তারেক জিয়ার জন্মদিন পালনে কালাম কামালের একাংশের দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসন এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ব্যানারে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২০ বুধবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় সাবেক এমপি আবুল কালামের চেম্বারে এই আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, আতাউর রহমান মুকুল, মনিরুজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, আবুল কাউসার আশা, দপ্তর সম্পাদক ইসমাইল, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল, আওলাদ হোসেন, হাসান আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তাক আহম্মেদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, সহ-আইন বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম বুলবুল, সুমন মিয়া প্রমূখ।

তবে এই কর্মসূচিতে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অধিকাংশ নেতারাই উপস্থিত ছিলেন না। এই কমিটির অপর অংশের নেতারা আগে থেকেই কালাম ও কামালের নেতৃত্বের আস্থাশীল না হয়ে তারা পৃথকভাবে কর্মসূচি পালন করেন।

সোনারগাঁয়ে বিএনপির একাংশ নিয়ে তারেক জিয়ার জন্মদিন পালনে মান্নান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তবে বিএনপির ব্যানারে এই কর্মসূচি পালিত হলেও উপস্থিত ছিলেন না উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমাযুন কবির রফিক সহ অপর অংশের নেতাকর্মীরা।

২০ নভেম্বর বুধবার উপজেলার মেঘনা এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আজহরুল ইসলাম মান্নানের বাসভবনে সোনারগাঁও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান মেম্বারের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মানিক, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সরকার, পিরিজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, রাসেল রানা, সোনারগাঁ থানা যুবদল নেতা আশরাফ প্রধান, রবিউল হোসেন, মোস্তাক আহমেদ, আক্তার হোসেন, আমির হোসেন, রফিকুল সরকার, যুবায়ের আহমেদ, আলমগীর হোসেন, অলিউল্লাহ, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাসির হোসেন, জলিল আহমেদ, নয়ন, আসাদ মাস্টার, শাহ আলম, পৌর যুবদল নেতা মফিজুল ইসলাম সোহেল, মনিরুজ্জামান মন্টু, আবু সাঈদ, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা সোহেল রানা, মোজাম্মেল হোসেন, আল আমিন ও দিপু প্রমূখ।

দোয়া মাহফিলে তারেক রহমান ও খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা ও খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মহানগর যুবদলের একাংশ নিয়ে তারেক জিয়ার জন্মদিন পালনে খোরশেদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের একাংশের নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন করেছেন মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। যেখানে অপর অংশের যুবদলের নেতাকর্মীদের নেতৃত্বে থাকা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান উপস্থিত ছিলেন না।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জৈষ্ঠ্য প্ত্রু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী পালন করেছে খোরশেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

এ উপলক্ষে সকাল থেকে কোরআন খতম, বিকালে দরিদ্র কন্যা শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয় অনুষ্ঠিত হয়।

বিকেলে মাসদাইরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলমের বাসায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রুশোর সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন, আরো বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, ইসালউদ্দিন ইশা, মহানগর যুবদলের সহ-সভাপতি রিটন দে, ইউনুস খান বিপ্লব, নাজমুল কবির নাহিদ, যুগ্ম সম্পাদক আলী নওশাদ তুষার, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, ফারুক আহম্মেদ, শাহাদুল্লাহ মুকুল, এমএম সাগর, মহানগর যুবদল নেতা শহীদুল ইসলাম, সাইয়ুদ্দিন মাহমুদ ফয়সাল, সোহেল খান বাবু, জাহাঙ্গীর প্রধান, আরমান হোসেন, আল-আমিন খান, নবু হোসেন, জুলহাস হাসান, রানা মুন্সী, মোঃ শহীদ, মোঃ মুসা, শেখ অপু, কাজী নুরে আলম, আকতারুজ্জামান, আক্তার হোসেন জাহিদ, নুরুল্লাহ খন্দকার, আল আমিন প্রমুখ।

আন্দোলনে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে: সুলতান মাহমুদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ নবাগত সদস্যদের উদ্দেশ্যে বলেন, মজুতদারী, মাদক, সুদ, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজী, অশ্লীলতা ও বেহায়পনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সূরা আল ইমরানের ৮৫নং আয়াতে মহান রাব্বুল আলামীন বলেন-যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবনাদর্শ গ্রহণ করে তা কখনোই গ্রহণ করা হবেনা এবং পরকালে সে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভূক্ত হবে। সকল প্রকার প্রলোভন ও ভয়কে পরিহার করে আন্দোলনের জন্য যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে।

২০ নভেম্বর বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের চিটাগাংরোড এলাকায় থানা সভাপতি মুহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতী মাসের ২০তম দিনের দাওয়াত ও সদস্য সংগ্রহ প্রোগ্রাম অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও উপস্থিত ছিলেন মহানগরের দপ্তর সম্পাদক ডা. মিজানুর রহমান এবং ১নং ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ ওবায়দুল্লাহ।

থানার ভেতরে বাদীকে মারধর মামলায় জামিন পেলেন মীর সোহেল আলী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী মীর হোসেন মীরুর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে আসলে মীরুর পক্ষ নিয়ে ওই বাদীকে থানার ভেতরে মারধর করে থানার পরিদর্শক (তদন্ত) হাসানুজ্জামানের কক্ষে নিয়ে গারদে ভরে রাখার হুমকি দিয়েছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় নারায়ণগঞ্জের একটি আদালত থেকে জামিন পেয়েছেন মীর সোহেল আলী। একই মামলায় জামিন পেয়েছেন মীর সোহেল আলীর সহযোগী শাহিন। এর আগে ওই পুুলিশ পরিদর্শককে ক্লোডজ করা হয়েছে। কারন পুুলিশ পরিদর্শকও মীর সোহেল আলীর পক্ষ নিয়েছিলেন।

১৯ নভেম্বর মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলেমের আদালত আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত মামলার পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন আবেদন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে, ১৭ নভেম্বর গত রবিবার দুপুরে মারধরের শিকার ব্যবসায়ী সেলিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মীর সোহেল ও তার সহযোগী শাহীন মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ফতুল্লার কুতুবপুরের সন্ত্রাসী মীর হোসেন মীরুর সন্ত্রাসী বাহিনী কুতুবপুর ইউনিয়নের বউবাজার এলাকায় মুরাদ হোসেন নামে এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালাগাল করে।

এ ঘটনায় ওই দিন রাতেই মুরাদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শক করেন এবং পরদিন শুক্রবার রাতে তাদেরকে থানায় যেতে বলেন।

পুলিশ থানায় আসতে বলায় স্থানীয় ব্যবসায়ী মুরাদ হোসেন ও তার ছোট ভাই ব্যবসায়ী সেলিম থানা ভবনের ভেতরে প্রবেশ করার সময় মীর হোসেন আলী ও শাহীন সহ আরও বেশ কয়েকজনের সাথে দেখা হয়। মীর সোহেল আলী ও তার লোকজন সেলিমকে থানার ভেতরে দেখেই উত্তেজিত হয়ে উঠেন এবং শার্টের কলার চেপে ধরে হামলা চালায়।

এক পর্যায়ে মারতে মারতে থানা থেকে রাস্তায় নিয়ে আসে। আবার সেখান থেকে টেনে হেঁচড়ে থানার পরিদর্শক (তদন্ত) হাসানুজ্জামান রুমে নিয়ে যায়, থানার লকাবে ঢুকিয়ে দেয়ার কথা বলেন মীর সোহেল আলী। এ সময় ওসি তদন্ত হাসানের রুমে নেওয়ার পর তিনি আমাকে উল্টো ধমকাচ্ছিলেন আর বলছিলেন থানায় আপনার কাজ কী? কেন এসেছেন? এভাবে পরিদর্শক তদন্ত মীর সোহেল আলীর পক্ষ নিয়ে সেলিমকে শাসান।

মাদক ও গুলি উদ্ধার মামলায় নারায়ণগঞ্জে সেই বিসিবি পরিচালকের জামিন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মাদক ও গুলি উদ্ধার মামলায় পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাশেমের ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গুলশান ক্লাবের প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল নারায়ণগঞ্জের একটি আদালত থেকে জামিন পেয়েছেন।

১৯ নভেম্বর মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত ৫ হাজার টাকা বন্ডে জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ৪ নভেম্বর হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত ওই মামলায় অন্তর্বতীকালীন জামিন পান রাসেল।

আসামির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, এই মামলায় শওকত আজিজ রাসেল হাইকোর্টে থেকে জামিনে ছিলেন। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ মতে জামিননামা নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আদালতে দাখিল করেন এবং আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

ঘটনাসূত্রে, গত ১ নভেম্বর শওকত আজিজ রাসেলের বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক ও গুলি উদ্ধারের দাবি করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। ওইদিন গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গাড়িটি আটক করে তল্লাশি করে মাদক ও গুলি উদ্ধার করা হয় বলে জানানো হয়। গাড়িতে ছিলেন শওকত আজিজ রাসেলের স্ত্রী ফারাহ রাসেল ও ছেলে আনাব আজিজ। পুলিশ ওই গাড়ি (ঢাকা মেট্টো-ঘ-১৩-৮৩৭৫) থেকে ২৮ রাউন্ড গুলি, এক হাজার ২০০ পিস ইয়াবা, ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ, ৪৮ ক্যান বিয়ার এবং নগদ ২২ হাজার তিনশ টাকা উদ্ধারের কথা জানায়। ২নভেম্বর শনিবার রাতে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জের তৎকালীন পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ এসব তথ্য উপস্থাপন করেন। এ ঘটনায় শনিবার দুপুরে শওকত আজিজ রাসেল ও তার গাড়িচালক সুমনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা করে ডিবি পুলিশ।

২ নভেম্বর সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ছুটে যান পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম ও স্ত্রী সুলতানা হাশেম। ডিবি কার্যালয়ে গিয়ে শওকত আজিজ রাসেলের অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশকে সহায়তার আশ্বাস ও মুচলেকা দিয়ে ফারাহ রাসেল ও আনাব আজিজকে ছাড়িয়ে নিয়ে যান এম এ হাশেম।

তবে পরবর্তীতে রাসেলদের ব্যবসা প্রতিষ্ঠান আম্বর গ্রুপের মালিকানাধীন নিউজ বাংলাদেশে ওই ঘটনার একটি ভিডিও আপলোড হয়। যেখানে দেখানো হয়, ১ নভেম্বর রাতে রাজধানীর বাসা থেকে রাসেলের স্ত্রী ও ছেলেকে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের একটি টিম তুলে নিয়ে আসে। এটা প্রকাশের পরই ব্যাপক তোলপাড় শুরু হয়।

৩ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জের এসপি হারুন অর রশিদকে বদলি করে নারায়ণগঞ্জ থেকে ঢাকার পুলিশ অধিদফতরের টিআর পদে সংযুক্ত করা হয়।

নারায়ণগঞ্জে হার্ডলাইনে পুুলিশ, অবৈধ ১৭টি অটোরিক্সা আটক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এলাকায় অবৈধ অটোরিক্সা আটক অভিযান শুরু করেছে জেলা পুলিশ। এর পাশাপাশি যানজটমুক্ত শহর গড়ে তুলতে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের নির্দেশে জেলা ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।

১৯ নভেম্বর সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ২নং রেলগেট এলাকা থেকে চাষাড়ায় রিক্সা লেনে রিক্সা ও বাস লেনে বাস চলাচলের নিয়মে জেলা ট্রাফিক পুলিশ অভিযান শুরু করেছে। এ সময় শহরে অবৈধ চলাচলে অভিযোগে ১৭টি ব্যাটারী চালিত অটোরিক্সা আটক করে পুলিশ লাইনে পাঠিয়ে দেয়া হয়।

এ সময় জেলা ট্রাফিকের ইন্সপেক্টর (প্রশাসন) তাসনিম, টিআই ইন্সপেক্টর সোহরাব হোসেন, ইন্সপেক্টর জিয়া ও ইন্সপেক্টর শরীফের নেতৃত্বে প্রায় শতাধিক পুলিশ এই অভিযানে কাজ করে।

ইন্সপেক্টর তাসনিম জানান, জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপারের নির্দেশে শহরে যানজটমুক্ত করার লক্ষ্যে জেলা ট্রাফিক পুলিশ এই অভিযান শুরু করেছে। এ সময় শহরে নিষিদ্ধ ব্যাটারী চালিত রিক্সা আটক অভিযান পরিচালনা করা হয়। শহরে কোন অটোরিক্সা চলাচল করতে দেয়া হবেনা। এই অভিযান অব্যাহত থাকবে, যানজটমুক্ত শহর গড়ে তোলা হবে।

পুলিশকে অর্থ দিয়ে শহরে অটোরিক্সা চলাচলের অভিযোগের প্রশ্নে তিনি বলেন, এমন কোন অভিযোগ আমাদের কাছে নাই। যদি কোন রকম এই রকম অভিযোগ করা হয়, তাহলে সাথে সাথে এ্যাকশন নেয়া হবে।

আড়াইহাজার বিএনপির সেক্রেটারি পদে নয়ন মোল্লার পক্ষে কর্মীদের সমর্থন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি। এমন সংবাদে উপজেলা বিএনপির শীর্ষ পদে আসতে নেতৃত্ব প্রত্যাশি নেতারাও মাঠে নেমেছেন। উপজেলা বিএনপির নেতাকর্মী সহ জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন নেতৃত্ব প্রত্যাশি নেতারা। যেখানে সেক্রেটারি পদ প্রত্যাশি প্রায় একডজন নেতা। যাদের মধ্যে দীর্ঘ রাজনীতিক জীবনে সক্রিয় রাজনীতিতে ভুমিকা রাখায় মীরজুুল হাসান নয়ন মোল্লাকেই এগিয়ে রাখছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার শীর্ষ নেতারা। যাদের অধিকাংশ নেতাদের দাবি- আড়াইহাজার বিএনপির কমিটিতে সভাপতি পদে মাহমুদুর রহমান সুমনের সঙ্গে সেক্রেটারি পদে মীরজুল হাসান নয়ন মোল্লাই পারফেক্ট। তবে হাল ছাড়ছেন না অন্যান্য নেতারাও।

স্থানীয় নেতাকর্মীদের সূত্রে, আড়াইহাজারে বিএনপির অতীতে নেতৃত্বে সভাপতি পদে ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এএম বদরুজ্জামান খান খসরু ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু। খসরুর মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান তারই ছেলে মাহমুদুর রহমান সুমন। এদিকে হাবিবুর রহমান হাবু অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। তবে অনেক আগেই তিনি এ পদটি হারিয়েছেন। ২০১২ সালে জেলা বিএনপির তৎকালীন সভাপতি তৈমূর আলম খন্দকার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাবুকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আবুল কাশেম ফকিরকে দেয়া হয়। হাবুকে নিয়ে রয়েছে নানা বিতর্ক। রাজনীতিতেও নেই আগের মত। যে কারনে একজন ক্লিন ইমেজের সক্রিয় রাজনীতিতে থাকা একজন সেক্রেটারি পদে নেতৃত্ব হিসেবে মীরজুল হাসান নয়ন মোল্লার দিকে স্থানীয় কর্মীদের সমর্থন রয়েছে। নয়ন মোল্লাকে নিয়ে তেমন কোন বিতর্ক নেই।

তবে সেক্রেটারি পদে মীরজুল হাসান নয়ন মোল্লা, আনোয়ার হোসেন অনু, আবুল কাশেম ফকির, অ্যাডভোকেট আজিজুল হান্টু, সালাউদ্দীন মোল্লা, সালাউদ্দীন চৌধুরী সালামত, জুয়েল আহমেদ, গাজী এমএ মাসুদ ও মোহাম্মদ মাসুদ মিয়া সহ আরও বেশকজন। যাদের মধ্যে অনেকেই নিজেদের সেক্রেটারি পদ প্রত্যাশি নেতা হিসেবে দাবি করছেন। আনোয়ার হোসেন অনু নিজেকে সভাপতি ও আজিজুুল হক হান্টুকে সেক্রেটারি পদে রেখে একটি প্রস্তাবিক কমিটিও জেলা বিএনপির কাছে জমা দিয়েছেন।

এসব নেতৃত্ব প্রত্যাশি নেতাদের বিষয়ে নাম প্রকাশ না শর্তে এক ছাত্রদল নেতা বলেন, ক্লিনম্যান হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সহ-সভাপতি নয়ন মোল্লা। নয়ন মোল্লা আড়াইহাজারের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমুল নেতাকর্মীদের কাছেও একজন প্রিয় ব্যক্তিত্ব। তিনি নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের বর্তমান সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন। আমরা মনে করি তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলে খুব ভাল করতে পারবেন।

যুবদলের এক নেতা বলেন, ত্রি-ধারায় বিভক্ত আড়াইহাজার বিএনপিকে এক সূতায় বাঁধতে নয়ন মোল্লার কোনো বিকল্প নেই। থানা বিএনপির সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকলেও সবকিছু ছাপিয়ে নানা কারণে হঠ্যাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেন নয়ন মোল্লা।
উচিৎপুরা ইউনিয়ন বিএনপির এক শীর্ষ নেতা বলেন, নয়ন মোল্লার মতো লোককে আড়াইহাজারের দায়িত্ব দেওয়া হলে উপজেলায় বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে।

তিনি আরো বলেন, মীরজুল হাসান নয়ন মোল্লা শিক্ষিত, সাহসী ও সাংগঠনিক ব্যক্তি। তিনি তৃণমুল নেতাকর্মীদের সর্বদা সাহায্য-সহযোগিতা করে আসছেন। তার হাতে বিএনপির দায়িত্ব দেয়াটা এখন সময়ের দাবী বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বনন্দী ইউনিয়ন বিএনপির এক শীর্ষ নেতা বলেন, বিগত আন্দোলন সংগ্রামে অনেকে গা বাঁচিয়ে চলেছেন। উপজেলায় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। তারা দলের দুর্দিনে চোরাবালির ওপর নেতাকর্মীদের ফেলে চলে গেছেন। সেই সময় নয়ন মোল্লা নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি দলের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। তাকে দলের দায়িত্ব দেয়া হলে নেতাকর্মীরা উৎসাহের মধ্যে দিয়ে দলের জন্য কাজ করবেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে মীরজুুল হাসান নয়ন মোল্লা বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহামুদ অতি বিচক্ষণ ব্যক্তি। তারা অবশ্যই আড়াইহাজার বিএনপির কমিটি গঠনে তাদের বিচক্ষণতার পরিচয় দিবেন। আমি বিশ্বাস করি তারা অবশ্যই আমার ত্যাগের সঠিক মূল্যায়ন করবেন।

তিনি আরোও বলেন, আজকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করাই হল আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্যেই আমরা আড়াইহাজার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমনের সঙ্গে সমন্বয় করে দলকে সাংগঠনিকভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাকে দায়িত্ব দেয়া হলে আমি ঈমানের সহিত দায়িত্ব পালন করব। উপজেলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়বো।

সাংবাদিক কাশেম হুমায়ুন ও আবদুস সালামের ভাবী মমতাজ বেগমের কুলখানী বুধবার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের বড় ভাবী মমতাজ বেগমের কুলখানী উপলক্ষে ২০ নভেম্বর বুধবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জের ভুইয়ারবাগ বিদ্যানিকেতন হাই স্কুলের মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ ছাড়াও তার পরিবারের সদস্যরা নিজ বাড়ীতে সকালে কোরআন খতমের আয়োজন করেছে। মরহুমার পরিবারের পক্ষ থেকে সাংবাদিক কাশেম হুমায়ুন তার সকল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্খীদের মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য গত শুক্রবার মমতাজ বেগম তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। পরে তাকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়। মরহুমা মমতাজ বেগম অগ্রনী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরহুম আবদুর রউফের স্ত্রী। তার একমাত্র কণ্যা যুক্তরাষ্ট্র প্রবাসী।

ফতুল্লায় মা সমাবেশে নানা কর্মসূচিতে ইউএনও নাহিদা বারিক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা সমাবেশ, মায়ের ব্যাংক বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। ১৮ নভেম্বর সোমবার সকালে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।

মা সমাবেশে প্রধান অতিথি বলেন, প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে প্রসব সেবা প্রদান করা হচ্ছে। তাই বাড়ীতে ডেলিভারী না করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসে ডেলিভারী করানোর জন্য গর্ভবতী মায়েদের পরামর্শ দেয়া হয়। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসে নরমাল ডেলিভারী করানো হলে গর্ভবতী মায়েদের মিষ্টি ও কাপড় উপহার প্রদান এবং মাতৃত্বকালীন ভাতা প্রাপ্তিতে সহযোগিতা করা সহ সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়।

সমাবেশে আরও আলোচনা করা হয়- একটি সুস্থ্য সন্তান প্রতিটি মায়ের ঘরে জন্ম নিক, এ উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে গর্ভবতী মায়েদের নিয়মিত মেডিকেল চেকআপ, মায়ের স্বাস্থ্য ও সন্তানের পুষ্টি নিশ্চিতকল্পে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের জন্য নিয়মিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে সেবা গ্রহণের জন্য উপস্থিত মায়েদের প্রতি অনুরোধ জানানো হয়।

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আগত সেবা প্রহীতাদের গর্ভকালীন স্বাস্থ্য সেবা, মা ও শিশুর পুষ্টি, গর্ভকালীন বিভিন্ন ধরণের ব্যায়াম এবং করণীয় বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শনের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি করে টেলিভিশন সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করার আশ্বাস দেয়া হয়।

এছাড়াও উপস্থিত ৩০জন গর্ভবতী মায়েদের সাথে নিয়ে কুতুবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চতুর্দিকে ফলজ গাছের চারা রোপন করা হয় এবং নবাগত সন্তানের জন্য নির্মল পরিবেশ তৈরীর লক্ষ্যে প্রতিটি সন্তান ভূমিষ্ট হওয়ার পর মায়েদেরকে একটি করে গাছের চারা রোপনের পরামর্শ দেয়া হয়।

সর্বশেষ সংবাদ