ডিসির সঙ্গে সৌজন্য সাক্ষাতে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাব

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। ১৪ মে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই সৌজন্য সাক্ষাত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মো. আসাদুজ্জামান নুরের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর সাংবাদিক জহিরুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টেলিভিশন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মো. আল আমিন (এমএ), সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ঘোষণার জামান ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক প্রথম দিগন্ত কাজী সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ, ভোরের আকাশের আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নওরোজের আকতার হোসেন প্রমুখ।