সোনারগাঁয়ে সম্পত্তির জন্য সন্তানের হাতে বৃদ্ধ পিতাকে পিটিয়ে মারাত্মক জখম

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে ছেলে-মেয়ের বিরুদ্ধে। ২৭ এপ্রিল রবিবার দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আষাঢ়িয়াচর গ্রামের আব্দুর রহিম (৭০) বাড়ির সামনে রাস্তায় থাকা অবস্থায় তার ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার প্রকাশ্যে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত হন।

আহত আব্দুর রহিমের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তারা বাধা দিয়েও সন্তানদের হাত থেকে মুক্ত করতে ব্যর্থ হন। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হলে অভিযুক্তরা সরে যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, “জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামানকে শুভেচ্ছা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নব নির্বাচিত সভাপতি হওয়ার মনিরুজ্জামান লিটনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

২৭ এপ্রিল রবিবার দুপুরে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষক বাতেন, মোখলেসুর রহমান, রেশমা হক, সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আল আমিন শাহ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক এরশাদ প্রধান, নজরুল ইসলাম, মোজ্জামেল হক প্রমুখ।

এ সময় মনিরুজ্জামান লিটন বলেন, ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃক মনোনীত হয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি দায়িত্ব প্রাপ্ত হয়েছি। আজ আমি অত্র বিদ্যালয়ে সকলের সাথে প্রথম সভা করি, আর এই সভার মাধ্যমে অত্র বিদ্যালয়ের কিভাবে উন্নয়ন করা যায় সে ব্যাপারে শিক্ষকদের ও এলাকাবাসীর সহযোগিতায় উন্নয়নের দিকে নিয়ে যাবো। লেখাপড়ার মান উন্নয়ন নিয়ে কাজ করে যাবো। যেন শিক্ষার্থীরা ভালো পড়াশোনার মাধ্যমে ভালো একটি রেজাল্ট করতে পারে সে ব্যাপারে আমি লক্ষ রাখব ও সকলের নিকট দোয়া কামনা করি।

জামপুরের গোলজার হোসেনের বিরুদ্ধে আশরাফ ভুঁইয়ার মামলা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কথিত প্রভাবশালী আওয়ামীলীগ ও জাতীয়পার্টি ঘেষা গোলজার হোসেনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ কোর্টে মামলা দায়ের করেছেন ব্যবসায়ী ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া।

২৭ এপ্রিল রবিবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রূপগঞ্জ আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন আশরাফ ভুঁইয়া। মামলায় দুই বছরের সাজা সহ বাদীর রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিকভাবে ক্ষুন্ন করে মানহানির দায়ে ৫ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগ তোলা হয়।

মামলায় গোলজার হোসেনকে একমাত্র আসামী করা হয়। আদালত শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ প্রদাণ করেন।

মামলায় অভিযোগ করা হয়- বাদী ওয়াশিপ ডাইনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ মাসাবো এলাকায় সুনামের সহিত ব্যবসা পরিচালনা করিয়া আসিতাছেন। কিন্তু আসামী গোলজার হোসেন বিভিন্ন ফন্দি ফিকির আটিয়া বাদীর সুনাম ক্ষুন্ন করার জন্য পায়তারা করিয়া আসিতাছেন।

তারই ধারাবাহিকতায় গত ১৭ এপ্রিল জাতীয় বেশকটি পত্রিকায় গোলজার হোসেন বিবৃতি দেন যে, আসামীকে বাদী গুলি করে হত্যার হুমকি ও মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টা করিয়াছেন, যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আসামী বাদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়া সংবাদ পরিবেশন করায় বাদীর মানহানি ঘটে।

মে দিবস পালন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির মতবিনিময় সভা

সান নারায়ণগঞ্জ

আগামী পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে সমাবেশ সফল করার লক্ষ্যে সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ব্যাপারী ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।

এ ছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাফির উদ্দিন মজনু, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা ওমর ফারুক, সোনারগাঁও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ফজলু মেম্বার, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, সোনারগাঁও পৌর যুবদলের সদস্য সচিব মফিজর রহমান সোহেল, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল রানা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহের আলী, রানা, সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন, আলমাছ, আমিনুল, নোবেল মীর, সোনারগাঁও উপজেলা শ্রমিক দল নেতা হাজী কিসমত, বিল্লাল মুন্সি, হান্নান, আবু সাঈদ, রাজ্জাক, সোনারগাঁও পৌর শ্রমিক আহবায়ক আবুল হোসেন, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা আওলাদ, ইমরান ফারুক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পিরোজপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী যুব সমাজের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সিজন -১ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ২৫ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোরহাব প্রধানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুম রানা।

এ ছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, পিরোজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহানুর রহমান সুমন, পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা ফারুক, জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিরাজ হোসেন।

আব্দুর রউফ ও মমিনের নেতৃত্বে বন্দর থানা জাসাসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ থেকে ২৭নং ওয়ার্ড নিয়ে গঠিত বন্দর থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঘোষিত এ কমিটিতে মোঃ আবদুর রউফকে সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ মমিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি। তিনি নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন এই কমিটির অনুমোদন দেন।

এ ছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি মো. শাহজাহান, খন্দকার মো. মাহামুদুল হাসান, এড. মাহমুদা আক্তার, লুৎফা কবির লিপি, মো. বাক্কী বিল্লাহ, মো. মাহাবুবুর রহমান শ্যামল, মো. মেজবাহ উদ্দিন, শেখ ফরিদ, মো. আশরাফ আলী, মো. কবির হোসেন, এড. মো. রমজান আলী, মো. শরিফুল ইসলাম স্বপন ও আবুবকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল মোল্লা, মো. নাজিম উদ্দিন, এস.এম জামান, মো. নাছির উদ্দিন, মো. সুজন, মো. হুমায়ুন কবির ও মো. মাইনউদ্দিন (মঈন), সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খান ইমন, খন্দকার শাহিদুজ্জামান মিন্টু রানা, জিয়াউর রহমান টিটু, মো. সাইফুল ইসলাম ও মো. ইমরান হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান খুকুমনি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক রোমান ও মো. জাকির খান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল গাফ্ফার, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. রতন ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. রাসেল, সহ-দপ্তর সম্পাদক মো. বাবর আলী, প্রচার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (রাজন), সহ-প্রচার সম্পাদক মো. আবুল কালাম, সংগীত বিষয়ক সম্পাদক মো. ইউসুফ আলী খুকু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ফিরোজ মাঝি, সাহিত্য বিষয়ক সম্পাদক অধ্যাপক রেজওয়ানা হক, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মো. হেফাজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. আফরিন নাহার চৈতী, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আজাদ মিয়া, ক্রীড়া ও শিশু বিষয়ক সম্পাদক মো. মোজাহিদুল হক, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. ইয়াসমিন খানম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলমকে নির্বাচিত করা হয়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন- এস.এম রায়হান হক, মো. এরশাদুল হক, ইউনুছ মিয়া, খুশি, মো. রায়হান বারী, মো. রিপন হাওলাদার, জিয়াসমিন, মো. সানু খান, মো. মনছুর সাদেক, মো. কামরুজ্জামান, মো. নাবিল মাহামুদ, মো. রাশেদুল হক, মো. রুবেল, মফিজুল ইসলাম রাসেল, মো. শাওন, মো. আজিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মো. মোহর চাঁন, মো. নাছির উদ্দিন, মো. সুমন ও মো. মামুন।

রূপগঞ্জের যুব মহিলা লীগ নেত্রী মালা গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্টে দাউদপুর ইউনিয়ন যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহজাবিন আক্তার মালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জে হাটাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মালা রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের দুযারা এলাকার জিন্নত আলীর মেয়ে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী উপজেলা মহিলা লীগের সভাপতি হাসিনা গাজীর ছত্রছায়ায় এলাকায় জমি দখল, সাধারণ মানুষদের বিভিন্নভাবে হয়রাসিসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন দাউদপুর ইউনিয়ন যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহজাবিন আক্তার মালা।

ওসি আরও জানান, গত ৫ আগস্টের পর এলাকা থেকে গা ঢাকা দেন তিনি। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার হাটাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক অভিযোগ রয়েছে।

আড়াইহাজার থানায় ঘুষ নেওয়া সেই ওসিকে বদলি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনকে অবশেষে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে।

২৪ এপ্রিল বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলাম।

জানা গেছে, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে ফরিদপুর জেলায় বদলি করা হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় ওই আদেশে।

বদলির বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলাম বলেন, আড়াইহাজার থানার ওসিকে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে বদলি করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে ওসির টাকা নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জিডি বা অভিযোগের কাগজের সঙ্গে স্টেপলার করে রাখা কিছু টাকা হাতে নিয়ে ওসি এনায়েত হোসেন এক ব্যক্তির উদ্দেশে বলছেন, ‘এই টাকা দিলে মানসম্মান থাকে?’ এ সময় তার সামনে আরও দু-তিনজন ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। আর ওসি এনায়েত হোসেন তার থানার কক্ষে চেয়ারে বসা অবস্থায় ছিলেন।

জানা যায়, ভাইরাল হওয়া ওই ভিডিওতে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সঙ্গে ওসির কথোপকথনের ওই ভিডিও কেউ একজন ধারণ করেন। কোনো একটি বিষয়ে জিডি বা অভিযোগ করতে গেলে তাদের এ কথা হয়।

শীতলক্ষ্যা নদী রক্ষার্থে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে ‘নদী ভাবনা’

প্রেস বিজ্ঞপ্তি

শীতলক্ষ্যা নদী রক্ষার্থে নদী তীরের প্রান্তিক জনগোষ্ঠীকে সাথে নিয়ে ‘নদী ভাবনা’ কর্মসূচির আয়োজন করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নামক দুটি সংগঠন।

২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার কাঁচপুর ব্রীজ সংলগ্ন নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি
কবি জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবুল খায়ের মুন্সী, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, জাকির হোসেন, মোশাররফ হোসেন।

এসময় বক্তারা বলেন, আমাদের যেমন বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি! নদীমাতৃক বাংলাদেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের প্রধান খাদ্য মাছ ও ভাত। তাই বাঙালিকে বলা হয় ‘মাছে-ভাতে বাঙালি’। তেমনি বলা হয়ে থাকে বাংলাদেশ নদী মাতৃক দেশ; আমাদের দেশ বিশ্বে নদ-নদীর দেশ হিসেবে পরিচিত হলেও, এখানে প্রতি বছরই নদ-নদীর সংখ্যা কমছে। দখল, দূষণে শুধু নদী-খালই মরছে না, এখন দেশও ধ্বংসের পথে। বাংলাদেশকে বাঁচাতে হলে দেশের নদ-নদী রক্ষা করতে হবে। নদ-নদী বেঁচে না থাকলে, দেশও ধ্বংস হতে বাধ্য।

অনলাইন ভোটিংয়ে জরিপ: জনপ্রিয়তার শীর্ষে খোরশেদ, দ্বিতীয় সাখাওয়াত

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে যোগ্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয় মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি, সিটি কর্পোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার। সম্ভাব্য ৪জন প্রার্থীর উপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনলাইন ভোটিং জরিপ চালায় নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’। জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন খোরশেদ এবং খোরশেদের অর্ধেক ভোট পেলেও সেখানে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

১৮ এপ্রিল শুক্রবার থেকে ৪৮ ঘন্টা এই ভোটিং কার্যক্রমে জরিপে মোট ৭২৩ জন ফেসবুক ব্যবহারকারী ভোট প্রদান করেন। যার মধ্যে ৩৫৩ ভোট পান মাকসুদুল আলম খন্দকার খোরশেদ অর্থাৎ মোট প্রদানকৃত ভোটের ৪৮ পারসেন্ট। ১৭৬ ভোট পেয়ে দ্বিতীয় হোন সাখাওয়াত হোসেন খান, যেভাবে তার পারসেন্টেজ ২৪।

ভোটিংয়ে ফেসবুক ব্যবহারকারীদের প্রতি প্রশ্ন রাখা হয় যে, নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে আপনি কাকে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রার্থী মনে করেন? চারজন প্রার্থীর মধ্যে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও সাখাওয়াত হোসেন খান ছাড়াও ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম এবং মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

জরিপে অ্যাডভোকেট আবুল কালাম ১০৯ ভোট পান, যা ভোট প্রদানের ১৫ পারসেন্ট এবং ৫১ ভোট পেয়ে ৪র্থ হোন আবু আল ইউসুফ খান টিপু, যা মোট ভোট প্রদানের ৭ পারসেন্ট। এ ছাড়াও এই ৪জন প্রার্থীর বাহিরে বিকল্প প্রার্থী অপশনে ৩৪জন ভোট প্রদান করেছেন, যা মোট ভোটের ৪ পারসেন্ট। জরিপটি ৭ হাজার ৩শতাধিক ফেসবুক ব্যবহারকারীদের কাছে পৌছে দেয়া হলেও মোট ভোট প্রদান করেছেন ৭২৩ জন ফেসবুক ব্যবহারকারী। এসব ভোটারদের মধ্যে বেশির ভাগ ছিলেন মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তারা তাদের ভোটের মাধ্যমে মতামত প্রকাশ করেছেন এবং সবচেয়ে বেশি যোগ্য মনে করেছেন খোরশেদকে। তবে এই জরিপ প্রকৃত সাধারণ জনগণের কিংবা স্থানীয় আসনের সকলের প্রকৃত জরিপ নয়। এটা শুধুমাত্র ফেসবুক ব্যবহারকারীদের নিয়ে ভোটিং অনলাইন জরিপ কার্যক্রম।

অন্যদিকে স্থানীয়দের সূত্রে, প্রয়াত বিএনপি নেতা শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সঙ্গে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনে করে পরাজিত হয়েছিলেন আবুল কালাম। পরবর্তীতে বিএনপির ধানের শীষ প্রতীকে একাধিকবার এমপি নির্বাচিত হোন তিনি। ২০১৭ সালে মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হোন কালাম। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সাখাওয়াতকে আহ্বায়ক ও টিপুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।

এর আগে আবুল কালাম ২০০৯ সালের নির্বাচনে পরাচিত হোন। ২০১৪ ও ২০২৪ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের নির্বাচনে এখানে প্রাথমিকভাবে দলের মনোনয়ন পান আবুল কালাম ও খোরশেদ। কিন্তু ঐক্যফ্রন্ট জোট করায় জোটের প্রার্থী হিসেবে নাগরিক ঐক্যর উপদেষ্টা প্রয়াত এসএম আকরাম ধানের শীষ প্রতীকে মনোনিত হোন। ওই নির্বাচনে সাখাওয়াত প্রাথমিকভাবেও দলের মনোনয়ন পাননি।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সবচেয়ে বেশি ভোটের ওয়ার্ড হলো ১৩নং ওয়ার্ড এবং নগরীর মাঝামাঝি এলাকা অর্থাৎ মুল এলাকা। এই এলাকায় ৪বারের নির্বাচিত কাউন্সিলর খোরশেদ। করোনাকালে তার জীবন ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, নিহতদের লাশ দাফন কাফনের ব্যবস্থা করে দেশ ও বিদেশে আলোচিত হোন খোরশেদ। বিশ্বব্যাপী তিনি করোনা বীর হিসেবে পরিচিতি পান। জনপ্রিয় কাউন্সিলর খোরশেদ ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন সেই সময় থেকে আরো বেশি।

একইভাবে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতি পদে প্রায় দীর্ঘ ১০ বছরের কাছাকাছি সময় দায়িত্ব পালন করে সিদ্ধিরগঞ্জ, সদর ও বন্দর থানাধীন প্রতিটি এলাকায় নেতাকর্মী তৈরি করেছেন খোরশেদ। একমাত্র খোরশেদের প্রতিটা এলাকায় বিশ্বস্থ নেতাকর্মী রয়েছে। একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে খোরশেদ সুপরিচিত। সেটা অনলাইন জরিপেও প্রমাণ করেছেন। রাজনৈতিক মারপ্যাচে এবং বৃহত্তর ষড়যন্ত্রের কারনে নেতৃত্বে পিছিয়ে পড়লেও সাধারণ নেতাকর্মী সমর্থক ও জনগণের মাঝে মাকসুদুল আলম খন্দকার খোরশেদের জনপ্রিয়তা কমেনি এত্তটুকুও।

সর্বশেষ সংবাদ