ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের নিয়মিত অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ মার্চ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানা পুলিশ।
থানা পুলিশ সুত্রে, ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলায় আরও ৯ জন সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি ২ জন, ওয়ারেন্টভুক্ত ৫জন ও অন্যান্য মামলায় ৪জন।