ফেসবুকে গুজব ছড়িয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টার অভিযোগে মুন্সীগঞ্জের লৌহজং থেকে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। ২৭ জুলাই শনিবার বিকেলে র‌্যাব -১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, র‌্যাব-১১ এর আওতাধীন এলাকায় এ ধরণের গুজব সন্ত্রাসীদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরধারী বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন স্থানে ক্রমাগত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব ১১ এর এক বিশেষ অভিযানে ২৭ জুলাই শনিবার রাত সাড়ে ১১টায় ফেসবুকে গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের অভিযোগে মু›সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন দারুল উলুম খিদিরপাড়া মাদরাসার প্রধান শিক্ষক মুফতী ছানাউল্লাহ চাঁদপুরীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, মুফতী ছানাউল্লাহ চাঁদপুরীর বাড়ী চাঁদপুর জেলার মতলব থানাধীন বাকরা এলাকায়। সে গত ১ বছর যাবৎ মু›সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন দারুল উলুম খিদিরপাড়া মাদরাসায় প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছে। দীর্ঘদিন যাবৎ সে মোবাইল সহ নানা রকমের ইলেক্ট্রিক ডিভাইস ব্যবহার করে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার সহ ধর্মীয় উস্কানিমূলক মিথ্যা ও বিদ্বেষপূর্ণ স্ট্যাটাস দিয়ে গুজব রটিয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করে আসছে।

গত ২৬ জুলাই তার ব্যবহৃত ‘মুফতী ছানাউল্লাহ চাঁদপুরী’ নামের ফেসবুক পেইজ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় একটি মসজিদে সম্প্রতি আগুন লাগার ঘটনায় অমুসলিমরা জড়িত রয়েছে মর্মে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃংখলার অবনতি ঘটানোর জন্য উস্কানিমূলক তথ্য প্রচার করেছে যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরণের উস্কানিমূলক মিথ্যা বক্তব্য প্রচার করে জনমনে আতংক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইন শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপতৎপরতা চালিয়ে আসছে।