সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’ সামাজিক যোগাযোগ মাধ্যম এর ফেসবুক গ্রুপ ও পেজে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য ৪জন প্রার্থীর মধ্যে অনলাইন ভোটিং জরিপ চালিয়েছে। সেই জরিপে সর্বোচ্চ ভোট পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
তবে সমানতালে অনলাইন জরিপেও জনপ্রিয়তার তলানিতে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর। তবে জরিপে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন যুবদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এসএম ওয়ালিউর রহমান আপেল।
ফেসবুক ব্যবহারকারীদের মাঝে প্রশ্ন রাখা হয়- নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনিত প্রার্থী হিসেবে দেখতে চান। নিম্নে ৪জন সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, এসএম ওয়ালিউর রহমান আপেল, রেজাউল করিম ও খন্দকার আবু জাফরের নাম ও ছবি সংযুক্ত করে ৩৭ হাজার ফেসবুক ব্যবহারকারীদের কাছে পৌছে দেয়া হয়।
গত ১ মে বৃহস্পতিবার থেকে ৪৮ ঘন্টায় এই ভোটিংয়ে ৩৭ হাজার ফেসবুক ব্যবহারকারীদের মাঝে জরিপটি পৌছে দেয়া হলে সেখানে অংশগ্রহণ করে ভোট প্রদান করেছেন ২ হাজার ৮’শ ২১ জন ভোটার। যার মধ্যে মান্নান পেয়েছেন ১৫৫৭ ভোট, যেখানে ৫৫ পারসেন্ট ভোট পান এবং ওয়ালিউর রহমান আপেল পেয়েছেন ৯৮৫ ভোট, যেখানে ৩৪ পারসেন্ট ভোট।
তবে তৃতীয় স্থানে আছেন রেজাউল করিম, যেখানে তার ভোট ২৩৪, যেখানে ৮ পারসেন্ট ভোট এবং খন্দকার আবু জাফর পান ৪৫ ভোট, যেখানে মাত্র ১ পারসেন্ট ভোট প্রদান করেন ফেসবুক ব্যবহারকারীরা। তবে আরো ১৩৮ জন ফেসবুক ব্যবহারকারী কমেন্টস করে মান্নানের পক্ষে সমর্থন জানান। সেখানে দ্বিতীয় স্থানে আপেল।
এখানে উল্লেখ্যযে, এই জরিপ প্রকৃত পক্ষে সোনারগাঁও উপজেলার সকল নেতাকর্মী কিংবা সকলের মতামত প্রকাশ করে না। এটা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহাকারীদের নিয়ে অনলাইন ফেসবুক জরিপ।