এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে: আজাদ

সান নারায়ণগঞ্জ

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, গত ১৭টি বছর বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অনেক নির্যাতিত হয়েছেন, অনেক কষ্টের মাধ্যমে আজকে আমরা এ জায়গায় এসে পৌছেছি। তাই এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সব সময় রাজপথে ছিলাম এখনো আছি, তাই আমাদের সকলে ঐকবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে এবং এই রমজান মাসে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি, তিনি যেন সুস্থ হয়ে আবার সকলের মাঝে ফিরে আসে।

নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় ও সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নজরুল ইসলাম আজাদ। ওই অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।

বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, শুভেচ্ছান্তে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ডালিম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

খোরশেদের মাধ্যমে সুবিধাবঞ্চিত ৫শতাধিক শিশুর হাতে তারেক রহমানের ঈদ উপহার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগরীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ উপলক্ষে নতুন জামা উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

তিনি সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের ৪বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন। করোনাকালে তার জীবন বাজি রেখে ব্যাপক ভুমিকায় তিনি করোনা বীর হিসেবে দেশ ও বিদেশে খ্যাতি অর্জন করেন।

২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগরীর মাসদাইর এলাকায় বিএনপি নেতা খোরশেদের কার্যালয়ে এই ঈদ উপহার হিসেবে নতুন জামা বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, বিগত কয়েক বছর ধরেই মহানগরীর ১৩নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের শিশুদের মাঝে নামমাত্র মূল্যে কখনওবা বিনামূল্যে ঈদের উপহার দিয়ে আসছেন বিএনপি নেতা খোরশেদ। সেই ধারাবাহিকতায় এ বছরও দুস্থ ও গরীব শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

এদিকে ঈদে নতুন জামা পেয়ে আনন্দিত শিশুরাও। বাচ্চারা ঈদের পোশাক পাওয়ায় খুশি তাদের সাথে আসা অভিভাবকরাও।

নতুন জামা নিতে আসা ৪ বছরের শিশু ববির মা নাজমা বেগম জানান, আমরা গরীব মানুষ। ঈদের দিন একটু ভালমন্দ খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয়। ঈদের কেনাকাটা করবো কোথা থেকে। বাচ্চারা ঈদ আসলে নতুন কাপড়ের বায়না ধরে, দিতে পারি না। তাই এখানে ছেলেটার জন্য একটা নতুন জামা নিতে এসেছি। আমাদের তারেক রহমানকে মন থেকে ধন্যবাদ জানাই।

ঈদের নতুন জামা পেয়ে আনন্দিত ৬ বছরের শিশু মীম বলেন, ঈদের নতুন জামা দিয়েছে। ঈদের দিন এটা পড়বো।

এসময় বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খােরশেদ বলেন, বিএনপির রাজনীতি সবসময় সাধারণ মানুষের জন্য এবং অসহায় ও দুস্থদের জন্য বিএনপি রাজনীতি করে। আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াই। সেই বোধ থেকেই আমাদের আজকের এই আয়োজন।

তিনি আরো বলেন, আমরা চাই সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। আমরা চাই ঈদের আনন্দ থেকে কোন শিশু যেন বঞ্চিত না হয়। আমরা এসকল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চাই। যাদের সামর্থ্য নেই তারাও যেন নতুন জামা পরে ঈদ করতে পারে। তাই আমাদের এই ক্ষদ্র চেষ্টা।

সোনারগাঁও পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া

সান নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

২৭ মার্চ বৃহস্পতিবার সোনারগাঁও উপজেলা অডিটরিয়ামে সাধারণ জনগণকে সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বারের সভাপতিত্বে সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান, তাইজুল ইসলাম সরকার, সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাফবর উদ্দিন মজনু, আতাউর রহমান, জিয়াউল ইসলাম চয়ন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, সোনারগাঁও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাসুম মোল্লা, সেলিম, সোনারগাঁও পৌর যুবদলের সদস্য সচিব মফিজুর রহমান সোহেল, সোনারগাঁও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক, সোনারগাঁও পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ আবুল হোসেন, সোনারগাঁও পৌর ছাত্রদল নেতা ফরহাদ, নাদিম সহ নেতৃবৃন্দ দোয়া ও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন।

সোনারগাঁও মায়াদ্বীপে ২’শ পরিবারে ঈদ সামগ্রী বিতরণে সেলিম হোসেন দিপু

সান নারায়ণগঞ্জ

আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সহযোগিতায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের নদীবেষ্টিত চরাঞ্চল মায়াদ্বীপ নূনেরটেক এলাকায় ২’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে সোনারগাঁও উপজেলা কৃষকদল।

২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে বারদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নদীবেষ্টিত মায়াদ্বীপ নূনেরটেক এলাকায় ২’শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও বারদী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম হোসেন দিপু।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ফজলু মেম্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এম এ মিলন, বারদী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা ওহাব, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সুমন মোল্লা, রোকনুজ্জামান, বৈদ্যেরবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইয়ানুছ, সাধারণ সম্পাদক ইসমাইল, বারদী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির নেতা ইব্রাহিম, আক্তার হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপগঞ্জ আগারপাড়া যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুব সমাজের উদ্যোগে আগারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মক্তবের শিক্ষার্থীদের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার আগারপাড়া সামাজিক ঈদগাহ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ও আনন্দ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলম খাঁন।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-আগারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিন, সেলিম রেজা, আরিফুল ইসলাম, আব্দুল করিম মিয়া, আরব আলী, জিতু মিয়া, বাসেদ মিয়া, সেলিম মিয়া, হোসেন আলী, কিতাব আলী, জব্বার আলী, ইসলাম মিয়া, খবির মিয়া, রিপন মিয়া, আসাদ মিয়া, জুলহাস মিয়া, রানু মিয়া, রাশেদুল ইসলাম রাজীব, রফিকুল ইসলাম, কাউছার মিয়া, সোহেল মাহমুদ, ফয়সাল মিয়া, কাইয়ুম মিয়া, মিরাজ মিয়া, বাদল মিয়া, আক্কাস আলী ডাক্তার, শহিদুল ইসলাম, বিচারক মন্ডলী মুফতী মোনায়েম বখতিয়ার, মাওলানা মুমিনুল ইসলাম, ক্বারী আব্দুল মাজেদ, মাওলানা শফিকুল ইসলাম সহ অভিভাবক শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াত,ইসলামী সংগীত, দুআ-মাসআলা, ঈদের জামায়েত প্রদর্শনী, জানাযার নামায প্রদর্শনীসহ ইসলামিক বিভিন্ন দিক নির্দেশনা মূলক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা ও খাবার বিতরণ করা হয়।

বৈষম্য দূরীকরণে আর কাউকে যেনো রক্ত দিতে না হয়: ডিসি

সান নারায়ণগঞ্জ

বৈষম্য দূরীকরণে আর কাউকে যেন রক্ত দিতে না হয় আজকের দিনে এই আমাদের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আমরা গভীর শ্রদ্ধার সাথে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করছি।

২৭ মার্চ বৃহস্পতিবার সকালে আড়াইহাজার পৌরসভা কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের পাশে আমরা সবসময় আছি।তারা যে স্বপ্ন নিয়ে আত্মহুতি দিয়েছেন, বুকের তাজা রক্ত ঝড়িয়েছেন তা ব্যর্থ হতে দেয়া যাবে না। তাদের স্বপ্নকে লালন করে সমাজ থেকে সকল বৈষম্য দূর করতে হবে। আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। যদি তা নিশ্চিত করতে না পারি তাহলে এটা হবে আমাদের জন্য চরম ব্যর্থতা।

উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অর্থ সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ প্রমূখ।

মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

সান নারায়ণগঞ্জ

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। বুধবার সকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা মহানগরীর চাষাড়া বিজয়স্তম্ভে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, শহিদুল ইসলাম টিটু, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আশরাফুল আলম রিপন, মোস্তাক আহমেদ, রিয়াজুল ইসলাম, বাছির উদ্দীন বাচ্চু, রহিমা শরীফ মায়া সহ বিভিন্ন থানা/উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডে দিদার খন্দকারের নির্বাচনের ঘোষণা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন রোটারিয়ান ও বিএনপি নেতা দিদার খন্দকার। তিনি নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১৪নং ওয়ার্ডের সভাপতি।

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির প্রজেক্ট চেয়ারম্যান।

জানাগেছে, নারায়ণগঞ্জ নগরীর পাঁচ শতাধিক এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে।২৬ মার্চ বুধবার দুপুরে দেওভোগ জান্নাত কনভেনশন সেন্টারে আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির প্রজেক্ট চেয়ারম্যান দিদার খন্দকারের উদ্যোগে এই উপহার দেওয়া হয়।

উপহার বিতরণকালে দিদার খন্দকার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে হাজির হয়েছি। ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে ও সামান্য উপহার দিতে পেরে খুব আনন্দ লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। আমি সব সময় আপনাদের জন্য কাজ করে যেতে চাই। আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন।

আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির যৌথ আয়োজনে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি মশিউর রহমান সাকির, চার্টাড প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ইব্রাহিম রাজু, সাধারণ সম্পাদক ধঞ্জয় কুমার জয়, শাহেন সরকার, সাদেজা মুন্নি, আবু সিদ্দিক নূর, রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল মজিদ, শাহিন সরকার, শাহিনা দিদার, পারভেজ আলম, রিপন খান,রাজিব পাশি, আরিফুল ইসলাম প্রমুখ।

 

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের ৭৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সান নারায়ণগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ জেলা শাখার ৭৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে ডা. মো. শাহীন মিয়াকে আহ্বায়ক এবং মো. আলম মিয়াকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া ২৬ জনকে যুগ্ম আহ্বায়ক ও বাকিদের সদস্য করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেওয়ান মাহমুদ, যুগ্ম আহ্বায়ক আলামিন ইকবাল, ওবাইদুর রহমান, এ্যাড. নজরুল মিয়া, শাহাআলম, জুয়েল আরমান, মনির মল্লিক, ফজলুর হক, মোজাম্মেল হোসেন, মোহাম্মদ আলী, মঞ্জুর হোসেন, সেলিম হোসেন দীপু, সাহাবুদ্দিন মোল্লা, আলমগীর হোসেন, মো. ইদ্রিস আলী, মো. মামুন মিয়া, শাহাদাত হোসেন চৌধুরী, আবু বক্কর সিদ্দিক, মকবুল হোসেন, সাইদুর রহমান, আলহাজ্ব এম. এ. মিলন ভূঁইয়া, সুমন মিয়া, নাসির প্রধান, সালাউদ্দিন, মো. ফরিদ সিকদার, রবিন রহমান।

সদস্যরা হলেন, এ্যাড. শরিফুল ইসলাম মোল্লা, মজিবুর রহমান, শ্যামল মিয়া, রফিকুল ইসলাম, উজ্জল ভূঁইয়া, এ্যাড. কাজী রাসেল, সার্জেন মোমেন, ফারুখ মিয়া, বেলায়েত হোসেন, বাদল মিয়া, শেখ আল আমিন, মো. শাহীন মিয়া, মঞ্জুর আহাম্মেদ, রাশেদ, আল আমিন, শাহিন মিয়া, খন্দকার আবুল বাশার, দেলওয়ার বেপারী, সুমন মোল্লা, রোকনুজ্জামান রোকন, নুরুজ্জামান, বিল্লাল হোসেন, মতিউর রহমান, কামরুল, রফিক হাজী, আলমগীর হোসেন, মো. শাকিল মিয়া, কুষার, মাসুম, ইকবাল, আক্তার, আরিফ, ওসমান, কামাল, শাকিবুল ইসলাম কাজেল, মোহাসিন মাহমুদ, হারুন মিয়া, সোবহান মাস্টার, মঞ্জুর হাজী, মোহাম্মদ আলী, মোক্তার হোসেন, নাঈম মিয়া, আলম খান, সিফাত সাউদ, কবির হোসেন, হেদায়েতউল্লা, পাভেল রহমান, মো. রাসেদুল ইসলাম, মো. নয়ন ভূঁইয়া, ফারুক ব্যাপারী, মো. আল-মামুন।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি ডা. মো. শাহীন মিয়াকে আহ্বায়ক এবং মো. আলম মিয়াকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ জেলা শাখার দুই সদস্যের আংশিক কমিটি করা হয়েছিল।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘মেট্রোরেলের আদলে’ ৮ জোড়া ট্রেন চালু

সান নারায়ণগঞ্জ

পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ৮ জোড়া অত্যাধুনিক কমিউটার ট্রেন চালু করা হয়েছে। ২৬ মার্চ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নতুন ট্রেন চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এখন থেকে এই রুটে মেট্রোরেলের আদলে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। ট্রেনগুলোতে ১১টি বগি রয়েছে। ট্রেনে বসে ৫৯২ জন যাত্রী যাতায়াত করতে পারবে। পাশাপাশি এক হাজার ১৭৬ জন যাত্রী চলাচল যাতায়াত করতে পারবে। যাত্রীরা প্রথম বগি থেকে শেষ বগিতে যেতে পারবেন।

তিনি আরও বলেন, অনেকেই মনে করছেন ট্রেনটি চাকচিক্যময় হলে ভালো হতো। এই ট্রেনটি নতুন মেট্রোরেলের আদলে আমাদের দেশে তৈরি। আমরা আমাদের দেশের শিল্পের বিকাশ ঘটাতে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনন্দ কুমার পাল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক নীরব রায়হান সহ প্রমুখ।

উল্লেখ্য, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জে যোগদানের পরপরই বিভিন্নজনের সঙ্গে কথা বলে রেল যোগাযোগের সমস্যার বিষয়টি উপলব্ধি করেন। তিনি রেল যোগাযোগ আরও বেশি জনবান্ধব করার লক্ষ্যে কাজ শুরু করেন। এর ধারাবাহিকায় তিনি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত মেট্রোরেলের আদলে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচলের ঘোষণা দেন।

সর্বশেষ সংবাদ