আড়াইহাজারে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩, আহত ২০

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫/২০জন যাত্রী।

২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার এ সড়ক দূর্ঘটনা ঘটে। আর ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করে।

নিহত হয়েছেন আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার মৃত তোতা মিয়ার ছেলে নূরে আলম (৩০) ও ঝিনাইদহ কালীগঞ্জ এলাকার মৃত হায়দার আলীর ছেলে শহিদুল হক (৫৫) এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আর তাৎক্ষনিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। নিহত নুরে আলম রিকশা চালক ও শহিদুল স্থানীয় একটি মিষ্টির দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।

কাঁচপুর হাইওয়ের থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, ঢাকা থেকে নরসিংদীগামী একটি লোকাল একটি যাত্রীবাহী বাস যার নম্বর (ঢাকা মেট্রো-জ-১১-২২৪৫) আড়াইহাজার পুরিন্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ যাত্রী নিহত হন। আর অন্তত ১৫/২০ জন নারী পুরুষ আহত হয়েছেন। এ ছাড়াও হাসপাতালের নেওয়ার পর আরো ১ জন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাঁচরুখী ও মাধবদীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।

তিনি আরো বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে এবং যানচলাচল স্বাভাবিক রয়েছে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা গেছেন। ২ জনের পরিচয় পাওয়া গেলেও হাসপাতালে মারা যাওয়ার ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। শুনেছি তার বাড়ী রুপগঞ্জ এলাকায়। এই ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পেটের ভিতর ৩ হাজার ইয়াবা, এক্স-রে করে বের করলো র‌্যাব

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মাদক ব্যবসায়ীর পেটের ভিতর থেকে এক্স-রে করে ৩ হাজার ইয়াবা বের করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। এ ঘটনায় ওই মাদক ব্যবসায়ী তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার এ তথ্য জানান র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী।

তিনি জানান, র‌্যাব-১১, সিপিএসসি এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড এলাকা হতে অভিনব কৌশলে ইয়াবা পাচারকারকালে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার পেট হতে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ইয়াবা পাচারকারী মোঃ তাজুল ইসলামের বাড়ী নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন ভারগাঁও দরগাহ বাড়ী এলাকায়। মাদক ব্যবসা তার একমাত্র পেশা। সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা ঢুকিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে বাসযোগে ঢাকায় এসে ঢাকা ও নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা পৌঁছে দিয়ে আসছে।

র‌্যাব আরও জানায়, তাজুল ইসলাম নারায়ণগঞ্জের ইয়াবা পাচারকারী দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে অভিনব কৌশলে ইয়াবা পাচার করে আসছে। উক্ত ইয়াবা পাচারকারী একই কৌশলে কক্সবাজারের টেকনাফ হতে বাসযোগে ঢাকায় ইয়াবা নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ২৪ অক্টোবর বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে একটি বাস থেকে সন্দিগ্ধ হিসেবে মোঃ তাজুল ইসলামকে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলামের কথা ও আচরণে অসংলগ্নতা ও অস্বাভাবিকতা প্রকাশ পেলেও ইয়াবা পাচারের বিষয়ে সে অস্বীকার করে। অতঃপর তার পেটের ভিতর ইয়াবা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নিকটবর্তী কাঁচপুর ব্রীজ সংলগ্ন সাজেদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে এক্স-রে করে দেখা যায় তার পেটের ভিতর অসংখ্য ডি¤¦াকৃতির বস্তু বিশেষ রয়েছে।

পরবর্তীতে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম স্বীকার করে যে তার পেটের ভিতর কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ১০০টি ইয়াবার পোটলা রয়েছে যার প্রত্যেকটিতে ৩০ পিস করে মোট ৩ হাজার পিস ইয়াবা রয়েছে।

সে আরও স্বীকার করে যে, কক্সবাজারে এই ইয়াবার পোটলাগুলো সে খাবারের সাথে গিলে খায় এবং ঢাকায় এসে পায়খানার সাথে বের করে। অতঃপর সে হাসপাতালের টয়লেটে গিয়ে তার পায়ু পথ দিয়ে কালো টেপ মোড়ানো ছোট ছোট ডিম্বাকৃতির ১০০টি পোটলা বের করে দেয়। উক্ত পোটলাগুলো হতে প্রত্যেকটিতে ৩০ পিস করে মোট ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম দীর্ঘদিন যাবৎ এভাবে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

আড়াইহাজারে যুবদলের সভা: প্রতিষ্ঠা বার্ষিকীর শ্লোগান হবে খালেদা জিয়ার মুক্তি

বিশেষ প্রতিবেদক, আব্দুল্লাহ আল মামুন:

আগামী ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রস্তুতিমূলক সভা করেছেন যুবদলের নেতাকর্মীরা। ওই সভায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দীন চৌধুরী সালামত বলেছেন, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর শ্লোগান হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির শ্লোগান।

২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজার উপজেলার ইলমদী এলাকায় জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমনের বাসভবনে যুবদলের নেতাকর্মীরা এই সভাটি করেন। সভায় যুবদলের নেতাকর্মীরা সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী পালনে সক্রিয় অংশগ্রহণের কথা জানান।

প্রস্তুতিমুলক সভায় সালাউদ্দীন চৌধুরী সালামতের সভাপতিত্বে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শব্দর আলী, জহিরুল ইসলাম, জাকির হোসেন মেম্বার, মোহাম্মদ লিটন, মো: কামাল হোসেন, আহসান উল্লাহ, রুহুল আমিন, মো: মঞ্জুর হোসেন, বাসেত হোসেন, মো: আবুল মিয়া, মো: হামিদ, মো: শরীফ, আশরাফুল ইসলাম আশরাফ প্রমূখ।

শীতলক্ষ্যার তীরে অবৈধ ৫ ডকইয়ার্ড উচ্ছেদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যার নদীর তীরে অবৈধ ৫ ডকইয়ার্ড উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার মেহজাবীন ও বন্দরের সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

এর আগে জাতীয় নদী রক্ষা কমিশন থেকে অবৈধ দখলদারদের তালিকা চেয়ে চিঠি পাঠালে তার পরিপ্রেক্ষিতে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান এ তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসনের কাছে পাঠান। তালিকায় কে কি পরিমাণ কোন জায়গা দখল করে রেখেছেন তার আদ্যোপান্ত তুলে ধরা হয়।

উচ্ছেদকৃত ডকইয়ার্ডগুলো হলো বন্দর ইউনিয়ন ভূমি অফিসের আওতাভুক্ত এলাকা শীতলক্ষ্যার নদীর তীরবর্তী গঙ্গাকুল বন্দর ম-খন্ড মৌজায় অবস্থিত আশ্রাব উদ্দিন খানের মেসার্স খান ডকইয়ার্ড, বন্দর কবরস্থান রোডের দুই ভাই মোঃ বাবুল সাউদ ও মোঃ মহিউদ্দিন সাউদের মালিকানাধীন যথাক্রমে মেসার্স শেফা ডকইয়ার্ড, মেসার্স সাউদ ডকইয়ার্ড, ইস্পাহানী এলাকার মোঃ আবুল হোসেনের আবুল হোসেন ডকইয়ার্ড ও মোঃ ইব্রাহীমের মেসার্স ইব্রাহীম ডকইয়ার্ড।

উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও বন্দর থানার (তদন্ত) ইন্সপেক্টর মোঃ আজহারুল ইসলাম।

না’গঞ্জ মহানগর বাস্তহারা লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর বাস্তহারা লীগের ৫১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১৯অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ বাস্তহারা লীগের কেন্দ্রীয় সভাপতি তোফাজ্জল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত মহানগর বাস্তহারা লীগের এ কমিটিতে জয়নাল আবেদীন রাজুকে সভাপতি, মোঃ ইউনুছ গাজীকে সিনিয়র সহ-সভাপতি ও মোঃ আলীকে সাধারণ সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এ কমিটিতে সহ-সভাপতি পদে মোসা: মায়া, মোঃ মনির হোসেন, রানা মাহমুদ, সাইফুল ইসলাম কহিনুর, দবির মৃধা, আমির উদ্দিন, মিনা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক পরশ, সোহরাব হোসেন, মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মকবুল, সহ-প্রচার সম্পাদক ইমদাদুলক হক রাকিব, আল আমিন, দপ্তর সম্পাদক মান্নান ভূইয়া, মহিলা বিষয়ক সম্পাদক মো: হেনা।

কেন্দ্রীয় কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম জনি ও জয়পুরহাট জেলা কৃষকলীগের সভাপতি ফিরোজা চৌধুরী সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের নারায়ণগঞ্জ মহানগর বাস্তহারা লীগে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা ফুলেল অভ্যর্থণা জানান এবং তাদের দিক নির্দেশনানুযায়ী দলীয় কর্মকান্ড পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ কলেজে নতুন ভবনের নির্মাণ কাজের পরিদর্শনে সেলিম ওসমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ কলেজের নির্মাণাধীন বহুতল ভবনের কাজের সরেজমিন পরিদর্শন করেছেন ও কলেজের গর্ভানিং বডির সভাপতি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে এমপি কলেজে উপস্থিত হয়ে কাজের অগ্রগতি সম্পর্কে খোজ খবর নেন।

এমপি সেলিম ওসমানের চাহিদা পত্রের পরিপ্রেক্ষিতে ২ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে মাধ্যমে উক্ত ভবনটি নির্মিত হচ্ছে।

নির্মাণ কাজের পরিদর্শন কালে সন্তোষ প্রকাশ করে এমপি সেলিম ওসমান বলেন, ইতোমধ্যেই কলেজের নিজস্ব ফান্ডে ১০তলা ফাউন্ডেশনে একটি ৭তলা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে যেটি শেখ কামাল ভবন নামে নামকরন করা হবে, শীঘ্রই ভবনটি উদ্বোধন করা হবে।

এছাড়াও বিশ্বব্যাংকের একটি প্রকল্পে শিক্ষা ও শিক্ষার্থীদের মানোন্নয়নে ৮টি কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। আমরা নারায়ণগঞ্জ কলেজকে বাংলাদেশের মধ্যে একটি আধুনিক কলেজে রূপান্তরিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সকলের সম্মিলিত এ প্রচেষ্টা বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা উন্নত ও মান সম্পন্ন শিক্ষা গ্রহণের জন্য ঢাকামুখী হবে না অন্যদিকে ঢাকার বিশ্ববিদ্যালয় গুলোতেও চাপ কমে আসবে। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা। উল্লেখ্য চলতি বছরের ৩০ জুলাই ভবনটির নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর করা হয়েছে।

ফতুল্লায় গ্যাংস্টার গ্রুপের ৭ সদস্য গ্রেপ্তার, অস্ত্র গুলি উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লায় নারী উত্ত্যক্তকারী গ্যাংস্টার গ্রুপের ৭ সদস্যকে গেস্খপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুুপার আলেপ উদ্দীন এ তথ্য জানান।

তিনি জানান, র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ২৪ অক্টোবর ২০১৯ রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন উত্তর ইসদাইর গাবতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নারীদের উত্ত্যক্তকারী গ্যাংস্টার গ্রুপের ৭জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররকৃতরা হলো- মোঃ আল আমিন, মোঃ রফিক, মোঃ আবির, ইমরান, মোঃ আবির হোসেন, মোঃ রুবেল ও মোঃ মামুন হোসেন ওরফে শাওন। গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড পিস্তলের গুলি সহ ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু ও ২টি গোলতি উদ্ধার করা হয়। গ্রেপ্তাকৃতরা নিজেদেরকে গ্যাংস্টার গ্রুপের সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।

র‌্যাব আরও জানায়, তারা সবাই গ্যাংস্টার গ্রুপের সক্রিয় সদস্য। তারা বিভিন্নভাবে ঐ এলাকার বিভিন্ন বয়সী নারী ও মেয়েদের শ্লীলতাহানি করে আসছে বিশেষ করে পোষাক শিল্পগামী নারীদের উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ প্রবল। তাদের এই গ্রুপের নেতৃত্ব দেন গাবতলী নতুন বাজার এলাকার উজ্জল নামের এক সন্ত্রাসী। উজ্জল বর্তমানে পলাতক আছে।

তাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্যাংস্টার গ্রুপের সদস্যরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের গাবতলী এলাকায় সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা সাধারণ জনগণের সাথে থাকা ব্যাগ, মোবাইল ফোন, মহিলাদের ভ্যানিটি ব্যাগ চাকু বা ব্লেড দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছোঁ মেরে ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।

এ ছাড়াও ঐ এলাকায় কোন অপরিচিত লোক আসলে তাদেরকে নানাভাবে হেনস্থা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো। এসকল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ অত্র ব্যাটালিয়নের একটি বিশেষ দল গ্যাংস্টার গ্রুপের সদস্যদের উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ভোলার ঘটনায় সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ভোলার বোরহানউদ্দিনের হতাহতের ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ প্রহরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঈমাম উলামা ঐক্য পরিষদ।

২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ঈমাম উলামা ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচি পালন করা হয়। মিছিলটি উপজেলার উদ্ধবগঞ্জের বানীনাথপুর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাবিবপুর মোড়ে গিয়ে শেষ হয়।

ঈমাম উলামা ঐক্য পরিষদের সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্ধবগঞ্জ এলাকায় মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁয়ের বিভিন্ন মসজিদের ঈমাম ও খতিবগণ।

বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তৌহিদী জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিনে আল্লাহ ও রাসূলকে (সা:) নিয়ে কটূক্তি করে এক হিন্দু ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের প্রতিবাদে মুসল্লিদের সমাবেশ উপলক্ষে পুলিশের সাথে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শ্মশানের ৫০ লক্ষ টাকা ব্যয় উন্নয়ন কাজের উদ্বোধন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২৪ অক্টোবর বৃহস্পতিবার ৫০ লক্ষ টাকা ব্যায় নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় শ্মাশানের পশ্চিম দিকের মজা পুকুর ভরাট করে শ্মশানের জায়গা বৃদ্ধি, পূর্ব দিকের পুকুরে গার্ড ওয়াল নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এ সময় কাউন্সিলর খোরশেদ বলেন, অচিরেই শ্মশানের পুরাতন ভবন ভেঙ্গে নতুন তিন তলা ভবনের কাজ শুরু হবে। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তদন্তকারী কর্মকর্তা হিসেবে ঢাকা বিভাগে শ্রেষ্ঠ এসআই আজাদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ঢাকা বিভাগীয় রেঞ্জে মামলা তদন্তকারী কর্মকর্তা ও সাহসিকতার জন্য শ্রেষ্ঠত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ সোনারগাঁও পুলিশের এসআই আবুল কালাম আজাদ।

২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিভাগীয় রেঞ্জ অফিসে অপরাধ সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের কাছ থেকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা (সাব-ইন্সপেক্টর) হিসেবে পুরষ্কার গ্রহণ করেন এসআই আবুল কালাম আজাদ।

এ বিষয়ে এসআই আবুল কালাম আজাদ বলেন, ঢাকা রেঞ্জ (ঢাকা বিভাগ) এর ১৩ জেলার মধ্যে শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা (সাব-ইন্সপেক্টর) হিসেবে নির্বাচিত হয়েছি। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ক্লু-লেস মার্ডার মামলা তদন্ত, রহস্য উদঘাটন ও মামলার মূল আসামি গ্রেপ্তার এবং মামলার সকল আলামত উদ্ধার করায় এই স্বীকৃতি ও অর্জন।

এ ছাড়াও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই সঙ্গে তিনি বলেন, ধন্যবাদ জ্ঞাপন করছি নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মোঃ খোরশেদ আলম, সোনারগাঁ থানার সুযোগ্য অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় আজকে আমার এই পুরস্কার প্রাপ্তির জন্য।

ওই সময় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোঃ আসাদুজ্জামান ও ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারগণ।

সর্বশেষ সংবাদ