ফতুল্লায় নূতন কুড়ি যুব সংঘের উদ্যোগে শ্যামাপূজা উদযাপন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ঘোষবাড়ি নূতন কুড়ি যুব সংঘের উদ্যোগে শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার রাতে এক ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিত মন্ডল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবু ঘোষ।

আলোচনা সভায় প্রধান অতিথি রণজিত মন্ডল নূতন কুড়ি যুব সংঘের কর্মকর্তা ও সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, শ্যামা মায়ের আশির্বাদে দেশ ও জাতির মঙ্গল হোক। গর্ভধারিনী মা আর জগত জননী শ্যামা মা এক হয়ে যায় ভক্তির মাধ্যমে। প্রতিবছর এখানে মায়ের পূজা হবে বলে এ আশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ফতুল্লা মডেল থানা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রণজিৎ মোদক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রান্ত ঘোষ, সুমন ঘোষ, আশিক ঘোষ, জিতু ঘোষ, সঞ্জয় ঘোষ, সুজন ঘোষ, অপু ঘোষ প্রমুখ। আলোচনা শেষে আরতি নৃত্য পরিবেশন করা হয়।

বন্দরের প্রয়াত শিক্ষকের রুহের মাগফেরাত কামনায় দোয়া

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে ধামগড় ইউনিয়নের কামতাল মালিভিটা এলাকায় নুরুন আলা নুর এছহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা কাজী নুরে আলমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়ায় অংশ নেন নুরুন আলা নুর এছহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আবু সাঈদ মেম্বার, সুপারেন্টেন্ট আব্দুর সাত্তার, অভিভাবক সদস্য মুনজুরুল হক ভুইয়া, মহিউদ্দিন সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে নুরুন আলা নুর এছহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা কাজী নুরে আলম মৃত্যুবরণ করেন।

বন্দরে নারী-শিশু উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টশন কর্মশালা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম পঞ্চম পর্যায় শীর্ষক প্রকল্পের জিওবি আওতায় নেতৃাস্থানীয় ব্যক্তিবর্গর নিয়মে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার বন্দর উপজেলা প্রশাসন ও বন্দর জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে বন্দর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান এমএ রশিদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা তথ্য অফিসার সিরাজউদ্দৌলা খান, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, বন্দর উপজেলা শিক্ষা অফিসার সোহাগ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল কাদের, বন্দর উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর, মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ হোসেন সহ উপজেলার বিভিন্ন কর্মচারী কর্মকর্তাবৃন্দ।

রূপগঞ্জের মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদণ্ড

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। ২০১১ সালে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা যা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর রূপগঞ্জ থানার মঙ্গলখালী এলাকার মোঃ রবিউল্লাহর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর তৎকালীন উপ-পরিদর্শক নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া সিনেমা হলের পিছন থেকে আসামি জাহাঙ্গীরকে ৩০ গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার করে। পরে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিবির এসআই নজরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সালাউদ্দীন সুইট জানান, ২০১১ সালের রূপগঞ্জ থানার দায়ের করা একটি মাদক মামলায় জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা যা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় ৫জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।

যেভাবে আইনজীবীদের স্বপ্ন পূরণ করলেন জুয়েল মোহসীন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১২’শ আইনজীবীর বহুল প্রত্যাশিত স্বপ্নের ডিজিটাল বার ভবনের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী পবিত্র কোরআন খানী, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে আইনজীবীদের মাঝে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। দোয়া মাহফিলে কয়েকশ আইনজীবীর উপস্থিতি ছিল চোখে দেখার মতই। দিনটি অনেকটা আইনজীবীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়। পুরাতন ভবন ভেঙ্গে সেখানে ডিজিটাল বার ভবন তৈরি করা সম্ভব সেই স্বপ্ন দেখিয়েছিলেন জুয়েল ও মোহসীন। তা তারা বাস্তবায়ন করে দেখালেন। যে কারনে আইনজীবীরা বলছেন, আইনজীবীদের স্বপ্ন যেমন দেখিয়েছেন, তেমনি পূরণ করলেন জুয়েল মোহসীন।

দোয়া মাহফিলের পূর্বে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল তার বক্তব্যে নারায়ণগঞ্জের সকল আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়াও নারায়ণগঞ্জের বিকেএমইএ এর সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল ও নারায়ণগঞ্জ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি খালিদ হায়দার কাজলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা এই ভবনে নির্মাণে সহযোগীতা ও সাহস জুগিয়েছেন।

পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন তাদের প্রতি যারা এই ভবন নির্মাণে বিভিন্ন ইস্যূতে বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তাদের বিষয়ে। তিনি বিষয়টি সকল আইনজীবীদের জ্ঞাতার্থে তুলে ধরেন।

এ সময় আইনজীবী সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় এবং এমপি শামীম ওসমান ও এমপি সেলিম ওসমানের সু-স্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মুফতি দেলোয়ার হোসেন সরকার ।

জানাগেছে, ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে আইনজীবী সমিতির ৮তলা বিশিষ্ট ডিজিটাল বার ভবনের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়। এই কাজটি সফল করতে দিন রাত পরিশ্রম করেছেন সমিতির সভাপতি ও সেক্রেটারি। সকাল থেকে পবিত্র কোনআন তেলোয়াত করা হয়। এরপর দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে সকল আইনজীবী ও সাংবাদিকদের মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করা হয়। দোয়া মাহফিলে দলমত নির্বিশেষে আইনজীবীরা উপস্থিত ছিলেন। যারা এই কাজটি সফল করতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সহযোগীতা করেছেন তাদের জন্যও দোয়া পালন করা হয়। ইতিমধ্যে দুই কোটি টাকা অনুদানদাতা একেএম সেলিম ওসমানের জন্যও বিশেষভাবে দোয়া পালন করা হয়।

এর আগে দোয়া মাহফিল পূর্বে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান বলেন, নারায়ণগঞ্জের আইনজীবীদের জন্য যে বহুতল ডিজিটাল বার ভবন নির্মাণ করা হচ্ছে তা বাংলাদেশের আর কোথাও আছে কিনা জানি না। আর তাই বারের সভাপতি সম্পাদক জুয়েল মোহসীন সহ কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেই কামনাই করি।

এর আগে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল সভাপতির বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ স্বপ্ন পূরণের দিন। নারায়ণগঞ্জ বারের আইনজীবীদের ভালোবাসার ফসল হচ্ছে এই বার ভবন।

এমপি সেলিম ওসমানের অবদান তুলে ধরে তিনি বলেন, ২০১৭ সালে আইনজীবী সমিতির একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইনমন্ত্রী, সেই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সম্মানিত এমপিগণও। অনুষ্ঠানে দাড়িয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান বলেছিলেন, কোথায় এনে বসতে দিলে আমাদের এখানে তো বাথরুমের গন্ধ পাওয়া যায়! আইনমন্ত্রী অনুমতি দিলে আমি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির জন্য একটি আধুনিক বার ভবন নির্মাণ করে দিতে চাই। আইনমন্ত্রী সেদিন তার বক্তব্যে বলেছিলেন, আমি অনুমতি দিবো না, আপনাকে অনুরোধ করবো একটি ভবন নির্মাণ করে দেয়ার জন্য। সেদিন থেকেই এ স্বপ্নের শুরু।

বার সভাপতি আরো বলেন, বার ভবন নির্মাণের কাজ শুরু করতে গিয়ে মুখোমুখি হতে হয়ে নানা প্রতিকূলতার, পাড় করতে হয়েছে বাঁধা বিপত্তি। তবে নারায়ণগঞ্জের আইনজীবীদের ভালোবাসা আমাদের সাহস জুগিয়েছে।

তিনি বলেন, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর আইনমন্ত্রী সহ নারায়ণগঞ্জের সকল এমপিকে দাওয়াত করলাম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্যে কিন্তু একটি মহল বারের উন্নয়ন কাজ বাঁধাগ্রস্থ করতে আইনমন্ত্রীকে বেনামে চিঠি পাঠালো অনুষ্ঠানে না আসতে! বলা হলো বার ভবন নির্মাণের জায়গা নিয়ে সমস্যা রয়েছে। কিন্তু তাদের কোন ষড়যন্ত্রই সফল হয়নি, মন্ত্রী এসেছেন এবং ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে গেছেন।

সেলিম ওসমানের আরো ভুমিকা তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার পূর্বে এক কোটি টাকার চেক দিয়ে গেছেন বার ভবন নির্মাণের কাজ শুরু করতে। এরপর দুই কিস্তিতে তিনি আরো এক কোটি টাকা দিয়েছেন। এমপির সেই অর্থ দিয়েই আজ আমরা কাজ এতোদুর এগিয়ে নিয়ে আসতে পেরেছি। এ কাজে জেলা আইনজীবী সমিতির একটি টাকাও খরচ করতে হয়নি।

তিনি আরো বলেন, আমরা কৃতজ্ঞ আমাদের আইনমন্ত্রীর প্রতি, বস্ত্র ও পাট মন্ত্রীর প্রতি। কৃতজ্ঞ নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান সহ নারায়ণগঞ্জের সংসদ সদস্যগণের প্রতি। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আমাদের কৃতজ্ঞতা নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল ও বিকেএমইএ’র সহ সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেলের প্রতি, যারা ভবনের নকশা প্রণয়ণ থেকে শুরু করে আজ ছাদ ঢালাই পর্যন্ত নিরলসভাবে আমাদের পাশে থেকেছেন। নারায়ণগঞ্জের প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি আমাদের কৃতজ্ঞতার ভাষা নেই, তারা তাদের লেখনির মাধ্যমে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। আর নারায়ণগঞ্জের আইনজীবী ভাই বোনরা যে ভালোবাসা দেখিয়েছেন, যেভাবে সর্বক্ষণ সহযোগিতা করেছেন তা আমাদের সাহস যুগিয়েছে এই বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে। তাই নারায়ণগঞ্জের আইনজীবীদের প্রতি আমরা চীন কৃতজ্ঞ।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে দোয়া মাহফিলে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুুহাম্মদ মোহসীন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান, নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহ্ মোঃ জাকির হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আতিক বিন কাদের, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, নারায়ণগঞ্জ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ’র সহ সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, আদালতের পিপি অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, জিপি অ্যাডভোকেট মেরিনা বেগম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুদ উর রউফ, অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, অ্যাডভোকেট সেলিনা ইয়াসমিন, ভিজি কৌশলি অ্যাডভোকেট ওয়াহিদা আক্তার রিতা, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আহম্মদ ভূঁইয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুর রউফ মোল্লা, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুল হক সুুমন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ ভূঁইয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ স্বপন ভূঁইয়া, কার্যকরী পরিষদ সদস্য অ্যাডভোকেট হাসিব উল হাসান রনি, অ্যাডভোকেট আব্দুল মান্নান, অ্যাডভোকেট নুসরাত জাহান তানিয়া, অ্যাডভোকেট মশিউর রহমান ও অ্যাডভোকেট আহসান হাবিব গোলাপ ভূ্ঁইয়া সহ কয়েকশ আইনজীবী।

নারায়ণগঞ্জের সাংবাদিক কচি ও নয়নের সুস্থ্যতা কামনায় দোয়া

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা সভাপতি মাহমুদ হাসান কচি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নয়নের আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছেন নারায়ণগঞ্জের সাংবাদিককেরা। একই সঙ্গে আরেক অসুস্থ্য সাংবাদিক জাহিদ হাসান সহ সকল সাংবাদিকদের দীর্ঘায়ুন কামনা করেও দোয়া করা হয়।

২৮ অক্টোবর সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সম্মেলন কক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। মাহফিলে দোয়া পরিচালনা করেন ইসদাইর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহ মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, দৈনিক সমকাল পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এমএ খান মিঠু, মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সাবেক সভাপতি তাপস সাহা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজিব, সাংগঠনিক সম্পাদক তানবির আহমেদ রনি, প্রচার সম্পাদক বিশাল আহমেদ, ক্রীড়া সম্পাদক হাসান উল রাজিব, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি রনজিৎ মন্ডল, সাধারণ সম্পাদক আবদুর রহিম, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ বাঁধন, দৈনিক খোলা কাগজের নারায়ণগঞ্জ প্রতিনিধি নেয়ামত উল্লাহ, আনন্দ টিভির নারায়ণঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, অগ্রবানী পত্রিকার র্নিবাহী সম্পাদক রাশিদ চৌধুরী, দৈনিক ডান্ডিবার্তার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর ডালিম, ডেইলী নারায়ণগঞ্জের সম্পাদক আলমগীর আজিজ ইমন, নির্বাহী সম্পাদক শেখ মনির হোসেন, জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি শহিদুল্লাহ রাসেল, জাগো নারায়ণগঞ্জ এর নির্বাহী সম্পাদক রফিক উল্লাহ রিপন, প্রাচ্যের ড্যান্ডির বার্তা সম্পাদক মাসুদ রানা রনি, ইয়াদ পত্রিকার চীফ ফটো সাংবাদিক সৌরভ, দৈনিক অগ্রবাণীর পত্রিকার চীফ ফটো সাংবাদিক পাভেল হক, দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম সুমন, দৈনিক প্রতিদিনের নারায়ণগঞ্জে ফটো সাংবাদিক কাইউম, বাংলা এক্সপ্রেস এর সম্পাদক উজ্জল হোসেন, মিলন বিশ্বাস হৃদয়, মশিউর রহমান, কাইউম, নাদিম, সাজ্জাদ, সোনালী, সুলতান সহ অনলাইন মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সিনিয়র এই ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচি দীর্ঘ দিন যাবৎ হৃদরোগে ভুগছেন। গত ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে জাতীয় হৃদরোগ ইন্সস্টিটিউটে তার বাইপাস সার্জারী করা হয়। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন।

এছাড়া সাংবাদিক মেহেদী হাসান নয়ন মরণব্যাধি ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ফতুল্লার দাপা চন্দ্রবাড়ী শ্যামাপূজা ও দীপাবলী উৎসব

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্যামাপূজা ও দীপাবলী উৎসব শান্তিপূর্ণভাবে পালন করেছেন হিন্দু সম্প্রদায়। ২৭টি মন্দিরে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। ফতুল্লার দাপা চন্দ্রবাড়ী কালী মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শ্যামাপূজা উপলক্ষে ২৭ অক্টোবর রবিবার রাতে ‘শ্যামা মায়ের আগমন ও দীপাবলী উৎসব’ শীর্ষক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির সভাপতি শম্ভু মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, ফতুল্লা মডেল থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিত মন্ডল, সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ফতুল্লা মডেল থানা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রণজিৎ মোদক।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রত্ব পরিষদের সাধারণ সম্পাদক ভজন দাস, লালপুর শ্রী গীতা সৎ সংঘের সাধারণ সম্পাদক তপন পান্ডে প্রমুখ। আলোচনা শেষে আগত অতিথিবৃন্দ শ্যামা মায়ের মন্দির পরিদর্শন করেন।

চন্দ্রবাড়ী কালী মন্দিরের বার্ষিক শ্রী শ্রী শ্যামা পূজায় দেশের বিভিন্ন জেলা থেকে শতশত ভক্তবৃন্দের আগমন ঘটে। দুইদিন ব্যাপী এই পূজা অনুষ্ঠান শান্তির্পূণভাবে সম্পন্ন হওয়ায় পূজা কমিটির পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীকে ধন্যবাদ জানানো হয়েছে। অনুষ্ঠান শেষে জেলা ও থানার পূজা পরিষদের নেতৃবৃন্দ ফতুল্লার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

অন্নকূট মহোৎসব

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

শ্রীমদ্ভগবত গীতার শ্রেষ্ঠ বাণী- ‘সর্ব ধর্মান পরিত্যাজ মা মে কং স্মরণং ভজ’ (সব কিছু ত্যাগ করে একমাত্র আমাকে ভজনা করো)। এ কথার আলোকে শরতের ঠিক মাঝামাঝি কার্তিক মাস, ব্রজবাসীরা এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। যা গোবর্দ্ধন পূজা ও অন্নকূট মহোৎসব নামে খ্যাত। বৈষ্ণব মতে গোবর্দ্ধন পূজা-অন্নকূট উৎসব। শ্রীমদ্ভগবত দশম স্কন্ধের নবম ও দশম অধ্যায়ে লীলা পুরুষোত্তম ভগবান শ্রী কৃষ্ণের ভক্ত বশ্যতা স্বীকার স্বরূপ বন্ধন লীলা বর্ণিত হয়েছে। যা অমল পুরাণ শ্রীমদ্ভগবতে বিধৃত লীলাদির প্রভূত রস আস্বাদন করেছেন বৈষ্ণব আচার্যগণ। লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভৌম লীলায় অনেক চমকপ্রদ লীলা প্রদর্শন করেন।

শ্রীল সনাতন গোস্বামীর মতে, দামবন্ধন লীলাটি হয়েছিল দীপাবলী উৎসবের দিন। তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল ন্যুনধিক তিন বছর চার মাস। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদের মতে, শ্রীকৃষ্ণ গোকূলে ছিলেন তিন বছর চার মাস। এর পর নন্দ মহারাজ ও ব্রজবাসীবৃন্দ যখন বৃষ্টি কামনায় বৃষ্টির দেবতা ইন্দ্র পূজা করবে, তখন বালক শ্রীকৃষ্ণ সে পূজায় বাধা প্রদান করেন। শ্রীল জীব গোস্বামী তার গোপাল চম্পু গ্রন্থে নন্দ মহারাজের বক্তব্য হচ্ছে, বৈশ্য গোপ জাতি। কৃষি এবং গো পালন আমাদের জীবিকা। গো পালনের জন্য আমাদের ঘাসের প্রয়োজন। চাষের জন্য বৃষ্টি চাই। আর ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা। তাই আমরা ইন্দ্ররাজের পূজা করি। শ্রীকৃষ্ণ বললেন, বাবা, সমুদ্রের মাঝেও বৃষ্টি হয়। সেখানে কেউ ইন্দ্র পূজা করেন না। তবে আমরা কেন ইন্দ্রের পূজা করবো? করণকর্তা একমাত্র ভগবান।

বহু প্রাচীন এই আচার-বিচার লৌকিকতা সংস্কার বহুবিধ নিয়ম নীতির মধ্য দিয়ে এই সনাতন হিন্দু ধর্ম। মত এবং স্তর ভেদে বিভিন্ন জনে বিভিন্নভাবে যার যার কর্ম করে যাচ্ছে। কেউ শাখায় বসে, কেউ পাতায় বসে, কেউবা কান্ড ঘেঁসে আবার কেউ কেউ মূল শিকড়ের সন্ধানে নীরব নিথরভাবে জীবন যাপন করছেন। মূল সত্যকে জানাই হচ্ছে-ধর্ম। আমরা চাঁদের আলোতে আলোকিত হই। কিন্তু চাঁদ কোথা থেকে আলোকিত, তা জানার চেষ্টা করি না। যারা চাঁদের আলোর উৎসের সন্ধান জেনেছেন। তারাই প্রকৃত জ্ঞাণী। সেই সব জ্ঞানীরা মহান আলোর উৎসের বেদীমূলে নিজকে উৎসর্গ করে ধন্য হয়েছেন। আজ অনেকেই শাস্ত্রীয় পথে না গিয়ে লৌকিক আচার পালন করছেন।

লৌকিক আচার পালন করে বর্তমান আনন্দ লাভ হতে পারে, তাতে পারমার্থিক লাভ নেই। আমাদের জীবিকা যে গো পালন, গাভী বর্ধনের জন্য আমরা গোবর্ধনের কাছে ঋণী। ইন্দ্রের কাছে নয়। চলো আমরা গোবর্ধনের পূজা করি। এরপর থেকে ইন্দ্ররাজ কুপিত হয়ে প্রবল বর্ষণ শুরু করলেন। ব্রজবাসীদের রক্ষায় শ্রীকৃষ্ণ গিরিধারীরূপে গোবর্ধন শূন্যে ধারণ করলেন। অহংকারী ইন্দ্ররাজ লজ্জ্বিত হয়ে শ্রীকৃষ্ণ পদে আত্মনিবেদন করলেন।

পাশাপাশি ব্রজবাসীরা মহারাজ নন্দসহ গোবর্ধন পূজার আয়োজন করেন। সেই পূজার উপাচার অন্নের পাহাড়ের রূপ ধারণ করে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্পষ্টই বলেছেন, আমি অন্ন দাতা, আমিই অন্ন। সূর্যের তাপরূপে অন্ন পুষ্ট করি, আবার আমিই চন্দ্রের আলোরূপে অন্ন ফল জলের স্বাদ। শাস্ত্রমতে, অন্ন দান শ্রেষ্ঠ দান। জীবের জীবন ধারণের জন্য খাদ্য (অন্ন) মুখ্য ভূমিকা পালন করে। জ্বালানী ছাড়া যেমন ইঞ্জিন চলে না, তেমনিই খাদ্য ছাড়া জীবন চলে না। মানুষের মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য। ব্রজবাসীরা অন্নের পাহাড়টি গোবর্ধনকে নিবেদন করেন। উপস্থিত সবাই দেখলো একদিকে সাত বছর বয়সী ছোট কৃষ্ণ দাঁড়িয়ে অপরদিকে এক বিশাল শ্রীকৃষ্ণ অন্ন ভোজন করছেন। এই অনুষ্ঠান থেকেই গোবর্দ্ধন পূজা ও অন্নকূট মহোৎসবের সূচনা। অন্নকূট উৎসব সার্থক হোক, দেশ ও জাতির মঙ্গল হোক। এই প্রার্থনা- হরে কৃষ্ণ….।

লেখক: রণজিৎ মোদক
শিক্ষক ও সাংবাদিক

বন্দরে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‌্যালী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে ‘আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান- ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর সোমবার সকালে বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত র‌্যালীটি বন্দর উপজেলা পরিষদ চত্ত্বর হতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর উপজেলা বি.আর.ডি.বি হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। এতে স্বাগত বক্তব্য ও ইঁদুর নিধন সম্পর্কিত প্রেজেন্টেশন দেন উপজেলা কৃষি সম্প্রসারণ আফিসার আবু সাঈদ তারেক।

র‌্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অফিসার ছাড়াও আরো অংশ নেন- উপজেলা কৃষি অফিসার ফারহানা সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবু জাফর সহ উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। মাসব্যাপী এই ইঁদুর নিধন অভিযান উপলক্ষে ৪জন কৃষককে ইঁদুর মারার ফাঁদ প্রদান করা হয়।

উলে¬খ্য, উল্লেখিত অভিযানটি গত ১০ অক্টোবর থেকে শুরু হয় এবং আগামী ৯ নভেম্বর এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হবে।

শ্যামাপূজা উৎসব পরিদর্শনে এসপি হারুন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

হিন্দু সম্প্রদায়ের শ্যামাপূজা উৎসব পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। ২৮ অক্টোবর সোমবার সন্ধায় নারায়ণগঞ্জে শ্যামা পূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নতুন পালপাড়া নবউদয় কিশোর সংঘের উদ্যাগে শ্রী শ্রী অনুকুল ঠাকুর সংঘ পুজা মন্দির পরিদর্শন করেন তিনি। ওই সময় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক শাহা, সাধারণ সম্পাদক শিপন সরকার শিপন, মহানগর কমিটির সভাপতি অরুণ চন্দ্র দাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপারের সাথে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ