সান নারায়ণগঞ্জ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারী শুক্রবার বিকেলে জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে মরহুমার আত্মার শান্তি কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন বাবু, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কামরুল হাসান লিটন, উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, সহ-সভাপতি জামপুর ইউনিয়ন বিএনপি হাফিজ আহমেদ ইব্রাহিম, যুগ্ম সম্পাদক শাহিন শিকদার, সাবেক যুগ্ম সম্পাদক খোকন, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক হান্নান ভূঁইয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এলি মিয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ আলম হোসাইন, জামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মিন্টু, যুবদল নেতা আলমগীর হোসেন, জামপুর ইউনিয়ন জাসাস সভাপতি সালাউদ্দিন সালু, সাধারণ সম্পাদক আবজাল, সহ-সাংগঠনিক সম্পাদকসহ জামপুর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।


