এটিএম কামালের মা মহিলা দলের সাবেক নেত্রী শাহানা খানম চৌধুরীর ইন্তেকাল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা, বিশিষ্ট নারী নেত্রী জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি শাহানা খানম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৫ জানুয়ারী সোমবার বিকাল সাড়ে ৪টায় মহানগরীর মিশনপাড়া এলাকার নিজ বাসভবনে (সোনারগাঁ ভবন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমা শাহানা খানম চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাগো দল থেকে রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি লায়ন্স ক্লাব নারায়ণগঞ্জ সিটির সভাপতি, নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান, কারা পরিদর্শক, মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘদিন মিশনপাড়া পঞ্চায়েতের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

শিক্ষাক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি বারদী রিবর গার্লস স্কুলে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন এবং প্রায় ২০ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে শিক্ষার্থীদের গড়ে তুলতে ভূমিকা রাখেন।

মরহুমার প্রথম জানাজা ৫ জানুয়ারী সোমবার বাদ এশা মিশনপাড়া মসজিদে অনুষ্ঠিত হয়। ৬ জানুয়ারী মঙ্গলবার বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে সোনারগাঁ উপজেলার মসলন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।