নির্বাচন করবেন না শামীম ওসমান, তবে….

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমান আবারো বলেছেন তিনি আগামীতে নির্বাচন করবেন না। তিনি বলেছেন, অনেকেই আমাকে বলেছেন, আপনি বারবার বলেন ইলেকশন করবেন না? হ্যাঁ আমিও বলি আমি ইলেকশন করবো না।

নির্বাচন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ৯০% সত্য আমি ইলেকশন করবো না, যদি আমার নেত্রীর উপর কোনো আঘাত না আসে। কারন এটা আমার পেশা না। আমার ক্ষুধা, ভয় লাগে না।

২৮ অক্টোবর সোমবার দুুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীণ বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুর ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, বিএনপি থেকে আওয়ামীলীগে আসা নব্য আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু। এ সময় স্কাউটদের মনোজ্ঞ ডিসপে¬ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সোনারগাঁয়ে ক্রসফায়ারে নিহত গিট্টু হৃদয়ের সহযোগী গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত গিট্টু হৃদয়ের সহযোগী আল আমিনকে গ্রেপ্তার করেছে পুুলিশ। ২৭ অক্টোবর রবিবার গভীর রাতে আল আমিনের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে সোনারগাঁও থানা পুুলিশ।

শীর্ষ সন্ত্রাসী আল আমিন উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকার আমিরাবাদ গ্রামের মৃত নুরা মিয়ার ছেলে। সন্ত্রাসী ও নৌ চাঁদাবাজ আল আমিন সোনারগাঁয়ের আলোচিত মুদি দোকানি সানাউল্লাহ হত্যা মামলার প্রধান আসামি।

থানা পুলিশের এএসআই নারায়ণ ভৌমিক জানান, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, শীর্ষ সন্ত্রাসী আল আমিনের বিরুদ্ধে নিয়মিত মেঘনা নদীতে চাঁদাবাজি করে প্রতি ট্রলার থেকে ২’শ টাকা এবং বেঙ্গল কোম্পানীর ট্রলার, জাহাজ সহ যেকোন নৌযান থেকে ২ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

সেলিম ওসমানের প্রশ্ন, শ্রমিক নেতারা কোথায়?

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে একের পর এক জায়গা ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে হাজার হাজার শ্রমিক বেকার করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে এমপি সেলিম ওসমান বলেছেন, এ ব্যাপারে শিল্প পুলিশ কিছুই জানে না এবং নারায়ণগঞ্জে শ্রমিক নেতারাও এ ব্যাপারে কোন কথা বলছেন না।

২৬ অক্টোবর শনিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় শিল্প পুলিশ নারায়ণগঞ্জের কার্যালয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন অভিযোগ তুলেন।

এ সময় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিল্প পুলিশ হেডকোয়াটার (উত্তরা) এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন, শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, বাংলাদেশ ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কাউসার আহম্মেদ পলাশ। এর আগে নারায়ণগঞ্জ-সিদ্ধিরগঞ্জ-ডেমরা সড়কে র‌্যালীতে অংশ নেন এমপি সেলিম ওসমান সহ বিকেএমইএ নেতৃবৃন্দরা।

উক্ত সভায় তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশের সদস্যদের থাকার সু-ব্যবস্থা করতে সোনারগাঁয়ের কাচপুরে একটি ডরমেটরি নির্মাণের জন্য ৩৪ লাখ ৮৪ হাজার ১৮৯ টাকার চেক শিল্প পুলিশের হাতে তুলে দিয়েছেন। শিল্প পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর পক্ষ উক্ত চেকটি প্রদান করা হয়।

সভায় বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান বলেন, শিল্প পুলিশের কমিউনিটি পুলিশিংয়ের এমন আলোচনা সভা বছরে একবার নয়। আমি মনে করি বিকেএমইএ, শিল্প পুলিশ ও শ্রমিক নেতৃবৃন্দদের সমন্বয়ে প্রয়োজনে জেলা পুলিশ, র‌্যাব কে একটি কমিটি গঠন করে বছরে অন্তত ৪টি সভার আয়োজন করা যেতে পারে। এতে করে ঈদের আগে বেতন বোনাস পরিশোধ, ছুটি কতদিন এবং কিভাবে হবে সব কিছু আগে থেকেই ঠিক করে রাখা সম্ভব হবে। তাহলে দেখা যাবে ঈদের আগে যেমন সবার মাঝে একটি অস্থিরতা তৈরি হয় সেটি আর দেখা যাবে না।

নীট ওয়্যার পন্য রপ্তানির ব্যাপারে তিনি বলেন, আমরা যারা নীট ওয়্যার গার্মেন্টস মালিক রয়েছি আমি বলবো আমরা প্রত্যেকেই শুধুমাত্র একজন লেবার কন্ট্রাক্টর। আমাদের দেশে কিছুই তৈরি হয় না। সব কিছুই বিদেশ থেকে আমদানী করতে হয়। অনেকে বলেন স্থানীয় সূতা। আসলে কি স্থানীয় ভাবে কোন তূলা উৎপাদন হয়? যে পরিমান তূলা দেশে উৎপাদন হয় সেটা দেশের সাধারণ মানুষের লেপতোষক, বালিশ সহ অন্যান্য চাহিদা পূরণ করে। তূলা থেকে মেশিনের নিডেল পর্যন্ত আমাদের আমদানী করতে হয়। আর আমাদের মূলধন সম্পূর্নটা কিন্তু পারিবারিক ভাবে আসে নাই। ব্যাংক আমাদের মূলধনের জোগান দিয়েছে। সেই হিসেবে এই সব কিছু রাষ্ট্রের সম্পদ।

শিশু শ্রম বন্ধের ব্যাপারে তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০২১ ও ২০৪১ এর দুটি লক্ষ্য নিয়ে কাজ করছেন। একটি হয়তো আমরা দেখতে পারবো। আরেকটি দেখবে আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য। কিন্তু আমার কাছে অনেক অভিযোগ আসে বন্দর এলাকা থেকে প্রায় ৩ হাজার শিশু শ্রমিক এসে হোসিয়ারীতে কাজ করে। এটা আমাদের প্রতিরোধ করতে হবে যদি সত্যিকার অর্থে আমরা দেশকে ভালবেসে থাকি। কারন আমরা যদি ভবিষ্যত প্রজন্মকে তুলে আনতে না পারি তাহলে প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০৪১ সফল হবে না। আমি শিল্প পুলিশ, জেলা পুলিশ, র‌্যাব সকলের উদ্দেশ্যে আমরা অনুরোধ থাকবে সকলে সম্মিলিত ভাবে এটা বন্ধ করতে হবে। একটা সময় আমাদের বিকেএমইএর সদস্য প্রতিষ্ঠান গুলোতে শিশু শ্রম ছিল। আমরা সেটা আইন করে বন্ধ করেছি। কোন কারখানায় শিশু শ্রমিক পাওয়া গেলে তাদের ১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এখন আর জরিমানা নয় ওই প্রতিষ্ঠানের লাইসেন্সই বাতিল করা হবে।

শ্রমিকলীগ নেতা মতিন মাস্টার ও কাউসার আহম্মেদ পলাশকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের সময়ের রাজনীতি এবং বর্তমান প্রজন্মের রাজনীতিতে অনেক তফাৎ রয়েছে। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে গিয়ে দেশকে স্বাধীন করেছি। আর এখন সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। আমি শ্রমিকদের সম্মান করি তাদেরকে অর্থনৈতিক মুক্তিযোদ্ধা বলে থাকি। কারন শ্রমিকেরা কাজ না করলে আজকে বাংলাদেশের জিডিপি এতো উপরে উঠতো না। বঙ্গবন্ধুর পায়ে অস্ত্র জমা দিয়েই আমরা অর্থনৈতিক মুক্তির কাজে নেমেছি। গত কয়েকদিন ধরে শহরে সৌন্দয্য বর্ধনের নামে বেশ কয়েকটি স্থানে ব্যবসায়ী প্রতিষ্ঠান ভেঙ্গে দেওয়া হয়েছে। সম্প্রতি বিনা নোটিশে হাজীগঞ্জে ভাংচুর করা হয়েছে। বিজিএমইএ ভবন সরকার ভেঙ্গে দিয়েছে বাংলাদেশের সব থেকে সৌন্দর্য্যবর্ধনকারী স্থান হয়েছি ওই জায়গা। তারপর সরকার তাদেরকে প্রায় তিন বছর সময় দিয়েছে। অথচ আমার নারায়ণগঞ্জে শত শত ব্যবসায়ীকে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার শ্রমিককে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। রহমত উল্লাহ ইন্সটিটিউট ও বিনোদন সুপার মার্কেটের ব্যাপারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সেগুলো ভেঙ্গে দেওয়া হলো। যারা এসি রুমে বসে ব্যবসা পরিচালনা করতেন তারা এখন ফুটপাতে বসে ব্যবসা করছেন। জিম খানা বস্তি উচ্ছেদ করে দিয়ে শত শত পরিবারকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। কেন মানুষদেরকে সময় দেওয়া হলো না। আর হাজীগঞ্জের ব্যবসায়ীদের ক্ষেত্রে তারা যেন আইনগত সহযোগীতা নিতে না পারেন সেজন্য বৃহস্পতিবার অনেক গুলো সংস্থা মিলে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এতো গুলো সংস্থা অভিযান চালালেন অথচ জেলা প্রশাসক, পুলিশ সুপার বলতে পারলেন না নির্দেশ কোথা থেকে আসলো। অথচ সিটি কর্পোরেশন তাদের সহযোগীতা করলো। শিল্প পুলিশ জানলো না শিল্প কারখানা ধ্বংস করা হলো। প্রায় তিন হাজার শ্রমিককে পথে বসিয়ে দেওয়া হলো ,কোথায় যাবে এসব শ্রমিকেরা। অথচ কেউ কোন কথা বলছে না। কোথায় এখন নারায়ণগঞ্জের শ্রমিক নেতারা? অথচ আমরা এক মাসের বেতন দিলে বিলম্ব হলে উনারা রাস্তায় নেমে আন্দোলন করেন।

তিনি আরো বলেন, ২০০১ সালে ৪ দলীয় ঐক্যজোট ক্ষমতায় এসে আজকের ঘটে যাওয়া ঘটনার কায়দায় নারায়ণগঞ্জকে ধ্বংস করেছে। সেই সময় বিএনপি জামায়াত জোট সরকার বিশেষ কায়দায় আদমজী জুট মিল, বাওয়া জুট মিল, র‌্যালী বাদ্রাস, চিত্তরঞ্জন কটল মিল, ঢাকেশ্বরী টেক্সটাইল, লক্ষ্মী নারায়ণ কটল মিল ধ্বংস করে প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থান নষ্ট করে দেয়। সেই ৫ লাখ শ্রমিক বেকার হওয়ার ফলে তাদের পরিবার গুলোতে বেকারত্বের অভিশাপ নেমে আসে। সেই সকল শ্রমিক পরিবারের সন্তানের বাসস্থান ও শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত হয়। যার ফলে নারায়ণগঞ্জে একটি অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়। রেকারত্ব অভিশাপ হয়ে দারিদ্রতার থাবা মেরেছে পরিবার গুলোতে। যার ফলে অনেকে বাধ্য হয়ে বেছে নিয়েছে অপরাধের পথ, ঘটেছে অনেক সন্ত্রাসী কর্মকান্ড জন্ম নিয়েছে অসংখ্য সন্ত্রাসী।

তিনি বলেন, নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর মদনগঞ্জের শান্তিরচরে একটি শিল্পাঞ্চন অনুমোদন দিয়েছেন। প্রয়োজনে তাদেরকে সেখানে পূণর্বাসন করতে পারতো। ব্যবসায়ীদের নোটিশ দিয়ে তাদেরকে ৩ থেকে ৬ মাসের সময় দেওয়া যেত।

নীটওয়্যার সেক্টর সারা দেশের উন্নয়নের কার্যকরী ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন, সারাদেশের মধ্যে নারায়ণগঞ্জ একমাত্র জেলা যেখান থেকে সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়ে থাকে। এজন্য আজকে দেশের কোথাও মঙ্গা শব্দটি শোনা যায়। কারন আমাদের এখানে যারা কাজ করে তারা রংপুর, ফরিদপুর, দিনাজপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকার মানুষ এসে কাজ করে তাদের পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। যার ফলে দেশের উন্নয়ন হয়েছে। কিন্তু আমাদের প্রয়োজনীয় সকল কাচাঁমাল বিদেশ থেকে আমদানী করতে হবে। আমাদের নিজস্ব শুধু শ্রমিক। এই শ্রমিকদেরকে আমাদের বাচিয়ে রাখতে হবে। শিল্প পুলিশ মালিকদের জন্য নয়। শিল্প পুলিশ অবশ্যই শ্রমিকদের জন্য শ্রমিকদের পক্ষে শ্রমিকদের স্বার্থে কাজ করবে। কারণ শ্রমিক বাচঁলে আমার দেশ বাচবে।

শিল্প পুলিশ নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার সৈকত শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- বিকেএমইএ এর সহ সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক মনসুর আহম্মেদ, মোস্তফা জামাল পাশা, খন্দকার সাইফুল ইসলাম, নন্দ দুলাল সাহা, শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, এম এম ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া সহ বিভিন্ন শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা।

বক্তাবলীতে একতা ক্লাবের ৩০বছর পূর্তি, আন্ত:ফুটবল টুর্নামেন্ট

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেছেন, মাদক সহ সকল ধরণের কু-সংস্কার থেকে দুরে রাখার জন্য খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলার মাধ্যমে সমাজের যুবকরা অপরাধ থেকে দুরে থাকে। তাই বক্তাবলীর প্রতিটি পাড়া মহল্লায় সব সময় যেন খেলাধুলার আয়োজন করে যুবকদের উৎসাহিত করে। আমাদের বিশ্বাস করতে হবে খেলাধুলার মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা দুর করে। তাই আমাদের সকলের উচিৎ সকল কাজের উর্ধ্বে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে।

২৬ অক্টোবর শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর রামনগর এলাকার সামাজিক সংগঠন একতা ক্লাবের ৩০বছর পূর্তি উপলক্ষে এল.ই.ডি টিভি আন্ত:ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজকের খেলা দেখে আমার মনে হলো বক্তাবলীর ছেলেরা গ্রামের সন্তান হলেও খেলাধুলায় তারা পিছে নাই। আমাদের ছেলেরা ভাল খেলাধুলা করে এখান থেকে জেলা ভিত্তিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে খেলতে পারে সেই প্রত্যাশা করছি। সম্প্রতি উপজেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করে বক্তাবলী ইউনিয়ন ফাইনাল উঠতে পেরেছি। ফাইনাল খেলায় কাশিপুর ইউনিয়নের কাছে হারতে হয়েছে। আমাদের ইউনিয়নের ছেলেরা ভাল খেলা খেলে যাতে করে সামনে জেলা উপজেলা কিংবা বিভাগীয় ভাবে খেলায় অংশগ্রহণ করে বক্তাবলী ইউনিয়ন যেন সুনাম অর্জন করতে পারে সেই প্রত্যাশা করছি।

আর এলাকার মুরুব্বিদের বলতে চাই এলাকার ছেলেদের শুধু অর্থ দিয়ে নয় খেলাধুলার জন্য ছেলেদের সব ধরণের সহযোগিতা সহ সাহস ভরসা দিতে হবে। প্রতিটি এলাকার ছেলেরা যেন মন খুলে খেলাধুলা করতে পারে।

এদিকে ফাইনাল খেলার উদ্বোধন করেন সিলেটের গ্যাস ফিল্ডের মহা-ব্যবস্থাপক ও ইঞ্জিনিয়ার ড. আমির হোসেন।

অনুষ্ঠানে রামনগর একতা ক্লাবের সভাপতি মোঃ মাশফিকুর রহমান শিশিরের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলীর সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজুল ইসলাম ভুইয়া, রামনগর গ্রামের পঞ্চায়েত প্রধান নাসির উদ্দিন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পূর্ব চর গড়কুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজির হোসেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য রাসেল চৌধুরী, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, স্থানীয় সমাজ সেবক ও সাবেক মেম্বার শহর আলী, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জজ মিয়া মাদবর, জামাল হোসেন, ইঞ্জিনিয়ার আবু সাইদ রিংকু, শরিয়ত উল্লাহ, আতাউল্লাহ, আব্দুল আউয়াল, ইউসুফ, মোতালেব, জেলা তাতীলীগ নেতা মনির হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগ নেতা ববি বাদল, রাশেদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানটি সার্বিকভাবে দায়িত্ব পালন করেছে রামনগর একতা ক্লাবের সদস্য খোরশেদ আলম, রতন, আবু হানিফ, ইয়ার হোসেন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর সোহেল, ইমরান, নাজমুল, ইয়ামিন।

এদিকে আন্ত:ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন স্থানীয় ব্রাদার্স কিং ও তরুণ সংঘ। এ দুটি দল খেলায় অংশগ্রহণ করে ব্রাদার্স কিং কে ৩-২ গোলে পরাজিত করে তরুণ সংঘ চ্যাম্পিয়ন হয়। আর খেলায় ম্যান অব সিরিজ পায় ব্রাদার্স কিংয়ের অধিনায়ক সুমন পারভেজ ও ম্যান অব দ্যা ম্যাচ হয় তরুণ সংঘের খেলোয়ার আফরান।

জনগণের ভাগ্য নিয়ে জুয়া খেলছে সরকার: তৈমূর আলম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, দেশ আজ পুলিশী রাষ্ট্রে পরিনত হয়েছে। আইন আদালতও আজ বন্দী, যার প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবাস। এভাবে একটি দেশ চলতে পারে না। দেশটাই এখন কারাগার। জনগণের ভাগ্য নিয়ে জুয়া খেলছে সরকার। রবিবার নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। ওই কর্মসূচিতে বাধা দেয় পুুলিশ। বাধার মুখেই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তৈমূর আলম।

জানাগেছে, ২৭ অক্টোবর রবিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে জমায়েত হতে শুরু করে। এ সময়ে পুলিশ নেতাকর্মীদের বাধা দিলে নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়।

নারায়গঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এতে সভাপত্বিত করেন মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এ ছাড়াও বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশু, সহ-সভাপতি সানোয়ার হোসেন, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, আমির হোসেন, ইছালউদ্দিন ইশা, রিটন দে, ইউনুছ খান বিপ্লব, নাজমুল কবীর নাহিদ প্রমুখ।

পরে পুলিশী বাধা অতিক্রম করে মিছিলটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পুলিশী হামলায় মহানগর যুবদলের ১০ জন নেতাকর্মী আহত হয়।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিলেন সেলিম ওসমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক শিরোনামে মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। ২৭ অক্টোবর রবিবার বিকেলে নারায়ণগঞ্জের পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় নাসিম ওসমান মডেল হাইস্কুল মাঠে শহর ও বন্দর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করা ওই সকল প্রশ্নের উত্তর দিয়েছেন এমপি সেলিম ওসমান।

এ সময় শিক্ষার্থীদের এমপি সেলিম ওসমানের কাছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সময় তার বয়স, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষনের সময় সেখানে উপস্থিত ছিলেন কিনা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে অনুপ্রেরণা দানকারী, বঙ্গবন্ধুর সাথে এমপি সেলিম ওসমানের স্মৃতি, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মরহুম একেএম শামসুজ্জোহা, ভাষা সৈনিক নাগিনা জোহা সম্পর্কে স্মৃতিচারণ এবং তাদের ভূমিকা, মুক্তিযুদ্ধের সময় নারীরা তাদের কিভাবে সাহায্য করেছেন, যুদ্ধকালীন সময় ঘটে যাওয়া ঘটনা যেটা তাঁকে শিহরিত করে, যুদ্ধ শেষে এলাকায় তাদের কিভাবে বরণ করেন, যুদ্ধাকালীন সময় তাদের অবসর সময় কিভাবে কাটাতেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাদের প্রাপ্তি এবং সন্তুষ্টি এবং বন্দর উপজেলার সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে গণহত্যা এবং বন্দরে পাকিস্তানি হানাদার বাহিনী কিভাবে প্রবেশ করলো সেই সকল প্রশ্ন সহ আরো অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন এমপি সেলিম ওসমান।

এ সময় তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ৬ দফা, ১১ দফা, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে রচিত বই পড়ার আহবান রাখেন। পাশাপাশি তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়নে নিজেদের প্রস্তুত করার আহবান রাখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বন্দর উপজেলার চেয়ারম্যান এমএ রশিদ, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও শুক্লা সরকার সহ বন্দর উপজেলার অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দরা।

আড়াইহাজারে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত শুইকা নিহত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আবু সাঈদ ওরফে শুইকা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবী শুইকা ডাকাত দলের সদস্য ছিল। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, অস্ত্র ও হত্যাসহ আটটি মামলা ছিল। নিহত ব্যক্তি স্থানীয় জোরকারদিয়া এলাকার নাজিম মিয়ার ছেলে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ছোরা ও একটি সাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের চার সদস্য আহত হোন। এরা হলেন এসআই সিরাজ (৪৭), এএসআই সবুজ চন্দ্র দাস (৩৮), কনস্টেবল লিটন মিয়া (২২) ও রফিকুল ইসলাম (৩৮)।

স্থানীয় হাইজাদী ইউপির তিলচন্দ্রী এলাকায় জৈনক ছানাউল্যার ভিটা বাড়ির সামনে রোববার রাত সোয়া ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার বিকালে স্থানীয় দুপ্তারা ইউপির গির্দা এলাকায় তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মোতাবেক রাত পৌনে ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত অভিযার চালানো হয়। এক পর্যায়ে স্থানীয় তিলচন্দ্রী এলাকায় ছানাউল্যার ভিটাবাড়ির সামনে পৌঁছলে আগে থেকেই ঘটনাস্থলে ওঁৎপেতে অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা ধৃত আবু সাঈদকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়তে থাকে। আত্মরক্ষার্থে এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়লে ডাকাত সদস্যরা পিছু হটে। ডাকাত সাঈদ ঘটনাস্থলে গুলিবিদ্ধ হোন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থলে পুলিশের চার সদস্যও আহত হোন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহত ডাকাত সদস্যের নামে ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে করা আটটি মামলা ছিল। তার দেয়া তথ্য মোতাবেক ডাকাত দলের অনস্যদের গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে ডাকাত সদস্যদের গোলাগুলির ঘটনায় সে মারা যায়। এ সময় পুলিশের চার সদস্য আহত হোন। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় জনমনে আতংক সৃষ্টি হয়েছিল।

অস্ত্র মামলায় রূপগঞ্জের আব্দুল খালেকের ১০ বছরের কারাদণ্ড

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি অস্ত্র আইনের মামলায় আবদুল খালেক নামের এক ব্যক্তিকে ১০বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের আদালত। এ মামলায় অভিযুক্ত আসামি খলিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় বেকসুর খালাস পান। ২৭ অক্টোবর রবিবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি আবদুল খালেক রূপগঞ্জ থানাধীন চাঁনপাড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে। খালাস পাওয়া খলিলুর রহমান একই এলাকার ফজলুল রহমান।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩ মার্চ র‌্যাব- ১১ ডিএডি মুন্সী নজরুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ চাঁনপাড়া পুণর্বাসন এলাকার খলিলুর রহমানের বাড়ির তিন তলায় অভিযান চালিয়ে একটি রিভলবার সহ আবদুল খালেক ও খলিলুর রহমানকে গ্রেপ্তার করে। পরে মুন্সী নজরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (অ) দ্বারা মামলায় দায়ের করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জাসমীন আহমেদ জানান, ২০১৬ সালে রূপগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় আবদুল মালেক নামের একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও খলিলুর রহমান নামের আরেক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করেন। ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন। রায়ের সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জেলা যুবদলের কর্মসূচিতে আড়াইহাজার যুবদলের যোগদান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আয়োজিত কর্মসূচিতে যোগদান করেছে আড়াইহাজার যুবদল। আড়াইহাজার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমনের সার্বিক দিকনির্দেশনায় বিপুল সংখ্যক নেতাকর্মীদের মিছিল নিয়ে জেলা যুবদলের এই কর্মসূচিতে যোগদান করেন।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামতের নেতৃত্বে আড়াইহাজার যুবদলের শতশত নেতাকর্মী ওই কর্মসূচিতে যোগদান করেন। ২৭ অক্টোবর রবিবার সকাল দশটার নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে থেকে জেলা যুবদলের র‌্যালীটি বের হয়।

এই মিছিলে নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা জহিরুল ইসলাম, জাকির হোসেন, শব্দর আলী, মোহাম্মদ লিটন, মিনহাজুল নয়ন, কামাল হোসেন, মেহেদী হাসান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাগেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আয়োজিত র‌্যালীতে লঠিচার্জ করেছে পুলিশ। এতে অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন যুবদল।

২৭ অক্টোবর সকাল দশটায় শহরের নগর ভবনের সামনে থেকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী বের করে জেলা যুবদল।

র‌্যালীতে যুবদলের লগো সহ লাল সবুজ টুপি পরিধান করে নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন কারাগারে থাকা বেগম খালেদা জিয়ার মুক্তির শ্লোগান দিতে থাকেন। মন্ডলপাড়া শেষে ডিআইটি এলাকায় আসলে র‌্যালীকে বাধা দেয় পুলিশ। পুলিশি বাঁধা পেরিয়ে নেতাকর্মীরা মিছিল চালিয়ে যান। মিছিলটি শহরের ২নং রের গেইট সংলগ্ন জেলা বিএনপির পুরানো কার্যালয় পর্যন্ত এসে সমাবেশ করার চেষ্টা করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বক্তব্য শুরুতেই পুলিশ সমাবেশে লাঠিচার্জ করে সমাবেশটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জ ও দৌড়াদৌড় হুরোহুরি করে প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন।

এর আগে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সকাল থেকেই জেলা যুবদলের নেতাকর্মীরা শহরের জিমখানা মাঠে জড়ো হতে থাকেন। যুবদল নেতাকর্মীদের সাথে যোগ দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও জেলা বিএনপির সহ-সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি শহীদুল ইসলাম রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ, রাসেল রানা, সাজেদুল ইসলাম সেলিম, সহ-সম্পাদক সেলিম হোসেন দিপু, দেলোয়ার হোসেন শাহ, সহ-কোষাধ্যক্ষ আশরাফ মোল্লা, যুবদল নেতা মো: রোমান হোসেন, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন শিশির, বন্দর উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনু, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ প্রমূখ।

মহানগর যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচির ছবি ফেসবুকে ভাইরাল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন। যেখানে কর্মসূচি পালনের স্থল নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। ওই স্থানে দুই গ্রুপের পালিত হওয়া কর্মসূচির দুটি ছবি রবিবার সন্ধা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। যেখানে সকালে পালিত যুবদলের কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি করছেন পুলিশ। একই স্থানে যুবদলের অপর অংশের নেতাকর্মীদের সমাবেশের তিন দিকে পুলিশ নীরব ভুমিকায় দাড়িয়ে রয়েছেন।

জানাগেছে, যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ২৭ অক্টোবর রবিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর যুবদলের ব্যানারে র‌্যালীর প্রস্তুতি নেয় যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও সেক্রেটারি মমতাজ উদ্দীন মন্তু। ওই কর্মসূচির র‌্যালী বের করতে দেয়নি পুুলিশ। এনিয়ে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বেশ ধস্তাধস্তি হয়। ওই সময় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশের বাধায় ও হামলার অভিযোগ করে খোরশেদ দাবি করেছেন তার সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

অন্যদিকে একই উপলক্ষ্যে রবিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছেন মহানগর যুবদলের নেতাকর্মীরা। এর আগে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে থেকে র‌্যালী নিয়ে প্রেস ক্লাবের সামনে আসেন নেতাকর্মীরা। এটিও মহানগর যুবদলের ব্যানারে অনুুষ্ঠিত হয় যেখানে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এই দুটি কর্মসূচির দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন যুবদলের নেতাকর্মীরা যা ভাইরাল হয়ে পড়েছে। ওই ছবির ক্যাপশনে লেখা রয়েছে- স্পট: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সকাল ও বিকেলের দৃশ্য। প্রথম ছবিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মুল র‌্যালীতে পুলিশের ধস্তাধস্তি, দ্বিতীয় ছবিতে বিগ্রুপ মহানগর যুবদলের র‌্যালীতে পুলিশ দর্শক।

সর্বশেষ সংবাদ