মান্নানের ধানের শীষকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন আল মুজাহিদ মল্লিক

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশি সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।

৬ জানুয়ারী মঙ্গলবার সকালে রাজধানীতে আল মুজাহিদ মল্লিকের বাসভবনে যান বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, পুত্র জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব ও সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া।

ওই সময় মান্নান ও আল মুজাহিদ মল্লিকের সঙ্গে কুশলাদি বিনিময় হয় এবং একে অপরের জন্য শুভ কামনা জানান। এ সময় দুজনের মাঝে সোহার্দ্যপূর্ণ আলোচনা হয় এবং নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন আল মুজাহিদ মল্লিক। একই সঙ্গে তিনি ধানের শীষকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করে এই আসনটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।