আড়াইহাজার বিএনপির নেতৃত্ব প্রত্যাশিরা ছিল না কর্মসূচি পালনে

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আসতে ইতিমধ্যে আলোচনায় এসেছেন প্রায় এক ডজন নেতা। কিন্তু বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে দেখা গেল মাত্র এ পদ প্রত্যাশি নেতা দুজনকে। দুই নেতা একই পদ প্রত্যাশি হলেও এক সাথে আড়াইহাজার বিএনপির নেতাকমীদের নিয়ে কেন্দ্র ঘোষিত বিএনপির কর্মসূচি পালনে জেলা বিএনপির মিছিল ও সমাবেশে যোগদান করেছেন।

ছবি- ১৮ নভেম্বর কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে নয়ন মোল্লা ও সালাউদ্দীন চৌধুরী সালামত ছাড়া আর কোন নেতৃত্ব প্রত্যাশি নেতাকে দেখা যায়নি।

জানাগেছে, ১৮ নভেম্বর সোমবার পেয়াজ সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে কর্মসূচি পালনের ঘোষণা দেয় কেন্দ্রীয় বিএনপি। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মিছিল ও সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও আড়াইহাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমনের নির্দেশনায় যোগদান করেছেন আড়াইহাজার বিএনপির নেতাকর্মীরা। পুলিশি বাধায় পড়া এই কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে যোগদান করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মীরজুল হাসান নয়ন মোল্লা ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দীন চৌধুরী সালামত। তারা দুজনই সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি হলেও নয়ন মোল্লার সম্ভাবনা সালামতের চেয়ে বেশি।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নেতৃত্বে আসতে আলোচনায় রয়েছেন আড়াইহাজার বিএনপির সহ-সভাপতি মীরজুল হাসান নয়ন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, আড়াইহাজার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম ফকির, বিআরডিপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, আড়াইহাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: মাসুদ মিয়া, বিএনপি নেতা গাজী এমএ মাসুদ, জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ এবং অ্যাডভোকেট আজিজুল হক হান্টু সহ আরও বেশকজন। তবে এ আলোচনার বাহিরে নেই ডাকাতি মামলায় কারাগারে থাকা হাবিবুর রহমান হাবুও। এদের মধ্যে যদিও আনোয়ার হোসেন অনুকে সভাপতি ও আজিজুল হক হান্টুকে সেক্রেটারি করে জেলা বিএনপির সেক্রেটারির হাতে একটি প্রস্তাবিত কমিটিও জমা দিয়েছেন। আবার জুয়েল আহমেদ দাবি করেছেন সভাপতি কিংবা সেক্রেটারি যে কোন পদেই তিনি দায়িত্ব পালনে প্রস্তুত। কিন্তু শীর্ষ এসব পদ প্রত্যাশি নেতাদের সক্রিয়তা দেখা গেল না বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিতেও।

সোনারগাঁ আওয়ামীলীগের দুই গ্রুপের বিরোধ নিষ্পত্তি করলেন জুয়েল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে আওয়ামীলীগের দুই গ্রুপের বিবাদমান বিরোধ নিষ্পত্তি করলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা তাঁতী লীগের সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। সোনারগাঁয়ের এই কৃতি সন্তান এবার সোনারগাঁয়ের আওয়ামীলীগের দুই নেতাকর্মীদের কাছে ব্যাপক প্রসংশা পেয়েছেন। যদিও ইতিমধ্যে সোনারগাঁয়ের আওয়ামীলীগের রাজনীতিতে নেতাকর্মীদের মুখে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের নাম প্রাশয়ই শোনা যায়।

জানাগেছে, সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের গাবতলি এলাকায় গত ৬ অক্টোবর একটি পূজামন্ডপের অনুষ্ঠানের যাওয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগের স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলার পর আপোষ মিমাংসার মাধ্যমে এই দ্বন্ধের অবসান ঘটেছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া ও সোনারগাঁ উপজেলার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার হস্তক্ষেপে আপোষের মাধ্যমে ১৮ নভেম্বর সোমবার তারা আদালতে মামলা তুলে নেয়। এতে উভয় গ্রুপের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, গত ১৬ অক্টোবর উপজেলার জামপুর ইউনিয়নের গাবতলী পূজামন্ডপে লক্ষীপূজার অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু ও জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়াকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

ওই দিন বিকাল ৩টার দিকে তারা নিজ নিজ সমর্থকদের নিয়ে অনুষ্ঠানে যাওয়ার পথে পাকুন্ডা এলাকায় উভয় গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের কমপক্ষে ১৫জন আহত হন। পরে এ ঘটনায় হুমায়ুন কবির ভূঁইয়ার জামাতা আশিকুর রহমান রানা ও ডা. আবু জাফর চৌধুরী বিরুর পক্ষে লিটন চৌধুরী বাদি হয়ে দুটি পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।

এদিকে সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ওই বিরোধীয় দুই গ্রুপের দ্বন্ধ নিরসনের উদ্যোগ নেন। সোমবার দুই গ্রুপের নেতাকর্মীদের নিয়ে সর্বশেষ আপোষ মীমাংসা করে দেন হাসান ফেরদৌস জুয়েল।

আইনমন্ত্রীর মায়ের সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির দোয়া

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের মায়ের সুস্থ্যতা কামনা করে দোয়া মিলাদ ও মাহফিল করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।

১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির কার্যালয়ে এই দোয়া মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কয়েক’শ আইনজীবী উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আমিনুল হক, নারায়ণগগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, জিপি অ্যাডভোকেট মেরিনা বেগম, সিনিয়র অ্যাডভোকেট এমদাদুল হক তারাজ উদ্দীন, অ্যাডভোকেট সেলিনা ইয়াসমিন, ভিপি কৌশলি অ্যাডভোকেট ওয়াহিদা আক্তার রিতা, এপিপি অ্যাডভোকেট জাসমীন আহমেদ, আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আহম্মদ ভূঁইয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুর রউফ মোল্লা, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট সুবাশ বিশ্বাস, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুল হক সুুমন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ ভূঁইয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ স্বপন ভূঁইয়া, কার্যকরী সদস্য অ্যাডভোকেট হাসিব উল হাসান রনি, অ্যাডভোকেট আব্দুল মান্নান, অ্যাডভোকেট নূসরাত জাহান তানিয়া ও অ্যাডভোকেট মশিউর রহমান সহ অন্যান্য আইনজীবীগণ।

দোয়া মাহফিলে আইনমন্ত্রী আনিসুল হকের মায়ের দ্রুত সুস্থ্যতা কামনা ছাড়াও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান সহ সকল এমপিদের সু-স্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রয়াত আইনজীবীদের আত্মার মাগফেরাত কামান এবং আইনজীবী ও তাদের পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া পালন করা হয়। দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মুফতি দেলোয়ার হোসেন সরকার।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিছিলে পুলিশি বাধা, আটক ইমন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সারাদেশে পেঁয়াজ সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত মিছিল ও সমাবেশে বাধা দিয়েছে পুুলিশ। পুলিশি বাধা উপেক্ষা করে সমাবেশ করতে চাইলে মহানগর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক শাহরিয়ার খান ইমনকে আটক করেছে পুুলিশ।

১৮ নভেম্বর সোমবার বিকেলে নারায়ণগঞ্জ চাষাড়া বালুর মাঠ এলাকায় মহানগর বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সেখানে ব্যানার লাগিয়ে সমাবেশ করতে চাইলে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ইমনকে আটক করে পুুলিশ।

ওই সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট রফিক আহমেদ, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সবর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও আবুল কাউসার আশা উপস্থিত ছিলেন।

সোনারগাঁয়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় কম দামে পেয়াজ কিনে বেশি দামে বিক্রির অভিযোগে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

১৮ নভেম্বর সোমবার বিকেলে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার কাঁচা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ সহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার কাঁচা বাজারে পেঁয়াজের দাম বেশি নিয়ে ভোক্তাদের উপর অনিয়ম করার দায়ে আলমগীর স্টোরকে ৫ হাজার টাকা এবং মার্জিয়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

সুমনের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচি পালনে আড়াইহাজার বিএনপি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সারাদেশে পেঁয়াজ সহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি ও আড়াইহাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমনের নির্দেশনায় যোগদান করেছে আড়াইহাজার বিএনপির নেতাকর্মীরা।

১৮ নভেম্বর সোমবার বিকেলে নারায়ণগঞ্জ চাষাড়া বালুর মাঠ এলাকায় জেলা বিএনপি এই কর্মসূচি পালন করে। এর আগে নেতাকর্মীরা জড়ো হলে সেখানে বাধা দেয় পুলিশ। পুলিশি বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশ করেন।

এই কর্মসূচিতে মাহমুদুর রহমান সুমনের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে যোগদান করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মীরজুল হাসান নয়ন মোল্লা।

আড়াইহাজার থেকে আসা নেতাদের মাঝে উল্লেখ্যযোগ্য উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, সদস্য নুর আলম, আড়াইহাজার থানা তাঁতীদলের সভাপতি শামসুল হক, আড়াইহাজার থানা যুবদল নেতা শফিকুল ইসলাম ও আবদুল হান্নান সহ শতশত নেতাকর্মী।

নারায়ণগঞ্জের তিন ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি ডাকাতি মামলায় তিন ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা যা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেন আদালত।

১৮ নভেম্বর সোমবার দুুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ডাকাত শাহজাহান ওরফে সাজু আদালতে উপস্থিত থাকলেও বাকি দুই আসামি কবির হোসেন ও কাউসার পলাতক ছিলেন। সাজু ফতুল্লার নন্দলালপুর এলাকার আপেল উদ্দিনের ছেলে।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জাসমীন আহমেদ জানান, নারায়ণগঞ্জ সদর থানার একটি ডাকাতি মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এক আসামির উপস্থিতিতে এ রায় দেন আদালত। অন্য দুইজন পলাতক রয়েছেন। এই মামলায় মোট আসামি ৫জন। এর মধ্যে রাজ্জাক মিয়া ও রসকর নামের দুই আসামি মৃত্যুবরণ করেছেন।

মামলা সূত্রে, ১৯৯৯ সালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া লিংকরোড মোড়ে ব্যারিকেট দিয়ে চাল ভর্তি একটি ট্রাক ডাকাতির চেষ্টা চালানো হয়। এ সময় সদর মডেল থানার টহল পুলিশ চাল ভর্তি ট্রাকটি ডাকাতদের কাছ থেকে উদ্ধার করে। ডাকাতির ঘটনায় তোতা মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে সদর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

মহানগর আওয়ামীলীগ সভাপতিকে কাউন্সিলর দুলাল প্রধানের হুমকি!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে পা রাখতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সাইফুউদ্দীন মাহামুদ দুলাল প্রধান যিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি পদে রয়েছেন।

নেতাকর্মীদের সূত্রে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ফরম বিতরণে অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। অভিযোগ- আওয়ামীলীগের সদস্য ফরম বিতরণ নিয়ে নানা বির্তকের সৃষ্টি করছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন।

দলের সদস্য ফরম বিতরণের মাধ্যমে নিজের বলয় তৈরি করার মিশন নিয়ে কাজ করছে বলে প্রমাণ সহ ব্যাপক অভিযোগ রয়েছে। সদস্য ফরম বিতরণে ২৩নং ওয়ার্ড (বন্দর) প্রকৃত আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে দলে বিএনপির লোকদের হাতেও সদস্য ফরম দিয়েছেন। যা নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের কোন প্রকার মতামত না নিয়ে মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন নিজের মনগড়া সদস্য ফরম বিতরণ করছে বলে অভিযোগ করেন মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান।

এ বিষয়ে দুলাল প্রধান বলেন, জাতির জনক শেখ মজিবুর রহমানের আদর্শের সংগঠন আওয়ামীলীগ। এটা কারো পৈত্রিক সম্পত্তি না। বিনাভোটে দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অসুস্থ্যতার অভিনয় করে জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন। ভোট যুদ্ধে বিজয়ী হলে তিনি বুঝতে পারতেন আওয়ামীলীগ একটি বৃহত্তম সংগঠন পৈত্রিক না। দেশে সদস্য সংগ্রহ চলছে। আনোয়ার হোসেন দলের গঠনতন্ত্র না মেনে ফরম দিচ্ছে নিজের মত করে। ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমি। আবার জনগণের ভোটে দুইবারের নির্বাচিত কাউন্সিলর। মহানগর আওয়ামীলীগের সভাপতি হয়ে তিনি যেগুলো করছে তা আর মানা হবে না। নিয়মের মধ্য থেকে সকল কিছু করতে হবে। অন্যথায় ২৩নং ওয়ার্ডে তাকে পা রাখতে দিব না।

দুলাল প্রধান আরও বলেন, মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা ভাই, মাহবুবুর রহমান কমলদের মত ত্যাগী রাজপথের কোন নেতাকর্মীকে না জানিয়ে তার মনগড়া কোন কিছুই আর সহ্য করা হবে না। জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনকে চ্যালেঞ্জ করে তিনি আরো বলেন, বিনা ভোটে আপনি চেয়ারম্যান। আপনি ২৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করেন। দেখবো জনগণ কাকে চায়।

২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামছুজ্জামান বলেন, মাত্র ৩টি সদস্য ফরমের বই পেয়েছি। মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের কাছ থেকে ১৭ নভেম্বরও বই চেয়েছি পাইনি।

মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধার মোবাইল নাম্বারে ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি।

মহানগর সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কমল বলেন, সদস্য ফরম নিয়ে আনোয়ার হোসেন রাজনীতি করছে। এটাকে পুজি করে নিজের বলয় তৈরি অপচেষ্টা চালাচ্ছে। যা ন্যাক্কারজনক ঘটনা। ২৩ নং ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে আলোচনা ছাড়া আর কোন সদস্য ফরম বিতরণ করতে দেয়া হবেনা। বর্তমান প্রেক্ষাপটে নাসিক ২৩নং ওয়ার্ডে সরকার দলীয় নেতাকর্মীদের রাজনীতির হাত পা বেধে আনোয়ার হোসেন যে খেলা খেলতে চাচ্ছে তার জবাব হবে কঠোর।

পেঁয়াজ সহ দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপির মিছিলে পুলিশি বাধা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সারাদেশে ভয়াবহ রুপ দিয়েছে পেঁয়াজের মূল্য বৃদ্ধি। আর পেয়াজ সহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।

১৮ নভেম্বর সোমবার বিকেলে নারায়ণগঞ্জ চাষাড়ার বালুর মাঠের গলির ভেতরে জেলা বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করতে চাইলে পুুলিশ বাধা দেয়। পুলিশি বাধায় কয়েক মিনিটের ফটোসেশনের মাধ্যমে কর্মসূচি শেষ করে জেলা বিএনপি যেখানে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির সহ শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতারা উপস্থিত ছিলেন না।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, সহ-সাধারণ সম্পাদক এমএ আকবর, যুব বিষয়ক সম্পাদক আশরাফুল হক রিপন, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাদিম হাসান মিঠু, আড়াইহাজার বিএনপি নেতা মীরজুল হাসান নয়ন মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা তাঁতী দলের সভাপতি অ্যাডভোকেট শুক্কুর মাহামুদ প্রমূখ।

সাংবাদিক নয়নের মরদেহে জেলা পুলিশের শ্রদ্ধা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সাংবাদিক মেহেদী হাসান নয়নের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলামের পক্ষ থেকে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন শ্রদ্ধা জানান। ১৭ নভেম্বর রবিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পাইকপাড়া বড় কবরস্থানে এসে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

ওসি আসলাম হোসেন বলেন, সাংবাদিক নয়নের মৃত্যুতে জেলা পুলিশ সুপার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

১৭নভেম্বর রবিবার দুপুরে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফটো সাংবাদিক মেহেদী হাসান নয়ন দীর্ঘদিন ধরে মরণব্যাধি ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা দেওভোগ পাক্কা রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম জানাযা ও পাইকপাড়া বড় কবরস্থানে দ্বিতীয় জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।

সর্বশেষ সংবাদ