নাশকতার মামলায় ছাত্রদল সভাপতি রনির হাজিরা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পুলিশের দায়েরকৃত একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি শেখ মশিউর রহমান রনি।

১৭ নভেম্বর রবিবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) শাহ্ মোহাম্মদ জাকির হোসেনের আদালতে এ হাজিরা দেন মশিউর রহমান রনি।

এ মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আইনজীবী জানান, ফতুল্লা মডেল থানার একটি নাশকতা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন মশিউর রহমান রনি। এটি একটি রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা। এই মামলা তার কোন সম্পৃক্ততা নেই। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে ওই মামলায় তাকে আসামি করা হয়েছে।

এ সময়ে আদালতে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির সাথে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জমি লিখে না দেয়ায় মাকে মারধর করলেন মসজিদের ইমাম!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি লিখে না দেয়ায় গর্ভধারনী মাকে মারধর করেছেন সন্তান মোহাম্মদ হোসেন। এই মোহাম্মদ ইমাম হোসেন একটি মসজিদের ইমাম হিসেবে রয়েছেন। এ ঘটনায় পুলিশ ইমাম হোসেনকে ১৭ নভেম্বর রবিবার গ্রেপ্তার করেছেন।

সোনারগাঁয়ের তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, উপজেলার জামপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ছেলে ইমাম হোসেন তার গর্ভধারিনী মা ফাতেমাকে জমি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করতো। জমি লিখে না দেয়ায় গত শনিবার সকালে তার মাকে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মা ফাতেমা আক্তার বাদি হয়ে তালতলা পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে ১৭ নভেম্বর রবিবার সকালে অভিযুক্ত ছেলে ইমামকে আড়াইহাজার উপজেলার ফাউশা গ্রাম থেকে প্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইমাম হোসেন আড়াইহাজার উপজেলার কুটি বাড়ী জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

খালেদা জিয়া মুক্ত হলে দেশের গণতন্ত্রের মুক্তি হবে: আড়াইহাজারে সুমন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে আড়াইহাজার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন বলেছেন, যে নেত্রী সারাটা জীবন দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য ত্যাগ শিকার করেছেন, আজ সেই নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলায় সম্পূর্ণ অনৈতিক, অমানবিক এবং বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে। খালেদা জিয়া মুক্ত হলেই দেশের গণতন্ত্রের মুক্তি হবে। আজ দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। এ মুহূর্তে দেশে গণতন্ত্র ফিরে আসা মানে খালেদা জিয়ার মুক্তি চাই। তার মুক্তি হলে, সেটি হবে গণতন্ত্রের মুক্তি, গণমাধ্যমের মুক্তি, গণমানুষের মুক্তি।

১৬ নভেম্বর শনিবার আড়াইহাজার উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি এএম বরুজ্জামান খান খসরুর ইলমদী বাসভবনে আড়াইহাজার ওলামাদলের আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন।

সুমন আরোও বলেন, সৈনিক জিয়া মহান। রাষ্ট্রনায়ক জিয়া মহত্তর। তিনি গণতন্ত্রের প্রাণপুরুষ। আধুনিক বাংলাদেশের স্থপতি। তাঁর ছিল সুদূরপ্রসারী দৃষ্টি। তিনি ছিলেন ভিশনারি এক স্বপ্নদ্রষ্টা। জিয়া জাতিকে একটি সত্যিকার গণতন্ত্রের শক্ত ভিত্তির ওপরে দাঁড় করাতে চেয়েছিলেন। আনতে চেয়েছিলেন অর্থনৈতিক মুক্তি। দিতে চেয়েছিলেন জাতিকে সম্মান আর গৌরব। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক ক্ষনজন্মা রাষ্ট্রনায়ক। নানা কারণে তিনি বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ে স্থান করে নিয়েছেন। তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলি এ দেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। তিনি ছিলেন একজন পেশাদার সৈনিক। তা সত্ত্বেও সাধারণ মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা ছিল অন্য কোনো রাষ্ট্রনায়কের ভাগ্যে তা জোটেনি। মাত্র ছয় বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন জিয়াউর রহমান। কিন্তু সাধারণ মানুষ তার ওপর ছিল প্রচন্ড আস্থাশীল। জীবনের শেষ দিন পর্যন্ত তার ওপর মানুষের এই আস্থায় কোনো চিড় ধরেনি।

বিএনপির তারুণ্যের অহংকার তারেক রহমানের উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের হৃদয়ে তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোষহীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান আগামীর বাংলাদেশের অন্যতম প্রধান মানুষ। বাংলাদেশের দুঃখী মানুষের সুখের বাহক তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ধারায় আধুনিকায়নসহ রাজনীতিতে নতুন দিকনির্দেশনা সৃষ্টি এ উপমহাদেশে দৃষ্টান্ত। তারেক রহমান বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের নিজস্ব সুখ সমৃদ্ধির চিত্র বিশ্ব মানচিত্রে উজ্জ্বল করার জন্য নিয়েছেন অন্যতম প্রধান ভূমিকা। তিনি আসবেন, তবে বীরের বেশে।

আড়াইহাজার থানা ওলামাদলের সভাপতি হাফেজ মো: নাসির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান সুমন।

আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ও আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি মীরজুল হাসান নয়ন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা মো: মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: মাসুদ মিয়া, আড়াইহাজার থানা ওলামাদলের শাহজালাল হোসেন, যুবদল নেতা আশ্রাফুল ইসলাম আশ্রাফ, মো:রফিকুল ইসলাম, আবুল মিয়া, আলামিন হোসেন, জাকির হোসেন, ছাত্র নেতা মো: ইয়ামিন হাসান, মো: রিদম ভূইয়া প্রমূখ।

এখানে উল্লেখ্য যে, অনুষ্ঠান শুরু আগে প্রয়াত বিএনপি নেতা এএম বদরুজ্জামান খান খসরুর কবর জিয়ারত করে মোনাজাত করেন বিএনপির নেতাকর্মীরা।

চট্টগ্রামে বিকেএমইএ’র পরিচালনা পর্ষদকে বর্ণাঢ্য সংবর্ধনা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নীট গার্মন্টেস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএর ২০১৯-২০২১ এর নির্বাচিত পরিচালনা পর্ষদ চট্টগ্রামে বর্ণাঢ্য সংবধনা প্রদান করা হয়েছে। এ সময় টানা পঞ্চম বারের মত সংগঠনটির সভাপতি নির্বাচিত হওয়া একেএম সেলিম ওসমান এমপিকে বিকেএমইএ এর চট্টগ্রামের সদস্যরাবৃন্দরা ফুল ও সম্মাননা পদ দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি চট্টগ্রামে বিকেএমইএ এর নিজস্ব ভবন নির্মাণ সহ চট্টগ্রামে বিকেএমইএ কার্যক্রম আরো গতিশীল করার ঘোষণা দিয়েছেন।

১৬ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৭ চট্টগ্রামের পতেঙ্গায় বুট ক্লাবে বিকেএমইএ এর চট্টগ্রাম অঞ্চলের সকল সদস্যদের পক্ষ থেকে উক্ত সংবর্ধনার আয়োজন করা হয়।

বিকেএমইএ এর তৃতীয় সহ-সভাপতি গহর সিরাজ জামিলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর নির্বাহী পরিচালক আকতার হোসেন অপূর্ব।

পরিচালনা বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, দ্বিতীয় সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক আবু আহম্মেদ সিদ্দিক, মনসুর আহম্মেদ, ফজলে শামীম এহসান, জিএম ফারুক, মোস্তফা জামাল পাশা, আশিকুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, মোস্তফা মনোয়ার ভূইয়া, তারিক আজিজ, রাজিব দাস সুজয়, শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, সেলিম মাহবুব নাসিমুল তারিক মঈন, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, কবির হোসেন, মোহাম্মদ হাসান, আহম্মদ নূর ফয়সাল, মির্জা মোহাম্মদ আকবর আলী চৌধুরী, ইমরান কাদির তূর্য, মজিবুর রহমান।

বন্দরে প্রেমিকের প্রতারণায় ধর্ষিতা প্রেমিকা, প্রেমিক গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিপোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৮ বছরের যুবতিকে ধর্ষণের ঘটনায় প্রতারক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারকের প্রেমিকের নাম উজ্জল হোসেন। বন্দর ফাঁড়ি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

১৫ নভেম্বর শুক্রবার রাতে বন্দর রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রেমিক উজ্জল বন্দর রাজবাড়ি এলাকার ফারুক মিয়ার ছেলে।

এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

অভিযাগ সূত্রে, গত ২ মাস পূর্বে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর চৌরাস্তা এলাকার ১৮ বছরের যুবতি শরীরচর্চার জন্য জিম করতে বন্দর গার্লস স্কুলের সামনে দাওয়ান জিমনেসিয়ামে আসে। সেই সূত্র ধরে ওই যুবতির সাথে জিম মালিক বন্দর রাজবাড়ি এলাকার ফারুক মিয়ার ছেলে উজ্জলের সাথে পরিচয় হয়।

পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে উজ্জল বিয়ের করার প্রলোভন দেখিয়ে গত ১৩ নভেম্বর সকালে মোবাইল ফোনে উল্লেখিত যুবতিকে তাদের বাড়িতে ডেকে আনে। পরে ওইদিন দুপুরে ভাড়াটিয়া বাড়িতে যুবতিকে ধর্ষণ করে। পরে ধর্ষিতা বিষয়টি তার পরিবারকে জানায়। এ ঘটনায় ধর্ষিতা যুবতি গত শুক্রবার সন্ধ্যায় বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই রাতেই উজ্জলকে গ্রেপ্তার করে।

ফতুল্লার চরাঞ্চলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের নবান্ন উৎসব

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে ভিন্ন আঙ্গিকে দিনব্যাপী নবান্ন উৎসব পালন করা হয়েছে। গ্রামের কৃষকদের উৎসাহিত করতে চারদিকে ফসলী জমি মাঝে খানে নবান্ন উৎসব পালন করা হয়। এ উৎসবে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উৎসবটি আরো বৃদ্ধি করে।

১৬ নভেম্বর শনিবার সকাল হতে সন্ধা পর্যন্ত বক্তাবলীর কানাইনগর বেকারী মোড় এলাকায় সদর উপজেলার প্রশাসনের আয়োজনে বক্তাবলী ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় কৃষি জমির উপর নবান্ন উৎসব পালন করা হয়।

নবান্ন উৎসব অনুষ্ঠানটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন। তিনি স্ত্রী সন্তানকে নিয়ে দিনব্যাপাী উৎসবটি উপভোগ করেন।

এদিকে নবান্ন উৎসব অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে স্থানীয় কৃষকদের সাথে নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। গ্রামের খেলাধুলা থেকে শুরু করে পিঠা উৎসব সহ নানা ধরনের চিত্র তুলে ধরা হয়। আর গ্রামের বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে সবাইকে আপ্যায়ন করা হয়। এছাড়াও নৃত্য, হাডুডু সহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। আর এ উৎসবের মাধ্যমে গ্রামের সাধারণ কৃষকসহ এলাকার নারী-পুরুষদের বাড়তি আনন্দ দেয়া হয়। এছাড়াও জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা গান গেয়ে অনুষ্ঠানকে আরো মাতিয়ে তোলেন।

বিশেষ করে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের অক্লান্ত পরিশ্রম ও দক্ষতায় উৎসবটি আকর্শন বাড়িয়ে তোলে। তিনি ছোট বড় সবাইকে আনন্দ দেয়ার চেষ্টা করেছেন এবং সফলতা বয়ে এনেছেন।

আর নবান্ন উৎসবে অতিথিবৃন্দরা কৃষক রুপে ধানের জমিতে গিয়ে হাতে কাস্তি নিয়ে ধান কাটেন এবং কিভাবে ফসল চাষ করেন কৃষকরা তা তুলে ধরেন। আর হাসিমুখে প্রশাসনের কর্মকর্তারা ও জনপ্রতিনিধিরা ক্ষনিকের জন্য একজন কৃষক হওয়ার চেষ্টা করেন।

অনুষ্ঠানের সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের ব্যাটালিয়ান (বিজিবি ৬২) মেজর হাবিবুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, ফতুল্লা সহকারী কমিশনার (ভুমি) মো: আজিজুল ইসলাম, সদরের সহকারী কমিশনার (ভুমি) হাসান বিন মুহাম্মদ আলী, সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) রুমানা আক্তার, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, ফতুল্লা মডেল থানা ওসি আসলাম হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আনোয়ার হোসেন, উপজেলার কৃষি অফিসার আব্দুল গাফ্ফার, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, সাধারণ সম্পাদক এমএ মান্নান, সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাজির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চট্টগ্রামে বিকেএমইএ’র নিজস্ব ভবন তৈরিতে বরাদ্দ ৭ কোটি টাকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর চট্টগ্রামে নিজস্ব ভবন নির্মাণের জন্য ৭ কোটি টাকা বরাদ্দ প্রাথমিকভাবে বাজেট ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর বিকেএমইএ এর এজিএম অনুষ্ঠানে এর চূড়ান্ত অনুমোদন প্রদান করা হবে। উক্ত বরাদ্দকৃত অর্থ বিকেএমইএ এর চট্টগ্রাম শাখার জন্য ব্যাংকে এফডিআর করা রাখা হবে।

১৬ নভেম্বর শনিবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় বুট ক্লাবে অনুষ্ঠিত বিকেএমইএ এর পরিচালনা পর্ষদের তৃতীয় মাসিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে উক্ত মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি অমল পোদ্দার, গহর সিরাজ জামিল, সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক আবু আহম্মেদ সিদ্দিক, মনসুর আহম্মেদ, ফজলে শামীম এহসান, জিএম ফারুক, মোস্তফা জামাল পাশা, আশিকুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, মোস্তফা মনোয়ার ভূইয়া, তারিক আজিজ, রাজিব দাস সুজয়, শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, সেলিম মাহবুব নাসিমুল তারিক মঈন, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, কবির হোসেন, মোহাম্মদ হাসান, আহম্মদ নূর ফয়সাল, মির্জা মোহাম্মদ আকবর আলী চৌধুরী, ইমরান কাদির তূর্য, মজিবুর রহমান।

এর আগে বিকেএমইএর দ্বিতীয় মাসিক সভায় চট্টগ্রামে নিজস্ব অফিস স্থাপনের জন্য ৫ কোটি টাকার প্রাথমিক বরাদ্দ নেয়া হয়েছিল। কিন্তু শনিবার অফিস স্থাপনের জন্য বেশ কয়েকটি ফ্লোর পরিদর্শন করেন বোর্ডের কর্মকর্তারা। সেগুলো সুবিধাজনক না হওয়ায় বোর্ডের মাসিক সভায় নিজস্ব জমিতে নিজস্ব কার্যালয় নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সর্ব সম্মতিক্রমে অফিস নির্মাণের জন্য ৫ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৭ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়। যা ব্যাংকে এফডিআর করে রাখা হবে। আশা করা হয় চট্টগ্রামে নিজস্ব ভবনের ব্যাপারে ২০২০ সালের মার্চ মাসের মধ্যে ভবন নির্মাণের জন্য একটি ফলাফল পাওয়া যাবে এবং ডিসেম্বর মাসের মধ্যে ভবন নির্মাণের কাজ শুরু করতে পারবে।

এছাড়াও বিকেএমইএর কার্যক্রম চট্টগ্রামে আরো গতিশীল করার ব্যাপারে তাগিদ দিয়েছেন সংগঠনটির সভাপতি একেএম সেলিম ওসমান এমপি। সে জন্য চট্টগ্রামে বিকেএমইএ এর সদস্য সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আর চট্টগ্রাম অফিসের কর্মকর্তাদের জন্য একটি গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। যেটি বিকেএমইএ চট্টগ্রাম অঞ্চলের বোর্ড কর্মকর্তা তৃতীয় সভাপতি গহর সিরাজ জামিলের নেতৃত্বে রাজিব দাস সুজয়, মো. হাসান, আহমেদ নূর ফয়সাল, মির্জা আকবর আলী চৌধুরী প্রদান করবেন।

অপরদিকে নতুন বাজার সম্প্রসারণে বিকেএমইএর পক্ষ থেকে পৃথক দুটি নীটওয়্যার মেলার আয়োজন করা হবে। যার মধ্যে চলতি বছরের ১৮ থেকে ২০ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দা এবং ২০২০ সালের ২৮-৩০ মার্চ পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর বিকেএমই এর ঢাকা কার্যালয়ে দ্বিতীয় মাসিক সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রামে বিকেএমইএ এর একটি নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে যা পরবর্তী এজিএম’এ চূড়ান্ত অনুমোদন করা হবে। এছাড়াও আসন্ন এজিএম’এ বিকেএমইএ এর সাধারণ সকল সদস্য স্বপরিবারে এসে আনন্দ উৎসব করতে পারে সেজন্য আরো ১ কোটি টাকার বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও প্রথম সভায় গৃহিত সকল সিদ্ধান্তের অনুমোদন করা হয়। উক্ত সভায় সভাপতি সেলিম ওসমান ব্যবসায়িক কাজে দেশের বাইরে অবস্থান করায় ডিজিটাল পদ্ধতির ব্যাপার করে সভায় সভাপতিত্ব করেন।

আমি হিংসা-বিদ্বেষের রাজনীতি পছন্দ করিনা: মাহমুদুর রহমান সুমন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে উপজেলা বিএনপির রাজনীতিতে যখন মাহমুদুর রহমান সুমনের সঙ্গে রাজনীতিতে নেমেছেন আনোয়ার হোসেন অনু ও পারভীন আক্তার তখন আড়াইহাজার বিএনপির মাঝে চাঙ্গা ভাব বিরাজ করছে। এক সময় অনু ও পারভীন মুলধারার বাহিরে গিয়ে রাজনীতি করলেও বর্তমানে তাদেরকে মুলধারার নেতারা স্বাদরে গ্রহণ করেছেন। যাদের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুর রহমান সুমন। মাহমুদুর রহমান সুমন বলেছেন, আমি হিংসা-বিদ্বেষের রাজনীতি পছন্দ করিনা। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে চাই।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও আড়াইহাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন বলেছেন, দেশের ৮০ ভাগ মানুষ প্রয়াত শহীদ প্রেন্সিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন। তিনি ছিলেন সৎ, নীতিবান ও ন্যায়বিচারক। জিয়াউর রহমান বলেছিলেন, সৎ ব্যক্তিকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে। কারণ সৎ ব্যক্তিরা ভালো নেতাকর্মী তৈরি করেন। তারুণ্যের অহংকার তারেক রহমানও একজন আদর্শবান, সৎ ও ধার্মিক ব্যক্তি।

১৬ নভেম্বর শনিবার আড়াইহাজার উপজেলা সদরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সুমন এসব কথা বলেন।

বিএনপি নেতা সুমন আরও বলেন, যোগ্য নেতাকর্মীর সমন্বয়ে আড়াইহাজার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটি গঠন করা হবে। বিশেষ সুবিধার বিনিময়ে কোনো অযোগ্য ব্যক্তিদের কমিটিতে স্থান দেয়া হবে না। দলের কার্যক্রমে অংশ নিয়ে যেসব নেতাকর্মী হামলা মামলার শিকার হবেন বা হয়েছেন। আমি তাদের সার্বিক সহযোগিতা প্রদান করব।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলনে আগামী দিনের দলীয় কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে অংশ নেব।

আড়াইহাজার বিএনপির মাঝে কোন ভেদাভেদ নেই দাবি করে তিনি বলেন, যারা ভেদাভেদ সৃষ্টির চেষ্টা চালাবে তাদের সবাই মিলে প্রতিহত করব। আমরা সবাই শহীদ জিয়ার আর্দশ বুকে ধারণ করে রাজনীতি করে যাবো। আমার দরজা সবার জন্য খোলা। আমি হিংসা ও বিদ্বেশের রাজনীতি পছন্দ করি না। আমাদের ভবিষৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান যখন যে আদেশ আমাদের দেবেন, আমরা সেভাবেই কাজ করব।

অনুষ্ঠানে বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু বলেন, হামলা, মামলার শিকার নেতাকর্মীদের পাশে থাকতে হবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। যোগ্য নেতাকর্মীদের নিয়ে কমিটি করতে হবে। সুবিধাবাদী ও আওয়ামী লীগ ঘেঁষা ব্যক্তিরা যাতে কমিটিতে স্থান করে নিতে না পারেন। সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা সুমনের নেতৃত্বে আড়াইহাজার বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করব। আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না। প্রয়াত নেতা এএম বদরুজ্জামান খসরু ছিলেন আড়াইহাজার থানা বিএনপির নেতাকর্মীদের প্রাণপুরুষ। তিনি সারাজীবন দলের জন্য নিবেদীত হয়ে কাজ করে গেছেন। আমরা তার ইচ্ছাকে বাস্তবায়ন করব।

উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, বিআরডিবির সাবেক চেয়রাম্যান আনোয়ার হোসেন অনু, যুবদলের সাবেক নেতা মাইনউদ্দিন আহমেদ রিপন, সাবেক ইউপি সদস্য আমির আলী, ওলামা দল নেতা শাহজালাল মিয়া, মাছুম বিল্লাহ, বিএনপির নেতা লাল মিয়া ও অ্যাডভোকেট মোশারফ হোসেন প্রমুখ।

রূপগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তানের নির্মাণাধীন বাড়িতে ডাকাতি লুটপাটের অভিযোগ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

রাতের আঁধারে মুক্তিযোদ্ধার সন্তানের নির্মাণাধীন বাড়ির পিলার ভেঙ্গে, সাবমারসিবল পাম্প উপরে, শ্রমিকদের মারধর করে রড সিমেন্ট সহ নগদ টাকা ডাকাতি ও লুটপাটের অভিযোগ ওঠেছে।

১৫ নভেম্বর শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার পর রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর সংলগ্ন নারায়ণগঞ্জের রূপগঞ্জের রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বাড়ির মালিকপক্ষ মুক্তিযোদ্ধা শাহজাহানের মেয়ে মাছুমা আক্তার জানান, পূর্বাচল নতুন শহর ঘেষা রঘুরামপুর এলাকার আরএস ১৯ দাগে তাদের মালিকানাধীন ৬০ শতক জমির মধ্যে ৮ শতক জমি ৫ তলা ফাউন্ডেশনের একটি ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। শুক্রবার মধ্যরাতে ট্রাক থামিয়ে অজ্ঞাতনামা ডাকাতদল নির্মাণ শ্রমিকদের উপর হামলা করে। তাদের সঙ্গে থাকা মালামালের ৫৫ হাজার টাকা লুটে নেয়।

এছাড়াও তাদের মুখ, হাত পা বেঁধে নির্মাণকাজের ২ টন রড ও ৫০ বস্তা সিমেন্ট লুটে নেয়। পরে সাবমারসিবল পাম্প তুলে নেয়ার চেষ্টা করে। শুধু তাই নয়, ভবন ভেঙ্গে ফেলতে পিলার ভাঙ্গতে শুরু করে। এ সময় আশপাশের বাড়ির লোকজন শব্দ পেয়ে এগিয়ে এলে ডাকাত দল ওই মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মাছুমা আক্তার আরো জানান, তাদের জমি বিক্রিতের স্থানীয় দালালরা চেষ্টা করে আসছিলো। তাতে রাজি না হওয়ায় দালালদের যোগসাজসে এ ডাকাতির ঘটনা ঘটাতে পারে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এ ধরণের অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আঁওতায় আনা হবে।

সোনারগাঁয়ে দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। ওই সময় বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার এবং মাদক বিক্রয়ে ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করাও হয়। ১৬ নভেম্বর শনিবার বিকেলে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দীন এ তথ্য জানান।

গত ১৫ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁ থানাধীন নয়াবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র‌্যাব-১১ এর চেকপোস্টের তল্লাশীকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন সন্দিগ্ধ প্রাইভেটকার আরোহী পালানোর চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের প্রাইভেটকার তল্লাশী করে ১৯৬ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ বাবুল আলম ওরফে জাহাঙ্গীর ও রঙ্গুলাল দেব ওরফে রিংকু। তল্লাশীকালে তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকারও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মোঃ বাবুল আলম ওরফে জাহাঙ্গীর কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন চান্দিনা এলাকার বাসিন্দা ও রঙ্গুলাল দেব ওরফে রিংকু মৌলভীবাজার জেলার সদর থানাধীন ধনাশ্রী এলাকার বাসিন্দা। আসামীরা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।

জিজ্ঞাসাবাদে স্বীকার তারা আরো স্বীকার করে যে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং বিভিন্ন কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তারা পরস্পর যোগসাযোসে এই মাদক ব্যবসা করে আসছে।

সর্বশেষ সংবাদ