মশক নিধন ও প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালীতে মামুন সিরাজুল মজিদের যোগদান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আয়োজিত র‌্যালী ও সমাবেশে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে যোগদান করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বন্দর থানা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ।

২ আগস্ট শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দরের প্রেসক্লাবের সামনে মহানগর আওয়ামীলীগ এক সমাবেশ ও পরবর্তীতে র‌্যালী বের করে। যেখানে মহানগর আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। যেখানে কয়েকশ নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে মহানগর আওয়ামীলীগের এই কর্মসূচিতে যোগদান করেছেন সাবেক ছাত্র নেতা বন্দর থানা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ। এই শোডাউনে আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আউয়াল, আরিফ, পারভেজ, সাইফুল, ইসলাম, বাবু, নাজমুুল ও সাইদুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা।

এদিকে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, ডেঙ্গু আমাদের সমাজের এখন মারাত্মক ব্যাধি। এ ব্যাধির বিপরীতে আমাদের কি কি করণীয় আছে সেজন্য আমরা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি হাতে নিয়েছি। আওয়ামীলীগ সব সময় জনমানুষের পাশে থাকে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে আমরা সচেতনতা সৃষ্টির লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা প্রতিজ্ঞা করব যার যার আঙ্গিনা পরিস্কার করব। বাসাবাড়িতে ফুলের টবে পরিচ্ছন্ন রাখব। জনগণকে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করব। কেননা, ডেঙ্গু মশার প্রকোপে দেশের বিভিন্ন স্থানে মানুষ নানা রোগে মৃত্যুবরণ করছে। এ অবস্থা থেকে উত্তোরণ হতে হলে আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। আমার নেত্রী বলেছেন আওয়ামীলীগ একটি বড় দল। এ দলের রাজনীতিতে অন্তর্ভূক্ত হতে হলে স্বচ্ছ ও পরিস্কার থাকতে হবে। আওয়ামীলীগে কোন অপরাধীদের স্থান নেই। অপরাধী সব সময়ই অপরাধী। তাই আমি বলব অপরাধী যেই হোক যত বড় নেতাই হোক তাকে শাস্তি পেতেই হবে। যদি এটা না হয় তাহলে এ সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। তাই আমরা আওয়ামীলীগকে এমন সংগঠন উপহার দিতে চাই যে সংগঠনে কোন মাদক ব্যবসায়ী থাকবেনা, কোন ভূমিদস্যূ ও চাঁদাবাজ থাকবেনা। অতএব আওয়ামীলীগ একটি সুশৃঙ্খল দল। এ দলে কোন বিতর্কিত লোকদের জায়গা হবেনা।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

মহানগরের ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সামসুল হাসানের সঞ্চালনায় র‌্যালী ও সভায় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা গনি মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা, মহানগর আওয়ামীলীগের সদস্য ও বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বন্দর থানা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রাশিদা বেগম, শিক্ষক নেতা শেখ কামাল, মোঃ সালাউদ্দিন, মোঃ নাজমুল, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, আলী হোসেন, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, ধামগড় আওয়ামীলীগ নেতা ইসলাম পলু, ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ডা. শফিউল্লাহ, এমএ কাউয়ুম, ২৭নং ওয়ার্ড যুবলীগ নেতা আমান, রফিকুল ইসলাম, চলচিত্র লীগ নেতা মদিল হোসেন প্রমূখ।

সভাশেষে র‌্যালীটি বন্দর বাজার, রাজবাড়ী, শাহীমসজিদ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বন্দর বাসষ্ট্যান্ড এসে সমাপ্ত হয়।

বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদক নয়: আক্তার হোসেন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেছেন, শোকের মাস আগস্ট। শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আমাদের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশকে একটি সোনার বাংলায় রুপান্তরিত করতে কিন্তু নিষ্ঠুর বিশ্বাস ঘাতকরা তার স্বপ্নকে ভেস্তে দিয়েছিল। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সত্যিই বিশ্বের দরবারে উঁচু করে ধরে রেখেছেন। তিনি ইতিমধ্যেই মাদক সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন।

২ আগস্ট শুক্রবার বিকেলে বন্দরের মাদবপাশা এলাকায় আয়োজিত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে এডিস মশার উপদ্রব বেড়েই চলেছে। এতে করে দেশে ডেঙ্গু জ্বর মহামারী আকার ধারণ করেছে। ডেগু নিয়ন্ত্রণে আপনাদেরই ভূমিকা পালন করতে হবে। আপনাদের আশ পাশের ডোবা-নালা, টবে জমে থাকা পানি, অপরিস্কার জায়গাগুলো পরিস্কার করে রাখুন। এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করে ফেলুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদবপাশা এলাকার বিশিষ্ট সমাজ মোঃ আলাউদ্দিন প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, ২নং মাদবপাশা এলাকার বিশিষ্ট সমাজ সেবক পীর মোহাম্মদ, মোঃ বাবু মিয়া, মোঃ শামিম, জিল্লুর রহমান, জোবায়ের খান ও বাচ্চু মিয়া প্রমুুখ।

বন্দরে ৯ম শ্রেণির ছাত্র মৃদুল নিখোঁজ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ বন্দরে হাজী সিরাজুদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছাত্রের নাম মৃদুল হোসেন। তার বয়স ১৫ বছর। সে গত ১ আগস্ট বৃহস্পতিবার নবীগঞ্জ নোয়াদ্দা নিজবাড়ী স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। তার স্বজনরা নিকটস্থ সকল আত্মীয়স্বজনের বাড়ী সহ বিভিন্ন স্থানে গিয়েও কোন সন্ধান পাননি।

এ ব্যাপারে নিখোঁজ স্কুল ছাত্রের মা ময়না বেগম ২ আগস্ট শুক্রবার সকালে বন্দর থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার জিডি নং-৫৬। তাং-০২-০৭-১৯ইং।

বন্দরে নূরবাগ যুব সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে হিলফুল ফুযুল ও নূরবাগ যুব সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট শুক্রবার বিকেলে বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কাঠপট্টি এলাকার শীতলক্ষ্যা নদীরপাড় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠন দুটির প্রধান উপদেষ্টা ও বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে খান মাসুদ বলেন, আবারও ষড়যন্ত্র চলছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে কুচক্রিকারীরা নানা কৌশলে অপপ্রচার চালাচ্ছে। পদ্মা সেতুতে মাথা লাগবে বলে গুজব ছড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে। এসকল ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, আমরা জানি ষড়যন্ত্রকারীদের কিভাবে মোকাবেলা করতে হয়। বিরোধী দল থাকা অবস্থায় জামায়াত-বিএনপির দুঃশাসন ও নিপীড়ন নির্যাতনের প্রতিবাদে রাজপথে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল এবং গুলি খেয়েও রাজপথ ছাড়িনি। আমরা দলের সুদিনে নেতা হইনাই, দলের দুুর্দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করেই নেতা হয়েছি। আমরা কোন রক্তচক্ষুকে ভয় করিনা। মেহনতি মানুষের পক্ষে ও অন্যায়ের প্রতিবাদ করতে জীবনের পরোয়া করিনা। আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। কোন অপশক্তির কাছে মাথা নত করিনা। আমার নেতা নারায়ণগঞ্জের প্রাণ পুরুষ একেএম শামীম ওসমানের কাছ থেকে শিখেছি কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। খেলাধুলার মাধ্যমে সমাজকে বদলে দেয়া যায়, খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকান্ড থেকে দুরে রাখতে।

খেলাটি চরম প্রতিদ্বন্ধিতায় ট্রাইব্রেকারে গড়ালে হিলফুল ফুযুল শান্তি সংঘকে ৪/৩ গোলে হাড়িয়ে নূরবাগ যুব সংগঠন চ্যাম্পিয়ন হয়।

হাজী মোঃ সোহরাব খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাদিম হোসেন, সানি, রতন সরকার, মোঃ জনি, নূরবাগ যুব সংগঠনের সভাপতি মোঃ আমির হোসেন, হিলফুল সংগঠনের সভাপতি রাকিবুল, মাহতাব হোসেন, নুরুজ্জামান, আমানুল্লাহ, সাদ্দাম হোসেন ও চিস্তী প্রমুখ।

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সন্ত্রাসী হামলায় আহত বন্দরের রায়হান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসী রাজু বাহিনীর চাপাতির আঘাতে মারাত্মক জখম হওয়া হাফেজীবাগের রায়হানের আশংকা কাটেনি এখনো। বুধবার রাতে থানার কলাবাগ এলাকায় পুর্বশত্রুতার জেরে গার্মেন্টস কর্মী রায়হানের উপর হামলা চালায় সন্ত্রাসী রাজু বাহিনী। এতে রাজু ও তার সহযোগীদের চাপাতির আঘাতে রায়হানের মাথার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।

ঘটনার পরপর আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসতালে ভর্তি করা হয়। কিন্তু ঘটনার ২ দিন পরেও রায়হানের শারীরিক অবস্থার কোন উন্নতি দেখা দেয়নি। এ ঘটনায় আহতের মা বাদী হয়ে বন্দর থানায় ১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- থানার নুরবাগ এলাকার নুর ইসলাম মিয়ার ছেলে রাজু, হাফেজীবাগ এলাকার সেলিম মিয়ার ছেলে আল-আমিন, আক্তার হোসেনের ছেলে নাসির, রেনু বয়াতীর ছেল রাসেল, মৃত বাবুল মিয়ার ছেলে সুমন, মজিবুর রহমানের ছেলে মোঃ ইমন, রাজিব, মোঃ আল-আমিনের ছেলে রাব্বি, রাকিব, আয়নাল হকের ছেলে মোঃইমরান, সাব্বির ও জব্বার মিয়ার ছেলে সোহাগ।

এদিকে মামলার পরে ১০নং আসামি ইমরানকে গ্রেপ্তার করা হলেও পালিয়েছে অন্যান্য আসামীরা। পুলিশ জানায় ইতিমধ্যেই আসামীদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ফতুল্লায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণে সদর উপজেলা প্রশাসন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ ফতুল্লায় বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক। তিনি সদর উপজেলার পক্ষ হতে অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন।

২ আগস্ট শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার কার্যালয়ে অর্ধশতাধিক পরিবারকে চাল বিতরণ করা হয়।

অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) মো: সেলিম রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় ইউএনও নাহিদা বারিক বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ভোর চারটায় তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন স্যার। পরে জেলা প্রশাসক স্যার অগ্নিকান্ডে সূত্রপাত সহ নানা ধরণের খোজখবর নেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন। আর সকাল ৬টার দিকে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে খোজ খবর নিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে তাদের প্রত্যেক পরিবারকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়। পরে দুপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারকে সদর উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এর আগে ১ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগার সংলগ্ন একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে প্রায় ৭০/৮০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে অল্পের জন্য ভয়াবহ আগুন থেকে রক্ষা পেয়েছে একটি সিএনজি পাম্প ও জেলা কারাগার সহ জেলা রেজিস্ট্রি অফিস। ঘটনার পর নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও বস্তিবাসীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ জেলা কারাগারের কাছে সিএনজি পাম্প সংলগ্ন জলাধারের উপর মুলি বাশ ও টিন দিয়ে তৈরি ভাসমান অবস্থায় গড়ে উঠা এই বস্তিতে বেশ কয়েকটি টং দোকান, ঝুটের গুদাম ও বাড়ি সহ প্রায় ৭০/৮০ টি স্থাপনা পুড়ে যায়। এ বস্তিতে কয়েকমাস আগেও ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৩০/৩৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও প্রতি বছর এ বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আর আগুন লাগার সাথে সাথে মূহুর্তের মধ্যে পুরো বস্তি এলাকা ছড়িয়ে পড়ে।

এসময় ধোয়ায় আশপাশের প্রায় দুই তিন কিলোমিটার এলাকা ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বস্তিবাসীরা সহ শত শত মানুষ মধ্য রাতে লিংক রোডে এসে অবস্থান নেয়। আতঙ্ককে ছোটাছুটি করতে থাকেন বস্তির লোকজন। বস্তির পাশেই একটি সিএনজি স্টেশন থাকায় মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে।

আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। এসময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ঢাকা থেকে আসা এবং দূরপাল্লার অর্ধ শতাধিক যানবাহন আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সাতটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

বঙ্গবন্ধুর জন্য এদেশের মুক্তি, কন্যার জন্য অর্থনৈতিক মুক্তি : আনোয়ার হোসেন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধু ব্যতীত বাংলাদেশে স্বাধীন হতো না। বাঙ্গালীর জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্যই এদেশের মানুষের মুক্তি এসেছে। এই জাতির জনকের কন্যার জন্য এখন দেশে অর্থনৈতিক মুক্তি এসেছে।

২ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড়া আমহাট্টা জামে মসজিদের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের জাতীয় শোক দিবস উদযাপন পরিষদের আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও দুর্নীতিমুক্ত করতে জাতির জনকের সুযোগ্য কন্যার বিকল্প নেই। আমরা যারা রাজনীতি করি তাদেরকে জাতির জনকের ও তার কন্যার নীতিকে অনুসরণ মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। কাজ করতে হবে মানুষের জন্য। ডেঙ্গু আজ জাতীর দূর্যোগ, আমাদের সকলকে এই দূর্যোগে এগিয়ে এসে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক জল্লারপাড়া আমহাট্টার জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের সদস্য সচিব তাহের উদ্দিন আহমেদ সানির সঞ্চালনায় জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ জল্লারপাড়া আমহাট্টার আহবায়ক মোঃ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক কামাল দেওয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান সোহেল, সদস্য এবিএম সোহরাব হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খালিদ হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক ইসহাক মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আমরা নারায়ণগঞ্জবাসী সভাপতি হাজী নুরউদ্দিন আহম্মেদ, ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিস আহমেদ, ১৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদ উল্লাহ, উদযাপন কমিটির উপদেষ্টা মোবারক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার, বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েশনের পরিচালক ফয়সাল আহম্মেদ দোলন, হাজীগঞ্জ আওয়ামীলীগ নেতা নূর আহম্মেদ ফয়সাল, আফতাব আহম্মেদ, জাহাঙ্গীর হোসেন খোকা, রাহাত মিয়া, হাবিবুর রহমান শ্যামল, আমির হোসেন বাদল, আবুল কাশেম রিবন ও মোসাদ্দেক আহম্মেদ অপু প্রমুখ।

মাদক নিয়ে কাউন্সিলর দুলাল প্রধান সহ ৫জন গ্রেপ্তার, রিমান্ডের আবেদন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মাহামুদ দুলাল প্রধান সহ ৫ জনকে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তাদের কাছ থেকে ৫০ বোতন ফেন্সিডিল উদ্ধার ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ১ আগস্ট বৃহস্পতিবার সন্ধায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকশ টিম এসআই মোঃ আব্দুল জলিল মাতুব্বর, এসআই খোকন চন্দ্র সরকার, এএসআই আমিনুল ইসলাম ও সঙ্গীয় অন্যান্য ফোর্স সহ নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে নবীগঞ্জ ফেরী ঘাটে অবস্থান কালে গোপন সূত্রে সংবাদ পায় যে, চাষাড়া হতে একটি সাদা রং এর মিনি হায়েস গাড়ী যার নম্বর-ঢাকা মেট্রো-চ-৫৩-৯৪৮‘তে করে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বহন করে নবীগঞ্জ ঘাটের দিকে যাচ্ছে।

উক্ত সংবাদের সত্যতা যাচায়ের জন্য ডিবির উক্ত চৌকশ টিম রাত দশটার দিকে উক্ত মিনি হায়েস গাড়ীটি নবীগঞ্জ ফেরী ঘাটে পৌছা মাত্রই থামানো সংকেত দিয়ে ফেরী ঘাটের রোডে যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর থামানো হয়। উক্ত যাত্রী ছাউনিতে ও আশপাশে থাকা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উক্ত গাড়ী সহ গাড়ীর ভেতরে থাকা যাত্রীদের তল্লাশীকালে আসামী সাইফুদ্দীন আহম্মেদ দুলাল প্রধানের দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের সামনে ডান পকেটে ২ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, অপর আসামী কামাল হাসানের পরিহিত প্যান্টের সামনে ডান পকেটে ২ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল পাওয়া যায়।

এছাড়াও পুলিশ জানায়, আটককৃত গাড়ী তল্লাশী কালে গাড়ীর মাঝখানের ছিটের নিচে একটি শপিং ব্যাগের মধ্যে ২০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, গাড়ীর পিছনের ছিটের নিচে অপর আরেকটি শপিং ব্যাগের মধ্যে আরো ২০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ড্রাইভারের ছিটের পিছনে পকেটে রাখা ৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সর্বমোট ৫০ বোতল মাদক জাতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং বিধি মোতাবেক জব্দ করা হয়।

ধৃত আসামী দুলাল প্রধানের শার্টের বুক পকেট হতে ফেন্সিডিল বিক্রির নগদ ৩২ হাজার টাকাও বিধি মোতাবেক জব্দ করা হয়। আরো অপর সহযোগী আসামীরা হলো মনির হোসেন মনু, তানভীর আহম্মেদ সোহেল ও মোঃ মজিবর রহমান।

পুলিশ জানায়, উক্ত আসামীদের জিজ্ঞাবাদ করলে মূল আসামী দুলাল প্রধান স্বীকার করে যে, তিনি একজন কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উক্ত পরিচয়ের আড়ালে সে এবং তার সহযোগীরা একে অপরের সহায়তায় ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল।

উক্ত বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার) বলেন, মাদকের সাথে কোন আপোস নাই। অপরাধী যেই হোক না কেন, অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে।

জাতিসংঘের ‘ফিউচার লিডার কংপ্রেস’-এ বাংলাদেশ প্রতিনিধি নারায়ণগঞ্জের জুম্মা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতিসংঘের ‘ফিউচার লিডার কংগ্রেস-২০১৯’ কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জের সন্তান ইব্রাহিম আদহাম খান জুম্মা।

যুব উন্নয়ন বিষয়ক বিভিন্ন গবেষণাপত্র এবং ‘জাতিসংঘ উন্নয়ন লক্ষ্য ২০৩০’ এর জন্য জমা দেওয়া বিবেচ্য বিষয়গুলো গৃহিত হওয়ায় বাংলাদেশ থেকে ডেলিগেট হিসেবে নির্বাচিত হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেন ইব্রাহিম।

থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত জাতিসংঘের ‘ইউএন এস্কেপ’ সম্মেলন কেন্দ্রে আগামী ৪ আগস্ট থেকে শুরু হতে হওয়া তিন দিনব্যাপী কনফারেন্সে বিশ্বের ৫২টি দেশ থেকে নির্বাচিত সম্ভাবনাময় ১৯৬ জন যুব নেতাদের সাথে কংগ্রেসে অংশগ্রহণ করতে ৪ আগস্ট দিবাগত রাত ২টায় থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

তিনদিন ব্যাপী অনুষ্ঠিতব্য সম্মেলনে জাতিসংঘের এ্যাকশন ক্যাম্পেইন ‘মাই ওয়ার্ল্ড ২০৩০ এশিয়া প্যাসিফিক এডভোকেসি’ এর উপর বক্তব্য প্রদান ও যুক্তিতর্ক স্থাপন শেষে আগামী ৮ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার।

এ বিষয়ে ইব্রাহিম আদহাম খান জুম্মা বলেন, ‘যেহেতু আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি সেহেতু আমার প্রথম লক্ষ্য হবে আমার কাজ ও বক্তব্য দিয়ে দেশের সম্মান অক্ষুন্ন রাখা এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরা, কারণ দেশের ব্যাপারে যত পজিটিভ দিকগুলি আমরা বাইরে তুলে ধরতে পারব, বিদেশী বিনিয়োগ ও সহযোগীতা এবং বিদেশীদের আমাদের সাথে ব্যবসায়ী মনোভাব তত উন্নত হবে।

সবশেষে তিনি নারায়ণগঞ্জবাসীর নিকট দোয়া চান যাতে দেশের হয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।

প্রসঙ্গত, ইব্রাহিম আদহাম খান জুম্মা নারায়ণগঞ্জের সাবেক এম.এল.এ আব্দুল সামাদ খানের কনিষ্ঠ নাতি, নারায়ণগঞ্জের সাবেক বিশিষ্ট ব্যাংকার ফজলে রাব্বি খান বাবরের পুত্র এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি খালেদ হায়দার খান কাজলের ছোট ভাই। ইব্রাহিম আদহাম খান একজন ব্যবসায়ী উদ্যোক্তা ও অরাজনৈতিক সেবামূলক সংগঠন নারায়ণগঞ্জ ইয়থ ক্লাব এর প্রতিষ্ঠাতা।

সিদ্ধিরগঞ্জে বাড়িওয়ালার ছেলের সঙ্গে প্রেম, বাড়িওয়ালার অপবাধ স্কুল ছাত্রীর আত্মহত্যা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়িওয়ালার ছেলের সঙ্গে প্রেম করায় ওই বাড়িওয়ালার বকাঝকা ও মিথ্যা অপবাধ দেওয়ায় রুমানা আক্তার (১৫) নামে লক্ষীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। ১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় নাসিক ১০নং ওয়ার্ডের পাঠানটুলী রাজা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রুমানা রংপুর জেলার সাতরাস্তার মোড় এলাকার মোনতাজ মিয়ার মেয়ে। সে তার বোন আমেনের সাথে ওই বাড়িতে বসবাস করতো। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

নিহতের বোন আমেনার আভিযোগ, রাজা মিয়ার আমার বোন নিহত রুমানেকে মিথ্যা অপবাধ দিয়ে বুধবার দুপুরের চর মারে। আমার বাবা কাছে ফোন করে রুমানার সর্ম্পকে বাজে মন্তব্য করে। এ অভিমানে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওরনা দিয়ে গলায় ফাঁস দেয়। রাজা মিয়া আমার নিষ্পাপ বোনকে অপবাধ দিয়েছে।

তিনি আরও বলেন, বুধবার রাজা মিয়ার ছেলে সিয়াম ঘরের সামনে এসে পানি চায়। এসময় রুমানা পানি দেয়। পরে রাজা মিয়া সিয়াম ও রুমনাকে নিয়ে বাজে মন্তব্য করে।

এদিকে বাড়ির মালিক রাজা মিয়া উপস্থিত সাংবাদিকদের বলেন, তার ছেলে সিয়াম মাত্র ১৫ বছর। বুধবার রুমানাদের ঘরে কয়েকঘন্টা ছিলো দরজা বন্ধ করে। এ বিষটি বাড়ির লোকজন ও বাড়িতে কাজ করা লেবারা বলেছে। এ ঘটনায় আমি ছেলেকে মারধর করেছি। মেয়েকে বকাজকা করেছি। তাদের মধ্যে কিছু হয়েছে কিনা আমি বলতে পারবোনা।

তিনি আরও বলেন, রাতে মেয়ের বাবাকে এ ঘটনা বলেছি। তাছাড়া তাদের ৪ মাস আগে বাসা ছেড়ে দিতে বলেছি কিন্তু তারা যাননি। সকালে তাদের ৩ বোনকে ঘরে বসে কথা বলতে দেখেছি।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ