হুমকির মুখে কায়সার কালামের রাজনীতি: সামসুল ও মাসুমের নেতৃত্বে কমিটি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে এবার হুমকির মুখে পড়েছেন আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। দুটি নির্বাচনে এই দুজনই আওয়ামীলীগের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন যার খেসারত দিতে হলো এবার উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠনে।

সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে যেখানে ঠাঁই পায়নি কায়সার হাসনাত ও কালাম। আহ্বায়ক কমিটি গঠন করা হলেও এই কমিটি কয় যুগ পার করবে সেটা সময়ই বলে দিবে। তবে আপাততদৃষ্টিতে রাজনীতিকে কোণঠাসা হয়ে পড়ছেন কায়সার হাসনাত ও কালাম। উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে। কমিটি গঠনের বিষয়টি জানতে পেরে কেন্দ্রে জোর চেষ্টা করেও আহ্বায়ক কমিটি গঠন আটকাতে পারেননি কায়সার হাসনাত ও কালাম।

জানাগেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৫ জুলাই এ কমিটির অনুমোদন দেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল। তবে বিষয়টি রহস্যজনকভাবে গোপন রেখে তা ৩০ জুলাই প্রকাশ করা হয়। কমিটি গঠনের বিষয়টি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এমএ রাসেল মিডিয়াতে প্রকাশ করলে তা নিশ্চিত করেছেন অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

দপ্তর সম্পাদক এম এ রাসেল জানান, গত ১৩ জুলাই নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার প্রতিটি উপজেলা ও থানা এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি করতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের বিষয়ে প্রস্তাবনা উঠে।

তিনি আরও জানান, সোনারগাঁও আওয়ামীলীগের বর্তমান কমিটির অধিকাংশ সদস্য মৃত্যুবরণ করেছেন এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাফুজুর রহমান কালামকে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সাময়িক অব্যাহতি দেওয়ার বিষয়টিও উত্থাপিত হয়।

এর আলোকে সকলের মতামতের ভিত্তিতে সংগঠনে বৃহত্তর স্বার্থে গত ১৫ জুলাই সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে একটি আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।

কমিটিতে অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া আহবায়ক এবং সোনারগায়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়।

কমিটিতে সদস্য পদে রয়েছেন- জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী ও সামসুদ্দিন খান আবু।

এদিকে গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে মহাজোটের প্রার্থীর বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। যদিও তিনি নির্বাচনের শেষ পর্যন্ত টিকতে পারেননি। গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার বিরোধীতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন মাহফুজুর রহমান কালাম। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মোশারফ হোসেন। যদিও এই কমিটিতে মোশারফ হোসেনকেও রাখা হয়নি।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগকে শুভেচ্ছা জানালেন মামুন সিরাজুল মজিদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। নবগঠিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির সকল নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বন্দর থানা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ।

২৯ জুলাই সোমবার এক শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ বলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির সকল নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলাদেশ ছাত্রলীগ একটি প্রাচীন ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। সংগঠনটি স্বাধীনতা থেকে শুরু করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। নারায়ণগঞ্জে যারা নির্বাচিত হয়েছেন তারাও দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখবেন বলে আমি আশাবাদী। সকলের মঙ্গল কামনা করি।

এদিকে জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ কমিটি ১৮৮ সদস্য বিশিষ্ট এবং ১৬১ সদস্য বিশিষ্ট মহানগর ছাত্রলীগের কমিটির অনুমোদন দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। ২৯ জুলাই সোমবা সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল চৌধুরী শোভন ও গোলাম রব্বানী স্বাক্ষরিত এই দুই কমিটির অনুমোদিত তালিকা প্রকাশিত হয়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল প্রধানকে স্বপদে বহাল রেখে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রধান ও সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুকে স্বপদে বহাল রেখে ১৬১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটির অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ফতুল্লায় শাকিল হত্যা মামলার আসামি চান্দু গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম দেওভোগের হাশেমনগর এলাকায় রিকশা গ্যারেজ ব্যবসায়ী শাকিলকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার অন্যতম আসামি চান্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৯ জুলাই সোমবার দুপুরে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে চান্দুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চান্দু পশ্চিম দেওভোগের হাশেম নগর এলাকার বাসিন্দা।

জানাগেছে, নিহত শাকিল ফতুল্লার পশ্চিম দেওভোগ পূর্বনগর এলাকার মৃত আমান উল্লাহর ছেলে। আর শাকিল হত্যায় তার ভাই সাঈদ বাদী হয়ে তুহিন, নিক্সন ও চান্দুর নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন চান্দুকে গ্রেপ্তারের বিষয় সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের লাইট চোখে লাগার মতো তুচ্ছ ঘটনা নিয়ে শাকিল নামের একজন রিকশা গ্যারেজ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনার মামলার ৩নং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের জন্য চান্দুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত গত ২৭ জুলাই শনিবার রাত ১১টার দিকে সজিব ও সুভাষ মোটরসাইকেল যোগে শহরের ২নং রেলগেইট এলাকা থেকে বাংলাবাজার বাসায় ফেরার পথে পশ্চিম দেওভোগ হাশেমনগর এলাকায় সন্ত্রাসী তুহিন, নিক্সন, চান্দু ও তাদের বন্ধুরা মুখোশ পড়ে সড়কে দাঁড়িয়ে ছিল। ওইসময় মোটর সাইকেলের লাইটের আলো দাড়িয়ে থাকা মুখোষধারী সন্ত্রাসীদের চোখে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে মোটর সাইকেল আরোহীদের গতিরোধ করে তাদেরকে চর থাপ্পর দেয়। এতে তারা সন্ত্রাসীদের প্রতিবাদ করলে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারীভাবে কুপাতে থাকে। তখন সজিব ও সুভাষের চিৎকার শুনে শাকিল সহ অন্যরা ছুটে আসলে সন্ত্রাসীদের কারন জিজ্ঞাসা করলে তাদেরকে এলোপাথারী কুপাতে থাকে। এতে করে শাকিলকে মুমূর্ষ অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালে পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পর সেখানে শাকিলের মৃত্যু হয়।

আড়াইহাজারে ডেঙ্গু জ্বর প্রতিরোধে ক্যাম্পেইন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জুলাই সোমবার ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও এর চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়েছে। হাসপাতালের বর্হিবিভাগে আগত রোগীদের মাঝে এ ক্যাম্পেন করা হয়েছে।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিব ইসমাইল ভূঁইয়া, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশরাফুল আমীন, ডাক্তার আরিফুর রহমান, ডাক্তার মাহাবুব হোসেন, ডাক্তার উত্তম কুমার দাস গুপ্ত, স্যানেটারী ইন্সপেক্টর হুমায়ন আহমেদ ও হেলথ ইন্সপেক্টর নুরে আলম মোল্লা প্রমুখ।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদে সোনারগাঁয়ের শফিক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সোনারগাঁয়ের ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক। শফিক উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের প্রবাসী আমির আলীর ছেলে।

তিনি সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। তিনি স্টামফোর্ড ইউনির্ভাসিটি থেকে বিবিএ শেষ করে একই ইউনির্ভাসিটিতে এমবিএ পড়াশোনা করছেন। তিনি সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক চিঠিতে রবিবার নারায়ণগঞ্জের জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। আজিজুর রহমান আজিজকে সভাপতি ও আশরাফুল ইসমাইল রাফেল প্রধানকে সাধারণ সম্পাদক করে ১৮৮জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটিতে সোনারগাঁয়ের ছেলে শফিকুল ইসলাম শফিককে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ জেলা কমিটিতে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান দেয়ার নবগঠিত জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমি যেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বের পাশাপাশি জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকল ছাত্রলীগ সদস্যের সহযোগিতা কামনা করি।

বন্দরের মদনপুরে ৫ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। র‌্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, ২৯ জুলাই সোমবার সকাল সোয়া দশটার দিকে র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর মোড় এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক ও যাত্রাবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে ৫ জনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ মোশারফ, শামীম মিয়া, মোঃ মাসুদ, মোশারফ হোসেন ও মোঃ শামীম। এই সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ১০ হাজার ৯’শ ৩৫ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড ও আশে পাশের এলাকায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা, লেগুনা, টেম্পু ইত্যাদি থেকে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক চালকদের কাছ থেকে গাড়ী প্রতি ৫০ টাকা থেকে দেড়শো টাকা করে চাঁদা আদায় করে আসছে। তাদের অত্যাচারে যানবাহনের চালকরা অতিষ্ঠ হয়ে পড়েছে।

এছাড়াও স্থানীয় চালক ও জনসাধারণের কাছ থেকে আরোও জানা যায় যে, কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধর সহ জীবননাশের হুমকি প্রদান করে। গ্রেপ্তারকৃতরা উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। র‌্যাব-১১ এর অনুসন্ধানে চাঁদাবাজি সংক্রান্তে অভিযোগের সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য ২৯ জুলাই রবিবার নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে জোরপূর্বক চাঁদা আদায়কালে উপরোক্ত চাঁদাবাজ আসামিদেরকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজ বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সোনারগাঁয়ে ৯ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল বিনষ্ট

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজারে অভিযান চালিয়ে প্রায় ৯ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আগুন দিয়ে পুড়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৯ জুলাই সোমবার সকালে উপজেলা মৎস কর্মকর্তা ও নারায়ণগঞ্জ কোস্টগার্ডের সহযোগিতায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের নির্দেশনায় ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে আনন্দবাজার হাটে উপজেলা মৎস কর্মকর্তা ও নারায়ণগঞ্জ কোস্টগার্ডের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় আনন্দবাজার এলাকা হতে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। পরে দেখা যায় দোকানের মালিক না থাকায় দোকানের তালা ভেঙ্গে প্রায় ৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেন এবং তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে সকল জারেন্ট জাল বিনষ্ট করা হয়।

উদ্ধারকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা বলে জানা যায়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

হোসিয়ারী শ্রমিক ইউনিয়ন নির্বাচনে আ’লীগের জয়: সভাপতি স্বপন ও সেক্রেটারি আওলাদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে বাংলাদেশ হোসিয়ারী শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ১২৩৮) এর ত্রি-বার্ষিক নির্বাচনেও আওয়ামীলীগের মনোনিত প্রার্থীরা জয়ী হয়েছেন। এই নির্বাচনে আওয়ামীলীগের শ্রমিকলীগ থেকে সরাসরি মনোনয়ন দেয়া হয়। নির্বাচনে সভাপতি পদে জাতীয় শ্রমিক লীগের মনোনীত প্রার্থী স্বপন দত্ত ও সাধারণ সম্পাদক পদে আওলাদ হোসেন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এখানে বিএনপির শ্রমিকদল থেকে মনোনিত করা হলেও তাদের কেউ নির্বাচিত হতে পারেননি।

২৯ জুলাই সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া হোসিয়ারী সমিতির ভবন কমিউনিটি সেন্টারের বিরতিহীনভাবে চলে ভোট প্রদান। নারায়ণগঞ্জ জেলা হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিত দুই প্রার্থী তাদের পছন্দ অনুযায়ী বাকি ১৫টি পদে প্রার্থীদের নির্বাচিত করবেন।

ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যানের শামীম সিদ্দিকী। নির্বাচন বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন শাহজাহান, শৌলেন মজুমদার, পরেশ ভূইয়া ও রুহুল আমিন সরদার।

নারায়ণগঞ্জ জেলা হোসিয়ারী শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জাতীয় শ্রমিক লীগ, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয় শ্রমিক পার্টি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ৪টি সংগঠনের সভাপতি পদে ৪জন ও সাধারণ সম্পাদক পদে ৪ মোট ৮জন প্রার্থী এই দুটি পদে প্রতিদ্বন্ধীতা করেন। নির্বাচনে হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের মোট ভোটার ছিলেন ১ হাজার ৩’শ ৫৯ জন যেখানে ভোট প্রদান করেন ১ হাজার ২’শ ২৮ জন ভোটার।

তবে নির্বাচনে ভোট গ্রহণের সকাল বেলায় বিএনপির শ্রমিক দলের নির্বাচনী প্যান্ডেল ভাংচুর করে দেয় সরকারি দলের লোকজন। এতে আহত হয় শ্রমিক দলের এক কর্মী। তাকে হাসপাতালে চিকিৎসা করানো হয়। এমন খবর পেয়ে নির্বাচনী প্যান্ডেলে আসেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, মহানগর যুবদলের সভাপতি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা বিএনপির নেতা সালাউদ্দীন মোল্লা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি স্বপন চৌধুরী, শাহিন আহমেদ, পারভেজ মল্লিক, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইব্রাহীম বাবু, রিক্সন খান সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

ঘটনার কিছুক্ষণ পরেই শ্রমিকদলের প্যান্ডেলে আসেন কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন। তবে তারা আসার আগেই তাদের নির্বাচনী প্যান্ডেল ভাংচুর করেন এবং সেখানে এক শ্রমিকদল কর্মীকে মারধর করেন সরকারি দলের লোকজন। তবে তারা উপস্থিত হওয়ার পর পরিস্থিতি শান্ত দেখা যায়।

এরপর নির্বাচন পর্যবেক্ষণে আসেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানিও। তিনি সকল প্যান্ডেলে গিয়ে সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে কুশল বিনিময় করেন। ওই সময় নির্বাচনী আমেজ দেখা যায়।

ফতুল্লা ইউনিয়ন পরিষদে পলাতক আসামিদের তালিকা সাঁটালো থানা পুলিশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানাধীন প্রায় সহস্রাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি পলাতক থাকায় এবং তাদের ঠিকানায় খুঁজে না পাওয়ায় আসামিদের তালিকা ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাঁটিয়ে দিয়েছেন থানা পুলিশ।

এ সময় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন, পরিদর্শক (অপারেশন) মো. শাখাওয়াত হোসেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, সচিব হায়হান ভূইয়া কাজল, আলী আকবর মেম্বার, বাছেদ প্রধান, হাসমত আলী, এসআই আরিফুর রহমান ও মামুন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ফতুল্লা থানায় মোট ১০ হাজারের মত ওয়ারেন্টের পলাতক আসামি রয়েছে।

তিনি বলেন, ফতুল্লা ইউনিয়ন এলাকায় প্রায় সহস্রাধিক ওয়ারেন্টের আসামি রয়েছে। সাজাপ্রাপ্ত ২’শ ৬৭ আসামি রয়েছে পলাতক আসামি। এরা আত্মগোপন করে আছে। তাদেরকে বলবো এরা স্বেচ্ছায় কোর্টে হাজির হওয়ার অনুরোধ করছি। যাদেরকে আমরা সনাক্ত করতে পারছিনা। তাদেরকে আপনারা সবাই আমাদেরকে তথ্য দিন এই পলাতক আসামি ধরার জন্য। ফতুল্লা ইউনিয়ন পরিষদের দেয়ালে আসামিদের নাম ঠিকানা টানানো হয়।

এসময় তিনি পুলিশকে সহযোগিতার করার জন্য স্থানীয় মেম্বার চেয়ারম্যান গ্রাম পুলিশ ও জনগণের প্রতি আহব্বান জানান। যাতে পলাতক আসামিদের ধরিয়ে দিতে পুলিশকে তথ্য দেন।

আড়াইহাজারে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

পুলিশ পৃথক অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এরা হলো স্থানীয় হাটখোলা এলাকার মানিক মিয়ার ছেলে জুম্মুন, একই এলাকার নুরু মিয়ার ছেলে মুকবুল হোসেন ও কালিয়াপাড়া এলাকার আব্দুল বাছেদ মিয়ার ছেলে মানিক।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক মামলা শেষে ২৯ জুলাই সোমবার সকালে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে অভিযান চালিয়ে উপজেলা বিভিন্ন এলাকা থেকে তাদের মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।

মাদক বিক্রেতা জুম্মুনের কাছ থেকে ১০পিস ইয়াবা, মানিকের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও মোকবলের কাছ থেকে ১০ পিস ইয়াবা (ট্যাবলেট) উদ্ধার করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ