সোনারগাঁয়ে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার দশটি ইউনিয়ন বিএনপি এবং সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

৭ মার্চ শুক্রবার সোনারগাঁয়ে শীর্ষ নেতাদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর সহ শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

হতে যাচ্ছে সোনারগাঁয়ের ৩ গ্রামবাসীর ৫০ বছরের স্বপ্ন পূরণ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম কান্দারগাঁয়ের রাস্তাটি ছিলো সাধারণ মানুষের ৫০ বছরের স্বপ্ন। স্বাধীনতার পর থেকে ওই এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া ছিল না। তবে, অনেক দেরিতে হলেও রাস্তাটির কাজ শুরু হয়েছে।

রাস্তাটির কাজের তদারকি ও পরিদর্শন করতে ৭ মার্চ শুক্রবার সকালে ওই এলাকায় ছুটে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসুম রানা, আব্দুর রহমান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দিন, বিএনপি নেতা মো: শাহজালাল মিয়া, রাজু আহমেদ জামান, ও কাউসার সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাঁদাবাজ দমনে ফতুল্লায় চেম্বার অব কমার্সের উদ্যোগে লিফলেট বিতরণ

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জে রমজানে অসাধু ব্যবসায়ী ও চাঁদাবাজ দমনে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।

এ সময় কোন অসঙ্গতি লক্ষ্য করলে চেম্বারের হটলাইন নাম্বারে অভিযোগ করতে ব্যবসায়ীদের ও ভোক্তাদের আহ্বান জানানো হয়।

৭ মার্চ শুক্রবার নারায়ণগঞ্জ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি আবু জাফর ও পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে ফতুল্লা বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।

এদিকে রমজানে নগরবাসীর সুবিধা, ব্যবসায়ের পরিবেশ ও ব্যবসায়ী স্বার্থ রক্ষার জন্য হটলাইন নাম্বার চালু করেছে চেম্বার।

বাজারে কোন ব্যবসায়ী অতিরিক্ত মূল্য দাবী করলে, ব্যবসায়ীরা সন্ত্রাসী ও চাঁদাবাজির শিকার হলে, ভেজাল পন্য বিক্রি ও কৃত্তিম সংকট তৈরির চেষ্টা করলে চেম্বারের হটলাইন নাম্বারে যোগাযোগের আহ্বান জানিয়েছেন চেম্বারের নেতৃবৃন্দ। চেম্বারের হটলাইন নাম্বারটি হল : ০১৭৮৮৮০২১২২।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা বাজারের ব্যবসায়ী সালেহ আহম্মেদ নিলু, আশক আলী, ফতুল্লা বাজার সমিতির কোষাধ্যক্ষ রহমতুল্লাহ সহ স্থানীয় ব্যবসায়ীরা।

আমরা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি: অধ্যাপক মামুন

ডেস্ক রিপোর্ট

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, এর আগে যারা সরকারে ছিল, তারা জনগণের সেবক না হয়ে শোসক হয়েছিল। তারা জনগণের টাকা সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট করেছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েছে।

৭ মার্চ শুক্রবার পবিত্র মাহে রমজান উপলক্ষে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকায় অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “গত রমজানে পেঁয়াজের কেজি ৩০০ টাকা, আলুর কেজি ১০০-১৫০ টাকা হয়েছিল। অথচ এই সবজিগুলো দেশেই উৎপাদিত হয়। কিন্তু বাজার নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল, যাতে সাধারণ মানুষের পকেট কাটা যায়। এসব অর্থ তৎকালীন বিনা ভোটের প্রধানমন্ত্রী এবং তার আশেপাশের লোকজন ভাগ করে নিয়েছে, বিদেশে পাচার করেছে।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে, বাড়িঘরে থাকতে দেওয়া হয়নি, ব্যবসা-বাণিজ্য করতে দেওয়া হয়নি। তবুও আমরা দেশ ছেড়ে যাইনি, জনগণের পাশে থেকেছি। আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, হামলা-মামলার শিকার হয়েছি, কিন্তু কখনো পালিয়ে যাইনি।”

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের পাশে থাকুন। আমাদের সামর্থ্য কম হলেও আমরা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।”

তিনি আরও বলেন, “একাত্তরে দেশ স্বাধীন করেছি, স্বাধীনভাবে কথা বলার ও মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠার জন্য। অথচ গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার জনগণকে সেই স্বাধীনতা দেয়নি। তাই ২০২৪-এর আন্দোলনে জনগণ রাস্তায় নেমেছে এবং তাকে ক্ষমতা থেকে সরিয়েছে। একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আদমজীতে ঝুঁট ব্যবসা দখলবাজি নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গুলিবর্ষণ, আহত ১০

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুঁট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা গুলিবর্ষণ করেছে। এতে সাংবাদিক সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- গণমাধ্যমকর্মী তোফাজ্জল হোসেন সহ ১০ জন। তোফাজ্জল হোসেন স্থানীয় গণমাধ্যমকর্মী। অপর ৯ জনের নাম পরিচয় পাওয়া যায়নি। এছাড়া উভয়পক্ষের গুলিবর্ষণের সময় ৬/৭টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, ইপিজেডের ইউনিভার্সেল নামের একটি গার্মেন্টের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও রুহুল আমিন নামের এক বিএনপি নেতার অনুসারীদের মধ্যে বিরোধ
ছিল। এই দ্বন্দ্বের জেরে বিকেল ৫ টার দিকে রুহুল আমিন সহযোগীরা ইপিজেডের ভেতরে অবস্থান করে রাকিবুর রহমান সাগরের সহযোগীদের কয়েকজনকে কুপিয়ে জখম করে। পরে সাগর গ্রুপের অনুসারীরা একত্রিত হয়ে পাল্টা হামলা করলে উভয় পক্ষের মধ্যে গুলিবর্ষণসহ ব্যাপক সংঘর্ষ হয়। এসময় তোফাজ্জল হোসেন নামে এক গণমাধ্যম কর্মীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এছাড়া তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের ঘটনার দৈনিক সকালের সময় পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি জাকির হোসেনের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ছবি ও ভিডিও সংগ্রহ করতে গেলে ওরা আমাদের উপরে হামলা করে। এ সময় তারা সাংবাদিক তোফাজ্জলকে মারধর করে। ওদের হাতে দেশিয় অস্ত্র ছিল। হামলার এক পর্যায়ে ওরা আমার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় সাংবাদিক সহ অন্তত ১০ জন আহত হয়েছে। তবে আমাদের উপর হামলাকারীরা কোন পক্ষের লোক তা জানতে পারি নাই।

আহত গণমাধ্যমকর্মী তোফাজ্জল প্রসঙ্গে তার সহকর্মী মোস্তাক শাওন বলেন, সংঘর্ষের ঘটনায় তোফাজ্জল আহত হয়েছে। সে স্থানীয় একটি মিডিয়ায় কাজ করে। ধারণা করা হচ্ছে, তার কোমড়ের হাড় ভেঙে গেছে। এখন তাকে নিয়ে শহরের ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতারে নেওয়া হচ্ছে।

অভিযোগ করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন, ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেলে আজ বিকেলে রুহুলের নেতৃত্বে তার অনুসারী সাজ্জাদ, পাকনা বাবু, শাকিল সহ প্রায় শতাধিক লোকজন আমাদের লোকজনের উপরে হামলা চালিয়েছে। এসময় ছাত্রদল নেতা মোহন, মানিকসহ ৪-৫জনকে তারা কুপিয়ে জখম করে। পরে তারা আদমজীর পুরান থানার সামনে ৩-৪টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়ে আমাদের লোকজনদের এলাপাথাড়ি মারধর করে ও গুলি ছোড়ে। এছাড়া আরও কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা তা জানা নেই।

এ বিষয়ে জানতে রুহুল আমিনের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে ইটপাটকেল ছুড়ে মারে। এ সময় কতজন আহত হয়েছে তা জানা নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

সোনারগাঁও দৌলতপুর মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট সুমন

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের দৌলতপুর এলাকায় অবস্থিত দৌলতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি গঠনের জন্য এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কাজী মোহাম্মদ সুমন মিয়া।

তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তার পিতা মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মরহুম কেএম ইদ্রিস।

গত ১৭ ফেব্রুয়ারী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর মো: আব্দুস সাত্তার মিয়া এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই এডহক কমিটির অনুমোদন করেছেন।

প্রজ্ঞাপনে অ্যাডভোকেট মোহাম্মদ সুমন মিয়াকে সভাপতি, মো: ইব্রাহীম মিয়াকে সাধারণ শিক্ষক সদস্য, মো: নজরুলকে অভিভাবক সদস্য ও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবুল হাসনাত সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।

প্রজ্ঞাপনে এই এডহক কমিটির মেয়াদ ৬ মাস পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়। এ মেয়াদে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে মোহাম্মদ সুমন মিয়া বলেন, আমার শ্রদ্ধেয় মরহুম পিতা কেএম ইদ্রিস এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, দাতা সদস্য। পিতার সুনাম অক্ষুন্ন রেখে মাদ্রাসাটি পরিচালনায় সকলের সহযোগীতা নিয়ে কাজ করবো ইনশাহআল্লাহ।

তিনি আরো বলেন, বিগত সময়ে আমরা ছাত্রদের পাশে থেকে ছাত্রদের জন্য কোন কাজ করার সুযোগ পাইনি। এখন সুযোগ আসছে। মাদরাসার ছাত্রদের জন্য কিছু করতে চাই। আমি যেন এই কাজ করতে পারি তাই সকলের কাছে দোয়া চাই।

৪ দিনের রিমাণ্ডে জাতীয় পার্টির নেতা মাকসুদ

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনকে ৪ দিনের রিমাণ্ডে নিয়েছে ফতুল্লা থানা পুলিশ।

৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা আমলী আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুমের আদালত রিমাণ্ড শুনানি শেষে ৪ রিমাণ্ড মঞ্জুর করেছেন।

সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে হামলার ঘটনায় ফতুল্লা থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আদালত সূত্রে জানায়, মাকসুদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। রিমাণ্ড শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ৪ মার্চ মঙ্গলবার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় প্রায় তিনশত মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন ও যুগ্ম আহ্বায়ক এসকে শাহিন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। আয়োজকরা জানান, রমজান মাসে রোজাদার মানুষের মুখে হাসি ফোটাতে এ আয়োজন করা হয়েছে, যাতে তারা শান্তিতে ইফতার করতে পারেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সহসভাপতি কবির হোসেন, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা হাবিবুর রহমান এহেসানী, আল আমিন, জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানিয়েছেন, এই ইফতার বিতরণ কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলবে, যাতে আরও বেশি অসহায় মানুষ উপকৃত হতে পারেন।

সোনারগাঁয়ে ডেভিল হান্ট অভিযান: বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের নিয়মিত অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ মার্চ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানা পুলিশ।

থানা পুলিশ সুত্রে, ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলায় আরও ৯ জন সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি ২ জন, ওয়ারেন্টভুক্ত ৫জন ও অন্যান্য মামলায় ৪জন।

আড়াইহাজারে টেক্সটাইল মিল মালিকের কাছে মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধা কারখানার মালিক মুছা মিয়ার কাছে প্রতি মাসে দুই লাখ টাকা করে চাঁদা দাবী করে তা না পেয়ে ওই মুক্তিযোদ্ধাকে মারধর করাসহ প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবক ও তাদের সাঙ্গ পাঙ্গদের বিরুদ্ধে।

এ ব্যাপারে ওই মুক্তিযোদ্ধা বাদী হয়ে জিলানী ও হানিফা এবং আমেনা নামে তিন জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৫ মার্চ) সকালে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায়।

অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা মুছা মিয়ার পাশাপাশি একটি সাইজিং এবং একটি টেক্সটাইল মিল রয়েছে। বুধবার সকাল ১১টায় একই এলাকার মৃত: মান্নান ভূঁইয়ার ছেলে জিলানী, হানিফা এবং আমেনা তাদের সঙ্গে আরো ২/৩ জন সাঙ্গপাঙ্গ নিয়ে এসে মিলের সামনে মুক্তিযোদ্ধা মুছা মিয়াকে পেয়ে মিল থেকে মাসিক দু লাখ টাকা করে চাঁদা দিতে হবে বলে তার কাছে দাবী করে। তা না হলে মিল মালিকসহ তার পরিবারের সদস্যদেরকে জানে মেরে ফেলা হবে এবং মিলে তালা লাগিয়ে দেয়া হবে বলে হুমকী দেয়। মিল মালিক চাঁদা দিতে রাজী না হলে তাকে মারধর করে আহত করে জিলানী, হানিফা এবং তাদের লোকজন। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মুছা মিয়ার পরিবারে আতংক বিরাজ করছে। মুছা মিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 

সর্বশেষ সংবাদ