে পুলিশ। ওই সময় তিনজনকে গ্রেপ্তার করেছে যাদের মধ্যে ডাকাত সর্দার রহিম সহ বাকিরাও ডাকাতিতে জড়িত।

সোনারগাঁও থানা পুুলিশ জানায়, ৩০ জুলাই মঙ্গলবার বিকেলে সোনারগাঁ থানা পুলিশের এসআই মোঃ আবুল কালাম আজাদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে সোনারগাঁ বৈদ্যেরবাজার লঞ্চঘাট মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে আবদুর রহিম, রুবেল ও সজীবকে গ্রেপ্তার করে। তাদেরকে কাছ থেকে ৪৫০পুুরিয়া হেরোইন উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্যে প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম ডাকাত সর্দার। সে আড়াইহাজার উপজেলার ঝাউকান্দি এলাকার সামসু ওরফে সামসুল হকের ছেলে, রুবেল নরসিংদী জেলার চরমাধবী এলাকার খলিলের ছেলে ও সজিব নরসিংদী জেলার মাধবদী থানার গজারচর এলাকার বাবুল মিয়ার ছেলে।

থানা পুুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত আবদুর রহিমের বিরুদ্ধে ৬টি ডাকাতি মামলা, মোঃ রুবেলের বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। তারা মাদক ব্যবসায়ে জড়িত।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালতপাড়ায় আইনজীবীদের মানববন্ধন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছেন বিএনপির আইনজীবীরা। ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই মানববন্ধন করেন বিএনপির আইনজীবীরা।

মানববন্ধন ও আইনজীবীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের আলোচিত আইনজীবী নেতা ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সমাবেশে কয়েকশত আইনজীবী অংশগ্রহণ করেন।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা ও শহীদ জিয়া আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নের সঞ্চালনা মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সীমা সিদ্দিকী, অ্যাডভোকেট আজিজুর রহমান হান্টু, অ্যাডভোকেট মশিউর রহমান শাহিন, অ্যাডভোকেট রাকিবুল হাসান শিমুল, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান সহ সিনিয়র আইনজীবীরা।

এ ছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট ইব্রাহীম মিয়া, অ্যাডভোকেট ফাতেমা বেগম, অ্যাডভোকেট কাজী আব্দুল গাফ্ফার, অ্যাডভোকেট বেনজীর আহাম্মদ, অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট মোঃ শাহআলম খান, অ্যাডভোকেট মোজাম্মেল হক কাজল, অ্যাডভোকেট আয়াতুল বোরহান, অ্যাডভোকেট মোঃ মঞ্জরুল হক খান, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন মিয়া, অ্যাডভোকেট আলম খান, অ্যাডভোকেট মোঃ সালাউদ্দিন সবুজ, অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল, অ্যাডভোকেট মাহমুদুল হক, অ্যাডভোকেট মাসুদা বেগম সম্পা, অ্যাডভোকেট আলমগীর, অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার, অ্যাডভোকেট কায়সার আলম চৌধুরী, অ্যাডভোকেট রোকন উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট জাহিদুর রহমান, অ্যাডভোকেট শেখ আনজুম আহাম্মদ রিফাত, অ্যাডভোকেট ফজলুর রহমান ফাহিম, অ্যাডভোকেট মোঃরাসেল মিয়া, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মোজাম্মেল হক শিপলু মল্লিক, অ্যাডভোকেট আহসান হাবিব, অ্যাডভোকেট মামুন মাহামুদ মিয়া ও আইন ছাত্র ফোরাম নেতা অ্যাডভোকেট কে এম সুমন প্রমূখ।

অয়ন ওসমানের প্রতি হিমেলের কৃতজ্ঞতা প্রকাশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত করায় নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিওসব্ধ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহরিয়া রেজা হিমেল।

একই সঙ্গে সিনিয়র নেতৃবৃন্দদের কাছে দোয়া ও ছাত্রলীগের সকল নেতৃবৃন্দদের সহযোগীতা কামনা করেছেন জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেল।

ছাত্রলীগ নেতা হিমেল বলেন, অয়ন ওসমানের দিক-নির্দেশনা অনুযায়ী মানুষের কল্যাণে আমি রাজনীতি করছি। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

জানাগেছে, বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত থেকে সেবামূলক কর্মকান্ড পরিচালনা সহ অসহায়দের পাশে থেকে বিভিন্ন প্রকার সহযোগীতা করে ফতুল্লায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন ছাত্রলীগের এই নেতা হিমেল। শুধু স্থানীয়ভাবেই নয়, মানুষের কল্যাণে ছুটে গেছেন দূর বহু দূরে। স্থানীয়ভাবে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় আর্থিক সহযোগীতা, বস্ত্রহীনদের বস্ত্র বিতরণ, যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারছেন না তাদের পাশে থেকে লেখাপড়া করার ব্যবস্থা করা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা সহ এলাকাবাসী যেকোন সমস্যায় পাশে পান হিমেলকে।

এইচএসসি পাশ করেই এমবিবিএস ডাক্তার, প্রতারক মোস্তাক গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ভূয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। ৩০ জুলাই মঙ্গলবার সন্ধায় সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় হক সুপার মার্কেটে ‘নিউ মুক্তি ডায়াগনস্টিক সেন্টার’ থেকে ভূয়া ডাক্তার মোস্তাক আহমেদ করিম ওরফে এমএ করিম বশিরকে গ্রেপ্তার করা হয়। সে এইচএসসি পাশ করেই নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। মঙ্গলবার সন্ধায় র‌্যাবের অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, র‌্যাব ১১, সিপিএসসি এর বিশেষ অভিযানে ৩০ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোডের হক সুপার মার্কেটে ‘নিউ মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে’ রোগী দেখার সময় ভুয়া ডাক্তার মোঃ মোস্তাক আহম্মেদ করিম ওরফে এম এ করিম বশিরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ডাঃ মোঃ মোস্তাক আহম্মেদ করিম, এমবিবিএস (ডি-অর্থো), পিজিটি(ডি-অর্থো), পিজিটি (ইমনটি ও হৃদরোগ) চীপ মেডিকেল অফিসার, সিকদার গ্রুপ, হাড় জোড়া, বাত ব্যাথ্যা, মেরুদন্ড বিশেজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নামীয় ভিজিটিং কার্ড ও রোগী দেখার প্রেসক্রিপশন প্যাড উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, মোঃ মোস্তাক আহম্মেদ করি ওরফে এমএ করিম বশিরের বাড়ি কুষ্টিয়া জেলার সদর থানাধীন কুমারখালী এলাকায়। সে নিবন্ধনকৃত ডাঃ মোঃ মোস্তাক আহম্মেদের নাম ও বিএমএন্ডডিসি কর্তৃক রেজিস্ট্রেশন ন¤¦র-২৬৬৩৩ ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ ‘নিউ মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে’ নিয়মিত রোগী দেখে আসছে।
সে তার নামের পাশে ডাক্তারী ডিগ্রী হিসেবে, নিজেকে ডাক্তার মোঃ মোস্তাক আহম্মেদ করিম, এমবিবিএস (ডি-অর্থো), পিজিটি (ডি-অর্থো), পিজিটি (ইমনটি ও হৃদরোগ) চীপ মেডিকেল অফিসার, সিকদার গ্রুপ, হাড় জোড়া, বাত ব্যাথ্যা, মেরুদন্ড বিশেজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নামে নিজস্ব প্যাডে প্রেসক্রিপশন ফরমে উল্লেখ করেছে।

র‌্যাবের অভিযানিক দল নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তার বিএমএন্ডডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে সে তার নামের সাথে মিল থাকায় ডাঃ মোঃ মোস্তাক আহম্মেদ এর রেজিস্ট্রেশন ন¤¦র-২৬৬৩৩ দেখায়। কিন্তু উপস্থিত সাক্ষীদের সম্মুখে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, নিবন্ধনকৃত ডাঃ মোস্তাক আহমেদ ও সে এক ব্যক্তি নয়। তার নামের সাথে মিল থাকায় সে প্রায় ১২ বছর ধরে ভুয়া ডাক্তার হিসেবে বিভিন্ন হাসপাতালে রোগী দেখে চিকিৎসার নামে প্রতারণা করে আসছে। জিজ্ঞাসাবাদ সে আরো জানায় স্থানীয় কলেজ থেকে ১৯৮৯ সালে এইচএসসি পাস করার পর দীর্ঘদিন যাবৎ নিজেকে এমবিবিএস ও বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখে আসছে।

হুমকির মুখে কায়সার কালামের রাজনীতি: সামসুল ও মাসুমের নেতৃত্বে কমিটি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে এবার হুমকির মুখে পড়েছেন আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। দুটি নির্বাচনে এই দুজনই আওয়ামীলীগের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন যার খেসারত দিতে হলো এবার উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠনে।

সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে যেখানে ঠাঁই পায়নি কায়সার হাসনাত ও কালাম। আহ্বায়ক কমিটি গঠন করা হলেও এই কমিটি কয় যুগ পার করবে সেটা সময়ই বলে দিবে। তবে আপাততদৃষ্টিতে রাজনীতিকে কোণঠাসা হয়ে পড়ছেন কায়সার হাসনাত ও কালাম। উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে। কমিটি গঠনের বিষয়টি জানতে পেরে কেন্দ্রে জোর চেষ্টা করেও আহ্বায়ক কমিটি গঠন আটকাতে পারেননি কায়সার হাসনাত ও কালাম।

জানাগেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৫ জুলাই এ কমিটির অনুমোদন দেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল। তবে বিষয়টি রহস্যজনকভাবে গোপন রেখে তা ৩০ জুলাই প্রকাশ করা হয়। কমিটি গঠনের বিষয়টি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এমএ রাসেল মিডিয়াতে প্রকাশ করলে তা নিশ্চিত করেছেন অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

দপ্তর সম্পাদক এম এ রাসেল জানান, গত ১৩ জুলাই নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার প্রতিটি উপজেলা ও থানা এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি করতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের বিষয়ে প্রস্তাবনা উঠে।

তিনি আরও জানান, সোনারগাঁও আওয়ামীলীগের বর্তমান কমিটির অধিকাংশ সদস্য মৃত্যুবরণ করেছেন এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাফুজুর রহমান কালামকে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সাময়িক অব্যাহতি দেওয়ার বিষয়টিও উত্থাপিত হয়।

এর আলোকে সকলের মতামতের ভিত্তিতে সংগঠনে বৃহত্তর স্বার্থে গত ১৫ জুলাই সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে একটি আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।

কমিটিতে অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া আহবায়ক এবং সোনারগায়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়।

কমিটিতে সদস্য পদে রয়েছেন- জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী ও সামসুদ্দিন খান আবু।

এদিকে গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে মহাজোটের প্রার্থীর বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। যদিও তিনি নির্বাচনের শেষ পর্যন্ত টিকতে পারেননি। গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার বিরোধীতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন মাহফুজুর রহমান কালাম। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মোশারফ হোসেন। যদিও এই কমিটিতে মোশারফ হোসেনকেও রাখা হয়নি।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগকে শুভেচ্ছা জানালেন মামুন সিরাজুল মজিদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। নবগঠিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির সকল নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বন্দর থানা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ।

২৯ জুলাই সোমবার এক শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ বলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির সকল নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলাদেশ ছাত্রলীগ একটি প্রাচীন ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। সংগঠনটি স্বাধীনতা থেকে শুরু করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। নারায়ণগঞ্জে যারা নির্বাচিত হয়েছেন তারাও দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখবেন বলে আমি আশাবাদী। সকলের মঙ্গল কামনা করি।

এদিকে জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ কমিটি ১৮৮ সদস্য বিশিষ্ট এবং ১৬১ সদস্য বিশিষ্ট মহানগর ছাত্রলীগের কমিটির অনুমোদন দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। ২৯ জুলাই সোমবা সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল চৌধুরী শোভন ও গোলাম রব্বানী স্বাক্ষরিত এই দুই কমিটির অনুমোদিত তালিকা প্রকাশিত হয়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল প্রধানকে স্বপদে বহাল রেখে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রধান ও সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুকে স্বপদে বহাল রেখে ১৬১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটির অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ফতুল্লায় শাকিল হত্যা মামলার আসামি চান্দু গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম দেওভোগের হাশেমনগর এলাকায় রিকশা গ্যারেজ ব্যবসায়ী শাকিলকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার অন্যতম আসামি চান্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৯ জুলাই সোমবার দুপুরে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে চান্দুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চান্দু পশ্চিম দেওভোগের হাশেম নগর এলাকার বাসিন্দা।

জানাগেছে, নিহত শাকিল ফতুল্লার পশ্চিম দেওভোগ পূর্বনগর এলাকার মৃত আমান উল্লাহর ছেলে। আর শাকিল হত্যায় তার ভাই সাঈদ বাদী হয়ে তুহিন, নিক্সন ও চান্দুর নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন চান্দুকে গ্রেপ্তারের বিষয় সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের লাইট চোখে লাগার মতো তুচ্ছ ঘটনা নিয়ে শাকিল নামের একজন রিকশা গ্যারেজ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনার মামলার ৩নং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের জন্য চান্দুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত গত ২৭ জুলাই শনিবার রাত ১১টার দিকে সজিব ও সুভাষ মোটরসাইকেল যোগে শহরের ২নং রেলগেইট এলাকা থেকে বাংলাবাজার বাসায় ফেরার পথে পশ্চিম দেওভোগ হাশেমনগর এলাকায় সন্ত্রাসী তুহিন, নিক্সন, চান্দু ও তাদের বন্ধুরা মুখোশ পড়ে সড়কে দাঁড়িয়ে ছিল। ওইসময় মোটর সাইকেলের লাইটের আলো দাড়িয়ে থাকা মুখোষধারী সন্ত্রাসীদের চোখে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে মোটর সাইকেল আরোহীদের গতিরোধ করে তাদেরকে চর থাপ্পর দেয়। এতে তারা সন্ত্রাসীদের প্রতিবাদ করলে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারীভাবে কুপাতে থাকে। তখন সজিব ও সুভাষের চিৎকার শুনে শাকিল সহ অন্যরা ছুটে আসলে সন্ত্রাসীদের কারন জিজ্ঞাসা করলে তাদেরকে এলোপাথারী কুপাতে থাকে। এতে করে শাকিলকে মুমূর্ষ অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালে পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পর সেখানে শাকিলের মৃত্যু হয়।

সর্বশেষ সংবাদ