সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবে ১২ মে সোমবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় সংবাদ ও সাংবাদিকতা বিষয়ে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে আলোচনা হয়। সোনারগাঁয়ের উন্নয়ণ, অগ্রগতি, সমস্যা ও সম্ভবনা নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশনে ক্লাবের সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন।
সভায় প্রেসক্লাব ভবন উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আধুনিক সুযোগ সুবিধা সংবলিত ভবন নির্মাণের বিষয়ে উপস্থিত সদস্যগণ আলোচনা করেন। সভায় বিগত বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিবেদন তুলে ধরেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন (এমএ)।
প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মো. আসাদুজ্জামান নুরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর সাংবাদিক জহিরুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টেলিভিশন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মো. আল আমিন (এমএ), সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ঘোষণার জামান ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক প্রথম দিগন্ত কাজী সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ, ভোরের আকাশের আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নওরোজের আকতার হোসেন প্রমুখ।