সান নারায়ণগঞ্জ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে আলেমা ওলামায় কেরাম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর বুধবার বিকেলে বারদী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বারদী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বারদীর মছলন্দপুর দারুল উলুম মাদ্রাসার আলেম-ওলামা ও শিক্ষার্থীরা সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন।


