সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে একের পর এক নাটকীয় ঘটনা ঘটে যাচ্ছে। এ আসনে এখন দুইজনই দাবি করছেন বিএনপি থেকে তারা মনোনয়ন পেয়েছেন। তারা হলেন শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান।
৩ নভেম্বর এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। নির্বাচনের দিকে যখন এগিয়ে আসছিলেন তখন ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে মাসুদ বলেন, ’আমি নির্বাচন করবো না, মনোনয়ন কিনবো না।’ তবে মাসুদ এই ঘোষণা দিলেও নেতাকর্মীরা তাকে নির্বাচনে থাকার দাবি জানিয়ে আন্দোলন শুরু করে দেয়।
বিশ্বস্থ সূত্রে জানাগেছে, এর প্রেক্ষিতে ১৮ ডিসেম্বর বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল প্রশিক্ষণ সভায় যান মাসুদুজ্জামান মাসুদ। সেদিন একা মাসুদ তার শরীরে চাদর মুড়িয়ে মুখে মাস্ক পরিধান করে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন এবং একাই বের হয়ে যান এবং পরদিন ১৯ ডিসেম্বর বিকেলে নেতাকর্মীদের আন্দোলনের মুখে নির্বাচনে অংশগ্রহণের কথা জানান তিনি।
এদিন রাত থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানকে মনোনিত করেছে বিএনপি। রাতেই জানা যায়, কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির একজন সদস্য সাখাওয়াত হোসেন খানকে ২০ ডিসেম্বর শনিবার গুলশান কার্যালয়ে প্রার্থীদের নিয়ে তারেক রহমানের প্রশক্ষিন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জানানো হয়।
সেমতে ২০ ডিসেম্বর শনিবার গুলশান কার্যালয়ে প্রার্থীদের সঙ্গে প্রশক্ষিণ কর্মসূচিতে সাখাওয়াত হোসেন খান অংশগ্রহণ করেন। তবে এর আগেই সকাল ৯টার দিকে সাখাওয়াত হোসেন খান তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান তাকে বিএনপি মনোনিত করেছে।
সাখাওয়াত ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে। আমাকে নারায়ণগঞ্জ ০৫ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীকে মনোনীত করার জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সমর্থকদের উপর যারা আমার প্রতি আস্থা রেখেছেন। আমি নারায়ণগঞ্জ-৫ আসনের সকল জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি বিশ্বাস করতে চাই আপনাদের স্বপ্ন বাস্তবায়নে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফার আলোকে আগামীর নারায়ণগঞ্জ ও বন্দর গড়তে আপনারা আমার পাশে থাকবেন, ইনশাআল্লাহ।
এর ঘন্টা খানিক পর মাসুদুজ্জামান মাসুদ তার ফেসবুক পেজে নেতাকর্মীদের উদ্দেশ্যে লিখেছেন, অফিসিয়াল নির্দেশনা না আসা পর্যন্ত দলের প্রার্থিতা অপরিবর্তিত রয়েছে। কেউ বিভ্রান্ত হবেন না। সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।


