সোনারগাঁয়ে জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ইলিশ প্রজনন মৌসুমে ৯-৩০অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সোনারগাঁও উপজেলার অসহায় ও গরীব জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সোনারগাঁ উপজেলা প্রশাসনের অর্থায়নে এ চাউল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এসময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব তালুকদার ও প্রকৌশলী আলী হায়দার খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

আনন্দধামের ‘পরিবার এবং ডায়াবেটিস’ আলোচনা সভায় বিচারপতি মীর হাসমত আলী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

১৪ নভেম্বর বৃহস্পতিবার আনন্দধামের উদ্যোগে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০১৯ উপলক্ষে ‘পরিবার এবং ডায়াবেটিস’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মীর হাশমত আলী।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুনের উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএ ওয়াজেদ আলী খোকন, সিনিয়র সাংবাদিক আবু সাউদ মাসুদ ও বাংলাদেশ ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটসের সভাপতি আহসান বাবু।

আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান মো: শাহ আলমের সঞ্চালনায় ও মহাসচিব আজিজুল ইসলাম বাবুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সামিউল্লাহ মিলন, আনন্দধাম চেয়ারম্যানের প্রতিনিধি সিটি কর্পোরেশনের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, জাতিসংঘের যুব বিষয়ক বাংলাদেশ অঞ্চলের দূত ইব্রাহিম আদহাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জালালুদ্দিন আহমেদ, আনন্দধামের ভাইস চেয়ারম্যান ডা: মোনতাসির আহমেদ, মতিউর রহমান মুক্তি, পরিচালকদের মধ্যে ইমরান মোস্তফা, আবদুল হাই প্রধান, এনামুল হক প্রিন্স, শেখ মনির ও রাজা মিয়া প্রমূখ।

প্রধান অতিথি বিচারপতি মীর হাসমত আলী তার বক্তব্যে বলেন, ডায়াবেটিস একটি মাত্র আলোচিত সর্বব্যাপী রোগ যা পৃথিবীতে মহামারী আকারে বিরাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ৪২৫ মিলিয়ন, অর্থাৎ ৪২ কোটিরও বেশি।

এদিকে, বাংলাদেশে ডায়াবেটিস রোগী রয়েছে প্রায় ৯০ লাখ, বছরে বাড়ছে আরও ১ লাখ রোগী।

তিনি আরো বলেন, ডায়াবেটিস জীবনব্যাপী রোগ বলে এর জন্য খরচ অনেক বেশি হয়। পরিবারের সহমর্মিতা ও সহযোগীতা ব্যাতীত তার সেবা ও সুচিকিৎসা সম্ভব নয়। তাই ডায়াবেটিস সেবায় পরিবারকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে হবে।

সম্মানিত অতিথি অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন তার বক্তব্যে বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতি রোগীর পরিবারের সদস্যের অংশগ্রহণ জরুরি। যারা ইনসুলিন নিচ্ছেন ও নিয়মিত রক্তের গ্লুকোজ মাপছেন তাদের এ খরচ নিত্যনৈমিত্তিক পরিবারের খরচের অর্ধেকের সমান। তাই প্রতিটি ডায়াবেটিস রোগীর ক্রয় সাধ্যের মধ্যে ডায়াবেটিস চিকিৎসা সামগ্রীর প্রাপ্যতা নিশ্চিত করতে ও চিকিৎসা নিশ্চিতকরণের সরকারের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে আহবান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন বলেন, সরকারের উচিত ইনসুলিন প্রাপ্যতা সহজ করা। যারা কিনতে পারে না, তাদের বিনা মূল্যে সরবরাহের ব্যবস্থা করা।

সভাপতির বক্তব্যে হাসিনা রহমান সিমু বলেন, প্রতিটি পরিবারকে ডায়াবেটিস সম্পর্কে অবগত থাকতে হবে। এ বিষয়ে সরকার, চিকিৎসক, গবেষক, শিক্ষক, ধর্মগুরু, সমাজকর্মী, সাংবাদিক সহ সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

ডজন মামলার আসামি আমি: শব্দর আলী, ১২৭ দিন জেল খেটেছি: জাকির

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা যুবদলের কমিটি গঠন নিয়ে নেতৃত্বে আসতে মাঠে নেমেছেন ডজন খানিক নেতা। তবে এরি মধ্যে যুবদলের পদ প্রত্যাশি এসব নেতাদের মাঝে শুরু হয়েছে প্রতিদ্বন্ধিতা। যুবদলের সভাপতি প্রার্থী শব্দর আলী ও সেক্রেটারি প্রার্থী জাকির হোসেনও যুবদলের নেতাকর্মীদের গুছিয়ে নেয়ার চেষ্টা করছেন।

তবে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যুবদলের আরেকটি অংশের নেতারা, যারা দাবি করছেন যুবদলের রাজনীতিতে শব্দর আলী ও জাকির হোসেনের কোন অবদান নেই। এই বিষয়টিকে শব্দর আলী ও জাকির হোসেন দাবি করছেন এটা ষড়যন্ত্রমুলক প্রপাগান্ডা। তারা দুজনই দলের ত্যাগী নেতা হিসেবে দাবি করেছেন। যদিও জাকির হোসেন আগে ছাত্রদলের রাজনীতিতে ছিলেন। এই দুই নেতার পক্ষে যেমন যুবদলের নেতাকর্মী রয়েছে তেমন তাদের বিরুদ্ধেও রয়েছেন একাধিক নেতাকর্মী। কারন এখানে প্রায় ডজন খানিক নেতা যুবদলের নেতৃত্বে আসতে চাচ্ছেন।

সভাপতি প্রার্থী শব্দর আলি দাবি করেন, আমি বিএনপির রাজনীতি করতে গিয়ে ডজন মামলার আসামী হয়েছি। চারটি মামলা থেকে অব্যাহতি পেলেও বর্তমানে আটটি মামলায় হাজিরা দিতে হয় আমাকে। মাসের মধ্যে কয়েকদিন পরপরই আসতে হয় আমার আদালতপাড়ায় হাজিরা দিতে।

তাছাড়া তিনি আরো বলেন, ক্ষমতাসীনদল আওয়ামীলীগ সরকারের আমলে বহুবার নির্যাতনের শিকার হতে হয়েছে। জেল খাটতে হয়েছে আমাকে কয়েকবার।

অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং যুবদলের সেক্রেটারি প্রার্থী মো: জাকির হোসেন মেম্বার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালবেসে বিএনপির রাজনীতি করার কারণে বেশ কয়েকটি মামলার আসামী হতে হয়েছে আমাকে। আর এই মামলার কারণে আমাকে জেলও খাটতে হয়েছে ১২৭ দিন। এখন হাজিরা দিতে হয় প্রায় প্রতি মাসে। আর্থিকভাবে অনেক ক্ষতি সাধিতও হয়েছি। বিএনপির রাজনীতি করা আমার কাছে একটা নেশায় পরিনিত হয়ে গেছে।

তিনি আরোও বলেন, নেতাকর্মীরা যদি চায় তাহলে আমি সাধারণ সম্পাদক হব। তাছাড়া জেলার শীর্ষ নেতারা যদি মনে করেন আমি আড়াইহাজার যুবদলের নেতৃত্ব দিতে যোগ্য ব্যক্তি তাহলে আমাকে দিবেন। আর যদি আমার চেয়ে অন্য কোন যোগ্য নেতাকে দিলে দল সুসংগঠিত হয় তাকে দিলে আমার কোন আপত্তি থাকবে না।

খালেদা জিয়ার মুক্তিই সবচেয়ে বড় চাওয়া: ছাত্রদল নেতা ইয়ামিন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা ছাত্রদল নেতা মোঃ ইয়ামিন হোসেন বলেছেন, দেশের সবচেয়ে জনপ্রিয় আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিই আমার কাছে সবচেয়ে বড় চাওয়া ও পাওয়া। আগামীতে নেত্রীর মুক্তির আন্দোলনে সকল নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ভুমিকা রেখে নেত্রীকে মুক্ত করে আনবো। বিএনপি নেতাকর্মীদের হামলা মামলা করে দমানো যাবে না।

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমকে ছাত্রদলের এই নেতা আরও বলেন, আমার রাজনৈতিক গুরু আড়াইহাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন পদের রাজনীতিতে বিশ্বাসী নয়। আমি তারই আদর্শের সৈনিক। দল যদি আমাকে যোগ্য মনে করে আমি বিশ্বাস করি অবশ্যই আমার ত্যাগের মূল্যায়নস্বরূপ আড়াইহাজার থানা ছাত্রদলের সেক্রেটারি পদে দায়িত্ব পাবো। সর্বত্র ছাত্রদলের সঙ্গে আছি, মূলধারার সঙ্গে সমন্বয় করে রাজনীতি করছি।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আড়াইহাজার থানা ছাত্রদলের রাজনীতি করছি। আমি ছাত্র রাজনীতি করতে গিয়ে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের দ্বারা বহুবার নির্যাতিত হয়েছি। আমার পরিবার একটি রাজনৈতিক পরিবার।

তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীবের প্রতি আস্থা রেখে বলেন, আমার দৃঢ় বিশ্বাস তারা দুজনই অতি বিচক্ষণ ব্যক্তি। তারা অবশ্যই বিচক্ষণতার মাধ্যমে ত্যাগী ছাত্রনেতাকে দিয়ে আড়াইহাজার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা করবেন। আড়াইহাজার বিএনপির মূলধারার রাজনীতির সঙ্গে যারা জড়িত সেই বিষয়টি তারা লক্ষ্য রাখবেন।

অন্যদিকে স্থানীয় নেতারা জানিয়েছেন, প্রায় দেড় যুগ ধরে আড়াইহাজার ছাত্রদলের কমিটি হচ্ছেনা। ছাত্রদলের রাজনীতিতে জড়িত অনেক নেতারাই পদশূন্য হয়ে কেউ রাজনীতি ছেড়েছেন কেউবা বিএনপির অন্যান্য সংগঠনের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। ছাত্রদলের কমিটি গঠনে কেন্দ্রীয় ছাত্রদলের নিষেধাজ্ঞা থাকলেও কমিটির আশায় বুকে বেঁধে আছেন আড়াইহাজার ছাত্রদলের নেতাকর্মীরা। যাদের মধ্যে আড়াইহাজার ছাত্রদলের সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ ইয়ামিন হোসেনও একজন।

ফতুল্লায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭৩নং ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের মেধা পুরস্কার ও বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ফতুল্লা ইউনিয়নের ৭৩নং ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে একই দিনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলুফা বেগমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়াজ মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী আঃ মোতালেব গাজী।

এসময় আরো উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা সুলতানা, ম্যানেজিং কমিটির সদস্য রোমানা আক্তার, তানজু হাসান, অভিভাবক সদস্য সালাউদ্দিন সরকার মুক্তি, সহকারী শিক্ষক আমেনা বেগম, কণিকা রায়, বন্দনা বণিক, রহিমা বেগম, সোহরাব হোসেন, মর্জিনা আক্তার, হুমায়রা সিদ্দিকা, আয়শা বেগম, শাহানা সামাদ, শামসুন্নাহার ও হাবিবা আক্তার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অত্র বিদ্যালয়ের অভিভাবক ও আগত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ করেন।

সিদ্ধিরগঞ্জে নলেজ আইডিয়াল স্কুলে সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। কোমলমতি শিশুদের মাঝে দেশপ্রেম আর স্বাধীনতার চেতনা জাগ্রত করতে পারলে রক্তে কেনা আমাদের এই দেশ উন্নতির চরম শিখরে পৌঁছতে বেশী দিন লাগবেনা। আমরা আমাদের হীরার টুকরোগুলো যতœ করলে তারা ভালো ফলাফলের পাশাপাশি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠবে।

১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকার নলেজ আইডিয়াল স্কুলের বিজ্ঞান শিক্ষক রাসূল-এ- রহমানের সঞ্চালনায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের সফলতা কামনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান শিক্ষক মুহাম্মাদ সুলতান মাহমুদ সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি ২০১৯ সালের পিইসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এসময় শিক্ষকমন্ডলী ও অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন। শিক্ষা সামগ্রী বিতরণ শেষে পরীক্ষার্থীদের জন্য ধর্মীয় শিক্ষক মুফতি আব্দুল্লাহ আল কাফী দোয়া পরিচালনা করেন।

তুমি নেই চারদিক স্তব্ধ: কবি সুমী ধর

তুমি নেই চারদিক স্তব্ধ:
—-সুমী ধর

তুমি চলে গেলে, চলে গেলে তুমি?
এই দেখো চারিদিক কেমন স্তব্ধ আজ।
তুমিতো এসেছিলে জোয়ারের ঠিক লগনে।
তাহলে কেনো চলে গেলে এই স্বল্পক্ষণে?

আজ সব কিছু যে হিমশীতল স্যাঁতসেঁতে লাগে।
আমারি মনের মাঝে অগ্নিপিন্ড বয়ে যাচ্ছে।
কত কিছু চাওয়ার ছিল, কত কিছু পাওয়ার ছিল তোমারি মাঝে,
কেনো নিঃস্ব করে রেখে গেলে আমাকে একা করে।

তোমার চলে যাওয়া আজ বিশ্বনিখিল থমকে গেছে।
গগন, তাঁরা, ভূধর, সমীর, রবি, শশী যে ডুবে আছে।
আজ এই খেলাগ্রহ কাঙালের মত নিশীথ জাগিনা।
তুমিতো আর বলবে না, জেগে কেন? ঘুমোও, ঘুমোও, ঘুমোও।

আমার হৃদয়ে অঙ্কুরিত হয়ে ফুটবে না আর কবিতা।
আমার কর্ণ দুটো হয়ে যে আছে অনাবৃষ্টির খরা।
আমি যন্ত্রনায় কাতর হয়ে পরে থাকবো এই ভুবনে।
ঘুরে ঘুরে দেখবো তোমাকে লিখা কত শব্দ এই পান্ডুলিপি জুড়ে।

কত মধুর স্মৃতি জড়িয়ে আছে তোমারি সনে।
আমার সেই অনুভূতি দিয়ে তোমায় অনুভব করি প্রতিক্ষণে।
তুমি চলে যাওয়ার পর অসম্ভব ঝড় নামলো এই ধরিত্রিতে।
মনে হচ্ছিলো সুখের ছায়াগুলো মাটিতে লুটে পড়লো উচ্ছল ঝর্ণাতে।

আমার হৃদয়টুকু অঞ্জনিত করেছি তোমারি প্রতি যে সম্পন্ন।
তুমি চলে যাওয়ায় আমার আকাঙ্খা, অভিলাশগুলো দিলাম বিসর্জন।
আজ ভোমরা এসে যখন বলবে তোর বাগানে কেনো বিরহ?
আমি বলবো তুমি নেই তাই চারদিক স্তব্ধ।

মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের ধর্মমুখী করতে হবে: আনিসুর রহমান দিপু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের ধর্মমুখী করতে হবে। বিপদগামী যুবসমাজকে ধর্মীয় চর্চায় বেশী বেশী অন্তর্ভূক্ত করতে হবে।

তিনি বলেন, ওয়াজ মাহফিল ও ধর্মীয় কাজে যত তারা মনোযোগী হবে, ততই সমাজ বিকশিত হবে এবং সমাজে অপরাধ প্রবণতা কমতে থাকবে। প্রতিটি পাড়া মহল্লায় মসজিদভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গি হয়না, তারা বড় বিজ্ঞানী, ডাক্তার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। দীর্ঘদিন কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উপেক্ষিত ও অবহেলিত ছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী শেখ হাসিনা তাদেরকে জাতীয় মর্যাদা দিয়েছেন।

আওয়ামীলীগের এই নেতা আরও বলেন, দেশের উন্নয়নকে তরান্বিত করতে আজ তারা যে কোন সম্মানজনক পেশায় নিজেদের সম্পৃক্ত করতে পারছে। ইসলামকে জঙ্গি ধর্ম বানানোর ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে ও প্রতিরোধ গড়তে হবে। এই মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থীর জন্য দোয়া রইলো। আর যারা এই মহতি আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা সহ অত্র মাদ্রাসার পাশে সর্বদা থাকার প্রত্যাশা ব্যক্ত করছি।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়ায় এসিআই মিলসের পূর্ব পাশে স্থানীয় দারুল হক্ব ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ৩য় বার্ষিক ১দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে ১৩ নভেম্বর বুধবার রাতে অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তৌহিদী জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন। উক্ত মাহফিলে প্রখ্যাত আলেমরা গুরুত্বপূর্ণ ইসলামী বক্তব্য রাখেন।
মাহফিলে ওই মাদ্রাসার সভাপতি শহীদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে মাদ্রাসার সাধারণ সম্পাদক এরশাদুল কবির সোহেলের পরিচালনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আবু জাফর এবং দেউলী চৌরাপাড়া কবরস্থানের তত্বাবধায়ক ক্বারী আলতাফ হোসেনের তত্বাবধানে বন্দর থানা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহজাহান মোল্লা, অ্যাডভোকেট জসীম উদ্দিন, মুছাপুর ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ড মেম্বার মোঃ আলী বাচ্চু, মদনপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল ভূঁইয়া উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলায় রাজস্বখাতের অর্থায়নে ৭০ জন কৃষক-কৃষানীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বিশেষ করে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে পেঁয়াজ, সরিষা, ভূট্টা, বোরো ধান ফসলের জন্য বীজ বিতরণ করা হয়।

১৩ নভেম্বর বুধবার দুপুরে ফতুল্লার বক্তাবলী এলাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসের উদ্দেগে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসার মোঃ আব্দুল গফ্ফার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কৃষি অফিসার মোঃ আব্দুল গাফ্ফার বলেন, উপজেলা কৃষি অফিসার বলেন সরকার দেশের সার্বিক কৃষি উন্নয়নের জন্য প্রযুক্তিভিত্তিক বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনীর মাধ্যেমে কৃষকদের বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ প্রদানের মাধ্যমে সহায়তা করছেন। যেমন সরকার তৈল আমদানী নির্ভরতা কমানো ও মানসম্মত তৈল উৎপাদনের লক্ষ্যে দেশব্যাপী উপজেলা ভিত্তিক নির্দিষ্ট সংখ্যক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরনের কর্মসূচি হাতে নিয়েছেন। এ উপজেলায় ২০ জন কৃষকের মাঝে সরিষা ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আর মসলা ফসল উৎপাদন বৃদ্ধি তথা আমদানী নির্ভরতা কমানোর জন্য পেঁয়াজ ফসল আবাদ বৃদ্ধির জন্য সরকার কৃষকদের মাঝে সার ও পেয়াজের বীজ বিতরণ করছেন। এ উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নে ১০ জন কৃষকের মাঝে পেয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষকদের আর্থসামাজিক অবস্থান উন্নয়নের জন্য সরকার বিনামূল্যে ভূট্টার বীজ ও সার বিতরনের কর্মসূচি গ্রহণ করেছেন। এ উপজেলায় ২০ জন কৃষকের মাঝে ভূট্টার বীজ ও সার বিতরণ করা হয়েছে। আর ধানের উন্নতজাত ও আধুনিক লাগসই প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী প্রদর্শনীর মাধ্যমে বিনামূল্যে কৃষকদের মাঝে উচ্চফলনশীল বোরো ধানের বীজ বিতরণের কর্মসূচি গ্রহন করা হয়েছে। এ উপজেলায় ২০ জন কৃষকের মাঝে বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

কৃষি অফিসার আরও বলেন উপরোক্ত ফসলের প্রদর্শনীগুলো স্থাপন থেকে আরম্ভ করে ফসল কর্তন ও বীজ সংরক্ষণ পর্যন্ত উপজেলা কৃষি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও উর্ধŸতন কর্তৃপক্ষ সরজমিনে পরিদর্শন পূর্বক কৃষকদের হাতেকলমে ফসল ভিত্তিক প্রযুক্তি সম্পর্কিত পরামর্শ প্রদান করবেন।

বন্দর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিক নির্বাচিত মেহেরুবা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগজের বন্দর উপজেলায় এবার শ্রেষ্ঠ শিক্ষিক নির্বাচিত হয়েছেন আদর্শ মানুষ গড়ার কারিগর মেহেরুবা বেগম। নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের (২০১৯ শিক্ষাবর্ষ) পর্যালোচনা অনুযায়ী স্ব-পদে অগ্রণী ভূমিকা পালনের প্রেক্ষিতে তিনি এ সম্মানায় ভূষিত হন।

ব্যক্তিগত জীবনে মেহেরুবা বেগম পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষিকা ছাড়াও তিনি বন্দরের ঐতিহ্যবাহী সিরাজ উদ্দৌলা নাট্য দলের অন্যতম সদস্য। মেহেরুবা বেগম বন্দরের রাজবাড়ী এইচএম সেন রোড এলাকার শেখ মুজিবুর রহমানের কণ্যা।

সর্বশেষ সংবাদ