নানা বাড়ি বেড়াতে এসে অটোরিকশা চাপায় নিহত শিশু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় হাসপি আক্তার অপু নামে এক ৮ বছরের শিশু নিহত হয়েছে। এ সময় নিহতের ছোট বোন ৫ বছরের মানসুরা আক্তার গুরুতর আহত হয়েছে।

১৫ নভেম্বর শুক্রবার বিকেলে বক্তাবলীর চরবয়রাগাদী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এদিকে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় শিশুর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা অটোরিকশা আগুন পুড়িয়ে দেয়া। তবে ঘটনার পর পর অটোরিকশা চালক পালিয়ে যায়।

নিহত শিশু বক্তাবলীর রামনগর এলাকার আল আমিনের মেয়ে নিহত অপু স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, দুটি শিশু তার বাবা মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার বিকেলে দুটি শিশু রাস্তার পাশ দিয়ে হেঁটে দোকানে যাওয়ার সময়ে পেছন থেকে একটি অটোরিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় হাসপি আক্তার অপু। আর সাথে থাকা ছোট বোন মানসুরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যায়। আর ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অটোরিকশাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

তিনি আরো বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ হতে মামলা না করার সুবাধে স্থানীয় লোকদের মাধ্যমে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

‘পেঁয়াজে বাঁচি, পেঁয়াজকে বাঁচাই’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, আবারও প্রমাণিত হয়েছে সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে জনগণকে বাচাঁবে না পেঁয়াজকে বাঁচাবে।

‘আসুন পেঁয়াজে বাঁচি,মুনাফাখোর আর দুর্নীতিবাজদের হাত থেকে পেঁয়াজকে বাঁচাই।আমরা মনে করি ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে বাণিজ্যমন্ত্রির পদত্যাগ করা উচিত। নেতৃবৃন্দ আরও বলেন- পেঁয়াজের বাজার কারা নিয়ন্ত্রণ করছে? তারা কী এতই শক্তিশালী যে,সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছেনা।’

এসপি হারুন নাই, বাদীকে থানার ভিতরেই আওয়ামীলীগ নেতার মারধর!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা থেকে এসপি হারুনের বদলি হয়েছে মাত্র দুই সপ্তাহ না পেরুতেই এবার থানার ভিতরেই এক বাদীকে মারধর করেছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী। এসপি হারুনের আমলে থানার ভিতরে তো দুরের কথা জেলার কোথাও কোন মামলার বাদীর উপর হাত তোলার সাহস পায়নি। তবে এই ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশ কি ভুমিকা রেখেছে তা দেখার বিষয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, ফতুল্লা থানাধীন কুতুবপুরের বউবাজার এলাকায় ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে গত কয়েকদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চলছে উত্তেজনা। এরই সূত্র ধরে ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মীরু বাহিনীর সদস্যরা মুরাদ নামের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়।

মুরাদের ভাই সেলিম এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় বৃহস্পতিবার রাতে একটি লিখিত অভিযোগ দেন। এ অভিযোগের ব্যাপারে তদন্তকারী অফিসার এসআই মিজান বাদী সেলিমকে শুক্রবার রাতে থানায় আসতে বলেন।

বাদী সেলিম শুক্রবার রাতে থানায় প্রবেশের সময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর সাথে দেখা হয়। এ সময় মীর সোহেল ও তার সাথে থাকা শাহীন থানা গেটের সামনে সেলিমকে মারধর করে।

এক পর্যায়ে তাকে টেনে হিচড়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসানুজ্জামানের রুমে তাকে নিয়ে যায়। সেখানে উল্টো পুুলিশ আওয়ামীলীগ নেতার পক্ষ নিয়ে হাসানুজ্জামান তাকে শাসিয়েছে বলে অভিযোগ। সেলিমের উপর থানার ভেতরে অনাকাঙ্খিত ঘটনায় কুতুবপুরের সন্ত্রাসী মীরুর বিরুদ্ধে রাতে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী।

তবে অপর একটি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর বউবাজার এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুই গ্রুপ। রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কমপক্ষে ৪ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, ফতুল্লা কুতুবপুরের সন্ত্রাসী মীর হোসেন মীরুর বাহিনী বৃহস্পতিবার বিকেলে কুতুবপুর বউবাজার এলাকায় মুরাদ নামে এক ব্যবসায়ীর মাথায় পিস্তল তাক করে হুমকি ধামকি দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে।

এ ঘটনায় এদিন রাতেই মুরাদের ভাই চাঁদ শিকদার সেলিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়েরের পর এসআই মিজান ঘটনাস্থলে আসেন এবং শুক্রবার রাতে তাকে থানায় আসতে বলেন। সেই অনুযায়ী সেলিম শুক্রবার রাতে থানায় আসে।

সেলিম আরও অভিযোগ করেন, ওসি তদন্তের রুমে নেওয়ার পর তিনি আমাকে উল্টো ধমকাচ্ছিলেন আর বলছিলেন ‘থানায় আপনার কাজ কি, কেন এসেছেন!’

সেলিম বলেন, এভাবে থানার ভেতরই যদি আমাদের উপর হামলা করে তাহলে বাইরে আমাদের নিরাপত্তা কতটুকু এবার বুঝে নেন।
এ ব্যাপারে মীর সোহেল আলীর স্থানীয় সাংবাদিকদের কাছে ধাক্কাধাক্কির বিষয়টি অস্বীকার করে বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। আমি সেলিমকে থানায় দেখে আমার অফিসে ডেকেছি কি হয়েছে তা বসে কথা বলার জন্য। এর বেশি কিছু হয়নি।

ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে কিনা জানা নেই। আমি সে সময় থানায় ছিলাম না।

সোনারগাঁয়ে বাবুল মোশাররফের ইন্তেকাল, শোকাহত সাংবাদিক সমাজ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রবীণ সাংবাদিক বাবুল মোশাররফ ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…..রাজিউন)। এই সাংবাদিকের মৃত্যুতে শোকাহত সোনারগাঁয়ের সাংবাদিক সমাজ। কারন জীবদ্দশায় তিনি স্বচ্ছ ও নির্ভিক কলম সৈনিক ছিলেন।

জানাগেছে, সোনারগাঁও প্রেস ক্লাবের টানা পাঁচ বারের নির্বাচিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি সাহিত্যিক বাবুল মোশাররফ। ১৫ নভেম্বর শুক্রবার রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবুল মোশাররফ দীর্ঘদিন যাবত ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।

বাবুল মোশাররফের জানাযা শনিবার সকাল ১০টায় ঐতিহাসিক আমিনপুর মাঠে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম, সোনারগাঁও প্রেস ক্লাব, সাময়িকি চারদিক, সোনারগাঁও সাহিত্য নিকেতন সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

একই সঙ্গে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’ এর প্রকাশক ও সম্পাদক মাজহারুল ইসলাম রোকন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বাবুল মোশাররফ দীর্ঘ প্রায় ৪০ বছর যাবত সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। তিনি সাপ্তাহিক প্রতিরোধ, দৈনিক জনতা, ইত্তেফাক সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সবশেষ সোনারগাঁও থেকে প্রকাশিত সাময়িকী চারদিক এর উপদেষ্টা সম্পাদক ছিলেন তিনি। মৃুত্যকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড়ে ভারত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ইন্দোর টেস্টে রানের পাহাড় গড়ে তুলেছে ভারত। ১৫ নভেম্বর শুক্রবার দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৪৯৩ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল ১৫০ রানে। অর্থাৎ, ৩৪৩ রানের লিডে রয়েছে বিরাট কোহলিরা। সোমবার সকালে হয়তো আর কিছু রান করে ছেড়ে দিবে ভারত। এরপর লড়তে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। প্রথম ইনিংসে মুমিনুল হকরা যেভাবে ব্যাটিং করেছে দ্বিতীয় ইনিংসেও তেমন হলে ইনিংস ব্যবধানে হারতে পারে বাংলাদেশ।

প্রথম দিনে ১ উইকেটে ৮৬ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছিল ভারত। দিন শেষে আগারওয়াল ৩৭ ও পূজারা ৪৩ রান করে অপরাজিত ছিলেন। পূজারা আজ ব্যক্তিগত ৫৪ রানে অলআউট হলেও ডাবল সেঞ্চুরি করেছেন মায়াঙ্ক আগারওয়াল।

আগারওয়ালের ব্যক্তিগত রান তখন ১৯৬। এমন সময় মেহেদী হাসান মিরাজের বলে ওয়াইড লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। ৩৩০টি বল খেলে ২৮টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ২৪৩ রান করে ফেরেন আগারওয়াল।

দলীয় ৪৩২ রানে মিরাজের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেটে রাহির হাতে ক্যাচ হন তিনি। টেস্টে এই দ্বিতীয়বার ডাবল সেঞ্চুরি করলেন আগারওয়াল। এর আগে গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১৫ করেছিলেন তিনি।

এছাড়া অজিঙ্কা রাহানে করেন ৮৬ রান। বাংলাদেশ যে ৬টি উইকেট নিয়েছে তার মধ্যে আবু জায়েদ রাহি নিয়েছেন ৪টি উইকেট। বাকি দুইটির মধ্যে ১টি মিরাজ ও ১টি ইবাদত নেন।

ইন্দোরে প্রথম দিন বৃহস্পতিবার শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে ব্যাট করতে নেমে ১৫০ রান করে অলআউট হয়েছিল বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম। ৩৭ রান করেন অধিনায়ক মুমিনুল হক। ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ৩টি, ইশান্ত শর্মা ২টি, উমেশ যাদব ২টি ও রবীচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর-

ফল: দ্বিতীয় দিন শেষে ৩৪৩ রানের লিডে ভারত।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৫০ (৫৮.৩ ওভার)

(সাদমান ৬, ইমরুল ৬, মুমিনুল ৩৭, মিথুন ১৩, মুশফিক ৪৩, মাহমুদউল্লাহ ১০, লিটন ২১, মিরাজ ০, তাইজুল ১, রাহি ৭*, ইবাদত ২; ইশান্ত ২/২০, উমেশ ২/৪৭, শামি ৩/২৭, অশ্বিন ২/৪৩, জাদেজা ০/১০)।
ভারত প্রথম ইনিংস: ৪৯৩/৬* (১১৪ ওভার)

(আগারওয়াল ২৪৩, রোহিত ৬, পূজারা ৫৪, কোহলি ০, রাহানে ৮৬, জাদেজা ৬০*, ঋদ্ধিমান ১২, উমেশ ২৫*; ইবাদত ১/১১৫, রাহি ৪/১০৮, তাইজুল ০/১২০, মিরাজ ১/১২৫, মাহমুদউল্লাহ ০/২৪)।

প্রয়াত জালাল উদ্দীনের কবরে মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। ১৫ নভেম্বর শুক্রবার সকালে বন্দরের নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবর স্থানে শ্রদ্ধা জ্ঞাপন শেষে রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, নুরু উদ্দিন, আতাউর রহমান মুকুল, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম আজাদ, অ্যাডভোকেট রফিক আহম্মেদ, মনিরুজ্জামান মনির, ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, কোষাধ্যক্ষ সোলায়মান সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক পিয়ার জাহান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মোল্লা, সহ-যুব বিষয়ক সম্পাদক নাজমুল হক রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শিশুদের উজ্জল ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার: সানি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি বলেছেন, দেশের শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।

তিনি বলেন ,‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে আমরা বাংলাদেশ গড়ে তুলবো, যাতে আগামী দিনে আজকের শিশুরা একটি সুন্দর জীবন পেতে পারে। আমাদের সরকার প্রধান সে লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে।’

১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে ২৭নং লক্ষ্মীনারায়ণ সরকারী বালিকা বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি।

ছাত্রলীগের সাবেক এই নেতা আরো বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। কেউ ক্ষুধার্ত থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, সবাই উন্নত জীবন পাবে। এটা নিশ্চিত করাই এখন বর্তমান সরকারের লক্ষ্য।’

দেশের শিশুদের কল্যাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহিত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে সাফায়েত আলম সানি বলেন, বঙ্গবন্ধু শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। এছাড়া মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনা বেতনের ব্যবস্থা করেন।

তিনি জানান, শিশুদের অধিকার রক্ষায় জাতিসংঘের আগেই ১৯৭৪ সালে শিশু আইন করেন বঙ্গবন্ধু।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিক নুরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি। এছাড়াও উপস্থিত ছিলেন ২৭নং লক্ষ্মীনারায়ণ সরকারী বালিকা বিদ্যালয়ের অভিবাবক কল্যান কমিটির সভাপতি চন্দনা খসরু, কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার, কল্যাণ কমিটির সদস্য মোঃ মিঠু, শিক্ষানুরাগী মোঃ আলী হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ ও দোয়া করা হয়। পরে বিদায়ী পরীক্ষার্থীর হাতে উপহার স্বরুপ শিক্ষাসামগ্রী ও প্রবেশপত্র তুলে দেওয়া হয়।

আড়াইহাজারে অটোরিক্সা চালালেন এমপি বাবু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে আড়াইহাজারে দশ হতদরিদ্র অটো রিক্সা চালককে বিনামূল্যে ব্যাটারি চালিত রিকশা (মিশুক) প্রদান করা হয়েছে।

১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নিজে কিছুক্ষণ গাড়ি চালিয়ে চালোনোর পর ওইসব হতদরিদ্র চালকদের হাতে চাবি তুলে দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এসময় দলীয় নেতাকর্মীরা তার উদ্যোগকে দারিদ্র বিমোচনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন, পৌর মেয়র সুন্দর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, খাগকান্দা ইউপি চেয়ারম্যান আরিফুল হক, মেসার্স আমির কনক্ট্রাশনের স্বত্ত্বাধিকারি ভিপি আমির হোসেন প্রমুখ।

এমপি নজরুল ইসলাম বলেন, এ অটো রিক্সার আয় দিয়ে প্রত্যেকেই তাদের পরিবারের দীর্ঘদিনের অভাব অনটন দুর করতে পারবে। পর্যায়ক্রমে হত দরিদ্র চালকদের মাঝে আরও অটো রিক্সা প্রদান করার কথাও বলেন তিনি।

আলীরটেকের মুক্তারকান্দি গ্রাম পঞ্চায়েত কমিটির পূনর্গঠন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকের মুক্তারকান্দি গ্রামের সকলের সম্মতিক্রমে পঞ্চায়েত কমিটির পূনর্গঠন করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীনকে পঞ্চায়েত কমিটির প্রধান করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

১৫ নভেম্বর শুক্রবার বিকেলে মুক্তারকান্দি পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে পঞ্চায়েত কমিটির সভায় সকলের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

মুক্তারকান্দির পঞ্চায়েত কমিটিতে হলেন- আমান উল্লাহ, আব্দুল কাদির মৃধা, জব্বার বেপারী, কামাল হোসেন, বাচ্চু মিয়া, শরীফ উদ্দিন, মোঃ রহিম উদ্দিন, সেকান্দর আলী, মোশারফ হোসেন, কাজী মজিবুর রহমান, সিদ্দিকুর রহমান, মোজাম্মেল হোসেন রতন বারী, আফজাল হোসেন লিটন, জাকির হোসেন, আব্দুল কাদির বেপারী, মোঃ বাবুল মিয়া, শাহজালাল ও নজরুল ইসলাম।

এদিকে পঞ্চায়েত কমিটির সভা ও কমিটি গঠনের পর মুক্তারকান্দি গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে শপথ গ্রহণ করেন। আর শপথ বাক্য পাঠ করান মাওলানা জমিরউদ্দীন ফারুকী।

আর পঞ্চায়েত কমিটির সভা ও কমিটি গঠনে সার্বিক সহযোগিতা করেন আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহীন রাজু ও আলীরটেক ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য ইকবাল মাহমুদ।

পঞ্চায়েত কমিটির প্রধান জয়নাল আবেদীন বলেন, গ্রামের সকলের সম্মতিক্রমে আমাকে পঞ্চায়েতের প্রধান করা হয়েছে। গ্রামের সকলকে সাথে নিয়ে গ্রামকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাবো। কোন ধরণের অনিয়ম কাজ আমি নিজে করবো না এবং কাউকে করতে দিবো না এ শপথ নিয়ে আমি আমার দায়িত্ব পালন করতে চাই।

‘আড়াইহাজার বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখতে সুমনের বিকল্প নাই’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম কালাম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি হিসেবে একমাত্র মাহমুদুর রহমান সুমনকেই যোগ্য মনে করেন। সুমনকে সভাপতি পদে দেখতে চেয়ে বিএম কালাম বলেন, মাহমুদুর রহমান সুমন আমার রাজনৈতিন গুরু ও অভিভাবক। আমি মনে করি আড়াইহাজার বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর অভিভাবক ছিলেন প্রয়াত বিএনপি নেতা এএম বদরুজ্জামান খান খসরু। আর তারই সুযোগ্য সন্তান মাহমুদুর রহমান সুমন।

মাহমুদুর রহমান সুমন সম্পর্কে কালাম বলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন যাবত। পরবর্তীতে তিনি খসরুর মৃত্যুর পর আড়াইহাজার উপজেলা বিএনপির হাল ধরেন। যার ফলশ্রুতিতে আড়াইহাজার বিএনপির নেতাকর্মীরা মাহমুদুর রহমান সুমনকে আড়াইহাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব দেন।

তিনি আরও দাবি করেন, মাহমুদুর রহমান সুমন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বও পালন করে আসছেন। কোন প্রকার বির্তকিত কর্মকান্ডে না জড়িয়ে তিনি সক্রিয় রাজনীতি করছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নীতি নির্ধারকরা প্রাথমিকভাবে তাকে আড়াইহাজার আসন থেকে মনোনয়নও দিয়েছিলেন। চূড়ান্তভাবে তাকে মনোনিত করা না হলেও দলের সিদ্ধান্তে নির্বাচনী মাঠেই ছিলেন সুমন। নেতাকর্মীদের ধানের শীর্ষে নির্বাচনের নির্দেশ দিয়েছিলেন। গত নির্বাচন করতে গিয়ে অনেক নেতাকর্মী গায়েবী মামলার শিকার হয়েছেন। যাদের জামিন করে এনেছেন মাহমুদুর রহমান সুমন। তিনিও মামলার আসামি হন।

যুবদলের এই নেতা আরোও বলেন, আমি বিশ্বাস করি মাহমুদুর রহমান সুমনকে সভাপতি করা হলেই আড়াইহাজার বিএনপির মধ্যে ঐক্য ফিরে আসবে। তিনি বলেন, ইতিমধ্যে আড়াইহাজারবাসী দেখতে পেয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আনোয়ার হোসেন অনু ও পারভিন আক্তার ঐক্যবদ্ধ হয়ে সুমনের সঙ্গে রাজনীতিতে ফিরেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই আড়াইহাজার উপজেলা বিএনপির মূলধারার রাজনীতির সঙ্গে যোগদান করার জন্য।

এখানে উল্লেখ্যযে, গত ৯ নভেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিকদলের এক প্রতিবাদ সভায় মাহমুদুর রহমান সুমনের সঙ্গে রাজনীতিতে ফিরেন অনু ও পারভীন আক্তার।

যুবদল নেতা কালাম বলেন, আড়াইহাজার বিএনপিকে ঐক্যবদ্ধ করে রাখতে মাহমুদুর রহমান সুমনের কোন বিকল্প নাই। সুমনই এমন একজন ব্যক্তি যিনি আড়াইহাজার বিএনপির ক্লিন ইমেজধারী কর্মীবান্ধব নেতা। তাকেই সভাপতি পদে আমরা দেখতে চাই।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের প্রতি আস্থা রেখে যুবদল নেতা কালাম বলেন, তারা দুজনই খুবই বিচক্ষণ বিএনপি নেতা। আমার বিশ্বাস তারা আড়াইহাজার বিএনপির কমিটি গঠনে তারা সঠিক বিচক্ষণতার পরিচয় দিবেন। একজন ক্লিন ইমেজধারী ব্যক্তির হাতে আড়াইহাজারের দায়িত্ব দিবেন। আমার অঘাত বিশ্বাস মরহুম এএম বদরুজ্জামান খান খসরুর অবদান ও মাহমুদুর রহমান সুমনের ত্যাগের অবশ্যই মূল্যায়ন করবেন।

সর্বশেষ সংবাদ