সোনারগাঁয়ে দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। ওই সময় বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার এবং মাদক বিক্রয়ে ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করাও হয়। ১৬ নভেম্বর শনিবার বিকেলে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দীন এ তথ্য জানান।

গত ১৫ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁ থানাধীন নয়াবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র‌্যাব-১১ এর চেকপোস্টের তল্লাশীকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন সন্দিগ্ধ প্রাইভেটকার আরোহী পালানোর চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের প্রাইভেটকার তল্লাশী করে ১৯৬ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ বাবুল আলম ওরফে জাহাঙ্গীর ও রঙ্গুলাল দেব ওরফে রিংকু। তল্লাশীকালে তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকারও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মোঃ বাবুল আলম ওরফে জাহাঙ্গীর কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন চান্দিনা এলাকার বাসিন্দা ও রঙ্গুলাল দেব ওরফে রিংকু মৌলভীবাজার জেলার সদর থানাধীন ধনাশ্রী এলাকার বাসিন্দা। আসামীরা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।

জিজ্ঞাসাবাদে স্বীকার তারা আরো স্বীকার করে যে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং বিভিন্ন কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তারা পরস্পর যোগসাযোসে এই মাদক ব্যবসা করে আসছে।