বন্দরে নারী-শিশু উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টশন কর্মশালা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম পঞ্চম পর্যায় শীর্ষক প্রকল্পের জিওবি আওতায় নেতৃাস্থানীয় ব্যক্তিবর্গর নিয়মে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার বন্দর উপজেলা প্রশাসন ও বন্দর জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে বন্দর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান এমএ রশিদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা তথ্য অফিসার সিরাজউদ্দৌলা খান, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, বন্দর উপজেলা শিক্ষা অফিসার সোহাগ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল কাদের, বন্দর উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর, মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ হোসেন সহ উপজেলার বিভিন্ন কর্মচারী কর্মকর্তাবৃন্দ।