নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের ২০১৯-২০২০ সালের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি দিলাওয়ার হোসাইন সাকী। ২৬ এপ্রিল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ নগর কার্যালয়ে সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদের সঞ্চালনায় পূর্ণাঙ্গ কমিটি ঘেষাণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহাম্মদ নূর হোসেন, সহ-সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ বিলাল হোসাইন খান, অর্থ সম্পাদক মুহাম্মদ
আমির হোসাইন, আবদুল হান্নান।

প্রধান অতিথি মাওলানা সাকী বলেন, নতুন সেশনে সর্বোচ্চ কোরবানীর মানসিকতা নিয়ে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সকলকে শপথ বাক্য পাঠ করান।

আমার পরিবারে মাদকসেবী, সন্ত্রাসী থাকলে ভোট চাই না: আক্তার হোসেন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন স্থানীয়দের উদ্দেশ্যে বলেছেন, আমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেইনি। ৮/১০টা সাধারণ খেটে খাওয়া মানুষের ঘরে আমার জন্ম। ছোট থেকেই আমি পড়াশোনার পাশাপাশি কৃষিজমিতে কাজ করতে করতেই আমি বড় হয়েছি। কলাগাছিয়া ইউনিয়নের মাটি আর কাদা মেখেই আমি এ পর্যায়ে এসেছি। আমি আপনাদেই সন্তান। তাই আক্তার হোসেনকে নয় বরং আপনার সন্তানকে বিজয়ী করুন। ইনশাআল্লাহ আপনার মূল্যবান ভোট আমি বৃথা যেতে দিব না।

২৬ এপ্রিল শুক্রবার বিকেলে বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের নিশং এলাকায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয়দের আয়োজনে এক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কলাগাছিয়া ইউনিয়ন একটি নামকরা এলাকা, দেশের বিখ্যাত হার্টের ডাক্তার খন্দকার, ক্যান্সার ডাক্তার মোঃ শাহাদত, এমএ ওহাবরা এ ইউনিয়নেরই বাসিন্দা। কিন্তু দুঃখের বিষয় হল আমাদের ইউনিয়নে উপজেলা পরিষদ হলেও এখনো এই ইউনিয়নে উপজেলা পর্যায়ে আমরা কোন প্রতিনিধি নির্বাচিত করতে পারিনি। আবেগের বশবর্তী হয়ে কখনো নিজের বিবেককে বিক্রি করবেন না। আমার পরিবারের কোন সদস্য যদি মাদক, সন্ত্রাস আর চাঁদাবাজি সম্পৃক্ত থাকে তাহলে আমি আপনাদের ভোট চাই না। আমার অনুরোধ আপনারা দেখেশুনে সৎ ও যোগ্য ব্যক্তিকেই আপনার মূল্যবান ভোট দিবেন।

কলাগাছিয়ার নিশং এলাকার সমাজ সেবক আবুল হোসেন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মধ্যনিশং পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ কেরামত আলী, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মেম্বার, তৈয়ব আলী প্রধান, মোঃ আবু সালেহ, কলাগাছিয়া ইউপি সদস্য মনির হোসেন মেম্বার, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগ নেতা আশিক মাহমুদ, সিপার মাহমুদ, মোঃ হোসাইন, মোঃ হোসাইন, মোঃ আলী, কবির হোসেন, সাইফুল ইসলাম, হযরত আলী, জিয়াবুল হক, নুরুদ্দিন, আবু নাছের, মোঃ জাহাঙ্গীর, হাজী নুরুল হক, হাজী মোঃ আলী, ইউনুছ মোল্লা, মোঃ কামাল, নিজামউদ্দিন ও লিটন প্রমূখ।

ফতুল্লায় ৯ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় র‌্যাব, ডিবি ও থানা পুলিশের পৃৃথক অভিযানে ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদক উদ্ধারও করা হয়। গত ২৪ ঘন্টায় ফতুল্লা মডেল থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। ওই সময় এই ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানা পুলিশ ২৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংকরোড চাঁনমারী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৫ পুরিয়া হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- চাঁনমারী ঐরাকার পেশাদার মাদক বিক্রেতা লেবু মিয়ার স্ত্রী রুমি বেগম, গেদা মিয়ার ছেলে সোহারব হোসেন, মৃত সাবেদ আলীর ছেলে আহম্মদ, তার ছেলে হাসান এবং মৃত আবদুল জলিলের ছেলে সায়মন ওরফে দ্বীন ইসলাম ওরফে দেলা।

এদিকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একই রাতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফতুল্লার পাগলা নয়ামাটি ভাবীর বাজার এলাকা থেকে ইতি আক্তারকে গ্রেপ্তার করেছে। ইতি ঐ এলাকার আলমগীর হোসেনের মেয়ে।

অপরদিকে, র‌্যাব-১০ এর একটি টীম ফতুল্লাথানাধীন এলাকা থেকে ৩০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- মাহমুদপুর এলাকার মৃত বরকত আলীর ছেলে মজিবুর রহমান, মনির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম পাবেল, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মৃত আবদুল জলিলের ছেলে মো. জজ মিয়া।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

সারাদেশে আরবের খেজুর ছড়িয়ে দিতে চান সোনারগাঁয়ের জীবন আলী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মৃত আব্দুল আলী তাবু ফকিরের ছেলে জীবন আলী। তিনি দীর্ঘ ১৫ বছর সৌদি আরবের আল-মাসানায় খেজুরের বাগানে কাজ করার সুবাদে বাংলাদেশে খেজুর বাগান করার ব্যাপারে উৎসাহী হয়ে ওঠেন। তাই সৌদি আরবের খেজুর গাছ বাংলাদেশে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।

৫০ বছর বয়সী জীবন আলী বহু দিন প্রবাস জীবন শেষে এখন জীবন কাটাচ্ছেন নিজ গ্রামে। দীর্ঘ দিন খেজুর গাছের বাগানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে এখন দেশে এসে নিজ গ্রামে আপন হাতে গড়ে তুলছেন আরব দেশের খেজুর গাছের নার্সারি। পরম যতেœ পরিচর্যা করে চলছেন দিনের পর পর। ৩ সন্তানের জনক জীবন আলী প্রবাসে হাড় ভাঙ্গা পরিশ্রম করে ভাগ্যের চাকা ঘুরাতে পারেন নি। তাই সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে ফলাতে চান সৌদি আরবের খেজুর। তাই তিনি গড়ে তুলেছেন খেজুর গাছের বাগান।

বৃক্ষপ্রেমী জীবন আলী বলেন, সৌদি আরবে কাজ করার সময়ই আমি পরিকল্পনা করেছিলাম দেশে একটি খেজুর গাছের নার্সারি করবো। যেহেতু খেজুর বাগানে কাজ করেছি সেহেতু খেজুর বাগানের পরিচর্যা সম্পর্কে আমার সব কিছুই জানা ছিল। আমি সৌদি থেকে খেজুরের বীজ নিয়ে দেশে এসে নার্সারির কাজ শুরু করি।

বর্তমানে আমার লাগানো বীজগুলো থেকে জন্মানো চারাগুলোর বয়স চার বছর। অন্তত দশ বছর বয়স হলে খেজুর গাছে ফলন শুরু হবে।

জীবন আলীর খেজুর গাছের নার্সারিতে গিয়ে দেখা যায়, জীবন আলী খেজুর গাছের পরিচর্যার কাজে ব্যস্ত। তার নার্সারিতে প্রায় দেড় হাজারেরও বেশী বিভিন্ন জাতের খেজুর গাছের চারা রয়েছে। প্রতিটি চারার মূল্য ২ থেকে ৩ হাজার টাকা। মরিয়ম, এখলাস, শুক্কারী, ডেকলেট নূর ও আল-খুদরীসহ বিভিন্ন জাতের খেজুরের চারা পাওয়া যায় তার নার্সারিতে। জীবন আলী শুধু একজন বৃক্ষপ্রেমীই নয় তিনি সংস্কৃতিমনা একজন মানুষও বটে। আপন খেয়ালে নিজে নিজেই তিনি গান রচনা করে নিজেই সুর তুলে গান গায়। ঘরে একতারা, দোতারা, বাঁশী ও হারমোনিয়াম সবই আছে।

জীবন আলী জানান, খেজুর গাছ বিক্রির উপযুক্ত করতেই কমপক্ষে ৩/৪ বছর লেগে যায়। আর ফলনের জন্য লাগে ১০বছর। নার্সারিতে বর্তমানে বিভিন্ন বয়সী খেজুরের চারা গাছ রয়েছে। খেজুর গাছ চাষের মাধ্যমে দেশে খেজুরের আমদানী নির্ভরতা কমবে বলে তিনি মনে করেন।

দশ বছর আগে সৌদি থেকে ছুটিতে এসে কাজিরগাঁও কবরস্থানে কয়েকটি বীজ রোপণ করেছিলাম ,আজ সে গাছে ফলন এসেছে। তিনি বলেন, খেজুর বাগান করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার। এছাড়া খরচও অনেক বেশী। সরকারের পক্ষ থেকে সহযোগীতা পেলে বাংলাদেশে আরবের খেজুর ছড়িয়ে দেয়া যাবে।

সোনারগাঁ উপজেলা কৃষি অফিসার মনিকা আক্তার বলেন, এবছর জীবন আলী তার খেজুরের চারা নিয়ে উপজেলা বৃক্ষমেলায় অংশ নিয়েছিলো, এখানে বেশ কিছু খেজুর চারা বিক্রিও হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে আরবের খেজুর গাছের নার্সারি নেই বললেই চলে, জীবন আলীর এ উদ্যোগ প্রশংসার যোগ্য। আমরা তার নার্সারির খোঁজ-খবর নিচ্ছি। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে যথাসাধ্য সহযোগীতা করা হবে।

ঝাঁড়ু হাতে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনে এসপি হারুন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিডি ক্লিন নামক পরিবেশবান্ধন একটি সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে ৩০তম কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। ঝাড়ু হাতে পরিস্কার পরিচ্ছন্নতায় অংশ নিয়ে ২৬ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে কার্যক্রমের উদ্বোধন করেন এসপি।

উদ্বোধন শেষে পুলিশ সুপার হারুন অর রশীদ বক্তব্য রাখেন। এসপি তার বক্তব্য শেষে পরিষ্কার পরিচ্ছন্নতায় বিডি ক্লিনের ৩০তম কার্যক্রমে তিনি নিজ হাতে ঝাঁড়ু নিয়ে চাষাড়া শহীদ মিনার ঝাঁড়ু দিয়ে উদ্বোধন করেন। এর আগে তিনি সংগঠনটির শপথ বাক্য পাঠ করান এসপি হারুন অর রশীদ। ওই সময় শতাধিক বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী সদস্য উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ আবারো দৃঢ়ভাবে বলেছেন, সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্যূ মাদকমুক্ত ক্লিন নারায়ণগঞ্জ হবে। হবে ফুটপাতমুক্ত নারায়ণগঞ্জ, হবে পরিবেশ বান্ধব নারায়ণগঞ্জ, ক্লিন নারায়ণগঞ্জ হবে। যেখানে থাকবে সন্ত্রাসী, থাকবেনা চাঁদাবাজ, ভূমিদস্যূ, মাদক ব্যবসায়ী, থাকবে জুয়ারী। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।
এসপি আরও বলেন, আমি চাই যে সুন্দর নারায়ণগঞ্জ, সেই ক্লিন নারায়ণগঞ্জ হবে। ফুটপাতমুক্ত নারায়ণগঞ্জ হবে। সন্ত্রাস চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ হবে। সকলে মিলে যদি উদ্যোগ গ্রহণ করেন অবশ্যই সেই নারায়ণগঞ্জ ক্লিন নারায়ণগঞ্জই হবে।

ছবি- বিডি ক্লিনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনের সময় বক্তব্য রাখছেন এসপি।

বিডি ক্লিনের সদস্যদের উদ্দেশ্যে এসপি বলেন, শুধুমাত্র রাস্তা পরিষ্কার না, আপনারা যদি মনে করেন মাদক বিরোধী অভিযানে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের বিভিন্ন তথ্য দিবেন, কে মাদক ব্যবসা করে, কে মাদক খায়, কে সন্ত্রাসী করে, কে মানুুষের জায়গা দখল করে, এইসব কাজগুলো আপনারা বলতে পারবেন। কারন ৪/৫ ছেলে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেন, আপনারা সব জানতে পারবেন। আমার দশজন সোর্সের চেয়ে আপনারা ৫’শ লোকের তথ্য অনেক বড়। সুতরাং বিডি ক্লিনের সঙ্গে ক্লিন নারায়ণগঞ্জের পার্টই হবে আমাদের পরিবারকে রক্ষা করা। আমরা শুধু রাস্তা রক্ষা করব না, রাস্তার পরিবেশ রক্ষা করব না, আমরা পরিবেশ রক্ষা করব। আর পরিবেশ রক্ষা করতে চাইলে পরিবারের পরিবেশও রক্ষা করতে হবে। আজকে একটি ছেলে কোনক্রমে মাদক ব্যবসায়ে জড়িত হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে। এসব বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করাটাও পরিবেশের জন্য সহায়ক। কোন লোকগুলো মানুষের জায়গায় দখল করেছে, সেটা আমাদের বলবেন।

এর আগে এসপি হারুন অর রশীদ বলেন, আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ। যে বাংলাদেশটির স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্বপ্নের সোনার বাংলা আমাদের বিনির্মান করতে হবে। এই সোনার বাংলা ইতিমধ্যে হচ্ছে। আজকে এগিয়ে যাচ্ছে। বিদ্যূৎের জন্য আমাদের হাহাকার করতে হয়না। রাস্তাঘাট প্রসারিত হচ্ছে। সাধারণ মানুষের জীবন যাত্রার মান বেড়েছে। মানুষের অভাব অনটন দূর হয়েছে।

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত নিয়ে এসপি বলেন, আজকে রাস্তার পাশে ফুটপাত, রাস্তার পাশে ময়লা জমে থাকা। যদিও সেটা সিটি কর্পোরেশনের কাজ। সেটা সিটি কর্পোরেশনের লোকবল অত্যন্ত কম থাকার কারনে আমরা কিন্তু সেটা পাচ্ছিনা। আমরা বলব তারা যেনো এই কাজটি করেন। পাশাপাশি আমরা যারা স্বেচ্ছায় এই কাজটি করি, আমরাও এই কাজটা করব। আপনাদের সঙ্গে পুুলিশ বাহিনীও কাজ করবে।

বিডি ক্লিনের সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার আরও বলেন, আজকে আপনারা স্বেচ্ছায় উদ্যোগ নিয়েছেন এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে। আমি স্বাগত জানাই। আজকে সারাদেশে দূষিত হচ্ছে আমাদের আবহাওয়া। এসব ময়লা আবর্জনা থেকেই রোগ জীবাণু প্রসারিত হচ্ছে। আপনারা নিজেরা রাস্তা পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন। আসলে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। একার পক্ষে এটা করা সম্ভব না। প্রতিটি জেলায় যখন দুইশ তিনশো লোক কোন একটি জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করি তাহলে এক সাথে সারাদেশের সব জেলায় হলে সেটা ব্যাপক।

বিডি ক্লিনের এমন কার্যক্রমে পাশে থাকার কথা জানিয়ে এসপি বলেন, আমাকে যতবার আপনারা ডাকবেন ততবারই আমি আসবো। আমি চাই সুন্দর পরিবেশ। আপনারা বিডি ক্লিন যে যাত্রা শুরু করেছেন এই যাত্রা যেনো মাঝপথে থেমে না যায়। যে কারনে নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে। চাওয়া পাওয়ার দিকে লক্ষ্য করে লাভ নেই।

এর আগে বিডি ক্লিন নারায়ণগঞ্জ শাখার উপদেষ্টা ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিন বলেন, মাত্র ২৪ জন সদস্য নিয়ে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু আজকে এর সদস্য সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে। আজ আমরা বিডি ক্লিন নারায়ণগঞ্জ শাখা পরিষ্কার পরিচ্ছন্নতার ৩০তম পর্ব শেষ করছি। তার কার্যক্রম হিসেবে আজ আমরা চাষাড়া শহীদ মিনার ও তার আশেপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করি। আগামীতে আমরা আরোও বড় পরিসরে একটি কার্যক্রমের আয়োজন করব।’

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুুপার আব্দুল্লাহ আল মামুন, সুভাস চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম প্রমূখ।

বিডি ক্লিন নারায়ণগঞ্জ শাখার সমন্বয়ক এসএম বিজয়, সদস্য নাজির হোসেন প্রধান, মিমরাজ রাহুল, কামরুজ্জামান রানা, আমানুর হামিম, প্রসেনজিৎ রায়, রাব্বি হোসেন, কামরুজ্জামান সাগর, সম্রাট শাহ জালাল, ইসরাত জাহান মনিকা, সুমাইয়া স্নীগ্ধা, জামান হোসেন হৃদয়, রফিকুল ইসলাম শান্ত, অনিকা মেহজাবীন আমেনা আক্তার মনিকা, আকাশ দাস, মেহেদী হাসান, অপু রায়হান, আসাদুল হক রাকিব, শরীফ ইসলাম সজিব, রূদ্রসাহা ও জয় দত্ত সহ অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

ফতুল্লায় ব্যবসায়িক বিরোধ নিয়ে মারামারি, থানায় মামলা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা চানমারী এলাকায় দুই ব্যবসায়ীর মধ্যে ব্যবসায়িক বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছেন মারধরের শিকার মনিরুল হক।

জানাগেছে, ব্যবসায়িক সংক্রান্ত বিরোধের জের ধরে গত চাঁনমারী রিপনের চায়ের দোকানের সামনে কোন কিছু বুঝে উঠার আগেই মনিরুল হককে মারধর করেছে তারই প্রতিপক্ষ জিয়া হোসেন মোড়ল, মানিক, মুন্না, স্বপন ও তার সহযোগিরা। এ ঘটনা ঘটেছে গত ২৫ এপ্রিল দুপুর দেড়টায়। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় আহত মনিরুল হক বাদী হয়ে মানিক, মুন্না, জিয়া ও সহযোগীদের আসামী করে একটি মামলা করেছেন।

মনিরুল হক অভিযোগ করে জানিয়েছেন, ফতুল্লার ভূইগড় শান্তিধারা এলাকার মৃত সাদেকুর রহমানের ছেলে মনিরুল হক। তিনি চানমারী এলাকায় ব্যবসা করে আসছেন। তার সাথে শান্তিধার মিতালী মার্কেট এলাকার মৃত নুরুল হোসেন মোড়লের ছেলে জিয়া হোসেন মোড়লের ব্যবসায়িক সম্পর্ক ছিল। এই ব্যবসায়িক বিষয় নিয়ে তার সাথে জিয়া হোসেন স্বপন মানিক মুন্নার দ্বন্দ সৃষ্টি হয়।

গত ২৫ এপ্রিল দুপুর দেড়টায় মনিরুল হক চাঁনমারী রিপনের চায়ের দোকানের সামনে গেলেই কোন কিছু না বলেই স্বপন জিয়া মানিক মুন্না ও তাদের সহযোগিদের নিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করেছে বলে মামলায় অভিযোগ করেছেন মনিরুল হক।

নারায়ণগঞ্জের পুলিশের বিরুদ্ধে আইজিপির কাছে জানতে চাইবেন বাহাদুর শাহ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সাহেব আওলাদে রাসূল (সঃ) আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মুসলমানদের ধর্ম। ইসলাম মানুষকে শান্তির পথ দেখায়, শান্তির দিকে ধাবিত করে। কিন্তু মুসলমানরা আজ বিশ্বের কোথাও শান্তিতে নেই। ইরানে শান্তিতে নেই, মায়ানমার শান্তিতে নেই, সৌদি আরবে শান্তিতে নেই, পাকিস্তানে শান্তিতে নেই, চীনে শান্তিতে নেই।’

২৬ এপ্রিল শুক্রবার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ জামে মসজিদের সামনে আহলে সুন্নাত ওয়ালের আয়োজনে সুন্নী ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী।

সম্মেলন শুরুর আগে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের সঙ্গে সম্মেলনের আয়োজকদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে বিষয়টি শান্তিও হয়।

এমন বিষয়ে পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বাহাদুর শাহ বলেন, আমার পুলিশ প্রশাসনের ভাইয়েরা আমরাও চাই দেশ থেকেও সন্ত্রাস দূর হোক, দেশ মাদক মুক্ত হোক, জঙ্গিবাদ মুক্ত হোক। আমরা আপনাদের সাথে এক সাথে মিলে কাজ করতে চাই। কিন্তু আপনারা আমাদের শান্তিপূর্ণ সম্মেলন করতে অনুমতি চাইলে আব্দুল আউয়ালের কাছে যেতে বলেন। আমরা জানতে চাই নারায়ণগঞ্জ পুলিশের প্রশাসনের আউয়াল কে? আমি এ বিষয়ে আইজিপির কাছে জানতে চাইবো কেন আমরা সম্মেলন করতে হলে আউয়ালের কাছে যেতে হবে?

বাহাদুর শাহ তার বক্তব্য শেষে মোনাজাত করেন। মোনাজাতে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর প্রশংসা করে বলেন, ‘আমি বিশেষ করে মেয়র আইভীর জন্য দোয়া করি আল্লাহ যেন তার মঙ্গল করেন। কারণ তিনি আমাদের সমাবেশ সফল করতে অনেক পরিশ্রম করেছেন। আমরা তার মরহুম বাবা চুনকা সাহেবের জান্নাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে নেন।’

ইসলামী সুন্নী মহা সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মোশারফ হোসেন, মাওলানা জসিমউদ্দিন, মাওলানা সোলেমান কাদরী ও মাওলানা জাকারিয়া হোসেন প্রমূখ।

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শ্যূটিং দল ঘোষণা, যোগ দিবে শ্যূটিং চ্যাম্পিয়নশীপে

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আসন্ন সুজুকী ৯ম জাতীয় এয়ারগান শ্যূটিং চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শ্যূটিং দল ঘোষণা করা হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব শ্যূটিং রেঞ্জে ক্লাবের শ্যূটিং সম্পাদক কাজী ইমরুল কায়েস, শ্যূটিং উপ-কমিটির আহবায়ক আমিনুর রশিদ, যুগ্ম সম্পাদক ফারুক বিন ইউসুফ পাপ্পু ও মোরশেদ সারোয়ার সোহেল শ্যূটিং দলের নাম ঘোষণা করেন।

৩০ এপ্রিল হতে ৩ মে পর্যন্ত গুলশান শ্যূটিং ফেডারেশনের রেঞ্জে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় ১৪ সদস্যের নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শ্যূটিং দল অংশগ্রহণ করবে। .১৭৭ ম্যাচ এয়ার রাইফেল (পুরুষ) ইভেন্টে জেসিমুজ্জামান হিমেল, মাহমুদুল হাসান সজীব, স্বরূপ চৌধুরী, রিসালাতুল ইসলাম, .১৭৭ ম্যাচ এয়ার রাইফেল, জুনিয়র (পুরুষ) ইভেন্টে রবিউল ইসলাম টমাস, .১৭৭ ম্যাচ এয়ার রাইফেল (মহিলা) সুরাইয়া আক্তার, শারমিন আক্তার, তৃপ্তিদত্ত, শারমিন শিল্পা, জুনিয়র (মহিলা) কামরুন নাহার কলি, .১৭৭ এয়ার পিস্তল (মহিলা) ইভেন্টে সম্পা সাহা, মেহেজাবিন মাহাতাজ মাসুদ রাইসা, .১৭৭ এয়ার পিস্তল (পুরুষ) ইভেন্টে অংশগ্রহণ করবে। টিম ম্যানেজার হিসেবে থাকবেন ক্লাবের প্রাক্তন শ্যূটিং সম্পাদক মোঃ শফিকুজ্জামান এবং কোচ হিসেবে থাকবেন আসবাব আলী ফয়েজ। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল শ্যূটারদের সাফল্য কামনা করেছেন।

বন্দরে সন্ত্রাসী হামলায় আহত গার্মেন্টস শ্রমিক আলাউদ্দিন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ বন্দরে পূর্বশত্রুতার জের ধরে গার্মেন্টস শ্রমিক আলাউদ্দিনকে পিটিয়েছে জুট সন্ত্রাসী জাহাঙ্গীর ও জনি সহ তাদের বাহিনী। আহত আলাউদ্দিন বাদী হয়ে ৬/৭জনকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার ২৫ এপ্রিল রাতে দেউলী বটতলা এলাকায় একদল উশৃঙ্খল যুবকদের সঙ্গে গামেন্টকর্মী আলাউদ্দিনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দেউলী এলাকার মিছির আলীর ছেলে জুট ব্যবসায়ী জাহাঙ্গীরের নেতৃত্বে মোসারফ হোসেনের ছেলে জনি তার ভাই সানি ও ফরিদের ছেলে মিঠুসহ অজ্ঞাত আরো ৪/৫জনের একটি সংঘবদ্ধদল পূর্ব পরিকল্পনানুযায়ী আলাউদ্দিনকে কুপিয়ে রক্ষাক্ত জখম করে। আহতদের আর্ত চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতাবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

বন্দরে সন্তানের কান্ড, মাকে ঘর থেকে বের করে দিয়ে মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

অভিযোগ ওটেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি সাইফুদ্দীন আহমেদ দুলাল প্রধানের যোগসাজসে নিজের গর্ভধারণী বৃদ্ধা মায়ের কাছ থেকে জালজালিয়াতির মাধ্যমে দলিল সৃজন করে বাড়ি থেকে মাকে বের দিয়েছে নারায়ণগঞ্জ বন্দরের এক সন্তান। ভূমিহীন হয়ে যখন প্রশাসনের সহযোগীতা চেয়ে দুলাল প্রধানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন অসহায় বৃদ্ধা মা, তখন সেই কুলাঙ্গার সন্তান দুলাল প্রধানকে বাঁচাতে নিজের মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।

নিজের মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ও নিজের বন্ধুর পক্ষে সাফাই গাইলেন সন্তান। এই সন্তান ও দুলাল প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার হারুন অর রশীদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

জানাগেছে, বন্দর নবীগঞ্জ রসুলবাগ এলাকার মৃত গিয়াস উদ্দিন আহম্মেদের ছেলে তানভির আহম্মেদ সোহেল সংবাদ সম্মেলন করেছে। ২৬ এপ্রিল শুক্রবার সকালে বন্দর প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সন্তান তানভির আহমেদ সোহেল মিথ্যাবাদী আখ্যায়িত করে বলেন, আমার মায়ের করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমাদের পারিবারিক জমি জমা নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। এ নিয়ে আদালতে দেওয়ানী মামলা চলমান। আদালত যে রায় দিবে তা আমি মেনে নেব। আমি আইনকে শ্রদ্ধা করি। আর আমাদের জমি আমার নামে নয় এর পাওয়ার দেয়া আছে আমার বড় ভাই জাপান প্রবাসী শফিউর রহমান ভেনটির নামে।

সোহেলের আরও দাবি করেন, আমার মা আমার নামে ১শতক জমিও দেয়নি বা আমি কোন দলিল করে নেইনি। তারপরেও কতিপয় ইন্ধনদাতাদের প্ররোচনায় আমার মা আমার ও আমার বন্ধু কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধানকে জড়িয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা কথা বলে সাংবাদিকদের কাছ থেকে সহমর্মিতা নেয়ার চেষ্টা করেছে মাত্র। আমার ধারণা কোন অপশক্তি বা জামাত-বিএনপির কোন লোকের প্ররোচনায় কথিত সংবাদ সম্মেলন করেছে। যাতে কাউন্সিলর দুলাল প্রধানকে হেয় করা যায়।

তিনি আরও বলেন, আমার চাচাতো বোন শারমিনকে জড়িয়ে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মেয়েকে জড়িয়ে কিছু মিথ্যা রটনা রটিয়ে যা অনেকটা নোংরামি। আর আমি নাসিক ২৪নং ওয়ার্ডের বাসিন্দা আর কাউন্সিলর দুলাল ২৩ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর সে আমাদের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপও করেনি। আমি মনে করি আমার মাকে দিয়ে কতিপয় ইন্ধনদাতা প্রশাসনকে দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে। আমি মিথ্যাচারের নিন্দা জানাই।’ এ সময় উপস্থিত ছিলেন- তারভীর আহম্মেদ সোহেল, তার ভগ্নিপতি আনোয়ার হোসেন, স্ত্রী সায়মা আহম্মেদ, চাচাতো বোন শারমীন আমীর ও চাচা রাশেদুল কবির।

অন্যদিকে এর আগের দিন বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার বন্দরে এক বিধবা নারীর জমি দখলের অভিযোগ ওঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন আহমেদ দুলাল প্রধানের বিরুদ্ধে। জমি দখলের অভিযোগ তুলে ওই ভুক্তভোগীরা ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। ওই বিধবা নারীর সন্তান এই তানভীর।

সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধান ওই ৬৫ বছর বয়সী বৃদ্ধা বিধবা নারী ও মানসিক প্রতিবন্দী ছোট ছেলে মোস্তাফিজুর রহমানের জমিটিও দখল করেছেন বলে অভিযোগ ওঠেছে। বিধবা ফরিদা বেগম বন্দর থানার সামসুদ্দিন ইলিয়াস শাহ রোড রওশোন বাগ, নবীগঞ্জ এলাকার বাসিন্দা এবং মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভুক্তভোগীর বড় মেয়ে মুন ইসলাম শাকিল, ছোট ছেলে মানসিক প্রতিবন্দি মোস্তাফিজুর রহমান ও ছেলে সাব্বির হিমেলের স্ত্রী রুমা।

সংবাদ সম্মেলনে ফরিদা বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর আমার চার ছেলে দুই মেয়ে নিয়ে শান্তিতে বসবাস করে আসছিলাম। কিন্তু আমার তৃতীয় ছেলে তানভীর আহমেদ সোহেল একদিন হঠাৎ ২০১২ সালে আমাকে এসে বলে যে তার ও আমার বড় ছেলে শফিউর রহমান ডেনটির (বর্তমানে জাপানে অবস্থানরত) সম্পত্তি আমার ও আমার অন্যান্য সন্তানদের নামে লিখে দেওয়ার কথা বলে সকলের কাছ থেকে স্বাক্ষর নেয়। এমনকি ওই দলিলে কি লেখা আছে তা আমাদের বুঝতেও দেয়নি।

তিনি আরও বলেন, এ ঘটনার ২ বছর পরে জানতে পারি কাউন্সিলর দুলালের শেল্টারে সম্পত্তি আমাদের নামে না দিয়ে উল্টো প্রতারণার মাধ্যমে আমার বড় ছেলে শফিউর রহমান ডেনটির নামে লিখিয়ে নেয়। পরে আমার তৃতীয় ছেলে তানভীর আহমেদ সোহেলের নামে ওই সম্পত্তি লিখিয়ে নেয়া হয়।

বিধবা বৃদ্ধা মাকে নিজ স্বামীর ঘর থেকে বের করে দেয়ার অভিযোগ করে তিনি আরও বলেন, বাড়িতে প্রবেশ করতে দেয় না ছেলে সোহেল। ঢুকতে চাইলে আমার ছেলের স্ত্রী (সোহেলের) সায়মা আহমেদ আমাকে বলে তোর হাত পা কেটে দেব, আর এই ঘরে ঢুকতে গেলে হাত পা কেটে গুম করে ফেলবো।

‘বর্তমানে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েই সোহেলের ব্যবসায়ীক পার্টনার নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান ও শারমিন আমিরের সহযোগীতায় সম্পত্তি বিক্রি করতে শুরু করে। এছাড়াও র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে পুতুল, শেখ রেহানার মেয়ে টিউলিপ এদের নামপরিচয় বিক্রি করে আমাকে নানাভাবে হুমকি ও হয়রানী করছে তারা। এদের পরিচয় দিয়ে আমার দ্বিতীয় ছেলে সাব্বির আহমেদ হিমেল এর নামে বন্দর থানায় একের পর এক মিথ্যা মামলা করে হয়রানি করে।

তিনি আরও বলেন, আমার তৃতীয় ছেলে তানভীর আহমেদ সোহেলের স্ত্রী সায়মা আহমেদ আমার দেবরের মেয়ে শারমিন আমির এবং কাউন্সিলর দুলাল প্রধান প্রভাব বিস্তার করে নানাভাবে ভয়ভীতি দেখায় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। তাদের এরূপ কর্মকান্ড দেখে সম্পত্তি ফিরে পেতে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা করা হয়। আমি এখন বাঁচতে চাই।

সর্বশেষ সংবাদ