মহান বিজয় দিবসে কাঁচপুর কুতুবপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সান নারায়ণগঞ্জ

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ১১নং কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি মোঃ বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতা সাইদুর রহমান, জাকারিয়া, সেলিম, মোশাররফ, মাহফুজ, বাধন, মাজহারুল, ইমন, স্বজন, মতিউর, মেহেদী ও সোহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও কয়েক হাজার দর্শক এ আয়োজন উপভোগ করেন।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শিশু, কিশোর, যুবক ও বয়স্কসহ বিভিন্ন বয়সী খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। দৌড়, লং জাম্প, বল নিক্ষেপসহ নানা ধরনের খেলায় অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ বজলুর রহমান বলেন, ১৯৭১ সালের এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা মহান বিজয় অর্জন করেছি। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিরস্ত্র মানুষের ওপর নির্মম নির্যাতন চালিয়েছিল। সেই দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েই সংগঠিত হয় মহান মুক্তিযুদ্ধ।

তিনি আরও বলেন, আজকের এই গৌরবময় দিনে আমরা মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ১৯৭১ সালে তিনি সেনাবাহিনীর একজন মেজর হিসেবে দায়িত্ব পালনকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার পক্ষে ঐতিহাসিক ঘোষণা দেন, যা মুক্তিযুদ্ধে জাতিকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছিল।

বক্তারা বলেন, মহান বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে খেলাধুলা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।