ফতুল্লার দাপা চন্দ্রবাড়ী শ্যামাপূজা ও দীপাবলী উৎসব

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্যামাপূজা ও দীপাবলী উৎসব শান্তিপূর্ণভাবে পালন করেছেন হিন্দু সম্প্রদায়। ২৭টি মন্দিরে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। ফতুল্লার দাপা চন্দ্রবাড়ী কালী মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শ্যামাপূজা উপলক্ষে ২৭ অক্টোবর রবিবার রাতে ‘শ্যামা মায়ের আগমন ও দীপাবলী উৎসব’ শীর্ষক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির সভাপতি শম্ভু মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, ফতুল্লা মডেল থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিত মন্ডল, সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ফতুল্লা মডেল থানা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রণজিৎ মোদক।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রত্ব পরিষদের সাধারণ সম্পাদক ভজন দাস, লালপুর শ্রী গীতা সৎ সংঘের সাধারণ সম্পাদক তপন পান্ডে প্রমুখ। আলোচনা শেষে আগত অতিথিবৃন্দ শ্যামা মায়ের মন্দির পরিদর্শন করেন।

চন্দ্রবাড়ী কালী মন্দিরের বার্ষিক শ্রী শ্রী শ্যামা পূজায় দেশের বিভিন্ন জেলা থেকে শতশত ভক্তবৃন্দের আগমন ঘটে। দুইদিন ব্যাপী এই পূজা অনুষ্ঠান শান্তির্পূণভাবে সম্পন্ন হওয়ায় পূজা কমিটির পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীকে ধন্যবাদ জানানো হয়েছে। অনুষ্ঠান শেষে জেলা ও থানার পূজা পরিষদের নেতৃবৃন্দ ফতুল্লার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।