স্কুল শিক্ষার্থী রিতুল ঘোষ হত্যার বিচার দাবি, মিছিল ও ডিসি এসপিকে স্মারকলিপি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র রিতুল ঘোষ হত্যার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে শহরে মৌন মিছিল করেছে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। ২৮ জুলাই রবিবার সকালে নারায়ণগঞ্জ শহরের ভুইয়ারবাগ বিদ্যানিকেতন হাই স্কুলের প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী মৌন মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবী জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দীন এবং পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে স্কুল প্রাঙ্গনে রিতুলের অকাল প্রয়ানে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- বিদ্যানিকেতন ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, শ্রেণি শিক্ষক তারক ঘোষ ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

শোক সভায় নিহত রিতুলের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বক্তরা বলেন, রিতুলকে তার কয়েকজন দুষ্ট বন্ধু পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের দ্রুত শাস্তির দাবি জানানো হয়।

এদিকে বিদ্যানিকেতনের পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ুন, বিদ্যানিকেতন ট্রাষ্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু ও শিক্ষকদের পক্ষে প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ও ছাত্রদের পক্ষে সৌরভ সাহা এক বিবৃতিতে রিতুল ঘোষ হত্যার সাখে জড়িত দোষীদের অভিলম্বে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবী জানান।

উল্লেখ্য গত ২৬ জুলাই শুক্রবার রিতুল ঘোষ শহরের ৫নং ঘাট এলাকায় শীতলক্ষা নদীতে নিখোঁজ হয়। পরদিন শনিবার দুপুরে ফায়ার সাভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাতে রিতুলের শেষকৃত্য সম্পন্ন হয় মাসদাইর শশ্মানে। রিতুলের পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেসবুকে গুজব ছড়িয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টার অভিযোগে মুন্সীগঞ্জের লৌহজং থেকে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। ২৭ জুলাই শনিবার বিকেলে র‌্যাব -১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, র‌্যাব-১১ এর আওতাধীন এলাকায় এ ধরণের গুজব সন্ত্রাসীদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরধারী বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন স্থানে ক্রমাগত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব ১১ এর এক বিশেষ অভিযানে ২৭ জুলাই শনিবার রাত সাড়ে ১১টায় ফেসবুকে গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের অভিযোগে মু›সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন দারুল উলুম খিদিরপাড়া মাদরাসার প্রধান শিক্ষক মুফতী ছানাউল্লাহ চাঁদপুরীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, মুফতী ছানাউল্লাহ চাঁদপুরীর বাড়ী চাঁদপুর জেলার মতলব থানাধীন বাকরা এলাকায়। সে গত ১ বছর যাবৎ মু›সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন দারুল উলুম খিদিরপাড়া মাদরাসায় প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছে। দীর্ঘদিন যাবৎ সে মোবাইল সহ নানা রকমের ইলেক্ট্রিক ডিভাইস ব্যবহার করে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার সহ ধর্মীয় উস্কানিমূলক মিথ্যা ও বিদ্বেষপূর্ণ স্ট্যাটাস দিয়ে গুজব রটিয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করে আসছে।

গত ২৬ জুলাই তার ব্যবহৃত ‘মুফতী ছানাউল্লাহ চাঁদপুরী’ নামের ফেসবুক পেইজ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় একটি মসজিদে সম্প্রতি আগুন লাগার ঘটনায় অমুসলিমরা জড়িত রয়েছে মর্মে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃংখলার অবনতি ঘটানোর জন্য উস্কানিমূলক তথ্য প্রচার করেছে যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরণের উস্কানিমূলক মিথ্যা বক্তব্য প্রচার করে জনমনে আতংক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইন শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপতৎপরতা চালিয়ে আসছে।

‘হুজুরের কথা শোনা ফরজ’ ভয় দেখিয়ে ছাত্রী ধর্ষণ, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লায় এবার ছাত্র ধর্ষণের অভিযোগে এক মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। ফতুল্লার দারুল হুদা মহিলা মাদরাসার ৩ শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে এই প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য জানান, র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুুলিশ সুপার আলেপ উদ্দীন।

তিনি জানান, ২৫ জুলাই বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দারুল হুদা মহিলা মাদরাসার ৩ জন ছাত্রীর অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর আগে অভিযোগ পেয়ে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে ঘটনার সত্যতা পায়।

তিনি আরও জানান, র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ২৭ জুলাই শনিবার সন্ধা ৭টায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দারুল হুদা নামক মহিলা মাদরাসায় অভিযান পরিচালনা করে মোঃ মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মোস্তাফিজুর রহমান নেত্রকোণা জেলার সদর থানার কাওয়ালিকোনা এলাকার ওয়াজেদ আলীর ছেলে। বর্তমানে ওই মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

র‌্যাব জানায়, অভিযুক্ত মোঃ মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন যাবৎ দারুল হুদা মহিলা মাদরাসার ১১জন ছাত্রীকে বিগত ৩ বছর ধরে মাদরাসায় তার রুমে বিভিন্ন কৌশল অবলম্বন করে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানি করে আসছে এবং এই অপকর্মের পর সেইসব ছাত্রীদের কেউ কেউ মুখ খোলার চেষ্টা করলে তাদের একেক জনকে একেক অপবাদ দিয়ে মাদরাসা থেকে বের করে দেয়। এইভাবে সে বিভিন্ন বয়সী মাদরাসার ছাত্রীদেরকে কখনো বিভিন্ন প্রলোভন দেখিয়ে আবার কখনো জোরপূর্বক ধর্ষণ করত। সে ছাত্রীদেরকে কখনো আখিরাতের ভয় দেখিয়ে হুজুরের কথা শোনা ফরজ, না শুনলে গোনাহ হবে এবং জাহান্নামে যাবে এইরকম নানা ফতোয়ার মাধ্যমে, তাবিজ করে পাগল করা বা পরিবারের ক্ষতি করার কথা বলে ছাত্রীদের ধর্ষণ করতো বলে স্বীকার করে।

এমনকি তার ৮বছর বয়সী নিকটাত্মীয় যে তার মাদরাসায় পড়তো তাকেও একাধিকবার ধর্ষণ করেছে বলে ভিকটিম এর মা-বাবা অভিযোগ করে যা মোস্তাফিজ অকপটে স্বীকার করে। এছাড়াও ধর্ষক মোস্তাফিজ নিজেই বিভিন্ন জাল হাদিস তৈরী করে হুজুরের সাথে সর্ম্পক করা জায়েজ আছে বলে ছাত্রীদের বলত। একটি জাল হাদিসের মাধ্যমে অভিভাবক ও স্বাক্ষী ছাড়া বিয়ে হয় বলে একাধিক ছাত্রীকে কৌশলে ধর্ষণ করার পর আরেকটি জাল হাদিসের মাধ্যমে তালাক হয়ে গেছে ফতোয়া দিয়ে মাদরাসা থেকে বিভিন্ন অপবাদ দিয়ে বের করে দিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৬ ছাত্রীকে ধর্ষণ ও আরও ৫ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানির কথা স্বীকার করে।

পরিছন্নতা সপ্তাহ উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের পরামর্শ দিলেন কাউন্সিলর খোরশেদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী সারাদেশে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের আদর্শ স্কুলের দুই হাজার ছাত্র-ছাত্রীদের সাথে ডেঙ্গু নিধন ও পরিছন্নতা এবং গুজব প্রতিরোধের জন্য মতবিনিময় করেন সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এসময় তিনি নাসিক মেয়রের পক্ষ থেকে ৪টি আধুনিক বীন উপহার দেন।

এ সময় আরো বক্তব্য রাখেন- নাসিক মেডিক্যাল অফিসার ডা. শেখ গোলাম মোস্তফা, আদর্শ স্কুলের চেয়ারম্যান বরি মুক্তিযোদ্ধা শহীদুর রহমান বাঙ্গালী ও অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান।

উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেশে কাউন্সিলর খোরশেদ বলেন, আমার বিশ্বাস শুধু মাত্র স্কুলের ছাত্র-ছাত্রীরা যদি সচেতন হয়ে তার পরিবার ও আশে পাশের মানুষকে সচেতন করে তবেই একটি পরিছন্ন নগরী গড়ে তোলা সম্ভব। আমাদের চেষ্ঠা বহুলাংশে সফল হবে।

তিনি স্কুলের শিক্ষার্থীদের শ্রেণী কক্ষ ও স্কুল প্রাঙ্গনে ময়লা আবর্জনা না ফেলে এই ডাষ্টবিন ব্যবহার করার পরার্মশ দেন। এসময় ছাত্ররা কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদেও সাথে হাত তুলে শপথ করেন যে, আজ থেকেই তারা তাদের পরিবারের গৃহস্থালি বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করবে ও তাদের প্রতিবেশীদেরও সচেতন করবে।

কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ আরো বলেন, গুজবও ডেঙ্গুর মতই একটি মহামারি। তাই আমাদের গুজব ও ডেঙ্গু থেকে বাচতে সমহারে সচেতন থাকতে হবে।

মাদককে গুডবাই জানাতে হবে: শহীদ বাদল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল বলেছেন, প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে ওয়ার্ডে মশার নিধনের ঔষধ দেওয়া প্রয়োজন। কেনননা, এসিড মশা বিভিন্ন স্থানে বিস্তার লাভ করায় মানুষ বিভিন্ন ডেঙ্গু ঝড়ে ভূগছে। প্রতিটি স্থানে মশার ঔষধ ছড়িয়ে এদের বংশ বিস্তার ধ্বংস করতে হবে। বর্তমান পুলিশ বাহিনী প্রমাণ করেছে তাদের কার্যক্রমের মধ্য দিয়ে সুচারু নেতৃত্বে পুলিশ জনগণের বন্ধু। তারা মাদককে জিরো ট্রলারেন্সে পরিনত করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীকে সমাজের কেউ পছন্দ করেনা। এদের নামাজের দাওয়াত দেন। ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমেই সমাজ থেকে মাদককে গুডবাই জানাতে হবে। আলোকিত মানুষ হতে হলে নামাজের বিকল্প নাই।

২৭ জুলাই শনিবার নারায়ণগঞ্জ বন্দরের মিনারবাড়ী পূর্বপাড়া বালুর মাঠে ‘ছেলে ধরা গুজবে কাননা দেয়া, আইন নিজের হাতে না তোলা ও মাদককে না’ শীর্ষক সচেতনতামুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ বাদল আরো বলেন, আল-কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। ৩০দিন সিয়াম সাধনের পর সেই সুরা কদরের রাত্রীতে আল্লাহ রাব্বুল আল আমিন আল কোরআনকে নাযিল করেছেন। আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নাই। কার কখন মৃত্যুর ডাক আসে কেউ বলতে পারেনা। অতএব আমরা অভিভাবক। আমাদের উচিৎ সন্তানরা যাতে সুপথে চলে সেঅনুযায়ী শিক্ষা দেওয়া। তারা যেন কোন মতেই বিপথগামী না হয়। এখনই সন্তানদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। সাম্প্রদায়িক সম্প্রতির দেশ বাংলাদেশ। এই দেশে বন্দরের মাটি কদমরসুল বাবার স্মৃতি, ইনা বাবার পন্য ভূমি এই বন্দরের মাটি। ইয়েমেনী বাবার পূণ্যভূমি এই নারায়ণগঞ্জের মাটি। এই মাটিকে কোন ভাবেই অপবিত্র করা যাবেনা। আপনারা গুজব শুনলেই নিকটস্থ থানায় সংবাদ দিবেন। আইন নিজের হাতে তুলে নিবেন না। অপসংস্কৃতির হাত থেকে এই যুব সমাজকে রক্ষার দায়িত্ব আপনার-আমার।

কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রবিউল আউয়াল রবির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হোসাইন, বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা আজিজুল হক আজিজ, ধামগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী ভূইয়া, নবীগঞ্জ ইউনিয়ণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, বন্দর থানা সৈনিকলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আওয়ামীলীগ নেতা লাইক আহমেদ ছিদ্দিকী, মো: মাসুদ, সামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সদস্য মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন মেম্বার ও আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন প্রমূখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন আওয়ামীলীগ নেতা জুয়েল ভূইয়া, আরিফ মাষ্টার, আল আমিন, মোঃ বাবুল, মোঃ জামান, মোঃ সানি ও মোঃ সাইদুল।

সোনারগায়ে বৃহত্তর ময়মনসিংহ জেলা সমিতির অভিষেক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

রাজধানীর ঢাকায় বৃহত্তর ময়মনসিংহ জেলা সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই শনিবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন রয়েল রিসোর্টে বৃহত্তর ময়মনসিংহ সমিতির অভিষেক অনুষ্ঠান (নির্বাহী পরিষদ ২০১৯-২০২১ সাল) অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোঃ মোখলেছুর রহমান, বিপিএম (বার) সহ বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার অন্যান্য নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উক্ত অভিষেক অনুষ্ঠানে অতিথিগণ মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এমপির বাবুর নিয়ন্ত্রণে আড়াইহাজার, অস্তিত্ব সংকটে ইকবাল পারভেজ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার আওয়ামীলীগের একক নিয়ন্ত্রক এখন স্থানীয় তিন বারের এমপি নজরুল ইসলাম বাবু। এখানে গত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে এমপি বাবুর সঙ্গে বেশ লড়াই করেছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ। বর্তমানে আড়াইহাজারে তার রাজনৈতিক অস্তিত্ব বেশ সংকটে পড়েছে। এখানে অনেক আগেই অস্তিত্ব হারিয়েছেন সাবেক এমপি এমদাদুল হক ভূঁইয়া ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন। মমতাজ হোসেন গত নির্বাচনে নিজে মনোনয়ন প্রত্যাশা করলেও এমদাদুল হক ভূঁইয়া কাজ করেছিলেন ইকবাল পারভেজের পক্ষেই।

এদিকে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার ওই নির্বাচনের আগে এমপি বাবুর কঠোর বিরোধীতা করলেও ইকবাল পারভেজের সঙ্গ ছেড়ে এখন তিনি গাঁ ভাসিয়েছেন এমপি বাবুর সঙ্গে। এদিকে এমপি বাবু নির্বাচিত হলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতিও। ফলে আড়াইহাজারে এমপি বাবুর অবস্থান যত পাকাপোক্ত হচ্ছে ততই ইকবাল পারভেজের রাজনৈতিক অস্তিত্ব সংকটের দিকে পড়ছেন।

অন্যদিকে আড়াইহাজার আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীরা বলছেন- জাতীয় নির্বাচনের পূর্বে আড়াইহাজারে ইকবাল পারভেজের জনপ্রিয়তাই ছিল বেশি। বিশাল বিশাল শোডাউন করেছিলেন তিনি। নেতাকর্মীরাও তার দিকে ভিড়েছিলেন। কিন্তু নির্বাচনে তিনি মনোনয়ন না পাওয়ায় নেতাকর্মীদের সঙ্গে তিনিও কিছুটা হতাশ। আড়াইহাজারে নেতাকর্মীরা এমপি বাবুর বিরোধীতা পরিরর্তনের শ্লোগান তুলে ইকবাল পারভেজের দিকেই ভিড়েছিলেন নেতাকর্মীরা। এমনকি আড়াইহাজারের বেশ কজন প্রভাবশালী নেতাও ইকবাল পারভেজের পক্ষে কাজ করেছিলেন। মাঠের পরিস্থিতি অনেকটা শক্ত করেছিলেন ইকবাল পারভেজ।

নেতাকর্মীরা জানিয়েছেন, জাতীয় নির্বাচনের পর ইকবাল পারভেজ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত খোজ খবর রাখছেন। তবে নির্বাচনের আগে তিনি যেভাবে নেতাকর্মীদের সাহস জুগিয়েছিলেন এবং খোজ খবর নিতেন সেটা থেকে তিনিও সরে গেছেন। এমন পরিস্থিতিতে তৃতীয় বারের মত নজরুল ইসলাম বাবু এমপি নির্বাচিত হয়ে আড়াইহাজারের পুরো রাজনীতি তার দিকেই নিয়ে যাচ্ছেন। সম্প্রতি উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে এমপি নজরুল ইসলাম বাবুকে সভাপতি নিবাচিত করা হয়। নেতাকর্মীদের দাবি- আবারো ইকবাল পারভেজ ঠিক সময়ে আড়াইহাজারের নেতাকর্মীদের নিয়ে তার অস্তিত্বের জানানি দিবেন।

এর আগে আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে শাহজালাল মিয়া ও সেক্রেটারি পদে অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূঁইয়া দায়িত্ব পালন করেছেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে এই দুজনও চেয়ারম্যান পদে দলের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন পান মুজাহিদুর রহমান হেলো সরকার যিনি ইকবাল পারভেজের পক্ষে কাজ করেছিলেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে শাহজালাল মিয়া মনোনয়ন পত্র সংগ্রহ করলেও পরবর্তীতে তিনি মনোনয়ন পত্র প্রত্যাহার করেন এবং হেলো সরকার চেয়ারম্যান নির্বাচিত হন। ফলে শাহজালাল মিয়া ও আব্দুর রশিদ ভূ্ইঁয়ার রাজনীতিও সুবিধাজনক অবস্থানে নেই। জাতীয় নির্বাচনের আগে শাহজালাল মিয়া ও রশিদ ভূঁইয়ার সঙ্গে এমপি বাবুর সম্পর্কের টানাপোড়ানও হয়েছিল। এই দুুজনকে সরিয়ে এমপি বাবু নিজেই উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে বসলেন।

বন্দরে ৫’শ টাকা পাওনা চাওয়ায় মিশরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দর কাইতাখালী এলাকায় ৫’শ টাকা ধার দিয়ে পাওনা চাওয়ায় মিজান শিকদার মিশরকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় বন্দর থানার এসআই মাহফুজ রানা ও এএসআই জাকিউল অভিযান চালিয়ে ২২ জুলাই সোমবার রাতে কুশিয়ারা রোডের মাজু মিয়ার বাড়ীর সামনে থেকে অভিযুক্ত ৩জন ও পরদিন মঙ্গলবার সকালে নবীগঞ্জ থেকে আরো ২জনকে গ্রেপ্তার করে।

নিহত মিজান শিকদার মিশর সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের কাইতাখালী এলাকার মৃত শফিউদ্দিন সিকদারের ছেলে।

এ ব্যাপারে ২৩ জুুলাই মঙ্গলবার দুপুরে নিহতের বড় ভাই সাঈদ শিকদার সানী বাদী হয়ে অভিযুক্ত ৬জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর থানার কাইতাখালী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মিঠু, নোয়াদ্দা এলাকার মঞ্জুর হোসেনের ছেলে মুন্না, কাইতাখালী এলাকার আলী হোসেনের ছেলে জিসান, একই এলাকার শাহআলমের ছেলে সাকিব ও দেলোয়ার হোসেনের ছেলে শ্যামল।

স্থানীয় সুত্রে জানা গেছে, বন্দর কাইতাখালী এলাকায় মৃত শফিউদ্দিন সিকদারের ছেলে মিজান শিকদার মিশর গাজীপুর মাল্টি ফ্যক্টরী থেকে চাকুরী ছেড়ে কাইতাখালী নিজ বাড়িতে চলে আসে। মিশর কিছুদিন আগে একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মিঠুকে ৫’শ টাকা ধার দেয়। সোমবার রাতে মিজান শিকদার মিশর কয়েল আনার জন্য কাইতাখালী প্রাইমারী স্কুলের সামনে গেলে মিঠুকে দেখে পাওনা ৫’শ টাকা ফেরত চায়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মিঠু ও তার সহযোগী একই এলাকার মুন্না, জিসান, শয়ন, সাকিব, শ্যামল মিলে পূর্ব বিরোধের জেরে মিজান শিকদার মিশরকে গলা ও মাথার বাম পাশে বাটাল ও ছুরি দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

এ সময় মিশরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে আহত মিশরকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ৫’শ টাকার জন্য এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ৬জনের মধ্যে ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শীতলক্ষ্যা নদীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে রিক্সা চালকের মৃত্যু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ বন্দরে শিতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে আবদুল বারেক (৪৯) নামে এক রিক্সা চালকের করুন মৃত্যু হয়েছে। ২২ জুলাই সোমবার সন্ধ্যায় বন্দরের শান্তিনগরের আশ্রয়ন প্রকল্পের অদূরে শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনাটি ঘটে। নিহত আবদুল বারেক শান্তিনগর এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে।

জানা গেছে, মদনগঞ্জ শান্তিনগর এলাকার রিক্সা চালক আবদুল বারেক মিয়া পুরো দিন রিক্সা চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসার পর শান্তিনগরের আশ্রয়ন প্রকল্পের অদূরে শিতলক্ষ্যা নদীর তীরে গোসল করতে যান। শীতলক্ষ্যা নদীতে ‘ওটিআলম ফোটিং’ নামে নোঙ্গর করা জাহাজে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগকৃত তারে পেচিয়ে তার করুণ মৃত্যু হয়।

পরে ভোরে এলাকাবাসী শীতলক্ষ্যা নদীর ধারে হাটতে গেলে ঝোপের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। বন্দর থানার এসআই আবু তালেব ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী আকলিমা বেগম মঙ্গলবার দুপুরে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

বন্দরের সোনাকান্দা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ বন্দরে ৫১নং সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক ১টি করে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপন করেন।

এ সময় বৃক্ষরোপন কার্যক্রমের উদ্ধোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজেদা বেগম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাজেদা বেগম বলেন, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। তোমরা প্রতিদিন এই গাছগুলো পরিচর্যা করবে।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর জাহিদ বাদল, শেখ কামাল, নিপা আক্তার, মেহেরুজ জাহান মীম, বিবি কুলসুম ও অনন্যা সূত্রধর প্রমূখ।

সর্বশেষ সংবাদ