সান নারায়ণগঞ্জ
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারী শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল এলাকায় বিএনপির মনোনিত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মহিলা উপস্থিত ছিলেন।
৪নং ওয়ার্ড মহিলা দল নেত্রী মিনারা আক্তার ময়নার সভাপতিত্বে ৪নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী শাহনাজ পারভীনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু।
এ ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান মনির, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রওশন আলী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শ্যামল, বিএনপি নেতা আলমগীর, মোহাম্মদ আলী, তুষার, শফিক, রানা, রাসেল সহ মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ভোট প্রার্থনা করেন সেলিম হোসেন দিপু।


