সোনারগাঁয়ে সাড়ে ৪ লাখ টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে পুলিশ। ওই সময় তিনজনকে গ্রেপ্তার করেছে যাদের মধ্যে ডাকাত সর্দার রহিম সহ বাকিরাও ডাকাতিতে জড়িত।

সোনারগাঁও থানা পুুলিশ জানায়, ৩০ জুলাই মঙ্গলবার বিকেলে সোনারগাঁ থানা পুলিশের এসআই মোঃ আবুল কালাম আজাদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে সোনারগাঁ বৈদ্যেরবাজার লঞ্চঘাট মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে আবদুর রহিম, রুবেল ও সজীবকে গ্রেপ্তার করে। তাদেরকে কাছ থেকে ৪৫০পুুরিয়া হেরোইন উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্যে প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম ডাকাত সর্দার। সে আড়াইহাজার উপজেলার ঝাউকান্দি এলাকার সামসু ওরফে সামসুল হকের ছেলে, রুবেল নরসিংদী জেলার চরমাধবী এলাকার খলিলের ছেলে ও সজিব নরসিংদী জেলার মাধবদী থানার গজারচর এলাকার বাবুল মিয়ার ছেলে।

থানা পুুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত আবদুর রহিমের বিরুদ্ধে ৬টি ডাকাতি মামলা, মোঃ রুবেলের বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। তারা মাদক ব্যবসায়ে জড়িত।