সোনারগাঁয়ে সরাসরি কৃষকের হাত থেকে ধান ক্রয় করছে উপজেলা প্রশাসন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম । ৩১ মে রবিবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। তবে কোন দলীয় সিন্ডিকেট যাতে কৃষককে জিম্মি করে ধান ক্রয় করতে না পারে সেজন্য তিনি সেসব সিন্ডিকেটের নেতাদের হুশিয়ারী দেন।

জানা যায়, প্রতি বছরের ন্যায় সরকারি নির্দেশে এ বছরও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে সরাসরি ধান কেনা শুরু হয়েছে । একই সঙ্গে মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ চাল সংগ্রহ করা হচ্ছে । প্রতি কৃষক সরাসরি ৩ টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন।

কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর এলাকার কৃষক আইয়ুব (৫৫) জানান, এ বছর ১৮ বিঘা জমিতে নানা জাতের ধান চাষাবাদ করেছি। খরচ একটু বেশি হলেও সরাসরি খাদ্য কর্মকর্তাদের কাছে ন্যায দাম পেয়ে ধান বিক্রি করে নগদ টাকা সাথে সাথে পেয়ে কষ্ট স্বার্থক হয়েছে । এ সরকারের আমলে ধানের ভাল দাম এবং সরাসরি ধান বিক্রি করতে পেরেছি ।

উপজেলা খাদ্য পরির্দশক কর্মকর্তা মোঃ কামরুজ্জামান খাঁন বলেন, এ বছর সরকারি নির্দেশ সোনারগাঁয়ে ১৭’শ ১৫ টন সিদ্ধ চাল সংগ্রহ করার কথা রয়েছে। ইতিমধ্যে ৩ টি মিলারদের সাথে ১৩’শ ৭৯ টন চাল কেনার চুক্তি হয়েছে। সরাসরি কৃষকের কাছ থেকে ৭’শ ৯৬ মেট্রিক টন ধান সংগ্রহ করার কার্যক্রম শুরু হয়েছে। ৩১ শে আগষ্ট পযন্ত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম জানান, সরকার বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করছেন। তাই সোনারগাঁয়ে যে কোন কৃষক তাদের শুকনা ধান বিক্রি করতে চাইলে সরাসরি তারা আমাদের কাছে ধান বিক্রি করতে পারবেন। ধান বিক্রি করতে চাইলে কোন প্রকার সিন্ডিকেট বা দালাল ধরতে হবে না। তাই সরকারকে আপনারা ধান দেন এবং আপনাদের বিক্রি টাকা ব্যাংক একাউন্টের মাধ্যেমে বুঝে নিবেন। ধান ক্রয়ের ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম ও দূর্নীতি অভিযোগ পেলে তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।