মহানগর যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচির ছবি ফেসবুকে ভাইরাল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন। যেখানে কর্মসূচি পালনের স্থল নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। ওই স্থানে দুই গ্রুপের পালিত হওয়া কর্মসূচির দুটি ছবি রবিবার সন্ধা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। যেখানে সকালে পালিত যুবদলের কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি করছেন পুলিশ। একই স্থানে যুবদলের অপর অংশের নেতাকর্মীদের সমাবেশের তিন দিকে পুলিশ নীরব ভুমিকায় দাড়িয়ে রয়েছেন।

জানাগেছে, যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ২৭ অক্টোবর রবিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর যুবদলের ব্যানারে র‌্যালীর প্রস্তুতি নেয় যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও সেক্রেটারি মমতাজ উদ্দীন মন্তু। ওই কর্মসূচির র‌্যালী বের করতে দেয়নি পুুলিশ। এনিয়ে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বেশ ধস্তাধস্তি হয়। ওই সময় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশের বাধায় ও হামলার অভিযোগ করে খোরশেদ দাবি করেছেন তার সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

অন্যদিকে একই উপলক্ষ্যে রবিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছেন মহানগর যুবদলের নেতাকর্মীরা। এর আগে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে থেকে র‌্যালী নিয়ে প্রেস ক্লাবের সামনে আসেন নেতাকর্মীরা। এটিও মহানগর যুবদলের ব্যানারে অনুুষ্ঠিত হয় যেখানে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এই দুটি কর্মসূচির দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন যুবদলের নেতাকর্মীরা যা ভাইরাল হয়ে পড়েছে। ওই ছবির ক্যাপশনে লেখা রয়েছে- স্পট: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সকাল ও বিকেলের দৃশ্য। প্রথম ছবিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মুল র‌্যালীতে পুলিশের ধস্তাধস্তি, দ্বিতীয় ছবিতে বিগ্রুপ মহানগর যুবদলের র‌্যালীতে পুলিশ দর্শক।