বিএনপি জামাত ঠিকই আছে, নারায়ণগঞ্জের গডফাদার নাই: রনি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য শেখ মশিউর রহমান রনি বলেছেন, “নারায়ণগঞ্জে সব থেকে বড় সমস্যা হচ্ছে মাদক। এই এলাকায় দীর্ঘ ১৭ বছর এক গডফাদারের মাধ্যমে নারায়ণগঞ্জ পরিচিত হতো, আজকে সেই গডফাদার নাই। তিনি (শামীম ওসমান) হুংকার দিয়ে বলতেন ‘জামায়াত, বিএনপি আয়’, কিন্তু আজ জামায়াত ও বিএনপি ঠিকই আছে, সেই গডফাদার শামীম ওসমান এখন আর নাই। তাকে যদি আমরা দূরবীন দিয়েও খুঁজি, তাকে পাওয়া যায় না।”

২৮ মার্চ শনিবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ফতুল্লা থানাধীন এলাকায়
নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে এই সব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “বাবারা চিন্তা করে তার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার ও সমাজের ভালো মানুষ হবে, কিন্তু গডফাদার শামীম ওসমান তার সন্তানকে সন্ত্রাসী বানিয়ে এই নারায়ণগঞ্জকে একটি মাদক ও কিশোর গ্যাং তৈরি করেছিলেন। বাবা (শামীম ওসমান) রাইফেল ক্লাবে বসে থাকতেন, আর ছেলে চাঁনমারি এসে মাদক সেবন করতো, সেটাই আমরা দেখেছি।”

এ সময় তিনি আরও বলেন, “স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি আন্দোলনে সক্রিয় ছিলো।

তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে ও তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান, জেলা তাঁতীদলের সভাপতি এডভোকেট মুস্তাফিজুর রহমান শুকুর মাহমুদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

তারেক রহমানের নির্দেশে সাধ্যমত সহায়তা প্রদানের চেষ্টা করে যাচ্ছি: টিটু

সান নারায়ণগঞ্জ

তারেক রহমান যুব পরিষদ কুতুবপুর ইউনিয়ন কমিটির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৯ মার্চ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের দেলপাড়া খালপাড় এলাকায় এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু।

প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম টিটু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনে উন্নত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমানের পক্ষ থেকে আজ তারেক রহমান যুব পরিষদ আপনাদের মাঝে যে ঈদ উপহার নিয়ে হাজির হয়েছে, এরজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারন তারা এর মধ্য দিয়ে তারা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ পালন করেছেন।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের নির্দেশ ছিল সমাজের অসহায় মানুষদের সাথে নিয়ে যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। তাই তারেক রহমানের পক্ষ থেকে আমরা প্রতিটি অসহায় দরিদ্র মানুষের মাঝে যার যার অবস্থান থেকে সাধ্যমত সহায়তা প্রদানের চেষ্টা করে যাচ্ছি। আপনারা তার জন্য দোয়া করবেন। দোয়া করবেন গনতন্ত্রের মানসকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। যাতে দ্রুত সুস্থতা লাভ করে আপনাদের আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

অপরদিকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাজহারুল আলম মিথুন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন তারেক রহমান যুব পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মীর মোহাম্মদ নয়ন।

তারেক রহমান যুব পরিষদ কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. আজিজ পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ডি এম আহসান হাবীব, প্রচার সম্পাদক মজিবুর রহমান তপন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী শামীম তারেক, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সহ সভাপতি নুরুল ইসলাম তেলা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইয়াসিন রহমান সুমন, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ফতুল্লা থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক পলাশ শেখ, কুতুবপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয় প্রমুখ।

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে উপজেলা যুব উন্নয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৯ মার্চ শনিবার বিকেলে বুরুমদী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এ সময় বিশিষ্ট সমাজ সেবক ওয়াকিলউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস এম ওয়ালিউর রহমান আপেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ওলামাদল এর আহবায়ক হাফেজ মাওলানা জাকারিয়া, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা আক্তার, আড়াইহাজার উপজেলা যুব উন্নয়নে সহ কমকর্তা ওয়াসিম, সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যাপক গিয়াসউদ্দিন, যুব উন্নয়নের সহকারী সিকদার মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহবায়ক হাজী আব্দুল মতিন, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি এর আহবায়ক সালাউদ্দিন মােল্লা, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ওয়ালিউর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব সময় ঐকবদ্ধ হয়ে কাজ করি এবং সাধারণ জনগণের পাশে সব সময় থাকি আগামী সোনারগাঁ বিনির্মাণে একটি সুন্দর সোনারগাঁ গড়ে তুলতে চাই ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দোয়া কামনা করি।

সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া, ঈদ উপহার বিতরণ

সান নারায়ণগঞ্জ

সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুর নবী-এর নেতৃত্বে আয়োজিত এই মাহফিলে ক্লাবের সকল সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

২৯ মার্চ শনিবার উদ্ধবগঞ্জ উপজেলা গেট এর বিপরীতে আমিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সোনারগাঁ জালালিস্ট ক্লাবের নিজস্ব কার্যালয়ে ফারুকুল ইসলাম এর সভাপতিত্বে সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে রমজানের পবিত্রতা ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

ইফতার মাহফিল শেষে ক্লাবের সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম বলেন, “এই ক্ষুদ্র উপহার আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে। আমাদের লক্ষ্য, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা আমাদের লক্ষ্য।

ইফতার মাহফিল শেষে ক্লাবের সদস্য মাজেদ ভূঁইয়া এর উপর হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করা হয়। ক্লাবের নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের উপর যেকোনো ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের উপর আঘাত। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

সোনারগাঁয়ে ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২৯ মার্চ শনিবার মাদক মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এর আগে, শুক্রবার রাতে সোনাপুরা শাকিনস্তর আহম্মদ নগর টিনশেড পরিত্যক্ত মাদ্রাসা ভিতর থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাজাঁ উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা রোদুনাথপুর এলাকার মাহবুবের ছেলে মোরছালিন (২০)। বর্তমান গ্রেপ্তারকৃত আসামি সোনারগাঁ উপজেলায় বসবাস করছে।

ডিবি পরিদর্শক হাবিব জানান, ঈদ উল ফিতর উপলক্ষে জেলা শান্তি রক্ষার্থে জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অপরাধীদের ধরা জন্য নিয়মিত অভিযান চালাচ্ছে। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে সোনাপুরা শাকিনস্তর আহম্মদ নগর টিনশেড পরিত্যক্ত মাদ্রাসা ভিতর থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাজাঁ সহ মোরছালিন (২০) কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এলাকাবাসীর মাধ্যমে জানা যায় ঈদ উপলক্ষে বিপুল পরিমাণ মাদক মজুদ করে খুচরা বিক্রি করার লক্ষ্যে তিনি পরিত্যক্ত মাদ্রাসায় রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক তাকে গ্রেপ্তার করা হয়।

গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিএনপিও জুলাই-আগষ্টে রক্ত দিয়েছে: রোজেল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা বিএনপি সাবেক আহবায়ক জাহিদ হাসান রোজেল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

তিনি আরো বলেন, ১৯৭১ সালের জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছিলাম, এর জের ধরে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার বিএনপিকে নির্যাতন ও হয়রানি করতে মেতে উঠেছিল। জুলাই-আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে নতুন স্বাধীনতা ফিরে এসেছে। আজ আট মাস চলছে জাতি জাতীয় সংসদ নির্বাচন দাবি জানিয়েছে। আজকে দেশের মানুষের প্রশ্ন হচ্ছে, কেনো এখনো নির্বাচনের রোড ম্যাপ দেয়া হচ্ছে না? বর্তমান সরকারকে বলতে চাই, গণতন্ত্র রাষ্ট্র গঠনে বিএনপি ও জুলাই আগষ্টে রক্ত দিয়েছে সেটা ভুলে যাবেন না। সঠিক গণতন্ত্র রাষ্ট্র পরিণত করার জন্য দেশে শহীদ জিয়ার নেতৃত্বে প্রয়োজন। তাই তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা সরকার প্রয়োজন।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসরার এখনো সক্রিয় রয়েছে। সেই জন্য আমাদের মাঝে কোন আওয়ামীলীগ ফ্যাসিস্টরা যেন ঢুকতে না পারে। ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের বিএনপিতে ঢুকে অপরাধ করতে চেষ্টা করে যাচ্ছে। সূদূর লন্ডন থেকে বসে বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছেন তারেক রহমান। আমাদের নেতা-কর্মীরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিবে। আমাদের ঈদ আনন্দকে সকলকে নিয়ে করতে চাই।

২৯ মার্চ শনিবার ফতুল্লা থানাধীন মাসদাইর ফারিহা গামের্ন্টস মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পাচঁ শতাধিক অসহায় ও অস্বচ্ছল মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছিলেন- বঙ্গবন্ধু কণ্যা পালায় না। তাহলে তিনি এখন কোথায়? বাংলাদেশের মানুষের প্রশ্ন কোথায় এখন শেখ হাসিনা। আমাদের সন্তানদের আন্দোলনে ফ্যাসিস সরকার পালিয়ে গেছে আওয়ামীলীগ। বিএনপি যখন ক্ষমতা আসবে তখন ৩১ দফা বাস্তবায়ন করা হবে। সকল নির্যাতন ও হয়রানি বিচার করা হবে। আওয়ামীলীগকে শাস্তি নিশ্চিত না পর্যন্ত দেশের ১৮ কোটি মানুষ ক্ষোভ থাকবে।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মীর মকবুল হোসেন বাবলু সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা সদস্য সচিব রাসেল মাহমুদ ও সজীব সহ নেতৃবৃন্দরা।

বন্দরের বিএম স্কুল এন্ড কলেজের ২০০৭ ব্যাচের শিক্ষার্থীদের ইফতার পার্টি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বিএম স্কুল এন্ড কলেজের ২০০৭ এর ব্যাচের শিক্ষার্থীরা ইফতার পার্টির আয়োজন করেছেন। ২৮ মার্চ শুক্রবার সন্ধ্যায় মহানগরীর চাষাঢ়া বালুর মাঠ সংলগ্ন পিজা বার্গ রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।

জানা গেছে, বিএম ২০০৭ ব্যাচের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন পর্যায়ে কর্মরত রয়েছে। এই ব্যাচের শিক্ষার্থীদের নাম সুনামের সাথে বন্দর সহ পুরো জেলাজুড়ে সবার কাছে বেশ পরিচিতি পেয়েছে। প্রশাসন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাটার একাউন্টার, ব্যাংকার সহ বিভিন্ন পেশার ঊর্ধ্বতন পর্যায়ে এই ব্যাচের শিক্ষার্থীরা কর্মরত রয়েছে।

ইফতার পার্টির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেদী হাসান পিয়াল, মুবাশ্বির উদ্দিন নাঈম ও হাফিজ উদ্দিন রাহাত। এছাড়া আরও অনেকে সহযোগিতায় ছিলেন।

নিহত ছাত্রদল কর্মী আলমগীর বাদশার পরিবারে তারেক রহমানের ঈদ উপহার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার নিহত ছাত্রদল কর্মী আলমগীর বাদশার পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৯ মার্চ শনিবার আলমগীর বাদশার পরিবারের হাতে তারেক রহমানের উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের মাধ্যমে এই ঈদ উপহার পৌছে দেন।

উপহার প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল হোসাইন, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন সহ অন্যান্যরা।

এখানে উল্লেখ্যযে, ছাত্রদল কর্মী আলমগীর বাদশাকে ২০১৬ সালে র‌্যাবের কথিত ক্রসফায়ারে গুলিতে নিহত হোন আলমগীর বাদশা।

যেভাবে প্রান্তিক কৃষক ও জনগোষ্ঠীর মাঝে সোনারগাঁও উপজেলা বিএনপি

সান নারায়ণগঞ্জ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পালন করে চলেছে সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নেও সেই ধারা অব্যাহত রেখেছেন বিএনপির নেতাকর্মীরা। গত ৫ আগস্টের পর তারেক রহমানের ৩১ দফা ধোরগোড়ায় পৌছে দিতে কাজ করেছে সোনারগাঁও উপজেলা বিএনপি। বর্তমানে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে প্রান্তিক কৃষক ও সাধারণ মানুষকে নিয়ে পালন করছেন ইফতার ও দোয়া মাহফিল। সেই সঙ্গে গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে চলেছে সোনারগাঁও উপজেলা বিএনপি।

স্থানীয়রা জানান, চলতি রমজান মাসে বিএনপির নির্দেশনামত সাধারণ মানুষকে নিয়ে ইফতার ও দোয়া পালন করেছে বিএনপি। সেখানে প্রান্তিক কৃষকদের দাওয়াত করে আনা হচ্ছে। একই সঙ্গে একেবারে নিরেট সাধারণ মানুষদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এসব আয়োজনে বিএনপির কর্মী সমর্থকদেরও ঠাঁই দেয়া হয়েছে গুরুত্বসহকারে। দশ রোজার পর থেকে প্রতিটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ করছেন বিএনপির শীর্ষ নেতারা।

প্রতিটি কর্মসূচি পালন করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। তারেক রহমানের পক্ষ থেকে বিগত সাড়ে ১৫ বছরে গণতান্ত্রিক আন্দোলনে এবং জুলাই আন্দোলনে যেসব আন্দোলনকারী নিহত ও আহত হয়েছেন সেইসব পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। ইফতার ও দোয়া মাহফিল কর্মসূচির মাঝে সমানতালে উপজেলার প্রতিটি ইউনিয়নে ও সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করছে বিএনপি।

এর আগে গত ৫ আগস্টের পর থেকে মান্নান মোশারফের নির্দেশনায় তারেক রহমানের ৩১ দফা উপজেলার দশটি ইউনিয়নে ও সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকায় কৃষক সমাবেশ করেছে কৃষকদল। এসব কৃষক সমাবেশে তারেক রহমানের ৩১ দফার সুফল তুলে ধরা হয়েছে। এর আগে প্রতিটি ইউনিয়নে কর্মীসভার মাধ্যমে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনগণের যাবতীয় সুফল তুলে ধরা হয়েছে জনগণের মাঝে। জনবান্ধব কর্মসূচির মাধ্যমে সোনারগাঁয়ের আমজনতার মাঝে পৌছে যাওয়ার চেষ্টা করছে সোনারগাঁও উপজেলা বিএনপি।

নিহত যুবদল নেতা শাওন প্রধানের পরিবারে তারেক রহমানের ঈদ উপহার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন প্রধানের পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ২৯ মার্চ শনিবার কাশিপুর এলাকায় গিয়ে তারেক রহমানের ঈদ উপহার নিহত যুবদল নেতা শাওন প্রধানের পরিবারের হাতে তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহামুদ।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু প্রমূখ।

সর্বশেষ সংবাদ