নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদে সোনারগাঁয়ের শফিক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সোনারগাঁয়ের ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক। শফিক উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের প্রবাসী আমির আলীর ছেলে।

তিনি সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। তিনি স্টামফোর্ড ইউনির্ভাসিটি থেকে বিবিএ শেষ করে একই ইউনির্ভাসিটিতে এমবিএ পড়াশোনা করছেন। তিনি সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক চিঠিতে রবিবার নারায়ণগঞ্জের জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। আজিজুর রহমান আজিজকে সভাপতি ও আশরাফুল ইসমাইল রাফেল প্রধানকে সাধারণ সম্পাদক করে ১৮৮জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটিতে সোনারগাঁয়ের ছেলে শফিকুল ইসলাম শফিককে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ জেলা কমিটিতে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান দেয়ার নবগঠিত জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমি যেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বের পাশাপাশি জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকল ছাত্রলীগ সদস্যের সহযোগিতা কামনা করি।

বন্দরের মদনপুরে ৫ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। র‌্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, ২৯ জুলাই সোমবার সকাল সোয়া দশটার দিকে র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর মোড় এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক ও যাত্রাবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে ৫ জনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ মোশারফ, শামীম মিয়া, মোঃ মাসুদ, মোশারফ হোসেন ও মোঃ শামীম। এই সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ১০ হাজার ৯’শ ৩৫ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড ও আশে পাশের এলাকায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা, লেগুনা, টেম্পু ইত্যাদি থেকে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক চালকদের কাছ থেকে গাড়ী প্রতি ৫০ টাকা থেকে দেড়শো টাকা করে চাঁদা আদায় করে আসছে। তাদের অত্যাচারে যানবাহনের চালকরা অতিষ্ঠ হয়ে পড়েছে।

এছাড়াও স্থানীয় চালক ও জনসাধারণের কাছ থেকে আরোও জানা যায় যে, কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধর সহ জীবননাশের হুমকি প্রদান করে। গ্রেপ্তারকৃতরা উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। র‌্যাব-১১ এর অনুসন্ধানে চাঁদাবাজি সংক্রান্তে অভিযোগের সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য ২৯ জুলাই রবিবার নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে জোরপূর্বক চাঁদা আদায়কালে উপরোক্ত চাঁদাবাজ আসামিদেরকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজ বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সোনারগাঁয়ে ৯ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল বিনষ্ট

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজারে অভিযান চালিয়ে প্রায় ৯ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আগুন দিয়ে পুড়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৯ জুলাই সোমবার সকালে উপজেলা মৎস কর্মকর্তা ও নারায়ণগঞ্জ কোস্টগার্ডের সহযোগিতায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের নির্দেশনায় ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে আনন্দবাজার হাটে উপজেলা মৎস কর্মকর্তা ও নারায়ণগঞ্জ কোস্টগার্ডের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় আনন্দবাজার এলাকা হতে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। পরে দেখা যায় দোকানের মালিক না থাকায় দোকানের তালা ভেঙ্গে প্রায় ৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেন এবং তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে সকল জারেন্ট জাল বিনষ্ট করা হয়।

উদ্ধারকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা বলে জানা যায়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

হোসিয়ারী শ্রমিক ইউনিয়ন নির্বাচনে আ’লীগের জয়: সভাপতি স্বপন ও সেক্রেটারি আওলাদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে বাংলাদেশ হোসিয়ারী শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ১২৩৮) এর ত্রি-বার্ষিক নির্বাচনেও আওয়ামীলীগের মনোনিত প্রার্থীরা জয়ী হয়েছেন। এই নির্বাচনে আওয়ামীলীগের শ্রমিকলীগ থেকে সরাসরি মনোনয়ন দেয়া হয়। নির্বাচনে সভাপতি পদে জাতীয় শ্রমিক লীগের মনোনীত প্রার্থী স্বপন দত্ত ও সাধারণ সম্পাদক পদে আওলাদ হোসেন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এখানে বিএনপির শ্রমিকদল থেকে মনোনিত করা হলেও তাদের কেউ নির্বাচিত হতে পারেননি।

২৯ জুলাই সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া হোসিয়ারী সমিতির ভবন কমিউনিটি সেন্টারের বিরতিহীনভাবে চলে ভোট প্রদান। নারায়ণগঞ্জ জেলা হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিত দুই প্রার্থী তাদের পছন্দ অনুযায়ী বাকি ১৫টি পদে প্রার্থীদের নির্বাচিত করবেন।

ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যানের শামীম সিদ্দিকী। নির্বাচন বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন শাহজাহান, শৌলেন মজুমদার, পরেশ ভূইয়া ও রুহুল আমিন সরদার।

নারায়ণগঞ্জ জেলা হোসিয়ারী শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জাতীয় শ্রমিক লীগ, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয় শ্রমিক পার্টি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ৪টি সংগঠনের সভাপতি পদে ৪জন ও সাধারণ সম্পাদক পদে ৪ মোট ৮জন প্রার্থী এই দুটি পদে প্রতিদ্বন্ধীতা করেন। নির্বাচনে হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের মোট ভোটার ছিলেন ১ হাজার ৩’শ ৫৯ জন যেখানে ভোট প্রদান করেন ১ হাজার ২’শ ২৮ জন ভোটার।

তবে নির্বাচনে ভোট গ্রহণের সকাল বেলায় বিএনপির শ্রমিক দলের নির্বাচনী প্যান্ডেল ভাংচুর করে দেয় সরকারি দলের লোকজন। এতে আহত হয় শ্রমিক দলের এক কর্মী। তাকে হাসপাতালে চিকিৎসা করানো হয়। এমন খবর পেয়ে নির্বাচনী প্যান্ডেলে আসেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, মহানগর যুবদলের সভাপতি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা বিএনপির নেতা সালাউদ্দীন মোল্লা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি স্বপন চৌধুরী, শাহিন আহমেদ, পারভেজ মল্লিক, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইব্রাহীম বাবু, রিক্সন খান সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

ঘটনার কিছুক্ষণ পরেই শ্রমিকদলের প্যান্ডেলে আসেন কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন। তবে তারা আসার আগেই তাদের নির্বাচনী প্যান্ডেল ভাংচুর করেন এবং সেখানে এক শ্রমিকদল কর্মীকে মারধর করেন সরকারি দলের লোকজন। তবে তারা উপস্থিত হওয়ার পর পরিস্থিতি শান্ত দেখা যায়।

এরপর নির্বাচন পর্যবেক্ষণে আসেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানিও। তিনি সকল প্যান্ডেলে গিয়ে সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে কুশল বিনিময় করেন। ওই সময় নির্বাচনী আমেজ দেখা যায়।

ফতুল্লা ইউনিয়ন পরিষদে পলাতক আসামিদের তালিকা সাঁটালো থানা পুলিশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানাধীন প্রায় সহস্রাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি পলাতক থাকায় এবং তাদের ঠিকানায় খুঁজে না পাওয়ায় আসামিদের তালিকা ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাঁটিয়ে দিয়েছেন থানা পুলিশ।

এ সময় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন, পরিদর্শক (অপারেশন) মো. শাখাওয়াত হোসেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, সচিব হায়হান ভূইয়া কাজল, আলী আকবর মেম্বার, বাছেদ প্রধান, হাসমত আলী, এসআই আরিফুর রহমান ও মামুন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ফতুল্লা থানায় মোট ১০ হাজারের মত ওয়ারেন্টের পলাতক আসামি রয়েছে।

তিনি বলেন, ফতুল্লা ইউনিয়ন এলাকায় প্রায় সহস্রাধিক ওয়ারেন্টের আসামি রয়েছে। সাজাপ্রাপ্ত ২’শ ৬৭ আসামি রয়েছে পলাতক আসামি। এরা আত্মগোপন করে আছে। তাদেরকে বলবো এরা স্বেচ্ছায় কোর্টে হাজির হওয়ার অনুরোধ করছি। যাদেরকে আমরা সনাক্ত করতে পারছিনা। তাদেরকে আপনারা সবাই আমাদেরকে তথ্য দিন এই পলাতক আসামি ধরার জন্য। ফতুল্লা ইউনিয়ন পরিষদের দেয়ালে আসামিদের নাম ঠিকানা টানানো হয়।

এসময় তিনি পুলিশকে সহযোগিতার করার জন্য স্থানীয় মেম্বার চেয়ারম্যান গ্রাম পুলিশ ও জনগণের প্রতি আহব্বান জানান। যাতে পলাতক আসামিদের ধরিয়ে দিতে পুলিশকে তথ্য দেন।

আড়াইহাজারে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

পুলিশ পৃথক অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এরা হলো স্থানীয় হাটখোলা এলাকার মানিক মিয়ার ছেলে জুম্মুন, একই এলাকার নুরু মিয়ার ছেলে মুকবুল হোসেন ও কালিয়াপাড়া এলাকার আব্দুল বাছেদ মিয়ার ছেলে মানিক।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক মামলা শেষে ২৯ জুলাই সোমবার সকালে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে অভিযান চালিয়ে উপজেলা বিভিন্ন এলাকা থেকে তাদের মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।

মাদক বিক্রেতা জুম্মুনের কাছ থেকে ১০পিস ইয়াবা, মানিকের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও মোকবলের কাছ থেকে ১০ পিস ইয়াবা (ট্যাবলেট) উদ্ধার করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুরে মতলব উত্তর ইউএনওকে ক্রেস্ট প্রদানে প্রেস নিউজ টুয়েন্টিফোর ডটকম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার এ উপজেলায় ২ বছর যাবত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ উপলক্ষে অনলাইন পোর্টাল প্রেস নিউজ টুয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অনলাইনটির সম্পাদক আবদুল মান্নান সাগর।

এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক সময়ের আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি কামরুজ্জামান হারুন, দৈনিক ইত্তেফাক মতলব উত্তর প্রতিনিধি শামসুজ্জামান ডলার, আনন্দ টিভির মতলব প্রতিনিধি এইচএম ফারুক, দৈনিক প্রতিদিনের সংবাদ মতলব প্রতিনিধি এমএম সাইফুল ইসলাম, পল্লী টিভির মতলব উত্তর প্রতিনিধি জহিরুল হাসান মিন্টু, দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কুমার বাড়ৈ, প্রেস নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আশেক মাহমুদ সংগ্রাম, আবদু হালিম ও ইসতিয়াক জামান নাফিজ প্রমুখ।

মাদক জঙ্গী বিরোধী ও গুজব প্রতিরোধ শ্লোগানে খেলার মাঠে এমপি ডিসি এসপি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২৯ জুলাই সোমবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন আড়াইহাজার উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মঞ্জুর স্টেডিয়ামে ‘মাদক ও জঙ্গীবাদ বিরোধী এবং গুজব প্রতিরোধে কমিউনিটি সমাবেশ’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২(আড়াইহাজা) আসনের এমপি নজরুল ইসলাম বাবু।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

উক্ত স্টেডিয়ামে মাদক ও জঙ্গীবাদ বিরোধী এবং গুজব প্রতিরোধে কমিউনিটি বিশাল সমাবশে প্রায় পাঁচ হাজার লোকের সমাগম হয়। এরপর একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। উক্ত ম্যাচটি হয় ‘জাতীয় সংসদ সদস্য একাদশ বনাম পুলিশ সুপার একাদশ’।

জাতীয় সংসদ একাদশের অধিনায়ক হয়ে মাঠে নামেন এমপি নজরুল ইসলাম বাবু এবং নারায়ণগঞ্জ পুলিশ সুপার একাদশের অধিনায়ক হয়ে মাঠে নামেন এসপি মোহাম্মদ হারুন অর রশীদ।

অত্যন্ত আনন্দঘন পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় ‘পুলিশ সুপার একাদশ’ ‘জাতীয় সংসদ সদস্য একাদশ’কে ৫-১ গোলে পরাজিত করে। পুলিশ সুপার একাদশের হয়ে এসপি ১টি কনস্টেবল সন্দীপ ২টি এবং কনস্টেবল বাদল দুইটি, মোট পাঁচটি গোল হয়। অপরদিকে এমপি একাদশে মামুন একটি গোল করেন।

উক্ত খেলায় প্রায় পাঁচ হাজার লোকের সমাগম হয়। এবারের বিষয় ছিল ‘মাদক ও জঙ্গীবাদকে না বলুন’ ‘গুজবে কান দিবেন না’ ‘ছেলেধরা সন্দেহে গনপিটুনি দিবেন না’।

উক্ত সমাবেশে পুলিশ সুপার বলেন, আজকের যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। ছাত্রজীবনে এক সময় আমরা যাকে নেতা হিসেবে মনে করতাম। আরেকজন উপস্থিত আছেন যিনি অল্পদিনের মাথায় তার কথাবার্তায় প্রমাণ করেছেন নারায়ণগঞ্জ হবে মাদক ও সন্ত্রাসমুক্ত। তিনি আমার বহুদিনের ছাত্রজীবনের বন্ধু আজকের নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে চায়। আজ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করছেন।

এসপি আরও বলেন, গুজবে কান দিয়ে কাউকে হত্যা করলে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জে গুজবে গণপিটুনির কয়েকটি ঘটনা ঘটেছে যাতে একজন মারা গেছেন। আমরা তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করার পাশাপাশি ১৬ জনকে গ্রেপ্তার করেছি। মামলায় অনেকের নাম এসেছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই অরাজকতা সৃষ্টি করবেন কাউকে ছাড় দেয়া হবেনা। তবে মামলায় নাম এসেছে এমন কোন নির্দোষ ব্যক্তি যদি থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তাদেরকে মামলা থেকে বাদ দিব।

ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় ফতুল্লা থানাধীন বিভিন্ন পাড়া মহল্লায় বিশেষ অভিযান চালিয়ে ২ মাদক বিক্রেতা ও ১২জন পরোয়ারাভুক্ত আসামি সহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন।

তার সাথে সহযোগিতায় ছিলেন পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সাখাওয়াত হোসেন সহ বেশ কয়েকজন পুলিশের এসআই। এ অভিযানে গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামিরা হলো- ফতুল্লার চাঁনমারী এলাকার আকবর আলীর ছেলে কাশেম বক্তাবলী রাধানগর এলাকার মৃত আবদুর রশিদের ছেলে রমিজ উদ্দিন, প্রসন্ননগর এলাকার আবু তাহেরের ছেলে মোহাম্মদ বাবু, মধ্যনগর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে ফরিদ, গঙ্গানগর এলাকার আবদুল খালেক মিয়ার ছেলে ইন্তাজ উদ্দিন, তার স্ত্রী জুলেখা বেগম, জিয়ার স্ত্রী রেনু বেগম, মোক্তার হোসেনের ছেলে শাহাদাত হোসেন, রাজাপুর এলাকার আবদুস সাত্তারের ছেলে আমির হামজা, এনায়েতনগর ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার মৃত আবদুল হামিদের ছেলে খোকন ওরফে সিপাই খোকন, ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার মীর আলীর ছেলে নয়ন আলী এবং কাশীপুর এলাকার মৃত শামীম আহম্মেদের ছেলে মো. মন্টু মিয়া ।

অপরদিকে, ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৮ জুলাই রাতে পাগলা ঐলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ‘ গ্রাম গাঁজা সহ সাকিবকে গ্রেপ্তার করেছে। সে পিরোজপুর জেলার ভান্ডারিয়া কইখালী গ্রামের আবদুল মান্নানের ছেলে।

এ ছাড়াও থানার আরেক টীম ফতুল্লার গাবতলী এলাকা থেকে ৫ গ্রাম হেরোইন সহ হারুন অর রশিদের ছেলে সেলিম ওরনফে কালা সেলিমকে গ্রেপ্তার করা হয়।

এমপি শামীম ওসমানের প্রতি দীপ্ত সিকদারের কৃতজ্ঞতা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোমেন সিকদারের ছেলে দীপ্ত সিকদারকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত করায় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের এমপি শামীম ওসমান, অয়ন ওসমান, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক ইসমাইল রাফেল প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দীপ্ত সিকদার।

এক বিবৃতিতে দীপ্ত সিকদার বলেন, ছাত্রলীগ মানবতার সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই প্রাচীন এ ছাত্র সংগঠন দেশ ও দেশের বাইরে যেখানেই মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে সেখানেই পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে। জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে ছাত্রদের নিয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। তাই আমিও সাধারণ মানুষের কল্যানে কাজ করে যাবো। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

সর্বশেষ সংবাদ