আড়াইহাজারে এক বাড়িতে ডাকাতি, পৌর বাজারে চুরি, গ্রেপ্তার ১

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি এবং আড়াইহাজার পৌর বাজারে চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের টেগরিয়াপাড়া গ্ৰামের আলামিনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

বাড়ির মালিক আলামিন জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল আমার বাড়ীর ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্ম করে নগদ ১ লাখ টাকা, সাড়ে ৪ ভরি স্বণাংলংকার, ৪টি মোবাইল ফোন লুটে নেয়। প্রায় ৪০ মিনিট ডাকাতি শেষে ডাকাতদল চলে যায়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ ডাকাতির ঘটনায় ওই ইউনিয়নের আগুয়ান্দী গ্ৰামের লেয়াকত আলীর ছেলে আরমানকে জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

এ ছাড়াও একই রাতে আড়াইহাজার পৌর বাজারে হারুন ভুঁইয়ার মালিকানাধীন রিলোড ভ্যারাইটিজ ষ্টোর এর দোকানের চুরির ঘটনা ঘটেছে। চোরেরা টিনের চালা কেটে দোকানের ভিতর প্রবেশ করে থ্রি পিস, বোরকা, শার্ট, লুঙ্গি বিছানার চাদর ইত্যাদি চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক হারুন ভুঁইয়া জানান, আমার দোকান থেকে প্রায় ৪/৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরি ও ডাকাতির ঘটনায় আতঙ্কে রাত কাটাচ্ছে আড়াইহাজারবাসী।