খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনারগাঁয়ে তাঁতীদলের দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা তাঁতীদলের উদ্যাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সোমবার সোনারগাঁ উপজেলার কাচঁপুর বিসিক এলাকায় এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব হাজী মো: মজিবুর রহমান।

এসময় প্রধান অতিথি মজিবুর রহমান বক্তব্যে বলেন, আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো থেকেও উনার জন্য দোয়া কামনা করছে।

তিনি আরো বলেন, এখন একটি মহল ষড়যন্ত্র করছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করব।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ তাঁতীদলের সচিব কাশেম পাটোয়ারী, নারায়নগঞ্জ জেলা তাঁতীদলের সদস্য সচিব সালমান আহমেদ রুবেল, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের আহ্বায়ক মুকবুল হোসেন, সোনারগাঁ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক বুলবুল আহমেদ ও সদস্য সচিব হিসেবে আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, রশিদ মাস্টার, সদস্য মাসুদ আলম, রকমত আলী, পৌরসভা তাঁতীদলের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

শহীদ রবিউল আউয়ালের শাহাদাৎবার্ষিকী পালিত

সান নারায়ণগঞ্জ

১৯৯০ সালের ১ ডিসেম্বর স্বৈরাচার এরশাদের বিরোধী আন্দোলনে নগরীর ডায়মন্ড চত্বরে পুলিশের গুলিতে কিশোর রবিউল আউয়াল (১৬) শহীদ হন। তার ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রানা মজিব, শহীদ রবিউলের পিতা আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, মিজান গাজী, রাসেল আহমেদ মনির, কুতুবউদ্দিন, জুলহাস প্রমুখ।

দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের আহবায়ক হাফেজ শিব্বির আহম্মেদ।

খোরশেদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা ও রশুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মহানগর কৃষকদলের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক রশিদুর রহমান রুশোর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর রবিবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মহানগর কৃষকদলের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব ,মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

এতে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন, নুরুল হক চৌধুরী দিপু, রানা মুজিব, নাজমুল হক, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার প্রমুখ।

মাসুকুল ইসলাম রাজিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আশার প্রতীক। তাঁর দ্রুত আরোগ্য লাভ নিশ্চিত করতে মহান আল্লাহ কাছে আমরা প্রত্যেকে বিশেষ দোয়া প্রার্থনা করার আহ্বান জানাই। রশু ছাত্রদলের সময় থেকেই সাহসী নেতা ছিলেন। তিনি রাজপথে সব সময় দলীয় সকল কর্মসূচীতে ছিলেন অগ্রগামী। হামলা মামলা নির্যাতন ও কারাবরণ করে তিনি দলের জন্য ব্যাপক ত্যাগ স্বীকার করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি ও জিয়া পরিবারের অনুগত্য করেছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

ফতেহ মোঃ রেজা রিপন বলেন, পৃথিবীতে বর্তমানে গনতন্ত্রের রক্ষার জন্য মৃতদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দুর্দশা সহ্য করেছেন নেসল মেন্ডেলা ও জীবিতদের মধ্যে বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। যিনি গনতন্ত্রের বিষয়ে কখন আপোষ করেন নাই। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মৃত্যুর সন্নিকটে তার জন্য সকলের কাছে বলবো তার জন্য দোয়া করবেন তিনি যেন মৃত্যুর আগে ফ্যাস্টিট হাসিনার ফাসির রায় কার্যকর দেখে যেতে পারেন। রশুর রাজনৈতিক জীবন আমার হাত ধরেই শুরু। রশু ছিলো একজন ত্যাগী, সৎ ও আদর্শবান নেতা তাঁর মৃত্যুর ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। এমন নেতা হারিয়ে আমরা সত্যি একজন বীর জাতীয়তাবাদী সৈনিককে হারিয়েছি।

সভাপতির বক্তব্যে খোরশেদ বলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষকদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক থাকা অবস্থায় রশিদুর রহমান রুশো মৃত্যুবরণ করেন আজকে তার ২য় মৃত্যুবার্ষিকী। জাতীয়তাবাদী দলের প্রতি তাঁর কর্মনিষ্ঠা এবং মানবিক গুণাবলি দলের জন্য যুগান্তকারী প্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। দল মত নির্বিশেষে তার জন্য সকলে ব্যক্তিগত ইবাদতের সময় দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে দেশ ও জাতির কল্যানে অবদান রাখতে পারেন।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনারগাঁও উপজেলা ওলামাদলের দোয়া

সান নারায়ণগঞ্জ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে সোনারগাঁও উপজেলা ওলামা দল। উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বৈহাকর নূরে মদীনা মাদরাসায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ওলামাদলের আহ্বায়ক ও সোনারগাঁও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক।

এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মোজাম্মেল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সোনারগাঁও উপজেলা ওলামাদলের সাবেক সভাপতি মাওলানা আল আমিন, যুগ্ম আহ্বায়ক মুফতি জসিম উদ্দিন, মাওলানা লুৎফর রহমান, হাসনাত চৌধুরী, মাওলানা মঞ্জুরুল আমিন, হাফেজ রুহুল আমীন, বিল্লাল হোসেন।

এ ছাড়া সদস্য মাওলানা মোশারফ হাসেমী, মাওলানা আমিনুল হক, মাওলানা আকতার হোসেন, মো. কামরুল হাসান, কাঁচপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ফারুক আহমেদ, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান, কাঁচপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। দোয়া শেষে মাদরাসার এতিম ছাত্রদের মাঝে তবারক বিতরণ করা হয়।

সিদ্ধিরগঞ্জে ৫টি মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য মান্নানের দোয়া

সান নারায়ণগঞ্জ

বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৫টি মাদ্রাসার আলেম-ওলামায় কেরাম ও শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

১ ডিসেম্বর সোমবার বাদ আছর সিদ্ধিরগঞ্জ থানাধীন মধ্য সানারপাড় বিডিডিএল মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে জামিয়া ইসলামিয়া উলুম সানারপাড় মাদরাসা ও এতিমখানা, জাবালে নূর তাহফিজুল কুরআন মাদরাসা, জামিয়া রাশিদিয়া মাদরাসা সহ ৫টি মাদরাসার আলেম ওলামায় কেরামগণ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত সকলের কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেছেন আজহারুল ইসলাম মান্নান।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল প্রধান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক শাহিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, আশিকুর রহমান অনি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ ইফতেখার উদ্দিন রিতু, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, কর্নেল, সুহিন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা হাজী মোহাম্মদ হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জামাল হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুর হক ভূঁইয়া মেম্বার, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মাহামুদ, সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মোস্তফা, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা জুবায়ের প্রমূখ।

এই কর্মসূচিটি পরিচালনায় ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন আহমেদ।

আইনজীবী রঞ্জিত চন্দ্র দে’র মৃত্যুতে সমিতির শোক সভা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র দে এর মৃত্যুতে শোক ও স্মরণ সভা করেছে জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে ৩০ নভেম্বর রবিবার আদালতপাড়ার সকল কার্যক্রম মুলতবী রেখে সকল আইনজীবীরা শোক পালন করেছেন।

রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনের নিচ তলায় এই শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, স্পেশাল পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আব্দুর গাফফার সহ বিপুল সংখ্যক আইনজীবী।

খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, উনার জন্য দোয়া প্রার্থনা করি: মান্নান

সান নারায়ণগঞ্জ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি গণতন্ত্রের প্রতীক। এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও আপোষহীন নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। তাঁর অসুস্থতার কারণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। আমরা আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি সুস্থ হয়ে উঠলে দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।

৩০ নভেম্বর রবিবার (৩০ নভেম্বর) বিকেলে পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর মিফতাহুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় কয়েক হাজার এতিম, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন।

দোয়া মাহফিলে সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদ সরকার, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আবুল হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন, বিএনপি নেতা মাহবুব হাসান, রাকিব হাসানসহ স্থানীয় এলাকাবাসী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতির শান্তি এবং সোনারগাঁয়ের ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

রশুর মৃত্যুবার্ষিকী ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষকদলের প্রয়াত সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরীর মাসদাইর এলাকায় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন, নুরুল হক চৌধুরী দিপু, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ প্রমুখ।

বিএনপির রাজপথের কর্মী রশুর মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, নরায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশু’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এখানে উল্লেখ্যযে, বিগত আওয়ামীলীগ সরকার আমলে রাজপথে কঠোর আন্দোলন সংগ্রামে ভুমিকা রেখেছিলেন রশু। প্রায় ৬০টির বেশি মামলা কাধে নিয়ে মৃত্যুবরণ করেছেন এই নেতা। রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছিলেন রশু।

৩০ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ মহানগরীর মাসদাইর এলাকায় এ কুরআন খতম, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে রশুর বিভিন্ন স্মৃতিচারণ করেন।

নেতাকর্মীরা বলেন, রশু ছাত্রদলের সময় থেকেই সাহসী নেতা ছিলেন। তিনি রাজপথে সব সময় দলীয় সকল কর্মসূচীতে ছিলেন অগ্রগামী। হামলা মামলা নির্যাতন ও কারাবরণ করে তিনি দলের জন্য ব্যাপক ত্যাগ স্বীকার করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি ও জিয়া পরিবারের অনুগত্য করেছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। এমন নেতা হারিয়ে আমরা সত্যি একজন বীর জাতীয়তাবাদী সৈনিককে হারিয়েছি।

মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত, জান্নাতের উচ্চ মর্যাদা এবং তাঁর পরিবারের জন্য শক্তি ও ধৈর্যের দোয়া করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ মরহুম রশিদুর রহমান রশু’র রাজনৈতিক অবদান, তাঁর সততা, নিষ্ঠা এবং জাতীয়তাবাদী দলের প্রতি তাঁর আত্মত্যাগের কথা গভীর সম্মানের সাথে স্মরণ করেন।

রবিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নাসিকের ৪বারের নির্বাচিত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মহানগর বিএনপি নেতা হাজী শাহিন, নুরুল হক চৌধুরী দিপু, আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, মহানগর কৃষকদল নেতা নাজমুল কবির নাহিদ, রানা মুজিব, শওকত খন্দকার, আওলাদ হোসেন, রাসেল আহম্মেদ মনির, মোঃ মুসা, রানা মুন্সি, মোঃ মিঠু, ওসমান গনি, মোঃ ইমন, মোঃ জসিম, মোঃ আমির হোসেন, কুতুব উদ্দিন, মাসুম খন্দকার সহ শতাধিক নেতাকর্মী রশিদুর রহমান রশুর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ও কবর জিয়ারত করেন।

নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাতে অশ্রুসিক্ত মান্নান

সান নারায়ণগঞ্জ

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সোনারগাঁও জামিআ আরবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার আলেম-ওলামা এবং শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রবিবার বাদ মাগরিব ওই মাদ্রাসায় এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের মোনাজাতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনাকালে অশ্রুসিক্ত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ মেম্বার, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ